কলকাতা, 18 ডিসেম্বর: গ্রিন লাইন 1 এর বেঙ্গল কেমিক্যাল স্টেশনে আর টিকিট বুকিং কাউন্টার থাকবে না। মঙ্গলবার কলকাতা মেট্রো রেল কতৃপক্ষের তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে। আগামী 19 ডিসেম্বর থেকে কাউন্টারলেস স্টেশন হিসেবে চিহ্নিত হবে এই স্টেশনটি।
কলকাতা মেট্রো রেলের পার্পেল করিডোরের পর এবার গ্রিন লাইন 1-এর যে প্রথম মেট্রো স্টেশনে টিকিট বুকিং কাউন্টার থাকছে না, সেটি হল বেঙ্গল কেমিক্যাল মেট্রো স্টেশন। আজ কলকাতা মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী বৃহস্পতিবার এই ব্যবস্থা চালু হচ্ছে।
গত 1 অগস্ট থেকেই কলকাতা মেট্রো করিডোরের পার্পেল ও অরেঞ্জ লাইনের কয়েকটি স্টেশনে টিকিট কাউন্টার তুলে দেওয়া হয়েছে। পার্পেল লাইনে তারাতলা ও সখেরবাজার মেট্রো স্টেশনে এবং অরেঞ্জ লাইনের কবি সুকান্ত মেট্রো স্টেশনে আর এখন টিকিট কাউন্টার বা টিকিট বুকিং কর্মী নেই। পরিবর্তে টোকেন নেওয়া স্মার্ট কার্ড রিচার্জ করা কিউআর কোড দেওয়া পেপার টিকিট যাত্রীদের নিতে হচ্ছে অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিন (ASCRM)-এর মাধ্যমে।
যেহেতু গ্রিন লাইন ওয়ানের বেঙ্গল কেমিক্যাল মেট্রো স্টেশন অন্যান্য স্টেশনের তুলনায় যাত্রীর ভিড় অনেকটাই কম, তাই এই স্টেশনকে পাইলট প্রজেক্টের অঙ্গ হিসেবে 'নো বুকিং কাউন্টার স্টেশন' হিসেবে বেছে নেওয়ার হয়েছে। এই স্টেশনে টোকেন দেওয়ার জন্য বা স্মার্ট কার্ড রিচার্জ করার জন্য কোন বুকিং কাউন্টার বা কোনও টিকিট বুকিং কর্মী থাকবেন না।
আগামী বৃহস্পতিবার থেকে যাত্রীদের নিজেদেরকেই অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিন থেকে টোকেন নেওয়া, স্মার্ট কার্ড নেওয়া এবং রিচার্জ করা পেপার কিউআর কোড টিকিট সংগ্রহ করতে হবে। যাত্রীরা ইউপিআই পেমেন্টের মাধ্যমে এগুলি করতে পারবেন। অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিনে ইউপিআই পেমেন্টের মাধ্যমেই যাত্রীরা টোকেন নেওয়া, পেপার টিকিট কাটা কিংবা স্মার্ট কার্ড রিচার্জ করতে পারবেন।
প্রসঙ্গত, কলকাতা মেট্রো পরিষেবাকে আরও স্মার্ট এবং আন্তর্জাতিক মানের করে তোলার পথেই এটি আরেকটি উদ্যোগ। কতৃপক্ষের তরফে জানানো হয়েছে, যে যেহেতু গ্রিন লাইন 1-এ এটি একটি নতুন অভিজ্ঞতা, তাই এই ব্যবস্থায় কেমন সাড়া মিলছে তা দেখে অন্যান্য স্টেশনে চালু করা হবে এই পরিষেবা।