লস অ্যাঞ্জেলস, 18 ডিসেম্বর: প্রত্য়াশা পূরণে ব্যর্থ কিরণ রাও পরিচালিত 'লাপাতা লেডিজ' ৷ অস্কার প্রতিযোগিতা থেকে ছিটকে গেল এই ছবি ৷ অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সাইন্স 10টা বিভাগে প্রতিযোগিতায় কারা টিকে রয়েছে সেই শর্টলিস্ট প্রকাশিত করেছে ৷ 97তম অস্কার প্রতিযোগিতার দ্বিতীয় ধাপে কারা থাকছে তা প্রকাশ করা হয়েছে আমেরিকার সময় অনুসারে মঙ্গলবার ৷ কিন্তু সেই তালিকায় জায়গা করতে পারল না কিরণ রাওয়ের ছবি ৷
জায়গা পেল না বাংলার গানও ৷ হতাশ ভারতবাসী ৷ তবে আনন্দের খবর একটাই, লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে 'অনুজা' নামে একটি ছবি জায়গা পেয়েছে ৷ ছবিটি পরিচালনা করেছেন অ্যাডাম জে গ্রেভস ৷
Presenting the 97th #Oscars shortlists in 10 award categories: https://t.co/Ite500TEEC
— The Academy (@TheAcademy) December 17, 2024
Find out who will be nominated on January 17th, and tune into @ABCNetwork and @Hulu to watch the Oscars LIVE on Sunday, March 2nd at 7e/4p. pic.twitter.com/lzc9xViWC7
একনজরে দেখে নেওয়া যাক মোট শর্টলিস্টে কারা জায়গা করে নিতে পেরেছে ৷
ডকুমেন্টারি ফিচার ফিল্ম
দ্য বিবি ফাইলস
ব্ল্যাক বক্স ডায়েরি
ডাহোমি
ডটার্স
ইনো
ফ্রিদা
হলিউডগেট
নো আদার ল্যান্ড
পোর্সেলেইন ওয়ার
কুইনডম
দ্য রিমার্কেবল লাইফ অফ ইবেলিন
সাউন্ডট্র্যাক টু আ কুপ এটা
সুগারকেন
ইউনিয়ন
উইল অ্যান্ড হার্পার
ডকুমেন্টারি শর্ট ফিল্ম
চেজিং রু
ডেথ বাই নাম্বার্স
ইটারনাল ফাদার
আই এম রেডি, ওয়ার্ডেন
ইন্সিডেন্ট ইন্সট্রুমেন্ট অফ আ বিটিং হার্ট
কিপার
মাকাইলার্স ভয়েস: আ লেটার টু দ্য ওয়ার্ল্ড
ওয়ান্স আপন আ টাইম ইন ইউক্রেন
প্ল্যানেটওয়াকার
দ্য কুইলটার্স
সিট 31: জোয়ি জেফার
আ সুইম লেসন
আনটিল হি ইজ ব্যাক
ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম
ব্রাজিল- আই'এম স্টিল হেয়ার
কানাডা- ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ
চেক প্রজাতন্ত্র- ওয়েভস
ডেনমার্ক, দ্য গার্ল উইথ দ্য নিডল
ফ্রান্স - এমিলিয়া পেরেজ
জার্মানি- দ্য সিড অফ দ্য সেক্রেড ফিগ
আইসল্যান্ড- টাচ
আয়ারল্যান্ড- নীক্যাপ
ইতালি-ভার্মিগ্লিও
লাটভিয়া- ফ্লো
নরওয়ে- আরমান্ড
ফিলিস্তিন- ফ্রম গ্রাউন্ড জিরো
সেনেগাল- ডাহোমি
থাইল্যান্ড- হাউ টু মেক মিলিয়নস বিফোর গ্র্যান্ডমা ডাইস
ইউনাইটেড কিংডম (ইউকে)- সন্তোষ
মিউজিক (অরজিনাল স্কোর)
এলিয়ান: রোমুস
বেবিগার্লস
বিটলজুস বিটলজুস
ব্লিঙ্ক টোয়াইস
ব্লিটজ
দ ব্রুটলিস্ট
চ্যালেঞ্জার্স
কনক্লেভ
এমিলিয়া পেরেজ
দ্য ফায়ার ইনসাইড
গ্লেডিয়েটর II
হোরিজন: এন আমেরিকান সাগাপ্টার 1
ইনসাইড আউট 2
নোসফেরাতু
দ্য রুম নেক্সট ডোর
সিং সিং
দ্য সিক্স ট্রিপল এইট
ইউকেড
দ্য ওয়াইল্ড রোবট"
ইয়ং ওম্যান অ্যান্ড দ্য সি
মিউজিক (অরজিনাল সং)
বেটারম্যান-এর ফরবিডেন রোড
ব্লিটজ-এর উইন্টার কোট
চ্যালেঞ্জার্স-এর কমপ্রেস/রিপ্রেস
এলটন জন: নেভার টু লেট থেকে নেভার টু টেল গান
এমিলিয়া পরেজ থেকে মি কামিনো
নীক্যাপ থেকে সিক ইন দ্য হেড
মোয়ানা 2 থেকে বিয়ন্ড
মুফাসা:দ্য লায়ন কিং থেকে টেল মি ইট'স ইউ
সিং সিং থেকে লাইক আ বার্ড
পিস বাই পিস থেকে পিস বাই পিস
দ্য সিক্স ট্রিপল এইট থেকে দ্য জার্নি
টুইস্টার্স থেকে আউট অফ ওকলাহোমা
দ্য ওয়াইর্ল্ড রোবট থেকে কিস দ্য স্কাই
উইল অ্যান্ড হার্পার থেকে হার্পার অ্যান্ড উইল গো ওয়েস্ট
এছাড়াও লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম, সাউন্ড, ভিজ্যুয়াল এফেক্টস, অ্যানিমেটেড শর্ট ফিল্ম, মেকাপ অ্যান্ড হেয়ারস্টাইলিং বিভাগের শর্টলিস্ট প্রকাশ করা হয়েছে ৷