কলোম্বো, 30 জুলাই: শ্রীলঙ্কার সহজ জয়, ভারতের লজ্জার হার ৷ 2-1 ব্যবধানে সিরিজ জিতে নিল লঙ্কানরা ৷ ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন শ্রীলঙ্কান বোলার ওয়ানিন্দু হাসরঙ্গ ৷ বৃহস্পতিবার 9 রানে দিয়ে 4 উইকেট তুলে নেন তিনি ৷ মূলত তার জন্যই 7 উইকেটে হেরে সিরিজ খোয়ালো ধাওয়ানরা ৷
এদিন খেলার শুরু থেকেই ভারতের ব্যাটিং বিপর্যয় শুরু হয় ৷ অধিনায়ক ধাওয়ান আউট হন প্রথম ওভারেই ৷ কিছু পরে রান আউট হন দেবদত্ত পাড়িক্কল ৷ শেষ পর্যন্ত 20 ওভারে 8 উইকেট হারিয়ে কোনওরকমে 81 রান তোলে ভারত ৷ রুতুরাজ গায়কোয়াড় (14) ভাল শুরু করেও ব্যর্থ হন ৷ সঞ্জু স্যামসন (0), নীতীশ রানাও (6) রান পাননি ৷ শেষে স্কোর ভদ্রস্থ করেন কুলদীপ যাদব (23) ও ভূবনেশ্বর কুমার (18) ।
আরও পড়ুন: IND vs SL 2nd T-20 : ভারতকে 4 উইকেটে হারিয়ে সিরিজ়ে সমতা ফেরাল শ্রীলঙ্কা
বৃহস্পতিবার ওয়ানিন্দু হাসরঙ্গ ছাড়াও বল হাতে ভাল করেন শ্রীলঙ্কার দাসুন শানাকা ৷ 20 রান দিয়ে 2টি উইকেট নেন তিনি । অপরপক্ষে ভারতের হয়ে বল হাতে লড়াই চালান রাহুল চাহার ৷ 15 রানে 3 উইকেট নেন তিনি ৷ যদিও সেই লড়াই কাজে আসেনি 15 ওভারেই প্রয়োজনীয় 82 রান তুলেন নেয় শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা ৷