ETV Bharat / sports

ICC T-20I Rankings: টি-20 ব়্যাঙ্কিংয়ে সূর্যোদয়, ক্রমতালিকায় উঠলেন রোহিত-বিরাট - ক্রমতালিকায় উঠলেন রোহিত বিরাট

অধিনায়ক রোহিত শর্মাও এক ধাপ এগিয়ে 13তম স্থানে উঠেছেন । এশিয়া কাপ থেকেই ছন্দে ফিরছেন কোহলি । ফলে এবার 15-তে ঢুকেছেন বিরাট । ক্রমতালিকায় 15 নম্বরে রয়েছেন দেশের প্রাক্তন অধিনায়ক (ICC T20I Rankings)।

Etv Bharat
Rankings
author img

By

Published : Sep 28, 2022, 5:13 PM IST

Updated : Sep 28, 2022, 8:00 PM IST

দুবাই, 28 সেপ্টেম্বর: আইসিসি'র প্রকাশিত সর্বশেষ টি-20 র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার বেস্ট অবস্থানে পৌঁছলেন ভারতীয় ক্রিকেটের নতুন তারা সূর্যকুমার যাদব (Suryakumar Yadav ranking)। রবিবার হায়দরাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ম্যাচে 36 বলে ম্যাচ জেতানো 69 রান করেন 'স্কাই' ৷ তারপরেই 801 রেটিংয়ে পৌঁছে যান মুম্বইকর ৷ চলতি বছরের অগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম্যান্সের পরেই প্রথম টি-20 র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে পৌঁছেছিলেন তিনি । মাঝে তাঁকে ছাপিয়ে শীর্ষ স্থানদু'টি দখল করেছিলেন দুই পাক ব্যাটার, মহম্মদ রিজওয়ান ও বাবর আজম ।

বর্তমানে তৃতীয় স্থানে থাকা পাক অধিনায়ক বাবর আজমের সঙ্গে সূর্যকুমারের পার্থক্য মাত্র 2 রেটিং পয়েন্ট (Suryakumar Yadav above Babar Azam in T20 ranking) ৷ ভারতের মিডল অর্ডার অনেকখানি নির্ভর করে থাকে এই ডানহাতি মুম্বইকারের উপরে ৷ আগামী কুড়ি-বিশ বিশ্বকাপেও ভারতের অন্যতম ধারালো অস্ত্র হতে চলেছেন স্কাই ৷ কিন্তু এই সূর্যকে ভারতীয় দলে প্রবেশের আগে দিতে হয়েছে কঠিন পরীক্ষা ৷ প্রায় দশ বছর ঘরোয়া ক্রিকেটে টানা পারফর্ম করার পরেও নির্বাচকদের নজর কাড়তে পারেননি এই বিস্ফোরক ব্যাটার ৷ তারপর দলে সুযোগ পেয়েই নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে শুরু করেছেন এই ডানহাতি ব্যাটার ৷

  • India and Pakistan stars among the big movers in the latest @MRFWorldwide ICC Men's T20I Player Rankings 🇮🇳 🇵🇰

    Full story 👇

    — ICC (@ICC) September 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: সিএবি’র বার্ষিক সাধারণ সভা 31 অক্টোবর! প্রশাসনে ফের রাজ করতে পারে ‘টিম’ সৌরভ

অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ও তৃতীয় টি-20 ম্যাচে ভালো খেলার দরুণ অধিনায়ক রোহিত শর্মাও এক ধাপ এগিয়ে 13তম স্থানে উঠেছেন (Rohit Sharma ICC ranking) । এশিয়া কাপ থেকেই ছন্দে ফিরছেন কোহলি । ফলে এবার 15-তে ঢুকেছেন বিরাট । ক্রমতালিকায় 15 নম্বরে রয়েছেন দেশের প্রাক্তন অধিনায়ক (Virat Kohli ICC T20 ranking ) ।

দুবাই, 28 সেপ্টেম্বর: আইসিসি'র প্রকাশিত সর্বশেষ টি-20 র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার বেস্ট অবস্থানে পৌঁছলেন ভারতীয় ক্রিকেটের নতুন তারা সূর্যকুমার যাদব (Suryakumar Yadav ranking)। রবিবার হায়দরাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ম্যাচে 36 বলে ম্যাচ জেতানো 69 রান করেন 'স্কাই' ৷ তারপরেই 801 রেটিংয়ে পৌঁছে যান মুম্বইকর ৷ চলতি বছরের অগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম্যান্সের পরেই প্রথম টি-20 র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে পৌঁছেছিলেন তিনি । মাঝে তাঁকে ছাপিয়ে শীর্ষ স্থানদু'টি দখল করেছিলেন দুই পাক ব্যাটার, মহম্মদ রিজওয়ান ও বাবর আজম ।

বর্তমানে তৃতীয় স্থানে থাকা পাক অধিনায়ক বাবর আজমের সঙ্গে সূর্যকুমারের পার্থক্য মাত্র 2 রেটিং পয়েন্ট (Suryakumar Yadav above Babar Azam in T20 ranking) ৷ ভারতের মিডল অর্ডার অনেকখানি নির্ভর করে থাকে এই ডানহাতি মুম্বইকারের উপরে ৷ আগামী কুড়ি-বিশ বিশ্বকাপেও ভারতের অন্যতম ধারালো অস্ত্র হতে চলেছেন স্কাই ৷ কিন্তু এই সূর্যকে ভারতীয় দলে প্রবেশের আগে দিতে হয়েছে কঠিন পরীক্ষা ৷ প্রায় দশ বছর ঘরোয়া ক্রিকেটে টানা পারফর্ম করার পরেও নির্বাচকদের নজর কাড়তে পারেননি এই বিস্ফোরক ব্যাটার ৷ তারপর দলে সুযোগ পেয়েই নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে শুরু করেছেন এই ডানহাতি ব্যাটার ৷

  • India and Pakistan stars among the big movers in the latest @MRFWorldwide ICC Men's T20I Player Rankings 🇮🇳 🇵🇰

    Full story 👇

    — ICC (@ICC) September 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: সিএবি’র বার্ষিক সাধারণ সভা 31 অক্টোবর! প্রশাসনে ফের রাজ করতে পারে ‘টিম’ সৌরভ

অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ও তৃতীয় টি-20 ম্যাচে ভালো খেলার দরুণ অধিনায়ক রোহিত শর্মাও এক ধাপ এগিয়ে 13তম স্থানে উঠেছেন (Rohit Sharma ICC ranking) । এশিয়া কাপ থেকেই ছন্দে ফিরছেন কোহলি । ফলে এবার 15-তে ঢুকেছেন বিরাট । ক্রমতালিকায় 15 নম্বরে রয়েছেন দেশের প্রাক্তন অধিনায়ক (Virat Kohli ICC T20 ranking ) ।

Last Updated : Sep 28, 2022, 8:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.