মুম্বই, 18 জানুয়ারি: 2023 সালের 14 ডিসেম্বর জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি ম্যাচ চলাকালীন গোড়ালিতে চোট পেয়েছিলেন সূর্য। তারপর আর তিনি সেই ম্যাচ খেলতে পারেননি। আর তারজন্যই সূর্যকুমার যাদব 2024 সালের ফেব্রুয়ারি পর্যন্ত 22 গজের বাইরে ছিটকে গিয়েছেন। জানা গিয়েছিল, গোড়ালির চোট পেয়েছিলেন সূর্য। কিন্তু এরপর তাঁর এই চোটের পরীক্ষা করাতে গিয়েই স্পোর্টস হার্নিয়া ধরা পড়ে। সেই চোটের জন্য তিনি জার্মানিতে অস্ত্রোপচার করান ৷ তারপর কেমন আছেন তা নিজেই জানালেন তারকা ব্যাটার ৷
-
Surgery done✅
— Surya Kumar Yadav (@surya_14kumar) January 17, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
I want to thank everyone for their concerns and well wishes for my health, and I am happy to tell you all that I will be back very soon 💪 pic.twitter.com/fB1faLIiYT
">Surgery done✅
— Surya Kumar Yadav (@surya_14kumar) January 17, 2024
I want to thank everyone for their concerns and well wishes for my health, and I am happy to tell you all that I will be back very soon 💪 pic.twitter.com/fB1faLIiYTSurgery done✅
— Surya Kumar Yadav (@surya_14kumar) January 17, 2024
I want to thank everyone for their concerns and well wishes for my health, and I am happy to tell you all that I will be back very soon 💪 pic.twitter.com/fB1faLIiYT
উল্লেখ্য, 2024 টি-20 বিশ্বকাপের আগে প্রস্তুতির সময়টাও নষ্ট হয়েছে সূর্যের। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে 2024 আইপিএলের প্রাথমিক ম্যাচগুলিতেও তাঁকে না-পাওয়ার সম্ভাবনা প্রবল। যেটা বিশ্বকাপের আগে সূর্যের জন্য বড় ধাক্কা ৷ এদিন নিজের গতকাল, বুধবার এক্সে শেয়ার করে লেখেন, "সার্জারি সম্পন্ন ৷ আমি সবাইকে তাদের উদ্বেগ এবং আমার স্বাস্থ্যের জন্য শুভকামনার জন্য ধন্যবাদ জানাতে চাই ৷ আমি আপনাদের সবাইকে এটা জানাতে পেরে খুশি যে আমি খুব শীঘ্রই বাইশ গজে ফিরব ৷"
-
Here's wishing you a speedy recovery 🙏🙏 https://t.co/KjOTPHHdBM
— BCCI (@BCCI) January 18, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Here's wishing you a speedy recovery 🙏🙏 https://t.co/KjOTPHHdBM
— BCCI (@BCCI) January 18, 2024Here's wishing you a speedy recovery 🙏🙏 https://t.co/KjOTPHHdBM
— BCCI (@BCCI) January 18, 2024
জানা গিয়েছে, বর্তমানে জার্মানিতেই রয়েছেন সূর্যকুমার যাদব। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রীও দেবীশা শেঠিও। উল্লেখ্য, 2022 সালের মাঝামাঝি, ভারতের শীর্ষ উইকেটকিপার-ব্যাটসম্যান, কেএল রাহুল স্পোর্টস হার্নিয়াতে ভুগছিলেন। সেই বছরের জুলাই মাসে জার্মানিতে তাঁর অস্ত্রোপচার করা হয়েছিল। চোটের কারণে কেএল রাহুল আইপিএলের পর কয়েক মাস বিশ্রামে ছিলেন।
এখনও পর্যন্ত, সূর্যকুমার যাদব 2021 সালে অভিষেকের পর 60টি টি-20 খেলেছেন এবং 45.55 গড়ে 21 হাজার 141 রান করেছেন। 171-এর বেশি তাঁর স্ট্রাইক রেট রয়েছে। সূর্যের চারটি সেঞ্চুরি এবং 17টি হাফসেঞ্চুরি রয়েছে। আগামী জুন মাসে 2024 সালের আইসিসি টি-20 বিশ্বকাপের সময় তিনি ভারতের হয়ে অন্যতম প্রধান খেলোয়াড় হতে চলেছেন। ফলে বিশ্বকাপের আগে সূর্যের ফিট হওয়া অত্যন্ত জরুরি বলে মনে করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
আরও পড়ুন: