ETV Bharat / sports

Shane Warne : চুলের বিজ্ঞাপনে ‘প্রয়াত’ ওয়ার্ন, ক্ষিপ্ত ভক্তরা - England vs New Zealand Test

তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রতিটি ম্যাচ চলাকালীন বারবার ভেসে উঠছিল অজি কিংবদন্তির মুখ ৷ একটি বিজ্ঞাপনে বারবার দেখা যাচ্ছিল ওয়ার্নকে ৷ চুল প্রতিস্থাপন সংস্থার হয়ে ‘প্রয়াত’ ওয়ার্নিকে কথা বলতে দেখে রাগে দিশেহারা হয়ে যান তাঁর ভক্তরা (Shane Warne advertisement during Headingley Test draws fans ire) ।

Shane Warne News
বিজ্ঞাপনে বারবার দেখা যাচ্ছিল ওয়ার্নকে
author img

By

Published : Jun 25, 2022, 4:35 PM IST

লিডস, 25 জুন : চার মাস আগে ক্রিকেটবিশ্বকে কাঁদিয়ে বিদায় নিয়েছেন শেন কিথ ওয়ার্ন ৷ বাইশ গজের জাদুকরকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি ক্রিকেটপ্রেমীরা ৷ তারমধ্যেই ফের একবার ওয়ার্নির স্মৃতি টাটকা হয়ে উঠল ভক্তদের মনে ৷ সৌজন্যে একটি বিজ্ঞাপন ৷ শুধু তাই নয়, তাতে ক্ষিপ্তও হয়ে উঠছেন ওয়ার্নের অনুরাগীরা (Shane Warne Advertisement) ৷

ঘটনার সূত্রপাত ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজে (England vs New Zealand Test) ৷ তিন ম্যাচের টেস্ট সিরিজের ম্যাচ চলাকালীন বারবার ভেসে উঠছিল অজি কিংবদন্তির মুখ ৷ একটি বিজ্ঞাপনে বারবার দেখা যাচ্ছিল ওয়ার্নকে ৷ চুল প্রতিস্থাপন সংস্থার হয়ে ‘প্রয়াত’ ওয়ার্নিকে কথা বলতে দেখে রাগে দিশেহারা হয়ে যান তাঁর ভক্তরা । বিজ্ঞাপনটিকে ‘অপমানজনক’ বলেও মনে করেন অনেকে ৷ তারপরেই তড়িঘড়ি বিজ্ঞাপনটি সরিয়ে নেয় সম্প্রচারকারী সংস্থা ৷

Shane Warne News
বিজ্ঞাপনের দৃশ্য

প্রসঙ্গত, ইংল্যান্ড-নিউজিল্যান্ড টেস্টের সম্প্রচারকারী চ্যানেল প্রথম টেস্টে ওয়ার্নকে সম্মান জানিয়েছিল । হেডিংলে টেস্টে কিংবদন্তি স্পিনারকে অপমান করার অভিযোগে এখন তারাই ক্ষোভের মুখে ।

1992 সালের 2 জানুয়ারি ভারতের বিরুদ্ধে ওয়ার্নের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শুরু হয় ৷ লাল বলের ক্রিকেট থেকে রঙিন জার্সিতে সাদা বলে স্পিন করানোর সুযোগ অবশ্য তিনি পান আরও কয়েকমাস পরে ৷ 1993 সালের 24 মার্চ অস্ট্রেলিয়ার হয়ে খেলেন প্রথম একদিনের ম্যাচ ৷ প্রতিপক্ষ ছিল প্রতিবেশী নিউজিল্যান্ড ৷ পরবর্তী 15 বছরের আন্তর্জাতিক কেরিয়ারে 145টি টেস্ট ও 194টি একদিনের ম্যাচ খেলেছেন ৷

  • you just ran an ad with Shane warne in it . Channel seven adelaide 2:57 pm . You aint human

    — paullyj57 FMD GTFO (@paul13367521) June 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : ক্রীড়া বিশ্বকে অবাক করে বাহান্নতেই 'আউট' ওয়ার্ন

708টি টেস্ট উইকেট নিয়ে বিশ্বক্রিকেটে বন্দিত হয়েছেন শেন ৷ অস্ট্রেলিয়ানদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট উইকেটের মালিক তিনি ৷ বিশ্বের মধ্যে মুথাইয়া মুরলীধরনের পর সবচেয়ে বেশি টেস্ট উইকেট শিকার করেছেন শেন কিথ ওয়ার্ন ৷ শতাব্দীর সেরা ডেলিভারিতে মাইক গ্যাটিংকে বোল্ড করে বিশ্বক্রিকেট বন্দিত হন কিংবদন্তি এই লেগ-স্পিনার ৷ বিংশ শতাব্দীতে ওটাই ছিল ‘বল অফ দ্য সেঞ্চুরি’ অর্থাৎ শতাব্দীর সেরা ডেলিভারি ৷

লিডস, 25 জুন : চার মাস আগে ক্রিকেটবিশ্বকে কাঁদিয়ে বিদায় নিয়েছেন শেন কিথ ওয়ার্ন ৷ বাইশ গজের জাদুকরকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি ক্রিকেটপ্রেমীরা ৷ তারমধ্যেই ফের একবার ওয়ার্নির স্মৃতি টাটকা হয়ে উঠল ভক্তদের মনে ৷ সৌজন্যে একটি বিজ্ঞাপন ৷ শুধু তাই নয়, তাতে ক্ষিপ্তও হয়ে উঠছেন ওয়ার্নের অনুরাগীরা (Shane Warne Advertisement) ৷

ঘটনার সূত্রপাত ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজে (England vs New Zealand Test) ৷ তিন ম্যাচের টেস্ট সিরিজের ম্যাচ চলাকালীন বারবার ভেসে উঠছিল অজি কিংবদন্তির মুখ ৷ একটি বিজ্ঞাপনে বারবার দেখা যাচ্ছিল ওয়ার্নকে ৷ চুল প্রতিস্থাপন সংস্থার হয়ে ‘প্রয়াত’ ওয়ার্নিকে কথা বলতে দেখে রাগে দিশেহারা হয়ে যান তাঁর ভক্তরা । বিজ্ঞাপনটিকে ‘অপমানজনক’ বলেও মনে করেন অনেকে ৷ তারপরেই তড়িঘড়ি বিজ্ঞাপনটি সরিয়ে নেয় সম্প্রচারকারী সংস্থা ৷

Shane Warne News
বিজ্ঞাপনের দৃশ্য

প্রসঙ্গত, ইংল্যান্ড-নিউজিল্যান্ড টেস্টের সম্প্রচারকারী চ্যানেল প্রথম টেস্টে ওয়ার্নকে সম্মান জানিয়েছিল । হেডিংলে টেস্টে কিংবদন্তি স্পিনারকে অপমান করার অভিযোগে এখন তারাই ক্ষোভের মুখে ।

1992 সালের 2 জানুয়ারি ভারতের বিরুদ্ধে ওয়ার্নের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শুরু হয় ৷ লাল বলের ক্রিকেট থেকে রঙিন জার্সিতে সাদা বলে স্পিন করানোর সুযোগ অবশ্য তিনি পান আরও কয়েকমাস পরে ৷ 1993 সালের 24 মার্চ অস্ট্রেলিয়ার হয়ে খেলেন প্রথম একদিনের ম্যাচ ৷ প্রতিপক্ষ ছিল প্রতিবেশী নিউজিল্যান্ড ৷ পরবর্তী 15 বছরের আন্তর্জাতিক কেরিয়ারে 145টি টেস্ট ও 194টি একদিনের ম্যাচ খেলেছেন ৷

  • you just ran an ad with Shane warne in it . Channel seven adelaide 2:57 pm . You aint human

    — paullyj57 FMD GTFO (@paul13367521) June 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : ক্রীড়া বিশ্বকে অবাক করে বাহান্নতেই 'আউট' ওয়ার্ন

708টি টেস্ট উইকেট নিয়ে বিশ্বক্রিকেটে বন্দিত হয়েছেন শেন ৷ অস্ট্রেলিয়ানদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট উইকেটের মালিক তিনি ৷ বিশ্বের মধ্যে মুথাইয়া মুরলীধরনের পর সবচেয়ে বেশি টেস্ট উইকেট শিকার করেছেন শেন কিথ ওয়ার্ন ৷ শতাব্দীর সেরা ডেলিভারিতে মাইক গ্যাটিংকে বোল্ড করে বিশ্বক্রিকেট বন্দিত হন কিংবদন্তি এই লেগ-স্পিনার ৷ বিংশ শতাব্দীতে ওটাই ছিল ‘বল অফ দ্য সেঞ্চুরি’ অর্থাৎ শতাব্দীর সেরা ডেলিভারি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.