গোল্ড কোস্ট, 1 অক্টোবর : কারারা ওভালে স্মৃতি মন্ধনার ঐতিহাসিক শতরান হাঁকানোর মঞ্চে শিরোনামে পুনম রাউত ৷ তবে বড় রান হাঁকিয়ে নয় বরং আউট হয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি ৷ অ্যাডাম গিলক্রিস্ট, সচিন তেন্ডুলকরদের দলে নাম লিখিয়ে দেশের প্রথম পিঙ্ক বল টেস্ট স্মরণীয় রাখলেন ভারতীয় এই টপ-অর্ডার ব্যাটার ৷ পুনমের বিরুদ্ধে অজিদের আউটের আবেদনে আম্পায়ার সাড়া না-দিলেও নিজেই মাঠ ছাড়লেন পুনম ৷ অজিদের বিরুদ্ধে ভারতীয় মহিলা ক্রিকেট দলের ঐতিহাসিক পিঙ্ক বল টেস্টের দ্বিতীয় দিন কারারা ওভাল সাক্ষী থাকল স্মৃতির সেঞ্চুরি ও পুনমের এই কীর্তির ৷ গোলাপি বল টেস্টে প্রথম মহিলা ব্যাটার হিসেবে সেঞ্চুরি হাঁকিয়ে ব্যক্তিগত 127 রানে আউট হন স্মৃতি ৷ তাঁর আউট হওয়ার পরই কারারা ওভালে স্পিরিট অফ ক্রিকেটের নিদর্শন রাখেন পুনম ৷
2003 সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ওপেনার অ্যাডাম গিলক্রিস্টকে দেখা গিয়েছিল আম্পায়ার নট-আউট দেওয়ার পরেও মাঠ ছেড়ে ছিলেন। উইকেটকিপার কুমার সঙ্গকারার হাতে ক্যাচ দিয়েছিলেন গিলি। কিন্তু আম্পায়ারের মনে হয়েছিল ব্যাটে বল লাগেনি ৷ কিন্তু গিলক্রিস্টের মনে হয়েছিল ব্যাটে বল লেগেছে। তাই আম্পায়ার নট-আউট দেওয়ার পরও ক্রিজ ছেড়েছিলেন গিলক্রিস্ট ৷
2011 বিশ্বকাপে আম্পায়ার আউট না-দিলেও মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন সচিন তেন্ডুলকর। চিপকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রবি রামপলের বল সচিনের গ্লাভস ছুঁয়ে উইকেটকিপারের হাতে জমা পড়ে। আম্পায়ার বুঝতে না-পারায় আউট দেননি। কিন্তু নিজের উপলব্ধিতে আম্পায়ারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা না-করে মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন মাস্টার ব্লাস্টার ৷
আরও পড়ুন :স্মৃতির গোলাপি ইতিহাস, প্রথম দিন-রাতের টেস্টে হাঁকালেন দুরন্ত সেঞ্চুরি
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত পিঙ্ক বল টেস্টে দ্বিতীয় দিনের শেষে ভাল জায়গায় মিতালি রাজরা ৷ স্মৃতি-পুনমের ব্যাটে দিনের শেষে পাঁচ উইকেটে 276 রান তুলেছে ভারতীয় মহিলা বিগ্রেড ৷ স্মৃতির দুরন্ত শতরানের পর দ্বিতীয় সর্বোচ্চ স্কোর পুনমের 36 রানের ইনিংস ৷ এছাড়াও শেফালি বর্মা 31 এবং ক্যাপ্টেন মিতালি রাজ 30 রান করেন ৷ দিনের শেষ দীপ্তি শর্মা 12 ও তানিয়া ভাটিয়া 0 রানে ক্রিজে রয়েছেন ৷ বৃষ্টির জন্য নির্ধারিত সময়ের আগেই খেলা বন্ধ হয়ে যায় ৷