ETV Bharat / sports

IND vs PAK: দুবাইয়ের বদলা নিতে মেলবোর্নে ভারতের দরকার 160

author img

By

Published : Oct 23, 2022, 3:25 PM IST

Updated : Oct 23, 2022, 3:50 PM IST

মেগা ম্যাচে আর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া, মহম্মদ শামিদের দাপুটে বোলিং'য়ে প্রথমে ব্যাট করে 20 ওভারে 159 রানে থামল পাকিস্তান (Pakistan post runs against India at MCG in T20 WC) ৷ অর্থাৎ, দুবাইয়ে গত বিশ্বকাপে হারের বদলা নিতে মেলবোর্নে ভারতের চাই রান 160 রান ৷

IND vs PAK
IND vs PAK in T20 WC

মেলবোর্ন, 23 অক্টোবর: দু'দেশের ক্রিকেট অনুরাগীদের প্রবল আকুতির হার মানল অস্ট্রেলিয়ার 'ব্যুরো অফ মেটেয়োরোলজি'-র পূর্বাভাস ৷ দুর্যোগের ঘনঘটা সরিয়ে মেলবোর্নে রবিবাসরীয় ভারত-পাক দ্বৈরথ শুরু হল যথাসময়েই ৷ মেগা ম্যাচে আর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া, মহম্মদ শামিদের দাপুটে বোলিং'য়ে প্রথমে ব্যাট করে 20 ওভারে 159 রানে থামল পাকিস্তান (Pakistan post runs against India at MCG in T20 WC) ৷ অর্থাৎ, দুবাইয়ে গত বিশ্বকাপে হারের বদলা নিতে মেলবোর্নে ভারতের চাই রান 160 রান ৷

প্রতিশোধের ম্য়াচে এমসিজি-তে এদিন টস জিতে রান তাড়া করার পথে হাঁটেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ 37 বছর পর ভারত-পাক মহারণের সাক্ষী থাকতে মেলবোর্ন এদিন কানায়-কানায় পূর্ণ ৷ লক্ষাধিক দর্শক পরিপূর্ণ এমসিজি-তে তরুণ অর্শদীপের বোলিংয়ে শুরুতেই কেঁপে যায় পাক ব্যাটিং লাইন-আপ ৷ গোল্ডেন ডাক হয়ে ফেরেন পাক অধিনায়ক বাবর আজম ৷ 4 রানে ফেরেন আরেক ওপেনার মহম্মদ রিজওয়ান ৷ তৃতীয় উইকেটে ইফতিকার আহমেদ এবং শান মাসুদের 76 রানের জুটিতে হালে পানি পায় ওয়াঘার ওপারের দেশটি ৷

ইফতিকার 34 বলে ঝোড়ো 51 রানের ইনিংস খেলে আউট হলেও শেষ পর্যন্ত ক্রিজে থেকে দলের রান দেড়শো পার করেন শান (Iftikkar Ahmed scores 51 from 34) ৷ 42 বলে 52 রানে অপরাজিত থাকেন তিনি (Shan Masood hits 52 runs) ৷ মূলত এই দুই ব্যাটারের অর্ধশতরানেই রোহিতদের চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় পাকিস্তান ৷ ভারতীয় বোলারদের দাপটে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকা পাকিস্তানকে দেখে যদিও মনে হয়নি তারা দেড়শো পেরোতে পারে ৷ শেষ কয়েক ওভারে শান মাসুদ এবং শাহিন আফ্রিদি দলকে 159 রানে পৌঁছতে সাহায্য করেন ৷ 8 বলে মূল্যবান 16 রান আসে আফ্রিদির ব্যাটে ৷

আরও পড়ুন: নতুন বলে শাহিন-রাউফদের চ্যালেঞ্জ, ব্যাটে ভারতের ভরসা 6 মহারথী

বল হাতে ভারতীয় শিবিরের নায়ক আর্শদীপ এবং হার্দিক ৷ দু'জনেই তিনটি করে উইকেট নিয়েছেন (Arshdeep Singh and Hardik Pandya take 3 wickets each) ৷ একটি করে উইকেট ভুবনেশ্বর কুমার এবং মহম্মদ শামির ঝুলিতে ৷ এখন দেখার শাহিন আফ্রিদি নেতৃত্বাধীন পাক বোলিং সামলে বদলা নিতে পারে কি না রোহিত অ্যান্ড কোং ৷

মেলবোর্ন, 23 অক্টোবর: দু'দেশের ক্রিকেট অনুরাগীদের প্রবল আকুতির হার মানল অস্ট্রেলিয়ার 'ব্যুরো অফ মেটেয়োরোলজি'-র পূর্বাভাস ৷ দুর্যোগের ঘনঘটা সরিয়ে মেলবোর্নে রবিবাসরীয় ভারত-পাক দ্বৈরথ শুরু হল যথাসময়েই ৷ মেগা ম্যাচে আর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া, মহম্মদ শামিদের দাপুটে বোলিং'য়ে প্রথমে ব্যাট করে 20 ওভারে 159 রানে থামল পাকিস্তান (Pakistan post runs against India at MCG in T20 WC) ৷ অর্থাৎ, দুবাইয়ে গত বিশ্বকাপে হারের বদলা নিতে মেলবোর্নে ভারতের চাই রান 160 রান ৷

প্রতিশোধের ম্য়াচে এমসিজি-তে এদিন টস জিতে রান তাড়া করার পথে হাঁটেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ 37 বছর পর ভারত-পাক মহারণের সাক্ষী থাকতে মেলবোর্ন এদিন কানায়-কানায় পূর্ণ ৷ লক্ষাধিক দর্শক পরিপূর্ণ এমসিজি-তে তরুণ অর্শদীপের বোলিংয়ে শুরুতেই কেঁপে যায় পাক ব্যাটিং লাইন-আপ ৷ গোল্ডেন ডাক হয়ে ফেরেন পাক অধিনায়ক বাবর আজম ৷ 4 রানে ফেরেন আরেক ওপেনার মহম্মদ রিজওয়ান ৷ তৃতীয় উইকেটে ইফতিকার আহমেদ এবং শান মাসুদের 76 রানের জুটিতে হালে পানি পায় ওয়াঘার ওপারের দেশটি ৷

ইফতিকার 34 বলে ঝোড়ো 51 রানের ইনিংস খেলে আউট হলেও শেষ পর্যন্ত ক্রিজে থেকে দলের রান দেড়শো পার করেন শান (Iftikkar Ahmed scores 51 from 34) ৷ 42 বলে 52 রানে অপরাজিত থাকেন তিনি (Shan Masood hits 52 runs) ৷ মূলত এই দুই ব্যাটারের অর্ধশতরানেই রোহিতদের চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় পাকিস্তান ৷ ভারতীয় বোলারদের দাপটে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকা পাকিস্তানকে দেখে যদিও মনে হয়নি তারা দেড়শো পেরোতে পারে ৷ শেষ কয়েক ওভারে শান মাসুদ এবং শাহিন আফ্রিদি দলকে 159 রানে পৌঁছতে সাহায্য করেন ৷ 8 বলে মূল্যবান 16 রান আসে আফ্রিদির ব্যাটে ৷

আরও পড়ুন: নতুন বলে শাহিন-রাউফদের চ্যালেঞ্জ, ব্যাটে ভারতের ভরসা 6 মহারথী

বল হাতে ভারতীয় শিবিরের নায়ক আর্শদীপ এবং হার্দিক ৷ দু'জনেই তিনটি করে উইকেট নিয়েছেন (Arshdeep Singh and Hardik Pandya take 3 wickets each) ৷ একটি করে উইকেট ভুবনেশ্বর কুমার এবং মহম্মদ শামির ঝুলিতে ৷ এখন দেখার শাহিন আফ্রিদি নেতৃত্বাধীন পাক বোলিং সামলে বদলা নিতে পারে কি না রোহিত অ্যান্ড কোং ৷

Last Updated : Oct 23, 2022, 3:50 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.