ETV Bharat / sports

IND vs PAK: দুবাইয়ের বদলা নিতে মেলবোর্নে ভারতের দরকার 160 - দুবাইয়ের বদলা নিতে মেলবোর্নে ভারতের চাই 160

মেগা ম্যাচে আর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া, মহম্মদ শামিদের দাপুটে বোলিং'য়ে প্রথমে ব্যাট করে 20 ওভারে 159 রানে থামল পাকিস্তান (Pakistan post runs against India at MCG in T20 WC) ৷ অর্থাৎ, দুবাইয়ে গত বিশ্বকাপে হারের বদলা নিতে মেলবোর্নে ভারতের চাই রান 160 রান ৷

IND vs PAK
IND vs PAK in T20 WC
author img

By

Published : Oct 23, 2022, 3:25 PM IST

Updated : Oct 23, 2022, 3:50 PM IST

মেলবোর্ন, 23 অক্টোবর: দু'দেশের ক্রিকেট অনুরাগীদের প্রবল আকুতির হার মানল অস্ট্রেলিয়ার 'ব্যুরো অফ মেটেয়োরোলজি'-র পূর্বাভাস ৷ দুর্যোগের ঘনঘটা সরিয়ে মেলবোর্নে রবিবাসরীয় ভারত-পাক দ্বৈরথ শুরু হল যথাসময়েই ৷ মেগা ম্যাচে আর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া, মহম্মদ শামিদের দাপুটে বোলিং'য়ে প্রথমে ব্যাট করে 20 ওভারে 159 রানে থামল পাকিস্তান (Pakistan post runs against India at MCG in T20 WC) ৷ অর্থাৎ, দুবাইয়ে গত বিশ্বকাপে হারের বদলা নিতে মেলবোর্নে ভারতের চাই রান 160 রান ৷

প্রতিশোধের ম্য়াচে এমসিজি-তে এদিন টস জিতে রান তাড়া করার পথে হাঁটেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ 37 বছর পর ভারত-পাক মহারণের সাক্ষী থাকতে মেলবোর্ন এদিন কানায়-কানায় পূর্ণ ৷ লক্ষাধিক দর্শক পরিপূর্ণ এমসিজি-তে তরুণ অর্শদীপের বোলিংয়ে শুরুতেই কেঁপে যায় পাক ব্যাটিং লাইন-আপ ৷ গোল্ডেন ডাক হয়ে ফেরেন পাক অধিনায়ক বাবর আজম ৷ 4 রানে ফেরেন আরেক ওপেনার মহম্মদ রিজওয়ান ৷ তৃতীয় উইকেটে ইফতিকার আহমেদ এবং শান মাসুদের 76 রানের জুটিতে হালে পানি পায় ওয়াঘার ওপারের দেশটি ৷

ইফতিকার 34 বলে ঝোড়ো 51 রানের ইনিংস খেলে আউট হলেও শেষ পর্যন্ত ক্রিজে থেকে দলের রান দেড়শো পার করেন শান (Iftikkar Ahmed scores 51 from 34) ৷ 42 বলে 52 রানে অপরাজিত থাকেন তিনি (Shan Masood hits 52 runs) ৷ মূলত এই দুই ব্যাটারের অর্ধশতরানেই রোহিতদের চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় পাকিস্তান ৷ ভারতীয় বোলারদের দাপটে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকা পাকিস্তানকে দেখে যদিও মনে হয়নি তারা দেড়শো পেরোতে পারে ৷ শেষ কয়েক ওভারে শান মাসুদ এবং শাহিন আফ্রিদি দলকে 159 রানে পৌঁছতে সাহায্য করেন ৷ 8 বলে মূল্যবান 16 রান আসে আফ্রিদির ব্যাটে ৷

আরও পড়ুন: নতুন বলে শাহিন-রাউফদের চ্যালেঞ্জ, ব্যাটে ভারতের ভরসা 6 মহারথী

বল হাতে ভারতীয় শিবিরের নায়ক আর্শদীপ এবং হার্দিক ৷ দু'জনেই তিনটি করে উইকেট নিয়েছেন (Arshdeep Singh and Hardik Pandya take 3 wickets each) ৷ একটি করে উইকেট ভুবনেশ্বর কুমার এবং মহম্মদ শামির ঝুলিতে ৷ এখন দেখার শাহিন আফ্রিদি নেতৃত্বাধীন পাক বোলিং সামলে বদলা নিতে পারে কি না রোহিত অ্যান্ড কোং ৷

মেলবোর্ন, 23 অক্টোবর: দু'দেশের ক্রিকেট অনুরাগীদের প্রবল আকুতির হার মানল অস্ট্রেলিয়ার 'ব্যুরো অফ মেটেয়োরোলজি'-র পূর্বাভাস ৷ দুর্যোগের ঘনঘটা সরিয়ে মেলবোর্নে রবিবাসরীয় ভারত-পাক দ্বৈরথ শুরু হল যথাসময়েই ৷ মেগা ম্যাচে আর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া, মহম্মদ শামিদের দাপুটে বোলিং'য়ে প্রথমে ব্যাট করে 20 ওভারে 159 রানে থামল পাকিস্তান (Pakistan post runs against India at MCG in T20 WC) ৷ অর্থাৎ, দুবাইয়ে গত বিশ্বকাপে হারের বদলা নিতে মেলবোর্নে ভারতের চাই রান 160 রান ৷

প্রতিশোধের ম্য়াচে এমসিজি-তে এদিন টস জিতে রান তাড়া করার পথে হাঁটেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ 37 বছর পর ভারত-পাক মহারণের সাক্ষী থাকতে মেলবোর্ন এদিন কানায়-কানায় পূর্ণ ৷ লক্ষাধিক দর্শক পরিপূর্ণ এমসিজি-তে তরুণ অর্শদীপের বোলিংয়ে শুরুতেই কেঁপে যায় পাক ব্যাটিং লাইন-আপ ৷ গোল্ডেন ডাক হয়ে ফেরেন পাক অধিনায়ক বাবর আজম ৷ 4 রানে ফেরেন আরেক ওপেনার মহম্মদ রিজওয়ান ৷ তৃতীয় উইকেটে ইফতিকার আহমেদ এবং শান মাসুদের 76 রানের জুটিতে হালে পানি পায় ওয়াঘার ওপারের দেশটি ৷

ইফতিকার 34 বলে ঝোড়ো 51 রানের ইনিংস খেলে আউট হলেও শেষ পর্যন্ত ক্রিজে থেকে দলের রান দেড়শো পার করেন শান (Iftikkar Ahmed scores 51 from 34) ৷ 42 বলে 52 রানে অপরাজিত থাকেন তিনি (Shan Masood hits 52 runs) ৷ মূলত এই দুই ব্যাটারের অর্ধশতরানেই রোহিতদের চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় পাকিস্তান ৷ ভারতীয় বোলারদের দাপটে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকা পাকিস্তানকে দেখে যদিও মনে হয়নি তারা দেড়শো পেরোতে পারে ৷ শেষ কয়েক ওভারে শান মাসুদ এবং শাহিন আফ্রিদি দলকে 159 রানে পৌঁছতে সাহায্য করেন ৷ 8 বলে মূল্যবান 16 রান আসে আফ্রিদির ব্যাটে ৷

আরও পড়ুন: নতুন বলে শাহিন-রাউফদের চ্যালেঞ্জ, ব্যাটে ভারতের ভরসা 6 মহারথী

বল হাতে ভারতীয় শিবিরের নায়ক আর্শদীপ এবং হার্দিক ৷ দু'জনেই তিনটি করে উইকেট নিয়েছেন (Arshdeep Singh and Hardik Pandya take 3 wickets each) ৷ একটি করে উইকেট ভুবনেশ্বর কুমার এবং মহম্মদ শামির ঝুলিতে ৷ এখন দেখার শাহিন আফ্রিদি নেতৃত্বাধীন পাক বোলিং সামলে বদলা নিতে পারে কি না রোহিত অ্যান্ড কোং ৷

Last Updated : Oct 23, 2022, 3:50 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.