ETV Bharat / sports

ICC World Cup 2023: ওয়াংখেড়েতে সমানে-সমানে লড়াইয়ের বার্তা রাচিনের, সেমির আগে শুরু মাঠের বাইরের লড়াই

India vs New Zealand at Wankhede in ICC Cricket World Cup: শেষ লগ্নে চলে এসেছে ক্রিকেট বিশ্বকাপ ৷ আগামী বুধবার সেমিফাইনালে ভারত বনাম নিউজিল্যান্ড দ্বৈরথ হবে ওয়াংখেড়েতে ৷ সেই ম্যাচের তিনদিন আগে ভারতীয় দলের উদ্দেশ্যে বার্তা নিউজিল্যান্ডের তরুণ রাচিন রবীন্দ্রর ৷

Iamge Courtesy: BLACKCAPS X
Iamge Courtesy: BLACKCAPS X
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2023, 10:32 PM IST

হায়দরাবাদ, 12 নভেম্বর: আইসিসি ক্রিকেট বিশ্বকাপে সেমিফাইনালের মঞ্চ ৷ আর ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রতিপক্ষ ভারত ৷ অন্যান্য যে কোনও ক্রিকেটারের মতো নিউজিল্যান্ডের ভারতীয় বংশোদ্ভুত বাঁ-হাতি ওপেনার রাচিন রবীন্দ্রর কাছেও এটা একটা স্বপ্নের ম্যাচ ৷ আর বিশ্বকাপের সেরা দলের বিরুদ্ধে বুধবারের লড়াইটা সমানে-সমানে হবে বলে হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি ৷

নিউজিল্যান্ড ক্রিকেটকে দেওয়া সাক্ষাৎকারে রাচিন রবীন্দ্র বলেন, ‘‘মাঠ ভরতি দর্শকের সামনে ভারতের বিরুদ্ধে খেলা স্বপ্নের মতো ৷ যাঁরা ওয়াংখেড়ে স্টেডিয়ামে অপরাজিত ৷ এমন একটা মাঠ, যার অনেক ইতিহাস রয়েছে ৷ আমরা সমানে-সমানে খেলব এবং আমরা নিজেদের সেরাটা দেব ৷ আমরা জানি ক্রিকেটের সব ম্যাচে আমরা জিতব না ৷ আপনি সব ম্যাচে হারতেও পারেন বা জিততেও পারেন ৷ তাই আমাদের দেখতে হবে কীভাবে খেলা এগোয় ৷’’

উল্লেখ্য, গত দু’টি বিশ্বকাপের ফাইনালে খেলেছে নিউজিল্যান্ড ৷ প্রথমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্রীভাবে হারলেও, 2019 বিশ্বকাপে আইসিসি'র অদ্ভুত নিয়মের জেরে কাপ হাতছাড়া হয়েছিল কিউয়ি শিবিরের ৷ যা নিয়ে রাচিন বলেন, ‘‘আমরা শেষ দুই বিশ্বকাপ নিয়ে আলোচনা করেছি ৷ যেখানে আমরা সেরা দলগুলির বিরুদ্ধে খেলেছিলাম ৷ সেই সময় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আমাদের বিপক্ষে ছিল অস্ট্রেলিয়া ৷ লর্ডসে ইংল্যান্ড, আর এখন ওয়াংখেড়েতে ভারত ৷ তাই যথেষ্ট বড় ম্যাচ ৷ তবে, দলে এমন ম্যাচ খেলা একাধিক প্লেয়ার থাকাটা একটা সুবিধা ৷’’

আরও পড়ুন:

  1. এবার ব্যর্থ হলে অপেক্ষা আরও তিনটি বিশ্বকাপের, রোহিতদের ট্রফিজয় নিয়ে 'শাস্ত্রীয় বচন'
  2. নেতৃত্ব দিতে প্রস্তুত, বাংলাদেশের অধিনায়কত্ব নিয়ে জানালেন শান্ত
  3. জোড়া শতরানে অনুরাগীদের দীপাবলির উপহার শ্রেয়স-রাহুলের, ডাচদের বিরুদ্ধে চারশো পার করল ভারত

হায়দরাবাদ, 12 নভেম্বর: আইসিসি ক্রিকেট বিশ্বকাপে সেমিফাইনালের মঞ্চ ৷ আর ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রতিপক্ষ ভারত ৷ অন্যান্য যে কোনও ক্রিকেটারের মতো নিউজিল্যান্ডের ভারতীয় বংশোদ্ভুত বাঁ-হাতি ওপেনার রাচিন রবীন্দ্রর কাছেও এটা একটা স্বপ্নের ম্যাচ ৷ আর বিশ্বকাপের সেরা দলের বিরুদ্ধে বুধবারের লড়াইটা সমানে-সমানে হবে বলে হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি ৷

নিউজিল্যান্ড ক্রিকেটকে দেওয়া সাক্ষাৎকারে রাচিন রবীন্দ্র বলেন, ‘‘মাঠ ভরতি দর্শকের সামনে ভারতের বিরুদ্ধে খেলা স্বপ্নের মতো ৷ যাঁরা ওয়াংখেড়ে স্টেডিয়ামে অপরাজিত ৷ এমন একটা মাঠ, যার অনেক ইতিহাস রয়েছে ৷ আমরা সমানে-সমানে খেলব এবং আমরা নিজেদের সেরাটা দেব ৷ আমরা জানি ক্রিকেটের সব ম্যাচে আমরা জিতব না ৷ আপনি সব ম্যাচে হারতেও পারেন বা জিততেও পারেন ৷ তাই আমাদের দেখতে হবে কীভাবে খেলা এগোয় ৷’’

উল্লেখ্য, গত দু’টি বিশ্বকাপের ফাইনালে খেলেছে নিউজিল্যান্ড ৷ প্রথমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্রীভাবে হারলেও, 2019 বিশ্বকাপে আইসিসি'র অদ্ভুত নিয়মের জেরে কাপ হাতছাড়া হয়েছিল কিউয়ি শিবিরের ৷ যা নিয়ে রাচিন বলেন, ‘‘আমরা শেষ দুই বিশ্বকাপ নিয়ে আলোচনা করেছি ৷ যেখানে আমরা সেরা দলগুলির বিরুদ্ধে খেলেছিলাম ৷ সেই সময় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আমাদের বিপক্ষে ছিল অস্ট্রেলিয়া ৷ লর্ডসে ইংল্যান্ড, আর এখন ওয়াংখেড়েতে ভারত ৷ তাই যথেষ্ট বড় ম্যাচ ৷ তবে, দলে এমন ম্যাচ খেলা একাধিক প্লেয়ার থাকাটা একটা সুবিধা ৷’’

আরও পড়ুন:

  1. এবার ব্যর্থ হলে অপেক্ষা আরও তিনটি বিশ্বকাপের, রোহিতদের ট্রফিজয় নিয়ে 'শাস্ত্রীয় বচন'
  2. নেতৃত্ব দিতে প্রস্তুত, বাংলাদেশের অধিনায়কত্ব নিয়ে জানালেন শান্ত
  3. জোড়া শতরানে অনুরাগীদের দীপাবলির উপহার শ্রেয়স-রাহুলের, ডাচদের বিরুদ্ধে চারশো পার করল ভারত
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.