ETV Bharat / sports

Tarak Sinha : প্রয়াত নেহরা-পন্থদের কোচ 'দ্রোণাচার্য' তারক সিনহা - Delhi Sonnet Cricket Club

রাজধানীর বিখ্যাত সনেট ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন তারক সিনহা ৷ এই ক্লাব থেকেই পথচলা শুরু হয়েছিল শিখর ধাওয়ান, ঋষভ পন্থদের মত বিশ্ব ক্রিকেটে ধ্বংসাত্মক ব্যাটারদের ৷

Tarak Sinha
প্রয়াত নেহরা-পন্থদের কোচ 'দ্রোণাচার্য' তারক সিনহা
author img

By

Published : Nov 6, 2021, 3:47 PM IST

নয়াদিল্লি, 6 নভেম্বর : বলা হত তাঁর না কি জহুরির চোখ ৷ একগুচ্ছ ভারতীয় ক্রিকেটারকে আন্তর্জাতিক মঞ্চে পরিচয় করানো 'দ্রোণাচার্য' তারক সিনহা আর নেই ৷ মনোজ প্রভাকর, অতুল ওয়াসন, আশিস নেহরা, আকাশ চোপড়া, শিখর ধাওয়ান কিংবা হালফিলের ঋষভ পন্থ ৷ কিংবদন্তি তারক সিনহার হাত ধরে উঠে এসেছিল দেশের একাধিক তারকা ক্রিকেটার ৷

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি প্রথম শ্রেণীর ক্রিকেটেও একাধিক নামীদামি ক্রিকেটারের পথচলা শুরু হয়েছিল তারক সিনহার হাত ধরে ৷ দীর্ঘ রোগভোগের পর শনিবার সকালে প্রয়াত হলেন ক্যানসার আক্রান্ত বর্ষীয়ান এই কোচ ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 71 বছর ৷ দেশপ্রেম আজাদ, গুরচরণ সিং, রমাকান্ত আচরেকর, সুনীতা শর্মার পর দেশের পঞ্চম ক্রিকেট কোচ হিসেবে 'দ্রোণাচার্য' সম্মানে সম্মানিত হয়েছিলেন তারক সিনহা ৷

রাজধানীর বিখ্যাত সনেট ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন তারক সিনহা ৷ এই ক্লাব থেকেই পথচলা শুরু হয়েছিল শিখর ধাওয়ান, ঋষভ পন্থদের মত বিশ্ব ক্রিকেটে ধ্বংসাত্মক ব্যাটারদের ৷ সেই সনেট ক্লাব তারক সিনহার মৃত্যুতে এক শোকবার্তায় লিখেছে, "ভগ্ন হৃদয়ে আমরা জানাচ্ছি যে সনেট ক্লাবের প্রতিষ্ঠাতা তারক সিনহা শনিবার ইহলোক ত্যাগ করেছেন ৷ দু'মাস ধরে ফুসফুসে ক্যানসারের সঙ্গে লড়াই চলে তাঁর ৷ "

আরও পড়ুন : কোম্যানের জুতোয় পা গলিয়ে বার্সায় প্রত্যাবর্তন জাভির

তারা আরও লেখে, "সনেট ক্রিকেট ক্লাবের সঙ্গে তাঁর ছিল আত্মিক সম্পর্ক ৷ তারক সিনহার হাত ধরেই ভারত এবং দিল্লি বহু রত্ন পেয়েছে ৷" ক্লাবের সকল ক্রিকেটার যারা তারক সিনহার উপদেশ পেয়েছেন, পাশাপাশি দেশের সমগ্র ক্রিকেট জগতের এ এক অপূরণীয় ক্ষতি, শোকবার্তায় জানিয়েছে সনেট ক্লাব ৷ তারক সিনহার মৃত্যুতে শোকবার্তা জ্ঞাপন করেছে বিসিসিআই-ও ৷

নয়াদিল্লি, 6 নভেম্বর : বলা হত তাঁর না কি জহুরির চোখ ৷ একগুচ্ছ ভারতীয় ক্রিকেটারকে আন্তর্জাতিক মঞ্চে পরিচয় করানো 'দ্রোণাচার্য' তারক সিনহা আর নেই ৷ মনোজ প্রভাকর, অতুল ওয়াসন, আশিস নেহরা, আকাশ চোপড়া, শিখর ধাওয়ান কিংবা হালফিলের ঋষভ পন্থ ৷ কিংবদন্তি তারক সিনহার হাত ধরে উঠে এসেছিল দেশের একাধিক তারকা ক্রিকেটার ৷

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি প্রথম শ্রেণীর ক্রিকেটেও একাধিক নামীদামি ক্রিকেটারের পথচলা শুরু হয়েছিল তারক সিনহার হাত ধরে ৷ দীর্ঘ রোগভোগের পর শনিবার সকালে প্রয়াত হলেন ক্যানসার আক্রান্ত বর্ষীয়ান এই কোচ ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 71 বছর ৷ দেশপ্রেম আজাদ, গুরচরণ সিং, রমাকান্ত আচরেকর, সুনীতা শর্মার পর দেশের পঞ্চম ক্রিকেট কোচ হিসেবে 'দ্রোণাচার্য' সম্মানে সম্মানিত হয়েছিলেন তারক সিনহা ৷

রাজধানীর বিখ্যাত সনেট ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন তারক সিনহা ৷ এই ক্লাব থেকেই পথচলা শুরু হয়েছিল শিখর ধাওয়ান, ঋষভ পন্থদের মত বিশ্ব ক্রিকেটে ধ্বংসাত্মক ব্যাটারদের ৷ সেই সনেট ক্লাব তারক সিনহার মৃত্যুতে এক শোকবার্তায় লিখেছে, "ভগ্ন হৃদয়ে আমরা জানাচ্ছি যে সনেট ক্লাবের প্রতিষ্ঠাতা তারক সিনহা শনিবার ইহলোক ত্যাগ করেছেন ৷ দু'মাস ধরে ফুসফুসে ক্যানসারের সঙ্গে লড়াই চলে তাঁর ৷ "

আরও পড়ুন : কোম্যানের জুতোয় পা গলিয়ে বার্সায় প্রত্যাবর্তন জাভির

তারা আরও লেখে, "সনেট ক্রিকেট ক্লাবের সঙ্গে তাঁর ছিল আত্মিক সম্পর্ক ৷ তারক সিনহার হাত ধরেই ভারত এবং দিল্লি বহু রত্ন পেয়েছে ৷" ক্লাবের সকল ক্রিকেটার যারা তারক সিনহার উপদেশ পেয়েছেন, পাশাপাশি দেশের সমগ্র ক্রিকেট জগতের এ এক অপূরণীয় ক্ষতি, শোকবার্তায় জানিয়েছে সনেট ক্লাব ৷ তারক সিনহার মৃত্যুতে শোকবার্তা জ্ঞাপন করেছে বিসিসিআই-ও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.