ব্রিসবেন, 16 ডিসেম্বর: অপমান করতে নয়, নিছক প্রশংসার ছলেই ওই শব্দ ব্য়বহার করেছিলেন ৷ ভারতীয় স্পিডস্টার জসপ্রীত বুমরাকে করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে ক্ষমা চেয়ে এমনটাই জানালেন প্রাক্তন মহিলা ইংরেজ ক্রিকেটার এবং ধারাভাষ্যকার ইশা গুহ ৷ গাব্বা টেস্টের দ্বিতীয়দিন অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যমে ধারাভাষ্য দেওয়ার সময় বুমরাকে এক প্রজাতির বাঁদর হিসেবে উল্লেখ করেন ভারতীয় বংশোদ্ভূত ইংরেজ ধারাভাষ্যকার ৷ যে মন্তব্যের তীব্র সমালোচনা হয় সোশাল মিডিয়ায় ৷ এরপরই ক্ষমা চেয়ে নিলেন তিনি ৷
ব্রেট লি'র সঙ্গে রবিবার ফক্স স্পোর্টসের হয়ে ধারাভাষ্য দেওয়ার সময় ভারতীয় পেসারের পারফরম্যান্সের প্রশংসাই করছিলেন ইশা ৷ ব্রেট লি'র তারিফের পরিপ্রেক্ষিতে বুমরাকে 'এমভিপি' বলে উল্লেখ করেন ৷ এই পর্যন্ত ঠিকই ছিল ৷ কারণ ক্রিকেট-সহ অন্যান্য স্পোর্টসে এমভিপি'র অর্থ মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ৷ কিন্তু মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার না-বলে এমভিপি'র ব্যাখ্যায় ইশা গুজরাত পেসারকে মোস্ট ভ্যালুয়েবল প্রাইমেট বলে বসেন ৷ আর বুমরাকে প্রাইমেট (এক প্রজাতির বাঁদর) বলায় প্রাক্তন ইংরেজ ক্রিকেটারের সমালোচনায় সরব হন নেটাগরিকরা ৷
Fox Sports commentator Isa Guha under fire for racially sensitive comment about Indian cricketer Jasprit Bumrah. #7NEWS https://t.co/qVwg5mmKpV
— 7NEWS Melbourne (@7NewsMelbourne) December 15, 2024
শেষমেশ বিতর্কিত ঘটনার জেরে ক্ষমা চেয়ে সোমবার ম্য়াচ শুরুর আগে ইশা বলেন, "গতকাল ধারাভাষ্যের মাঝে আমার ব্যবহার করা একটি শব্দ বিভিন্নভাবে পরিবেশিত হয়েছে ৷ তবে এই ঘটনায় কেউ বিক্ষুব্ধ হয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী ৷ অন্যকে সম্মান বা সহানুভূতির প্রশ্ন যখন আসে, তখন আমি নিজেকে উপরের দিকেই রাখি ৷" ইশা আরও বলেন, "আপনারা যদি আমার পুরো বক্তব্যটা শোনেন তাহলে দেখবেন আমি আগাগোড়া ভারতীয় দলের অন্যতম সেরা ক্রিকেটারের প্রশংসাই করে এসেছি ৷ আমি নিজেও সংশ্লিষ্ট ক্রিকেটারকে শ্রদ্ধা করি ৷ আমি ওর কৃতিত্বের বিশালতা প্রকাশ করতে গিয়ে ভুল শব্দ ব্যবহার করে ফেলেছি ৷ সে কারণে আমি দুঃখিত ৷"
উল্লেখ্য, গাব্বা টেস্টে অজি ব্যাটারদের সামনে ভারতীয় বোলাররা ব্যর্থ হলেও বুমরা আরও একবার মেলে ধরেছেন নিজেকে ৷ দুই শতরানকারী ট্রাভিস হেড ও স্টিভ স্মিথ-সহ প্রথম ইনিংসে ছ'টি উইকেট তুলে নিয়েছেন রোহিতের ডেপুটি ৷ প্রথম ইনিংসে 445 রানে শেষ করেছে অজিরা ৷ জবাবে বৃষ্টিবিঘ্নিত তৃতীয়দিনের শেষে 51 রানে চার উইকেট হারিয়ে চরম বেকায়দায় ভারত ৷