ETV Bharat / entertainment

'আজকের দিনটা ভীষণ কষ্টের'- জাকির হুসেনের প্রয়াণে শোকস্তব্ধ অমিতাভ-কমল হাসান - USTAD ZAKIR HUSSAIN

73 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মহান তবলা বাদক জাকির হুসেন ৷ শোকপ্রকাশ অমিতাভ থেকে শুরু করে করিনা কাপুর, কমল হাসান-সহ আরও অনেকের ৷

Etv Bharat
প্রয়াত জাকির হুসেন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 16, 2024, 3:45 PM IST

নয়াদিল্লি, 16 ডিসেম্বর: সঙ্গীত দুনিয়ায় তৈরি হয়েছে বড় ক্ষত ৷ প্রয়াত হয়েছেন তবলা ময়েস্ত্রো জাকির হুসেন ৷ 73 বছর বয়সে সানফ্রান্সিসকোতে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মহান তবলা বাদক ৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ অমিতাভ বচ্চন থেকে শুরু করে করিনা কাপুর খান, কমল হাসান-সহ আরও অনেকে ৷

সোমবার এক্স হ্যান্ডেলে অমিতাভ বচ্চন লেখেন, "আজকের দিনটা ভীষণ কষ্টের ৷"

দক্ষিণী তারকা কমল হাসান একটি ছবি পোস্ট করেন এক্স হ্যান্ডেলে ৷ সেই ছবিতে দেখা যায় তবলা বাজাচ্ছেন কমল হাসান ৷ পাশে বসে জাকির হুসেন ৷ অভিনেতা ক্যাপশনে লেখেন, "জাকির ভাই ! তিনি খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলেন ৷ আমরা সত্যিই ভাগ্যবান যে ওঁনার কাছ থেকে অনেক কিছু পেয়েছি ৷ তিনি যা ফেলে গিয়েছেন তা শিল্প জগতে অমূল্য সম্পদ হয়ে থাকবে ৷ গুডবাই ও থ্যাংক ইউ ৷"

জব উই মেট অভিনেত্রী করিনা কাপুর খান ইন্সটাগ্রাম স্টোরিতে উস্তাদ জাকির হুসেনকে স্মরণ করেছেন ৷ তিনি একটি ছবি শেয়ার করেন যেখানে দেখা যায় রণধীর কাপুরের সঙ্গে হাত মেলাচ্ছেন জাকির হুসেন ৷ পাশে দাঁড়িয়ে করিনা ৷ ক্যাপশনে তিনি লেখেন, "ময়েস্ত্রো ফরএভার ৷"

zakir hussain demise
করিনা কাপুর খানের পোস্ট (সোশাল মিডিয়ায়)

সোশাল মিডিয়ায় শোক প্রকাশ করে প্রয়াত তবলা বাদকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন অভিনেতা রীতেশ দেশমুখ ৷ তিনি লেখেন, " জাকির হুসেনের প্রয়াণের খবরে শোকাহত সঙ্গীত দুনিয়া ৷ স্যার আপনার মিউজিক আমাদের সকলের কাছে উপহারস্বরূপ ৷ আমাদের কাছে সবচেয়ে বড় সম্পদ যা আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে ৷"

অভিনেতা অক্ষয় কুমার ইন্সটাগ্রাম স্টোরিতে লেখেন, "উস্তাদ জাকির হুসেনের মৃত্যুতে শোকাহত ৷ আমাদের দেশে সঙ্গীত জগতের তিনি অমূল্য রতন ৷ ওম শান্তি ৷" এছাড়াও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন অভিনেতা রণবীর সিং ৷

zakir hussain demise
অক্ষয় কুমারের পোস্ট (সোশাল মিডিয়া)

নয়াদিল্লি, 16 ডিসেম্বর: সঙ্গীত দুনিয়ায় তৈরি হয়েছে বড় ক্ষত ৷ প্রয়াত হয়েছেন তবলা ময়েস্ত্রো জাকির হুসেন ৷ 73 বছর বয়সে সানফ্রান্সিসকোতে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মহান তবলা বাদক ৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ অমিতাভ বচ্চন থেকে শুরু করে করিনা কাপুর খান, কমল হাসান-সহ আরও অনেকে ৷

সোমবার এক্স হ্যান্ডেলে অমিতাভ বচ্চন লেখেন, "আজকের দিনটা ভীষণ কষ্টের ৷"

দক্ষিণী তারকা কমল হাসান একটি ছবি পোস্ট করেন এক্স হ্যান্ডেলে ৷ সেই ছবিতে দেখা যায় তবলা বাজাচ্ছেন কমল হাসান ৷ পাশে বসে জাকির হুসেন ৷ অভিনেতা ক্যাপশনে লেখেন, "জাকির ভাই ! তিনি খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলেন ৷ আমরা সত্যিই ভাগ্যবান যে ওঁনার কাছ থেকে অনেক কিছু পেয়েছি ৷ তিনি যা ফেলে গিয়েছেন তা শিল্প জগতে অমূল্য সম্পদ হয়ে থাকবে ৷ গুডবাই ও থ্যাংক ইউ ৷"

জব উই মেট অভিনেত্রী করিনা কাপুর খান ইন্সটাগ্রাম স্টোরিতে উস্তাদ জাকির হুসেনকে স্মরণ করেছেন ৷ তিনি একটি ছবি শেয়ার করেন যেখানে দেখা যায় রণধীর কাপুরের সঙ্গে হাত মেলাচ্ছেন জাকির হুসেন ৷ পাশে দাঁড়িয়ে করিনা ৷ ক্যাপশনে তিনি লেখেন, "ময়েস্ত্রো ফরএভার ৷"

zakir hussain demise
করিনা কাপুর খানের পোস্ট (সোশাল মিডিয়ায়)

সোশাল মিডিয়ায় শোক প্রকাশ করে প্রয়াত তবলা বাদকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন অভিনেতা রীতেশ দেশমুখ ৷ তিনি লেখেন, " জাকির হুসেনের প্রয়াণের খবরে শোকাহত সঙ্গীত দুনিয়া ৷ স্যার আপনার মিউজিক আমাদের সকলের কাছে উপহারস্বরূপ ৷ আমাদের কাছে সবচেয়ে বড় সম্পদ যা আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে ৷"

অভিনেতা অক্ষয় কুমার ইন্সটাগ্রাম স্টোরিতে লেখেন, "উস্তাদ জাকির হুসেনের মৃত্যুতে শোকাহত ৷ আমাদের দেশে সঙ্গীত জগতের তিনি অমূল্য রতন ৷ ওম শান্তি ৷" এছাড়াও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন অভিনেতা রণবীর সিং ৷

zakir hussain demise
অক্ষয় কুমারের পোস্ট (সোশাল মিডিয়া)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.