ETV Bharat / business

রিজার্ভ ব্যাঙ্ক কি 5 টাকার কয়েন তুলে নিচ্ছে ? জেনে নিন - RS 5 COINS OUT OF CIRCULATION

রিজার্ভ ব্যাঙ্ক পুরানো 5 টাকার কয়েন কি তুলে নিচ্ছে ? আসুন জেনে নেওয়া যাক এর পেছনের আসল সত্যটা কী...

Rs 5 Coins Out Of Circulation
5 টাকার কয়েন কি তুলে নিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক? (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

নয়াদিল্লি, 16 ডিসেম্বর: নতুন বছরের আগে বড় সিদ্ধান্ত নিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, 5 টাকার কয়েন নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। এর আগে 2016 সালে পুরনো 500 টাকা আর 1000 টাকার নোট বাতিল হয়ে যায়। গত বছর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 2000 টাকার নোটও তুলে নিয়েছে। এবার কি 5 টাকার কয়েনের পালা ?

দেশে নতুন কয়েন ও নোট ছাপানোর অধিকার রয়েছে রিজার্ভ ব্যাঙ্কের কাছে। রিজার্ভ ব্যাঙ্ক কেন্দ্রীয় সরকারের কাছে নতুন নোট এবং কয়েন ছাপানোর প্রস্তাব দেয় ৷ রিজার্ভ ব্যাঙ্কের প্রস্তাব বিবেচনা করে কেন্দ্রীয় সরকার RBI-এর ঊর্ধ্বতন কর্তা এবং অর্থনীতিবিদদের সহায়তায় সিদ্ধান্ত নেয় এবং কয়েন ও নোট ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয় ৷

RBI Coins Out Of Circulation
দেশে নতুন কয়েন ও নোট ছাপানোর অধিকার রয়েছে রিজার্ভ ব্যাঙ্কের কাছে। (ইটিভি ভারত)

বাজার থেকে 5 টাকার কয়েন ক্রমশ উধাও হয়ে যাচ্ছে:

দেশে 100, 200 এবং 500 টাকার নোটের পাশাপাশি 5, 10 এবং 20 টাকার কয়েনও চালু রয়েছে। তবে গত কয়েক বছরে দেখা যাচ্ছে বাজার থেকে 5 টাকার কয়েন ক্রমশ উধাও হয়ে যাচ্ছে। আমরা সবাই পাঁচ টাকার কয়েন ব্যবহার করেছি এবং অবশ্যই দেখেছি যে এটি অন্যান্য কয়েনের চেয়ে মোটা এবং ভারী। পুরনো নিকেলের মোটা 5 টাকার কয়েনের পরিবর্তে পাতলা সোনালী কয়েন বাজারে এসেছে অনেক আগেই। এর সঙ্গেই স্টিলের পাতলা 5 টাকার কয়েনও ছিল ৷

পুরনো নিকেলের মোটা 5 টাকার কয়েনের ওজন ছিল 9 গ্রামের বেশি ৷ পরের 5 টাকার কয়েনগুলির ওজন RBI বেশ কিছুটা কমিয়ে দেয় বা ছাপানো বন্ধ করে দেয়। এখন বাজারে সেই পুরানো কয়েন প্রায় দেখাই যায় না। সর্বত্রই পাতলা সোনালী 5 টাকার কয়েনের ছড়াছড়ি ! কিন্তু, আপনি কি জানেন, কেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পুরানো 5 টাকার কয়েন ছাপানো বন্ধ করে দিয়েছে? আসুন জেনে নেওয়া যাক এর পেছনের আসল কারণ...

কেন আরবিআই পুরানো 5 টাকার কয়েন বাতিল করেছে?

মোটা 5 টাকার পুরানো কয়েন বন্ধ করার একটি গুরুত্বপূর্ণ কারণ হল এগুলি তৈরিতে ব্যবহৃত ধাতু গলিয়ে চার থেকে পাঁচটি ব্লেড তৈরি করা যেতে পারে, যার বাজার মূল্য 5 টাকার বেশি। অর্থাৎ, বর্তমান বাজারে পুরানো 5 টাকার কয়েন তৈরির খরচ পাঁচ টাকারও বেশি পড়ে যাওয়ায় কেন্দ্র সরকার এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই ধরনের ধাতুর মুদ্রা তৈরি বন্ধ করে দেয়।

যদি কোনও মুদ্রার তৈরির মূল্য তার অভিহিত মূল্যকে ছাড়িয়ে যায়, তবে সেই মুদ্রা বা নোটগুলিকে অপ্রচলিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক সেই কারণেই রিজার্ভ ব্যাঙ্ক পুরনো নিকেলের তৈরি মোটা 5 টাকার কয়েন তৈরি বন্ধ করে দিয়েছে ৷ তবে, এই কয়েনগুলি ওখনও বাজারে সচল রয়েছে ৷ তাই পুরানো 5 টাকার কয়েন হাতে পেলে সেগুলিকে অচল হিসাবে বিবেচনা করা একেবারেই অনুচিত হবে ৷

আরও পড়ুন
ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করতেও চার্জ লাগে! কোন ব্যাঙ্কের ক্লোজিং ফি কত?
পোস্ট অফিসে 5000 টাকা করে জমিয়ে পাবেন 8.5 লাখ ! দ্রুত বাড়বে সঞ্চয়

নয়াদিল্লি, 16 ডিসেম্বর: নতুন বছরের আগে বড় সিদ্ধান্ত নিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, 5 টাকার কয়েন নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। এর আগে 2016 সালে পুরনো 500 টাকা আর 1000 টাকার নোট বাতিল হয়ে যায়। গত বছর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 2000 টাকার নোটও তুলে নিয়েছে। এবার কি 5 টাকার কয়েনের পালা ?

দেশে নতুন কয়েন ও নোট ছাপানোর অধিকার রয়েছে রিজার্ভ ব্যাঙ্কের কাছে। রিজার্ভ ব্যাঙ্ক কেন্দ্রীয় সরকারের কাছে নতুন নোট এবং কয়েন ছাপানোর প্রস্তাব দেয় ৷ রিজার্ভ ব্যাঙ্কের প্রস্তাব বিবেচনা করে কেন্দ্রীয় সরকার RBI-এর ঊর্ধ্বতন কর্তা এবং অর্থনীতিবিদদের সহায়তায় সিদ্ধান্ত নেয় এবং কয়েন ও নোট ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয় ৷

RBI Coins Out Of Circulation
দেশে নতুন কয়েন ও নোট ছাপানোর অধিকার রয়েছে রিজার্ভ ব্যাঙ্কের কাছে। (ইটিভি ভারত)

বাজার থেকে 5 টাকার কয়েন ক্রমশ উধাও হয়ে যাচ্ছে:

দেশে 100, 200 এবং 500 টাকার নোটের পাশাপাশি 5, 10 এবং 20 টাকার কয়েনও চালু রয়েছে। তবে গত কয়েক বছরে দেখা যাচ্ছে বাজার থেকে 5 টাকার কয়েন ক্রমশ উধাও হয়ে যাচ্ছে। আমরা সবাই পাঁচ টাকার কয়েন ব্যবহার করেছি এবং অবশ্যই দেখেছি যে এটি অন্যান্য কয়েনের চেয়ে মোটা এবং ভারী। পুরনো নিকেলের মোটা 5 টাকার কয়েনের পরিবর্তে পাতলা সোনালী কয়েন বাজারে এসেছে অনেক আগেই। এর সঙ্গেই স্টিলের পাতলা 5 টাকার কয়েনও ছিল ৷

পুরনো নিকেলের মোটা 5 টাকার কয়েনের ওজন ছিল 9 গ্রামের বেশি ৷ পরের 5 টাকার কয়েনগুলির ওজন RBI বেশ কিছুটা কমিয়ে দেয় বা ছাপানো বন্ধ করে দেয়। এখন বাজারে সেই পুরানো কয়েন প্রায় দেখাই যায় না। সর্বত্রই পাতলা সোনালী 5 টাকার কয়েনের ছড়াছড়ি ! কিন্তু, আপনি কি জানেন, কেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পুরানো 5 টাকার কয়েন ছাপানো বন্ধ করে দিয়েছে? আসুন জেনে নেওয়া যাক এর পেছনের আসল কারণ...

কেন আরবিআই পুরানো 5 টাকার কয়েন বাতিল করেছে?

মোটা 5 টাকার পুরানো কয়েন বন্ধ করার একটি গুরুত্বপূর্ণ কারণ হল এগুলি তৈরিতে ব্যবহৃত ধাতু গলিয়ে চার থেকে পাঁচটি ব্লেড তৈরি করা যেতে পারে, যার বাজার মূল্য 5 টাকার বেশি। অর্থাৎ, বর্তমান বাজারে পুরানো 5 টাকার কয়েন তৈরির খরচ পাঁচ টাকারও বেশি পড়ে যাওয়ায় কেন্দ্র সরকার এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই ধরনের ধাতুর মুদ্রা তৈরি বন্ধ করে দেয়।

যদি কোনও মুদ্রার তৈরির মূল্য তার অভিহিত মূল্যকে ছাড়িয়ে যায়, তবে সেই মুদ্রা বা নোটগুলিকে অপ্রচলিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক সেই কারণেই রিজার্ভ ব্যাঙ্ক পুরনো নিকেলের তৈরি মোটা 5 টাকার কয়েন তৈরি বন্ধ করে দিয়েছে ৷ তবে, এই কয়েনগুলি ওখনও বাজারে সচল রয়েছে ৷ তাই পুরানো 5 টাকার কয়েন হাতে পেলে সেগুলিকে অচল হিসাবে বিবেচনা করা একেবারেই অনুচিত হবে ৷

আরও পড়ুন
ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করতেও চার্জ লাগে! কোন ব্যাঙ্কের ক্লোজিং ফি কত?
পোস্ট অফিসে 5000 টাকা করে জমিয়ে পাবেন 8.5 লাখ ! দ্রুত বাড়বে সঞ্চয়
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.