ETV Bharat / sports

Virat on 28th Test Century: নিন্দুকদের ভুল প্রমাণ করার মত পরিস্থিতিতে নেই, শতরানের খরা কাটিয়ে বললেন বিরাট

author img

By

Published : Mar 13, 2023, 9:29 PM IST

দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর টেস্ট ক্রিকেটে শতরান না-আসায় অনেকেই সমালোচনা করেছেন ৷ মোতেরায় 186 রানের ইনিংস সেই সমালোচনার জবাব নয় ৷ কারণ নিন্দুকদের ভুল প্রমাণ করার মতো পরিস্থিতিতে নেই তিনি ৷ জানালেন বিরাট কোহলি (Virat Kohli) ৷

Etv Bharat
Etv Bharat

আমেদাবাদ, 13 মার্চ: 1204 দিন পর লাল বলের ক্রিকেটে শতরান ৷ 40 মাসের খরা কাটিয়ে তিন অংকের রান ছুঁয়ে কোহলি বুঝি বিরাট সেলিব্রেশনে মাতবেন; ক্রিকেটজনতার এমনটাই প্রত্যাশা ছিল ৷ কিন্তু, সকলকে ভুল প্রমাণ করে রবিবাসরীয় মোতেরায় সেঞ্চুরির পর বাড়তি কোনও উচ্ছ্বাস দেখা যায়নি বিরাট কোহলির (Virat Kohli) মধ্যে ৷ হেলমেট খুলে, ব্যাট উঁচিয়ে অভিবাদন কুড়িয়েছেন; কিন্তু বরাবরের মত তাঁর পা ছিল মাটিতেই ৷ আর 28তম টেস্ট শতরানের পর প্রথমবার মুখ খুলে প্রাক্তন অধিনায়ক জানালেন, এখন আর কারও কাছে নিজেকে প্রমাণ করার জায়গায় নেই তিনি (Kohli says he is not in a space where I will go out and prove someone) ৷

শারীরিকভাবে কিছুটা দুর্বল ছিলেন ৷ শতরানের পর ইনস্টা স্টোরিতে সেকথা জানিয়ে কুর্নিশ করেছিলেন স্ত্রী অনুষ্কা ৷ আর সোমবার ম্যাচের পর বিরাট বললেন, "আমি একজন ক্রিকেটার হিসেবে নিজের কাছে যা প্রত্যাশা রেখেছি আমার কাছে সেটাই গুরুত্বপূর্ণ ৷" সেখানেই শেষ নয় ৷ মোতেরা টেস্টের শতরানকারী বলেন, "কাউকে ভুল প্রমাণ করব এমন জায়গায় আমি এই মুহূর্তে নেই ৷ পাশাপাশি আমি কেন মাঠে দাঁড়িয়ে রয়েছি সেটা প্রমাণ করার তাগিদ আমার মধ্যে কাজ করে ৷"

আরও পড়ুন: অজিদের সাফ করে ওভালের মহড়া সারল টিম ইন্ডিয়া

তবে তিনি যে ক্রিকেটের কুলীন ফরম্যাটে নিজের ফর্ম থেকে বেশ কয়েক যোজন দূরে ছিলেন, সেটা স্বীকার করে নিলেন কোহলি ৷ আর চেনা ছন্দে ফিরে আসতে তিনি কঠোর পরিশ্রম করেছেন বলেও জানালেন আন্তর্জাতিক ক্রিকেটে 75টি শতরানের মালিক ৷ 40 মাস পর টেস্ট ক্রিকেটে শতরানের আগে নিজেকে কীভাবে প্রস্তুত করেছিলেন ?

শ্রেয়স আইয়ারের ছিটকে যাওয়ার প্রসঙ্গ তুলে বিরাট বলেন, "শ্রেয়স না-থাকায় আমরা একজন কম ব্যাটারে খেলছিলাম ৷ তাই ক্রিজে লম্বা সময় কাটাব বলে ঠিক করেছিলাম ৷ দীর্ঘদিন ধরে সেই কাজটা করতে না-পারায় হতাশ ছিলাম ৷ তবে বিশ্বাস ছিল স্কোরিং উইকেটে আমি বড় রানের ইনিংস খেলতে সক্ষম ৷"

আমেদাবাদ, 13 মার্চ: 1204 দিন পর লাল বলের ক্রিকেটে শতরান ৷ 40 মাসের খরা কাটিয়ে তিন অংকের রান ছুঁয়ে কোহলি বুঝি বিরাট সেলিব্রেশনে মাতবেন; ক্রিকেটজনতার এমনটাই প্রত্যাশা ছিল ৷ কিন্তু, সকলকে ভুল প্রমাণ করে রবিবাসরীয় মোতেরায় সেঞ্চুরির পর বাড়তি কোনও উচ্ছ্বাস দেখা যায়নি বিরাট কোহলির (Virat Kohli) মধ্যে ৷ হেলমেট খুলে, ব্যাট উঁচিয়ে অভিবাদন কুড়িয়েছেন; কিন্তু বরাবরের মত তাঁর পা ছিল মাটিতেই ৷ আর 28তম টেস্ট শতরানের পর প্রথমবার মুখ খুলে প্রাক্তন অধিনায়ক জানালেন, এখন আর কারও কাছে নিজেকে প্রমাণ করার জায়গায় নেই তিনি (Kohli says he is not in a space where I will go out and prove someone) ৷

শারীরিকভাবে কিছুটা দুর্বল ছিলেন ৷ শতরানের পর ইনস্টা স্টোরিতে সেকথা জানিয়ে কুর্নিশ করেছিলেন স্ত্রী অনুষ্কা ৷ আর সোমবার ম্যাচের পর বিরাট বললেন, "আমি একজন ক্রিকেটার হিসেবে নিজের কাছে যা প্রত্যাশা রেখেছি আমার কাছে সেটাই গুরুত্বপূর্ণ ৷" সেখানেই শেষ নয় ৷ মোতেরা টেস্টের শতরানকারী বলেন, "কাউকে ভুল প্রমাণ করব এমন জায়গায় আমি এই মুহূর্তে নেই ৷ পাশাপাশি আমি কেন মাঠে দাঁড়িয়ে রয়েছি সেটা প্রমাণ করার তাগিদ আমার মধ্যে কাজ করে ৷"

আরও পড়ুন: অজিদের সাফ করে ওভালের মহড়া সারল টিম ইন্ডিয়া

তবে তিনি যে ক্রিকেটের কুলীন ফরম্যাটে নিজের ফর্ম থেকে বেশ কয়েক যোজন দূরে ছিলেন, সেটা স্বীকার করে নিলেন কোহলি ৷ আর চেনা ছন্দে ফিরে আসতে তিনি কঠোর পরিশ্রম করেছেন বলেও জানালেন আন্তর্জাতিক ক্রিকেটে 75টি শতরানের মালিক ৷ 40 মাস পর টেস্ট ক্রিকেটে শতরানের আগে নিজেকে কীভাবে প্রস্তুত করেছিলেন ?

শ্রেয়স আইয়ারের ছিটকে যাওয়ার প্রসঙ্গ তুলে বিরাট বলেন, "শ্রেয়স না-থাকায় আমরা একজন কম ব্যাটারে খেলছিলাম ৷ তাই ক্রিজে লম্বা সময় কাটাব বলে ঠিক করেছিলাম ৷ দীর্ঘদিন ধরে সেই কাজটা করতে না-পারায় হতাশ ছিলাম ৷ তবে বিশ্বাস ছিল স্কোরিং উইকেটে আমি বড় রানের ইনিংস খেলতে সক্ষম ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.