ETV Bharat / bharat

ফের লাইনচ্যুত মালগাড়ি ! রাজস্থানের বুন্দিতে উদ্ধারকারী দল - Goods Train Derailment

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 30, 2024, 10:33 PM IST

Updated : Jul 30, 2024, 11:10 PM IST

Goods Train Accident in Rajasthan: ফের লাইনচ্যুত মালগাড়ি ৷ রাজস্থানের বুন্দির কাছে একটি পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হয় ৷ যদিও এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি ৷

Goods Train Derailment
মালবাহী ট্রেন লাইনচ্যুত (ইটিভি ভারত)

বুন্দি, 30 জুলাই: মুম্বই মেল দুর্ঘটনার পর ফের লাইনচ্যুত হল ট্রেন ৷ তবে এবার পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হল ৷ মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে রাজস্থানের গুরলা স্টেশনের কাছে ৷ ওই লাইন দিয়ে দিল্লি-মুম্বই ট্রেন চলাচল করে ৷ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী ট্রেন ৷

মালবাহী ট্রেন লাইনচ্যুত হল মঙ্গলবার বিকালে (ইটিভি ভারত)

মালগাড়ির যে বগিগুলি লাইন থেকে সরে গিয়েছিল, সেগুলিকে ঠিক করার কাজ চলছে ৷ রেল সূত্রে খবর, এর ফলে ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হবে না ৷ ট্রাফিকে কোনও সমস্যা হয়নি বলে জানা গিয়েছে ৷ এই ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

রেল সূত্রে জানা গিয়েছে, ওই পণ্যবাহী ট্রেনটি রাজস্থানের কোটা থেকে দিল্লিতে যাচ্ছিল ৷ বিকেল 5.15 মিনিট নাগাদ মালগাড়িটি লাইচ্যুত হয় ৷ এর জন্য ট্রেন চলাচলে কোনও বিঘ্ন ঘটেনি বলে জানা গিয়েছে ৷ ঘটনার খবর পেয়ে আশপাশ থেকে বহু লোক ভিড় জমায় ৷ আরপিএফ, কেশোরায়পাটন থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ৷ কোটা থেকে রেলের ইঞ্জিনিয়াররা নিজের কাজ শুরু করে দেন ৷

সিনিয়র ডিভিশনার কমার্শিয়াল আধিকারিক রোহিত মালব্য বলেন, মালগাড়িটিকে ট্র্যাকে ফেরাতে কাজ চলছে ৷ এটা কনটেনারের মতো ৷ মঙ্গলবার ভোররাতে ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে বেলাইন হয়ে যায় হাওড়া-সিএসএমটি মুম্বই এক্সপ্রেস। চক্রধরপুর বিভাগের বাদাবাম্বো-রাজখরসাওয়ান রেলওয়ে স্টেশনের মধ্যে এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় এখনও পর্যন্ত 108 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ অনেক যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

বুন্দি, 30 জুলাই: মুম্বই মেল দুর্ঘটনার পর ফের লাইনচ্যুত হল ট্রেন ৷ তবে এবার পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হল ৷ মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে রাজস্থানের গুরলা স্টেশনের কাছে ৷ ওই লাইন দিয়ে দিল্লি-মুম্বই ট্রেন চলাচল করে ৷ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী ট্রেন ৷

মালবাহী ট্রেন লাইনচ্যুত হল মঙ্গলবার বিকালে (ইটিভি ভারত)

মালগাড়ির যে বগিগুলি লাইন থেকে সরে গিয়েছিল, সেগুলিকে ঠিক করার কাজ চলছে ৷ রেল সূত্রে খবর, এর ফলে ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হবে না ৷ ট্রাফিকে কোনও সমস্যা হয়নি বলে জানা গিয়েছে ৷ এই ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

রেল সূত্রে জানা গিয়েছে, ওই পণ্যবাহী ট্রেনটি রাজস্থানের কোটা থেকে দিল্লিতে যাচ্ছিল ৷ বিকেল 5.15 মিনিট নাগাদ মালগাড়িটি লাইচ্যুত হয় ৷ এর জন্য ট্রেন চলাচলে কোনও বিঘ্ন ঘটেনি বলে জানা গিয়েছে ৷ ঘটনার খবর পেয়ে আশপাশ থেকে বহু লোক ভিড় জমায় ৷ আরপিএফ, কেশোরায়পাটন থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ৷ কোটা থেকে রেলের ইঞ্জিনিয়াররা নিজের কাজ শুরু করে দেন ৷

সিনিয়র ডিভিশনার কমার্শিয়াল আধিকারিক রোহিত মালব্য বলেন, মালগাড়িটিকে ট্র্যাকে ফেরাতে কাজ চলছে ৷ এটা কনটেনারের মতো ৷ মঙ্গলবার ভোররাতে ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে বেলাইন হয়ে যায় হাওড়া-সিএসএমটি মুম্বই এক্সপ্রেস। চক্রধরপুর বিভাগের বাদাবাম্বো-রাজখরসাওয়ান রেলওয়ে স্টেশনের মধ্যে এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় এখনও পর্যন্ত 108 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ অনেক যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

Last Updated : Jul 30, 2024, 11:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.