নয়াদিল্লি, 18 নভেম্বর : কর্নাটককে হারিয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফির শেষ আটে পৌঁছেছিল বাংলা। কোয়ার্টার ফাইনালেও সুদীপ চট্টোপাধ্যায়ের সামনে ছিল সেই কর্নাটক ৷ কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই করলেও জয় পেল না বাংলা ৷ সুপার ওভারে হেরে ঘরোয়া টি-20 টুর্নামেন্টে শেষ আটেই যাত্রা শেষ করল বঙ্গবিগ্রেড ৷ কর্নাটকের 160 রান তাড়া করে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 160 রানে থেমে যায় বাংলার ইনিংস ৷
শেষ বলে কোনও রান না-হওয়ায় ম্যাচ টাই হয় ৷ সুপার ওভারে সুপার ফ্লপ বাংলার ব্যাটিং ৷ প্রথমে ব্যাট করে 2 উইকেট হারিয়ে মাত্র 5 রান তোলে বাংলা ৷ ফলে সুপার ওভারে মাত্র 5 রান তাড়া করে ম্যাচ জিততে বেগ পেতে হয়নি কর্নাটকের ৷ মাত্র 2 বলেই খেল খতম করে দেন কর্নাটকের ক্যাপ্টেন মণীশ পান্ডে ৷ মুকেশ ওভারের প্রথম বলে 2 ও দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতে নেয় কর্নাটক ৷
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলা অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায় ৷ শুরুটা ভাল না-হলেও করুণ নায়ারের দুরন্ত হাফ-সেঞ্চুরিতে কর্নাটক বড় রানে পৌঁছয় ৷ মাত্র 29 বলে 3টি ছয় ও চারটি বাউন্ডারি-সহ 55 রান করেন নায়ার ৷ এছাড়াও রোহন কাদম 30 এবং অভিনব মনোহর 9 বলে 19 রান করে কর্নাটককে 160 রানে পৌঁছে দেয় ৷ বাংলার সেরা বোলার অকাশদীপ ৷ 4 ওভারে মাত্র 23 রান দেন তিনি ৷
আরও পড়ুন : সূর্যের তেজে জয়েই যাত্রা শুরু কোচ দ্রাবিড়ের
রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই অভিষেক দাসের উইকেট হারায় বাংলা ৷ তবে ঋত্বিক চট্টোপাধ্যায়ের দুরন্ত হাফ-সেঞ্চুরিতে লড়াই করেন বঙ্গবিগ্রেড ৷ ঋত্বিককে সঙ্গ দেন আরও এক ঋত্বিক ৷ 18 বলে 2টি ছয় ও 4টি বাউন্ডারি মেরে 36 রানে অপরাজিত থাকেন ৷ কিন্তু শেষরক্ষা হয়নি৷ শেষ বলে আকাশ দীপ রান-আউট হওয়ায় ম্যাচ টাই হয় ৷ কিন্তু সুপার ওভারে ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হাতছাড়া হয় বাংলার ৷