ETV Bharat / sports

KKR vs MI in IPL 2022 : জলে গেল বুমরা-ঝড়, কামিন্সের এক ওভারেই ‘মুম্বই-বধ’ কলকাতার - Kolkata Knight Riders vs Mumbai Indians in IPL 2022

ডিওয়াই পাটিল স্টেডিয়ামে নায়ক কামিন্স ৷ রাস্তা কঠিন হলেও মুম্বইকে হারিয়ে অঙ্কের বিচারে প্লে-অফের দৌড়ে রইল কলকাতা (Kolkata Knight Riders beat Mumbai Indians) ৷

KKR vs MI
কামিন্সের এক ওভারেই ‘মুম্বই-বধ’ কলকাতার
author img

By

Published : May 10, 2022, 8:31 AM IST

মুম্বই, 10 মে : মরণ-বাঁচন ম্যাচ জিতে ‘অঙ্কের বিচারে’ প্লে-অফের দৌড়ে রইল কলকাতা ৷ ডিওয়াই পাটিল স্টেডিয়ামে জলে গেল বুমরা-ঝড় ৷ ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে মুম্বই ৷ অন্যদিকে, হারলে ছিটকে যেত কলকাতাও ৷ এই অবস্থায় মনে করা হয়েছিল, চাপমুক্ত থাকায় ডাবল-হেডারের দ্বিতীয় ম্যাচে টানা তৃতীয় জয় তুলে নেবেন রোহিতরাই ৷ যদিও সোমবারের সন্ধ্যায় ফলাফল ঠিক তার উলটো ৷ প্য়াট কামিন্সের এক ওভারেই ম্যাচ থেকে ছিটকে গেল ‘রোহিত অ্যান্ড কোং’ (Kolkata Knight Riders vs Mumbai Indians in IPL 2022) ৷

এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত ৷ বুমরার অসাধারণ স্পেলে কার্যত মাটি ধরে কেকেআরের মিডল অর্ডার ৷ যদিও সেই ধাক্কার আগেই বেগুনি জার্সিধারীদের বড় জায়গায় পৌঁছে দেয় প্রথম তিন ব্যাটার ৷ শ্রেয়সদের দেওয়া 166 রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ডাগ-আউটে ফেরেন রোহিত শর্মা ৷ যদিও মুম্বই অধিনায়কের আউট নিয়ে ধন্দ্বে ধারাভাষ্যকাররাও ৷ রিপ্লে-তে পরিষ্কার দেখা যায়, বল ব্যাট থেকে কিছুটা দূরে ছিল ৷ তবে আলট্রাএজে দেখা যায় বল ব্যাট ছুঁয়েছে ৷ যা দেখেই আউট দেন তৃতীয় আম্পায়ার ৷

যদিও রোহিতের ব্যর্থতার দিনেই রানে ফিরলেন ঈশান ৷ পনেরো কোটির ব্যাটারের 43 বলে 51 রানে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল মুম্বইশিবির ৷ যদিও ঝাড়খণ্ডের ব্যাটার বাদে এদিন প্রত্যেকেই ব্যর্থ ৷ তিন নম্বরে নেমে এদিন বড় ইনিংস খেলতে ব্যর্থ তিলক বর্মাও ৷ হায়দরাবাদি ব্যাটারের এদিনের অবদান মাত্র 6 রান ৷ চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গিয়েছেন সূর্যকুমার যাদব ৷ ‘স্কাই’-এর জায়গায় আসা রমনদীপ সিং ক্রিজে এসে নিজের দায়িত্বটাই বুঝতে পারলেন না ৷ পরপর তিনটি চার মেরে ভাল শুরু করলেও টিম ডেভিডকে ফেরালেন দলে ফেরা বরুণ চক্রবর্তী ৷

যদিও এদিন দলের জয়ের মূল কান্ডারি প্যাট কামিন্স ৷ দু'দলের প্রথম ম্যাচে ব্যাট হাতে ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন কামিন্স ৷ তাঁর বিস্ফোরক ইনিংসেই ‘মুম্বই-বধ’ করেছিল কলকাতা ৷ এদিন বল হাতে মুম্বইকে মাটি ধরালেন অজি ক্রিকেটার ৷ এক ওভারে ফেরালেন ঈশান, ড্যানিয়েল স্যামস, মুরুগন অশ্বিনকে ৷ শেষ পর্যন্ত 15 রান করে পোলার্ড ক্রিজ ছাড়তেই নীল জার্সিধারীদের জয়ের আশা শেষ হয়ে যায় ৷ 52 রানে ম্যাচ জিতে নেয় কেকেআর ৷

এদিন প্রথমে ব্যাট করতে নেমে ভাল শুরু করেছিলেন কলকাতার দুই ওপেনার ৷ দলে ফেরা ভেঙ্কটেশ-রাহানের ব্যাটে প্রথম উইকেটে উঠল 60 রান ৷ 25 রান করে রাহানে ডাগ-আউটে ফিরলেও মাত্র 24 বলে 43 রানের ইনিংস এল আইয়ারের ব্যাট থেকে ৷ তিন নম্বরে নেমে 26 বলে 43 রানে ঝোড়ো ইনিংস খেললেন নীতিশ রানাও ৷ প্রথম তিন ব্যাটার ক্রিজ ছাড়ার পর দাঁড়াতেই পারেননি কলকাতার ব্যাটাররা ৷ একমাত্র দলের রানকে খানিক এগিয়ে নিয়ে যান রিঙ্কু সিং ৷ 19 বলে 23 রান করেন উত্তরপ্রদেশের ব্যাটার ৷

আরও পড়ুন : রোহিতদের মনোবল বাড়াতে পাশে থাকার বার্তা নীতা অম্বানির

ম্যাচ হারলেও এদিন নীতা অম্বানির দলের একমাত্র প্রাপ্তি বুমরা ৷ বহুদিন পর আরব সাগরের তীরে আগুন ঝরালেন দেশের অন্যতম সেরা পেসার ৷ এদিন 4 ওভারে 1টি মেডেন-সহ মাত্র 10 রান দিলেন ‘বুমবুম’ ৷ তুলে নিলেন 5টি উইকেট ৷ শূন্য রানে ফেরালেন প্যাট কামিন্স, সুনীল নারিনকে ৷ যেই দুই ‘বোলার’-এর ব্যাট চললে কেকেআরের ইনিংস 200 রানও পেরিয়ে যেতে পারত ৷ যদিও দলের ব্যাটিং ব্যর্থতায় কার্যত জলে গেল বুমরার লড়াই ৷ ম্যাচ জিতে 12 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে 7 নম্বরে উঠে এল কলকাতা ৷

মুম্বই, 10 মে : মরণ-বাঁচন ম্যাচ জিতে ‘অঙ্কের বিচারে’ প্লে-অফের দৌড়ে রইল কলকাতা ৷ ডিওয়াই পাটিল স্টেডিয়ামে জলে গেল বুমরা-ঝড় ৷ ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে মুম্বই ৷ অন্যদিকে, হারলে ছিটকে যেত কলকাতাও ৷ এই অবস্থায় মনে করা হয়েছিল, চাপমুক্ত থাকায় ডাবল-হেডারের দ্বিতীয় ম্যাচে টানা তৃতীয় জয় তুলে নেবেন রোহিতরাই ৷ যদিও সোমবারের সন্ধ্যায় ফলাফল ঠিক তার উলটো ৷ প্য়াট কামিন্সের এক ওভারেই ম্যাচ থেকে ছিটকে গেল ‘রোহিত অ্যান্ড কোং’ (Kolkata Knight Riders vs Mumbai Indians in IPL 2022) ৷

এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত ৷ বুমরার অসাধারণ স্পেলে কার্যত মাটি ধরে কেকেআরের মিডল অর্ডার ৷ যদিও সেই ধাক্কার আগেই বেগুনি জার্সিধারীদের বড় জায়গায় পৌঁছে দেয় প্রথম তিন ব্যাটার ৷ শ্রেয়সদের দেওয়া 166 রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ডাগ-আউটে ফেরেন রোহিত শর্মা ৷ যদিও মুম্বই অধিনায়কের আউট নিয়ে ধন্দ্বে ধারাভাষ্যকাররাও ৷ রিপ্লে-তে পরিষ্কার দেখা যায়, বল ব্যাট থেকে কিছুটা দূরে ছিল ৷ তবে আলট্রাএজে দেখা যায় বল ব্যাট ছুঁয়েছে ৷ যা দেখেই আউট দেন তৃতীয় আম্পায়ার ৷

যদিও রোহিতের ব্যর্থতার দিনেই রানে ফিরলেন ঈশান ৷ পনেরো কোটির ব্যাটারের 43 বলে 51 রানে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল মুম্বইশিবির ৷ যদিও ঝাড়খণ্ডের ব্যাটার বাদে এদিন প্রত্যেকেই ব্যর্থ ৷ তিন নম্বরে নেমে এদিন বড় ইনিংস খেলতে ব্যর্থ তিলক বর্মাও ৷ হায়দরাবাদি ব্যাটারের এদিনের অবদান মাত্র 6 রান ৷ চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গিয়েছেন সূর্যকুমার যাদব ৷ ‘স্কাই’-এর জায়গায় আসা রমনদীপ সিং ক্রিজে এসে নিজের দায়িত্বটাই বুঝতে পারলেন না ৷ পরপর তিনটি চার মেরে ভাল শুরু করলেও টিম ডেভিডকে ফেরালেন দলে ফেরা বরুণ চক্রবর্তী ৷

যদিও এদিন দলের জয়ের মূল কান্ডারি প্যাট কামিন্স ৷ দু'দলের প্রথম ম্যাচে ব্যাট হাতে ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন কামিন্স ৷ তাঁর বিস্ফোরক ইনিংসেই ‘মুম্বই-বধ’ করেছিল কলকাতা ৷ এদিন বল হাতে মুম্বইকে মাটি ধরালেন অজি ক্রিকেটার ৷ এক ওভারে ফেরালেন ঈশান, ড্যানিয়েল স্যামস, মুরুগন অশ্বিনকে ৷ শেষ পর্যন্ত 15 রান করে পোলার্ড ক্রিজ ছাড়তেই নীল জার্সিধারীদের জয়ের আশা শেষ হয়ে যায় ৷ 52 রানে ম্যাচ জিতে নেয় কেকেআর ৷

এদিন প্রথমে ব্যাট করতে নেমে ভাল শুরু করেছিলেন কলকাতার দুই ওপেনার ৷ দলে ফেরা ভেঙ্কটেশ-রাহানের ব্যাটে প্রথম উইকেটে উঠল 60 রান ৷ 25 রান করে রাহানে ডাগ-আউটে ফিরলেও মাত্র 24 বলে 43 রানের ইনিংস এল আইয়ারের ব্যাট থেকে ৷ তিন নম্বরে নেমে 26 বলে 43 রানে ঝোড়ো ইনিংস খেললেন নীতিশ রানাও ৷ প্রথম তিন ব্যাটার ক্রিজ ছাড়ার পর দাঁড়াতেই পারেননি কলকাতার ব্যাটাররা ৷ একমাত্র দলের রানকে খানিক এগিয়ে নিয়ে যান রিঙ্কু সিং ৷ 19 বলে 23 রান করেন উত্তরপ্রদেশের ব্যাটার ৷

আরও পড়ুন : রোহিতদের মনোবল বাড়াতে পাশে থাকার বার্তা নীতা অম্বানির

ম্যাচ হারলেও এদিন নীতা অম্বানির দলের একমাত্র প্রাপ্তি বুমরা ৷ বহুদিন পর আরব সাগরের তীরে আগুন ঝরালেন দেশের অন্যতম সেরা পেসার ৷ এদিন 4 ওভারে 1টি মেডেন-সহ মাত্র 10 রান দিলেন ‘বুমবুম’ ৷ তুলে নিলেন 5টি উইকেট ৷ শূন্য রানে ফেরালেন প্যাট কামিন্স, সুনীল নারিনকে ৷ যেই দুই ‘বোলার’-এর ব্যাট চললে কেকেআরের ইনিংস 200 রানও পেরিয়ে যেতে পারত ৷ যদিও দলের ব্যাটিং ব্যর্থতায় কার্যত জলে গেল বুমরার লড়াই ৷ ম্যাচ জিতে 12 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে 7 নম্বরে উঠে এল কলকাতা ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.