দুবাই, 15 অক্টোবর : আইপিএল ফাইনালে বিশ্বজয়ী দুই অধিনায়কের দ্বৈরথ ঘিরে তুঙ্গে পারদ ৷ 2019 বিশ্বকাপে প্রথমবার দেশকে বিশ্বচ্য়াম্পিয়ন করার পর আইপিএলের মঞ্চে নিজের অধিনায়কত্বের ছাপ রাখতে মরিয়া ইয়ন মরগ্যান ৷ উল্টোদিকে দেশকে জোড়া বিশ্বকাপের স্বাদ এনে দেওয়া মহেন্দ্র সিং ধোনির নিজেকে নতুন করে প্রমাণের কিছু নেই ৷ তাঁর কাছে অধিনায়ক হিসেবে নিজেকে সমৃদ্ধ করার আরও সুযোগ ৷
তবে আইপিএলে চতুর্থবার ট্রফি জয়ের হাতছানির মাঝেই আরও এক পালক জুড়ল বিশ্বজয়ী অধিনায়কের মুকুটে ৷ বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে 300টি টি-20 ম্যাচে অধিনায়কত্বের নজির স্পর্শ করলেন মাহি ৷ দুবাইয়ে আইপিএল ফাইনালে এদিন টস করতে নামার সঙ্গে সঙ্গেই নয়া নজির স্পর্শ করলেন চেন্নাই অধিনায়ক ৷
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক নেতৃত্বদানের নজিরও রয়েছে তাঁর ঝুলিতে ৷ জাতীয় দলের জার্সিতে 72টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন মাহি ৷ সেই তালিকাতেও ধোনিকে ধাওয়া করছেন ইয়ন মরগ্যান (64) ৷ আর সামগ্রিকভাবে প্রাক্তন ক্যারিবিয়ান অধিনায়ক ডারেন স্যামিকে টপকে এদিন সর্বাধিক টি-20তে অধিনায়কত্বের নজির স্পর্শ করলেন ধোনি ৷
আরও পড়ুন : বিশ্বকাপে ভারত-পাক মহারণ নিয়ে মউকা মউকা বিজ্ঞাপন ভাইরাল
উল্লেখ্য, 176টি জয় নিয়ে টি-20তে অধিনায়ক হিসেবে সবচেয়ে সফল নামটিও মহেন্দ্র সিং ধোনি ৷ বর্ণময় টি-20 কেরিয়ারে অধিনায়ক হিসেবে টি-20 বিশ্বকাপ (2007), 3টি আইপিএল ট্রফি (2010, 2011, 2018), জোড়া চ্যাম্পিয়ন্স লিগ টি-20 (2010, 2014) রয়েছে ধোনির ট্রফি ক্য়াবিনেটে ৷ যদিও আইপিএল ফাইনালে শুক্রবার টসভাগ্য সঙ্গ দেয়নি মাহিকে ৷ টস জিতে এদিন চেন্নাইকে প্রথমে ব্য়াট করতে পাঠান নাইট অধিনায়ক ইয়ন মরগ্যান ৷