ETV Bharat / sports

পোলার্ড ঝড়ে চেন্নাই বধ, রেকর্ড রান তাড়া মুম্বইয়ের - ধোনি

9.4 ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের রান ছিল 3 উইকেটে 81 ৷ বেশিরভাগ বিশেষজ্ঞ ধরে নিয়েছিলেন এবারের আইপিএলে আরও একটা ম্যাচ হারতে চলেছে রোহিত শর্মার দল ৷ কিন্তু, অন্যরকম ভেবেছিলেন কায়রন পোলার্ড ৷

পোলার্ড ঝড়ে চেন্নাই বধ, রেকর্ড রান তাড়া মুম্বইয়ের
পোলার্ড ঝড়ে চেন্নাই বধ, রেকর্ড রান তাড়া মুম্বইয়ের
author img

By

Published : May 2, 2021, 7:19 AM IST

দিল্লি, 2 মে : পোলার্ড ঝড়ে থামল চেন্নাইয়ের বিজয় রথ ৷ ব্যর্থ হল আম্বাতি রায়ডুর ঝোড়ো ইনিংস ৷ পাঁচ ম্যাচ টানা জেতার পর হারল ধোনির চেন্নাই ৷

টসে জিতে ধোনিদের প্রথমে ব্যাট করতে পাঠান রোহিত শর্মা ৷ শুরুটা ভালো হয়নি চেন্নাইয়ের ৷ প্রথম ওভারেই 4 রান করে ফিরে যান রুতুরাজ গায়কোয়াড় ৷ এরপর ফাফ ও মইন আলি চেন্নাইকে সামলান ৷ দুজনের মধ্যে 98 রানের পার্টনারশিপ ৷ 36 বলে 58 রান করে বুমরার বলে ফেরেন মইন ৷ 5 টি চার এবং 5 টি ছয়ে সাজানো তাঁর ইনিংস ৷ এরপর চেন্নাইকে জোড়া ধাক্কা দেন পোলার্ড ৷ অর্ধশতরান করা ফাফ ও রায়নাকে ফিরিয়ে মুম্বইকে খেলায় ফেরান তিনি ৷ 28 বলে 50 রানের ফাফের ইনিংস সাজানো 4 টি ছয় এবং 2 টি চার দিয়ে ৷ পরের বলেই ফেরেন মিস্টার আইপিএল রায়না ৷ সংগ্রহ মাত্র দুই রান ৷ এরপর ক্রিজে এসে ঝড় তোলেন আম্বাতি রায়ডু ৷ মাত্র 27 বলে 72 রান করে অপরাজিত থাকেন ৷ 4 টি চার এবং 7 টি ছয়ে সাজানো রায়ডুর ইনিংস ৷ 22 বলে 22 রান করে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজাও ৷ জাদেজা রায়ডুর যুগলবন্দিতে ওঠে 102 রান ৷ নির্ধারিত 20 ওভারে 218 রান তোলে হলুদ সৈনিকরা ৷ 2 ওভারে 12 রান দিয়ে পোলার্ডের 2 উইকেট ছাড়া প্রায় সমস্ত বোলারেরই ইকোনমি 10-এর উপরে ৷

এই সংক্রান্ত খবর : রাহুল, হরপ্রীতের দাপটে পঞ্জাবের কাছে হার কোহলিদের

জবাবে ব্যাটে নেমে শুরুটা ভালোই করেছিল মুম্বই ৷ তারা প্রথম উইকেট হারায় 77 রানে ৷ 24 বলে 35 রান করে শার্দূলের বলে ফেরেন রোহিত ৷ রোহিতের ফেরার প্রায় সঙ্গে সঙ্গেই ফেরেন 38 রানে ব্যাট করা ডি কক এবং ক্রিজ়ে আসা সূর্যকুমার ৷ ফলে শুরুটা ভালো করেও 9.4 ওভারে মুম্বইয়ের স্কোর হয় 3 উইকেট হারিয়ে 81 রান ৷ এরপর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হয় পোলার্ড ঝড় ৷ ক্রুনাল পান্ডিয়াকে সঙ্গে নিয়ে প্রায় অসম্ভব লক্ষ্যের দিকে এগোতে থাকেন পোলার্ড ৷ এই আইপিএলের দ্রুততম অর্ধশতরান করলেন ৷ 23 বলে 32 রান করে ফিরে যান ক্রনাল ৷ 2 টি ছয়ের সাহায্যে 7 বলে 16 রান করে ফেরেন হার্দিকও ৷ এরপর শেষ বল অবধি অপরাজিত থেকে মুম্বইকে রেকর্ড জয় এনে দেন পোলার্ড ৷ মাত্র 34 বলে 87 রান করেন পোলার্ড ৷ 6 টি চার এবং 8 টি ছয়ে সাজানো বিধ্বংসী তাঁর ইনিংস ৷ এটিই মুম্বইয়ের রেকর্ড রান তাড়া করে জয় ৷

দিল্লি, 2 মে : পোলার্ড ঝড়ে থামল চেন্নাইয়ের বিজয় রথ ৷ ব্যর্থ হল আম্বাতি রায়ডুর ঝোড়ো ইনিংস ৷ পাঁচ ম্যাচ টানা জেতার পর হারল ধোনির চেন্নাই ৷

টসে জিতে ধোনিদের প্রথমে ব্যাট করতে পাঠান রোহিত শর্মা ৷ শুরুটা ভালো হয়নি চেন্নাইয়ের ৷ প্রথম ওভারেই 4 রান করে ফিরে যান রুতুরাজ গায়কোয়াড় ৷ এরপর ফাফ ও মইন আলি চেন্নাইকে সামলান ৷ দুজনের মধ্যে 98 রানের পার্টনারশিপ ৷ 36 বলে 58 রান করে বুমরার বলে ফেরেন মইন ৷ 5 টি চার এবং 5 টি ছয়ে সাজানো তাঁর ইনিংস ৷ এরপর চেন্নাইকে জোড়া ধাক্কা দেন পোলার্ড ৷ অর্ধশতরান করা ফাফ ও রায়নাকে ফিরিয়ে মুম্বইকে খেলায় ফেরান তিনি ৷ 28 বলে 50 রানের ফাফের ইনিংস সাজানো 4 টি ছয় এবং 2 টি চার দিয়ে ৷ পরের বলেই ফেরেন মিস্টার আইপিএল রায়না ৷ সংগ্রহ মাত্র দুই রান ৷ এরপর ক্রিজে এসে ঝড় তোলেন আম্বাতি রায়ডু ৷ মাত্র 27 বলে 72 রান করে অপরাজিত থাকেন ৷ 4 টি চার এবং 7 টি ছয়ে সাজানো রায়ডুর ইনিংস ৷ 22 বলে 22 রান করে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজাও ৷ জাদেজা রায়ডুর যুগলবন্দিতে ওঠে 102 রান ৷ নির্ধারিত 20 ওভারে 218 রান তোলে হলুদ সৈনিকরা ৷ 2 ওভারে 12 রান দিয়ে পোলার্ডের 2 উইকেট ছাড়া প্রায় সমস্ত বোলারেরই ইকোনমি 10-এর উপরে ৷

এই সংক্রান্ত খবর : রাহুল, হরপ্রীতের দাপটে পঞ্জাবের কাছে হার কোহলিদের

জবাবে ব্যাটে নেমে শুরুটা ভালোই করেছিল মুম্বই ৷ তারা প্রথম উইকেট হারায় 77 রানে ৷ 24 বলে 35 রান করে শার্দূলের বলে ফেরেন রোহিত ৷ রোহিতের ফেরার প্রায় সঙ্গে সঙ্গেই ফেরেন 38 রানে ব্যাট করা ডি কক এবং ক্রিজ়ে আসা সূর্যকুমার ৷ ফলে শুরুটা ভালো করেও 9.4 ওভারে মুম্বইয়ের স্কোর হয় 3 উইকেট হারিয়ে 81 রান ৷ এরপর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হয় পোলার্ড ঝড় ৷ ক্রুনাল পান্ডিয়াকে সঙ্গে নিয়ে প্রায় অসম্ভব লক্ষ্যের দিকে এগোতে থাকেন পোলার্ড ৷ এই আইপিএলের দ্রুততম অর্ধশতরান করলেন ৷ 23 বলে 32 রান করে ফিরে যান ক্রনাল ৷ 2 টি ছয়ের সাহায্যে 7 বলে 16 রান করে ফেরেন হার্দিকও ৷ এরপর শেষ বল অবধি অপরাজিত থেকে মুম্বইকে রেকর্ড জয় এনে দেন পোলার্ড ৷ মাত্র 34 বলে 87 রান করেন পোলার্ড ৷ 6 টি চার এবং 8 টি ছয়ে সাজানো বিধ্বংসী তাঁর ইনিংস ৷ এটিই মুম্বইয়ের রেকর্ড রান তাড়া করে জয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.