ETV Bharat / sports

IPL 2021: আরসিবির বিদায়ে ক্রিকেটারের স্ত্রীকে অশালীন আক্রমণ ফ্য়ানদের, জবাব ম্যাক্সওয়েলের - IPL Eliminator

ঘটনায় স্বাভাবিকভাবেই হতাশ এবং একইসঙ্গে ক্ষুব্ধ গ্লেন ম্যাক্সওয়েল ৷ সোশ্য়াল মিডিয়ায় ফ্যানেদের কদর্য আক্রমণের পাল্টা দিয়েছেন অজি মারকুটে ব্য়াটার ৷ আক্রমণকারীদের 'আবর্জনা'র সঙ্গেও তুলনা করেছেন তিনি ৷

IPL 2021
আরসিবির বিদায়ে ক্রিকেটারের স্ত্রীকে অশালীন আক্রমণ ফ্য়ানেদের
author img

By

Published : Oct 12, 2021, 5:03 PM IST

শারজা, 12 অক্টোবর : এলিমিনেটরে বিদায়ের পর আরসিবির সংসারে ফের বিষাদের সুর ৷ অধিনায়ক হিসেবে অন্তিম অধ্যায়টাও সুখের হল না বিরাট কোহলির ৷ আইপিএলে আবারও শূন্য হাতেই ফিরল তারকাখোচিত রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ বছরের পর বছর ধারাবাহিক ব্যর্থতায় সমর্থকদের ধৈর্যচ্যুতি ঘটা ভীষণই স্বাভাবিক ৷ কিন্তু এদিন এলিমিনেটরে আরসিবি হারের পর যা ঘটল সেটা একেবারেই অবাঞ্ছিত ৷

ম্যাচ হারের পর ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া এবং তাঁদের সমালোচনা চলতেই পারে, তবে সেটা শালীনতা না ছাড়ানোই কাম্য ৷ কিন্তু সোমবার আরসিবি বিদায়ের পর সেই শালীনতার সীমাই লঙ্ঘন করলেন অনুরাগীরা ৷ সোশ্য়াল মিডিয়ায় ফ্যানেদের কদর্য আক্রমণের শিকার হলেন দুই আরসিবি তারকা ড্যানিয়েল ক্রিশ্চিয়ান এবং গ্লেন ম্যাক্সওয়েল ৷ এমনকি বাদ গেলেন না অজি অলরাউন্ডার ক্রিশ্চিয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রীও ৷

ঘটনায় স্বাভাবিকভাবেই হতাশ এবং একইসঙ্গে ক্ষুব্ধ গ্লেন ম্যাক্সওয়েল ৷ সোশ্য়াল মিডিয়ায় ফ্যানেদের কদর্য আক্রমণের পাল্টা দিয়েছেন অজি মারকুটে ব্য়াটার ৷ আক্রমণকারীদের 'আবর্জনা'র সঙ্গেও তুলনা করেছেন তিনি ৷ ম্যাক্সওয়েল টুইটারে লেখেন, "কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারিনি ঠিকই ৷ কিন্তু মরসুমে যে আমরা ভাল ক্রিকেট খেলেছি সেটা মিথ্যে হতে পারে না ৷ অথচ সোশ্য়াল মিডিয়ায় ক্রমাগত কিছু আবর্জনা ভেসে আসছে যা বিরক্তিকর ৷ আমরাও মানুষ হয়ে প্রতিদিন সেরাটা দেওয়ার চেষ্টা করি ৷ তাই গালিগালাজ করার বদলে একজন ভদ্র মানুয হওয়ার চেষ্টা করুন ৷"

আরও পড়ুন : নারাইন শো’র দাপটে আরসিবি’র বিদায়, কোয়ালিফায়ারে কেকেআর

তবে কঠিন সময়ে যে সকল ফ্যানেরা পাশে দাঁড়িয়েছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন আরসিবির সফল এই ব্যাটার ৷ সতীর্থ ড্যানিয়েল ক্রিশ্চিয়ান অভিযোগ করেছেন তাঁর খারাপ পারফরম্য়ান্সের কোপ গিয়ে পড়েছে অন্তঃসত্ত্বা স্ত্রী জর্জিনা ডুনের উপর ৷ জর্জিনার ইনস্টা পোস্টে অশালীন আক্রমণ করেছেন আরসিবি ফ্য়ানেরা ৷ তাই মাত্র 10 বলে 29 রান খরচ করা ক্রিশ্চিয়ান অনুরোধের সুরে ফ্য়ানেদের বলেছেন, "হতে পারে আমার পারফরম্যান্স আজ ভাল ছিল না কিন্তু এটা তো খেলা ৷ দয়া করে আমার পার্টনারকে এসবের বাইরে রাখুন ৷"

শারজা, 12 অক্টোবর : এলিমিনেটরে বিদায়ের পর আরসিবির সংসারে ফের বিষাদের সুর ৷ অধিনায়ক হিসেবে অন্তিম অধ্যায়টাও সুখের হল না বিরাট কোহলির ৷ আইপিএলে আবারও শূন্য হাতেই ফিরল তারকাখোচিত রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ বছরের পর বছর ধারাবাহিক ব্যর্থতায় সমর্থকদের ধৈর্যচ্যুতি ঘটা ভীষণই স্বাভাবিক ৷ কিন্তু এদিন এলিমিনেটরে আরসিবি হারের পর যা ঘটল সেটা একেবারেই অবাঞ্ছিত ৷

ম্যাচ হারের পর ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া এবং তাঁদের সমালোচনা চলতেই পারে, তবে সেটা শালীনতা না ছাড়ানোই কাম্য ৷ কিন্তু সোমবার আরসিবি বিদায়ের পর সেই শালীনতার সীমাই লঙ্ঘন করলেন অনুরাগীরা ৷ সোশ্য়াল মিডিয়ায় ফ্যানেদের কদর্য আক্রমণের শিকার হলেন দুই আরসিবি তারকা ড্যানিয়েল ক্রিশ্চিয়ান এবং গ্লেন ম্যাক্সওয়েল ৷ এমনকি বাদ গেলেন না অজি অলরাউন্ডার ক্রিশ্চিয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রীও ৷

ঘটনায় স্বাভাবিকভাবেই হতাশ এবং একইসঙ্গে ক্ষুব্ধ গ্লেন ম্যাক্সওয়েল ৷ সোশ্য়াল মিডিয়ায় ফ্যানেদের কদর্য আক্রমণের পাল্টা দিয়েছেন অজি মারকুটে ব্য়াটার ৷ আক্রমণকারীদের 'আবর্জনা'র সঙ্গেও তুলনা করেছেন তিনি ৷ ম্যাক্সওয়েল টুইটারে লেখেন, "কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারিনি ঠিকই ৷ কিন্তু মরসুমে যে আমরা ভাল ক্রিকেট খেলেছি সেটা মিথ্যে হতে পারে না ৷ অথচ সোশ্য়াল মিডিয়ায় ক্রমাগত কিছু আবর্জনা ভেসে আসছে যা বিরক্তিকর ৷ আমরাও মানুষ হয়ে প্রতিদিন সেরাটা দেওয়ার চেষ্টা করি ৷ তাই গালিগালাজ করার বদলে একজন ভদ্র মানুয হওয়ার চেষ্টা করুন ৷"

আরও পড়ুন : নারাইন শো’র দাপটে আরসিবি’র বিদায়, কোয়ালিফায়ারে কেকেআর

তবে কঠিন সময়ে যে সকল ফ্যানেরা পাশে দাঁড়িয়েছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন আরসিবির সফল এই ব্যাটার ৷ সতীর্থ ড্যানিয়েল ক্রিশ্চিয়ান অভিযোগ করেছেন তাঁর খারাপ পারফরম্য়ান্সের কোপ গিয়ে পড়েছে অন্তঃসত্ত্বা স্ত্রী জর্জিনা ডুনের উপর ৷ জর্জিনার ইনস্টা পোস্টে অশালীন আক্রমণ করেছেন আরসিবি ফ্য়ানেরা ৷ তাই মাত্র 10 বলে 29 রান খরচ করা ক্রিশ্চিয়ান অনুরোধের সুরে ফ্য়ানেদের বলেছেন, "হতে পারে আমার পারফরম্যান্স আজ ভাল ছিল না কিন্তু এটা তো খেলা ৷ দয়া করে আমার পার্টনারকে এসবের বাইরে রাখুন ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.