শারজা, 4 নভেম্বর : লিগের শেষ ম্যাচে জয় দিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে সানরাইজ়ার্স হায়দরাবাদ । মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গতকাল জয় লাভ করে ডেভিড ওয়ার্নারের দল । 10 উইকেটে জয়ী হয়ে আত্মবিশ্বাস আরও বেড়েছে বলে মনে করছেন রশিদ খান ।
14 পয়েন্ট নিয়ে প্লে অফ শুরু করবেন রশিদরা । তার আগে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা মুম্বইয়ের বিরুদ্ধে 10 উইকেটে জয়লাভ নিঃসন্দেহে হায়দরাবাদকে আত্মবিশ্বাস এনে দিয়েছে । IPL-এর শেষ ম্যাচে নিজেদের সেরাটা দিয়েছেন ডেভিন ওয়ার্নার, রশিদ খানরা । শারজায় মঙ্গলবার সন্ধেয় সব বিভাগে 10 এ 10 পায় হায়দরাবাদ । মুম্বইয়ের আট উইকেটে 149 রানের জবাবে ওপেনিং জুটিতে ভালো শুরু করেন ওয়ার্নার ও ঋদ্ধিমান । এক উইকেট নেন রশিদ । তিনি বলেন, "মুম্বইয়ের বিরুদ্ধে ভালো শুরুর প্রয়োজন ছিল আমাদের । যা ওয়ার্নার আর ঋদ্ধি করেছে । টি-20'তে এটা প্রয়োজন । পরিকল্পনা করে এগিয়েছে ।"
আগামীকাল প্লে অফের প্রথম ম্যাচে দিল্লির বিরুদ্ধে নামছে মুম্বই । অন্যদিকে শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলবে হায়দরাবাদ ।