আবু ধাবি, 18 অক্টোবর : ম্যাচ গড়াল সুপার ওভারে ৷ কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ টাই ৷ লকি ফার্গুসনের বোলিংয়ে ম্যাচে ফেরে কলকাতা ৷
কলকাতার দেওয়া 164 রানের টার্গেট নিয়ে খেলতে নেমে দুরন্ত শুরু সানরাইজ়ার্স হায়দরাবাদের ৷ এদিন SRH এর হয়ে ওপেন করতে আসেন কেন উইলিয়ামসন ও জনি বেয়ারস্ট্রো ৷ দুই ওপেনার পাওয়ার প্লের 6 ওভারে করলেন 57 রান ৷ যদিও তারপরই ফিরলেন কেন উইলিয়ামসন ৷ 19 বলে 29 রান করলেন তিনি ৷
আবু ধাবিতে হায়দরাবাদের বিরুদ্ধে ভালো শুরু করে কলকাতা নাইট রাইডার্স ৷ কিন্তু তারপরই পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কলকাতা নাইট রাইডার্স ৷ তবে সেখান থেকে দীনেশ কার্তিকের ক্যামিও ও মরগ্যানের দুরন্ত ব্যাটিংয়ে লড়াই করার মতো 5 উইকেট 163 রানে পৌঁছায় কলকাতা নাইট রাইডার্স ৷
KKR-কে স্বস্তি দিয়ে আজ রানে ফেরেন দুই ওপেনারই ৷ পাওয়ার প্লের শেষ বলে আউট হন রাহুল ত্রিপাঠী ৷ 16 বলে 23 রান করেন তিনি ৷ তারপর ইনিংস এগিয়ে নিয়ে যান শুভমন গিল ও নীতীশ রাণা ৷ কিন্তু রশিদ খানের বলে প্রিয়ম গর্গের দুরন্ত ক্যাচে 37 বলে 36 রান করে ফেরেন শুভমন ৷
তারপরই পরপর উইকেট হারাতে থাকে KKR ৷ এরপরই ফেরেন নীতীশ রাণা ৷ তাঁর সংগ্রহ 20 বলে 29 রান ৷ এদিনও ব্যর্থ আন্দ্রে রাসেল ৷ ফেরেন মাত্র 9 রান করেই ৷ তবে এদিন রান পান দীনেশ কার্তিক ৷ পুরোনো মেজাজে 14 বলে করেন 29 রান ৷ মরগ্যান করেন 23 বলে 34 রান ৷
হায়দরাবাদের বোলারদের মধ্যে টি নটরাজন নিলেন 2টি উইকেট ৷ তার মধ্যে রাহুল ত্রিপাঠী ও আন্দ্রে রাসেলের উইকেটও আছে ৷ বিজয় শংকর, রশিদ খান ও বিশাল থাম্পি নেন একটি করে উইকেট ৷
আজ কলকাতা দলে দুটি পরিবর্তন করা হয়েছে ৷ চলতি মরশুমে প্রথমবার কলকাতা নাইট রাইডার্সদের প্রথম একাদশে জায়গা পান লকি ফার্গুসন ৷ দলে ফিরেছেন কুলদীপ যাদবও ৷ আজ ডাগ আউটে বসতে হয়েছে ক্রিস গ্রিন ও প্রসিদ্ধ কৃষ্ণকে ৷
অন্যদিকে হায়দরাবাদ দলেও দুটি পরিবর্তন করা হয়েছে ৷ প্রথম দলে জায়গা পেয়েছেন বিশাল থাম্পি ও আবদুল সামাদ ৷ বসতে হয়েছে শাহবাজ নাদিম ও খালিল আহমেদকে ৷