ETV Bharat / sports

এবারের IPL-এ একাধিক নতুন প্রতিভার আত্মপ্রকাশ

একসাথে অনেক নতুন প্রতিভা এ বছর উঠে এসেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ থেকে ৷ যে তালিকায় রয়েছেন রবি বিষ্ণোই, ঈশান কিষাণ, রাহুল তেওয়াতিয়া, দেবদত্ত পডিক্কল, টি নটরাজন, আনজিত ত্যাগীর মতো তরুণ প্রতিভারা ৷

from-obscurity-to-fame-unknown-indian-names-make-a-mark-this-ipl
নতুন প্রতিভার আত্মপ্রকাশ IPL 13-তে
author img

By

Published : Oct 22, 2020, 6:21 PM IST

দুবাই, 22 অক্টোবর : অন্য়ান্য বারের মতো এবছরও জনপ্রিয়তার শীর্ষ রয়েছে IPL ৷ তবে, এ বছর একটি নতুন দিক খুলে গিয়েছে ভারতীয় ক্রিকেটের জন্য ৷ একসাথে অনেক নতুন প্রতিভা এ বছর উঠে এসেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ থেকে ৷ যে তালিকায় রয়েছেন রবি বিষ্ণোই, ঈশান কিষাণ, রাহুল তেওয়াতিয়া, দেবদত্ত পডিক্কল, টি নটরাজন, আনজিত ত্যাগীর মতো তরুণ প্রতিভারা ৷ যাঁরা নিজেদের প্রতিভার জেরে বিশ্বের তাবড় ক্রিকেট বিশেষজ্ঞদের মন জয় করে নিয়েছেন ৷ এমন কী চাপের মুহূর্তে, দলকে ম্যাচ জিতিয়েছেন এই উদীয়মান ক্রিকেটাররা ৷ জেনে নেওয়া যাক এইসব তরুণ প্রতিভা সম্পর্কে ৷

রবি বিষ্ণোই - কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে এ বছর খেলছেন ডানহাতি এই লেগ স্পিনার ৷ এ বছর শেষ হওয়া অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি ৷ নিয়েছিলেন মোট 17 উইকেট ৷ এ বছর IPL-এ বিষ্ণোইয়ের স্বপ্নের অভিষেক হয়েছে ৷ তাঁর অসাধারণ চাপ নেওয়ার দক্ষতা মুগ্ধ করেছে সবাইকে ৷ তাঁর উইকেটের তালিকায় রয়েছেন ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, ঋষভ পন্থের মতো আন্তর্জাতিক স্তরের ক্রিকেটাররা ৷

ঈশান কিষাণ - মুম্বই ইন্ডিয়ান্স এ বছর তাঁদের নতুন তারকা খুঁজে পেয়েছে ঝাড়খণ্ডের ঈশান কিষাণের মধ্যে ৷ এ বছর IPL-এ তাঁর প্রথম ম্য়াচেই 99 রান করেন তিনি ৷ RCB-র বিরুদ্ধে মুম্বইকে প্রায় একার হাতেই ম্য়াচ জিতিয়ে দিচ্ছিলেন তিনি ৷ তবে, সুপার ওভারে যাওয়া সেই ম্য়াচে হেরে যায় মুম্বই ইন্ডিয়ান্স ৷

দেবদত্ত পডিক্কল - আরেক তরুণ প্রতিভা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের দেবদত্ত পডিক্কল ৷ বছর কুড়ির এই বাঁ হাতি ওপেনার তাঁর ডেবিউতেই সবার নজর কাড়েন ৷ বিরাট কোহলি, এ বি ডিভিলিয়ার্সের মতো সুপারস্টারদের সঙ্গে খেলছেন তিনি ৷ কর্নাটকের এই ব্য়াটসম্য়ান 10 ম্য়াচে 321 রান করেছেন ৷

রাহুল তেওয়াতিয়া- রাজস্থান রয়্যালসের হয়ে IPL-র তেরো তম সিজ়নে সেনসেশন অলরাউন্ডার রাহুল তেওয়াতিয়া ৷ তাঁকে নিয়ে চর্চা শুরু হয়, কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে শেলডন কটরেলকে পাঁচটি ছক্কা মারার পর ৷ তাঁর 53 রানের ইনিংস রাজস্থানকে ম্য়াচ জিততে সাহায্য় করেছিল ৷

টি নটরাজন- সানরাইজ়ার্স হায়দরাবাদ দলে রয়েছেন বাঁ হাতি পেসার টি নটরাজন ৷ ভুবনেশ্বর কুমারের অনুপুস্থিতিতে 29 বছরের এই বোলার ভালোই প্রভাব ফেলেছেন ৷ এই মুহূর্তে নয় ম্য়াচে 11 উইকেট নিয়েছেন তিনি ৷

সব মিলিয়ে IPL তেরোয় ভারতীয় ক্রিকেটে নতুন প্রতিভাদের আত্মপ্রকাশ ঘটেছে ৷

দুবাই, 22 অক্টোবর : অন্য়ান্য বারের মতো এবছরও জনপ্রিয়তার শীর্ষ রয়েছে IPL ৷ তবে, এ বছর একটি নতুন দিক খুলে গিয়েছে ভারতীয় ক্রিকেটের জন্য ৷ একসাথে অনেক নতুন প্রতিভা এ বছর উঠে এসেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ থেকে ৷ যে তালিকায় রয়েছেন রবি বিষ্ণোই, ঈশান কিষাণ, রাহুল তেওয়াতিয়া, দেবদত্ত পডিক্কল, টি নটরাজন, আনজিত ত্যাগীর মতো তরুণ প্রতিভারা ৷ যাঁরা নিজেদের প্রতিভার জেরে বিশ্বের তাবড় ক্রিকেট বিশেষজ্ঞদের মন জয় করে নিয়েছেন ৷ এমন কী চাপের মুহূর্তে, দলকে ম্যাচ জিতিয়েছেন এই উদীয়মান ক্রিকেটাররা ৷ জেনে নেওয়া যাক এইসব তরুণ প্রতিভা সম্পর্কে ৷

রবি বিষ্ণোই - কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে এ বছর খেলছেন ডানহাতি এই লেগ স্পিনার ৷ এ বছর শেষ হওয়া অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি ৷ নিয়েছিলেন মোট 17 উইকেট ৷ এ বছর IPL-এ বিষ্ণোইয়ের স্বপ্নের অভিষেক হয়েছে ৷ তাঁর অসাধারণ চাপ নেওয়ার দক্ষতা মুগ্ধ করেছে সবাইকে ৷ তাঁর উইকেটের তালিকায় রয়েছেন ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, ঋষভ পন্থের মতো আন্তর্জাতিক স্তরের ক্রিকেটাররা ৷

ঈশান কিষাণ - মুম্বই ইন্ডিয়ান্স এ বছর তাঁদের নতুন তারকা খুঁজে পেয়েছে ঝাড়খণ্ডের ঈশান কিষাণের মধ্যে ৷ এ বছর IPL-এ তাঁর প্রথম ম্য়াচেই 99 রান করেন তিনি ৷ RCB-র বিরুদ্ধে মুম্বইকে প্রায় একার হাতেই ম্য়াচ জিতিয়ে দিচ্ছিলেন তিনি ৷ তবে, সুপার ওভারে যাওয়া সেই ম্য়াচে হেরে যায় মুম্বই ইন্ডিয়ান্স ৷

দেবদত্ত পডিক্কল - আরেক তরুণ প্রতিভা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের দেবদত্ত পডিক্কল ৷ বছর কুড়ির এই বাঁ হাতি ওপেনার তাঁর ডেবিউতেই সবার নজর কাড়েন ৷ বিরাট কোহলি, এ বি ডিভিলিয়ার্সের মতো সুপারস্টারদের সঙ্গে খেলছেন তিনি ৷ কর্নাটকের এই ব্য়াটসম্য়ান 10 ম্য়াচে 321 রান করেছেন ৷

রাহুল তেওয়াতিয়া- রাজস্থান রয়্যালসের হয়ে IPL-র তেরো তম সিজ়নে সেনসেশন অলরাউন্ডার রাহুল তেওয়াতিয়া ৷ তাঁকে নিয়ে চর্চা শুরু হয়, কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে শেলডন কটরেলকে পাঁচটি ছক্কা মারার পর ৷ তাঁর 53 রানের ইনিংস রাজস্থানকে ম্য়াচ জিততে সাহায্য় করেছিল ৷

টি নটরাজন- সানরাইজ়ার্স হায়দরাবাদ দলে রয়েছেন বাঁ হাতি পেসার টি নটরাজন ৷ ভুবনেশ্বর কুমারের অনুপুস্থিতিতে 29 বছরের এই বোলার ভালোই প্রভাব ফেলেছেন ৷ এই মুহূর্তে নয় ম্য়াচে 11 উইকেট নিয়েছেন তিনি ৷

সব মিলিয়ে IPL তেরোয় ভারতীয় ক্রিকেটে নতুন প্রতিভাদের আত্মপ্রকাশ ঘটেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.