হায়দরাবাদ, 13 মে : চতুর্থবার IPL-এর শিরোপা জিতল মুম্বই ইন্ডিয়ান্স । গতকাল ফাইনালে প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংসকে এক রানে হারিয়ে খেতাব জিতে নেয় মুম্বই ইন্ডিয়ানস । ম্যাচ অফ দ্য ফাইনাল হন জসপ্রিত বুমরা ।
প্রথমে ব্যাট করে 8 উইকেটে 149 রান মুম্বই । 150 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ভালোই শুরু করেন ডু প্লেসিস ও শেন ওয়াটসন । চতুর্থ ওভারে প্লেসিস ক্রুনাল পান্ডার বলে দুটি চার ও ছয় মারেন । তবে, ওই একই ওভারে 13 বলে 26 রান করে আউট হয়ে যান প্লেসিস । এরপর মাঠে নামেন রায়না । কিন্তু 10 বলে মাত্র আট রান করে আউট হয়ে যান । পরবর্তী ওভারে আম্বাতি রাইডু মাত্র এক রান করে জসপ্রিত বুমরার বলে আউট হয়ে ফিরে যান ।
মাঠে নামেন অধিনায়ক ধোনি । কিন্তু তিনিও খেলতে পারেননি । মাত্র দুই রান করে রান আউট হন তিনি । অন্যদিকে শেন ওয়াটশন অর্ধশতরান করেন । মাঠে নামেন ব্র্যাভো । তিনি করেন 15 রান । এরপর মাঠে নামে রবীন্দ্র জাডেজা । বুমরা ভালো বল করলেও উইকেট কিপার ডি ককের ভুলের জন্য CSK-র স্কোরবোর্ডে অতিরিক্ত চার রান যুক্ত হয় ।
শেষ ওভারে ওয়াটসন 49 বলে 80 রান করে রান আউট হয়ে যান । মাঠে নামেন শার্দুল ঠাকুর । IPL-এর শিরোপা জেতা থেকে CSK তখন মাত্র দুই রান দূরে । কিন্তু, একবলে দুইরান তুলতে পারলেন না শার্দুল । মালিঙ্গার বলে LBW হন তিনি। IPL-এর শিরোপা জিতে নেয় মুম্বই ইন্ডিয়ানস ।