ETV Bharat / sports

চতুর্থবার IPL-এর মুকুট জয় মুম্বই ইন্ডিয়ান্সের - won

ম্যাচ শেষ হওয়ার ঠিক দু’ বল আগে রান আউট হয়ে যান ওয়াটসন । তাঁর অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে পারেননি সতীর্থরা । মাত্র একরানে হেরে যায় চেন্নাই সুপার কিংস ।

ট্রফি হাতে মুম্বই ইন্ডিয়ানস
author img

By

Published : May 13, 2019, 3:46 AM IST

Updated : May 13, 2019, 11:22 AM IST

হায়দরাবাদ, 13 মে : চতুর্থবার IPL-এর শিরোপা জিতল মুম্বই ইন্ডিয়ান্স । গতকাল ফাইনালে প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংসকে এক রানে হারিয়ে খেতাব জিতে নেয় মুম্বই ইন্ডিয়ানস । ম্যাচ অফ দ্য ফাইনাল হন জসপ্রিত বুমরা ।

প্রথমে ব্যাট করে 8 উইকেটে 149 রান মুম্বই । 150 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ভালোই শুরু করেন ডু প্লেসিস ও শেন ওয়াটসন । চতুর্থ ওভারে প্লেসিস ক্রুনাল পান্ডার বলে দুটি চার ও ছয় মারেন । তবে, ওই একই ওভারে 13 বলে 26 রান করে আউট হয়ে যান প্লেসিস । এরপর মাঠে নামেন রায়না । কিন্তু 10 বলে মাত্র আট রান করে আউট হয়ে যান । পরবর্তী ওভারে আম্বাতি রাইডু মাত্র এক রান করে জসপ্রিত বুমরার বলে আউট হয়ে ফিরে যান ।

মাঠে নামেন অধিনায়ক ধোনি । কিন্তু তিনিও খেলতে পারেননি । মাত্র দুই রান করে রান আউট হন তিনি । অন্যদিকে শেন ওয়াটশন অর্ধশতরান করেন । মাঠে নামেন ব্র্যাভো । তিনি করেন 15 রান । এরপর মাঠে নামে রবীন্দ্র জাডেজা । বুমরা ভালো বল করলেও উইকেট কিপার ডি ককের ভুলের জন্য CSK-র স্কোরবোর্ডে অতিরিক্ত চার রান যুক্ত হয় ।

শেষ ওভারে ওয়াটসন 49 বলে 80 রান করে রান আউট হয়ে যান । মাঠে নামেন শার্দুল ঠাকুর । IPL-এর শিরোপা জেতা থেকে CSK তখন মাত্র দুই রান দূরে । কিন্তু, একবলে দুইরান তুলতে পারলেন না শার্দুল । মালিঙ্গার বলে LBW হন তিনি। IPL-এর শিরোপা জিতে নেয় মুম্বই ইন্ডিয়ানস ।

হায়দরাবাদ, 13 মে : চতুর্থবার IPL-এর শিরোপা জিতল মুম্বই ইন্ডিয়ান্স । গতকাল ফাইনালে প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংসকে এক রানে হারিয়ে খেতাব জিতে নেয় মুম্বই ইন্ডিয়ানস । ম্যাচ অফ দ্য ফাইনাল হন জসপ্রিত বুমরা ।

প্রথমে ব্যাট করে 8 উইকেটে 149 রান মুম্বই । 150 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ভালোই শুরু করেন ডু প্লেসিস ও শেন ওয়াটসন । চতুর্থ ওভারে প্লেসিস ক্রুনাল পান্ডার বলে দুটি চার ও ছয় মারেন । তবে, ওই একই ওভারে 13 বলে 26 রান করে আউট হয়ে যান প্লেসিস । এরপর মাঠে নামেন রায়না । কিন্তু 10 বলে মাত্র আট রান করে আউট হয়ে যান । পরবর্তী ওভারে আম্বাতি রাইডু মাত্র এক রান করে জসপ্রিত বুমরার বলে আউট হয়ে ফিরে যান ।

মাঠে নামেন অধিনায়ক ধোনি । কিন্তু তিনিও খেলতে পারেননি । মাত্র দুই রান করে রান আউট হন তিনি । অন্যদিকে শেন ওয়াটশন অর্ধশতরান করেন । মাঠে নামেন ব্র্যাভো । তিনি করেন 15 রান । এরপর মাঠে নামে রবীন্দ্র জাডেজা । বুমরা ভালো বল করলেও উইকেট কিপার ডি ককের ভুলের জন্য CSK-র স্কোরবোর্ডে অতিরিক্ত চার রান যুক্ত হয় ।

শেষ ওভারে ওয়াটসন 49 বলে 80 রান করে রান আউট হয়ে যান । মাঠে নামেন শার্দুল ঠাকুর । IPL-এর শিরোপা জেতা থেকে CSK তখন মাত্র দুই রান দূরে । কিন্তু, একবলে দুইরান তুলতে পারলেন না শার্দুল । মালিঙ্গার বলে LBW হন তিনি। IPL-এর শিরোপা জিতে নেয় মুম্বই ইন্ডিয়ানস ।


Alwar (Rajasthan), May 12 ( ANI) : Gujarat's Vadgam Member of the Legislative Assembly (MLA) and Dalit rights activist Jignesh Mevani today met family members of Alwar gang rape victim. Jignesh Mevani hits out at Rajasthan Chief Minister Ashok Gehlot and said, "Rajasthan has become 'Rapistan'. He further slammed the Centre for not taking any action over crime against Dalits. He added, "Dalit, Muslims and Tribals have no place in BJP's 'Sabka Saath, Sabka Vikas' vision.The incident took place on April 26, where the accused allegedly thrashed the husband and raped the woman in front of him.
Last Updated : May 13, 2019, 11:22 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.