কলকাতা, 25 মার্চ : "শেষ তিন ওভারে আন্দ্রে রাসেলের ঝোড়ো ইনিংসের কাছে হেরে গেলাম।" ম্যাচ পরবর্তী সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করলেন রশিদ খান। প্রথমে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নারের দুরন্ত ব্যাটিংয়ে ভর দিয়ে 181 রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল সানরাইজ়ার্স হায়দরাবাদ। আফগানিস্তানের লেগস্পিনার বলেন, তাঁরা বল হাতে নিজের কাজটা করেছিলেন কিন্তু রাসেল সব অঙ্ক বদলে দিয়েছে।
প্রথম ম্যাচে ভালো বল করেও হার। হতাশ হলেও ভুল শুধরে ফিরে আসার শপথ সানরাইজার্স হায়দরাবাদ সাজঘরে। সমালোচকরা বলছেন, আরও 15 থেকে 20 রান তোলা উচিত ছিল হায়দরাবাদের। তবে রশিদ খান মনে করেন ইডেনে 170 প্লাস রান সবসময়ই চ্যালেঞ্জিং। আফগান স্পিনারের মতে, সঠিকভাবে ম্যাচ শেষ না করতে পারাতেই তাদের হারতে হয়েছে। ক্যাচ মিসই নাইটদের সুযোগ দিয়েছে। তবে রশিদ এজন্য কাউকে দোষ দিতে চান না। তিনি শুধু তাঁর ২৪টি বল নিয়ে চিন্তা করেন। ক্যাচ মিস নিয়ে চিন্তা করলে স্বাভাবিক ছন্দটা হারিয়ে ফেলবেন বলে মনে করেন তিনি।
বিদ্যুৎ বিভ্রাটে খেলা বন্ধ ছিল 12 মিনিট। হঠাৎ করে খেলা বন্ধ হওয়ায় ছন্দপতন হওয়াই স্বাভাবিক। কিন্তু সানরাইজ়ার্স স্পিনার বিদ্যুৎ বিভ্রাটের চেয়ে রাসেল ঝড়ে বিধ্বস্ত। তাই বারবার ক্যারিবিয়ান অলরাউন্ডারের বিধ্বংসী ইনিংসের প্রশংসাই করে গেলেন আফগান স্পিনার।