ETV Bharat / sports

শ্রীলঙ্কা বোর্ডের আর্থিক ক্ষতি মেটাতে ভারতীয় দলের সফর জরুরি : বিসিসিআই

গত বছর জুন মাসে করোনা সংক্রমণের কারণে শ্রীলঙ্কা সফর বাতিল হয়ে যায় ৷ এমন কি শীর্ষস্থানীয় দেশগুলির সফরও বাতিল করতে হয় ৷ তখন যে ক্ষতি শ্রীলঙ্কা বোর্ডের হয়েছিল, তা পূরণ করতে ভারতীয় দল শ্রীলঙ্কা সফর করবে ৷

indias-white-ball-series-needed-to-lift-sri lanka-out-of-mess-bcci
শ্রীলঙ্কা বোর্ডের আর্থিক ক্ষতি মেটাতে ভারতীয় দলের সফর জরুরি : বিসিসিআই
author img

By

Published : May 18, 2021, 7:12 PM IST

নয়াদিল্লি, 18 মে : শ্রীলঙ্কায় সীমিত ওভারের ক্রিকেট হওয়াটা খুবই জরুরি বলে জানালেন বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল ৷ তিনি জানিয়েছেন, গত বছর করোনার কারণে শ্রীলঙ্কা সফর বাতিল হওয়ায় দ্বীপ রাষ্ট্রের আর্থিক ক্ষতি হয়েছে ৷ সেই ক্ষতি পূরণ করতেই এবারের এই সফর খুব জরুরি ৷

প্রসঙ্গত, গত বছর জুন মাসে করোনা সংক্রমণের কারণে শ্রীলঙ্কা সফর বাতিল হয়ে যায় ৷ এমন কি শীর্ষস্থানীয় দেশগুলির সফরও বাতিল করতে হয় ৷ আজ এক স্পোর্টস ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে অরুণ ধুমাল বলেন, ‘‘আমরা গত বছর শ্রীলঙ্কা সফর বাতিল করতে বাধ্য হয়েছিলাম ৷ তাই আমরা সেটার উপর কাজ করতে চাই ৷ তার মধ্যে আমাদের দলের ইংল্যান্ড সফরে যাওয়াটা খুবই জরুরি ৷ তার মধ্যেও হোয়াইট বল ক্রিকেটের জন্য দল তৈর করতে হবে ৷ তাই আমরা চাইছি হোয়াইট বল ক্রিকেট খেলে শ্রীলঙ্কান ক্রিকেটের জন্য কিছু করতে ৷’’

আরও পড়ুন : করোনামুক্ত ঋদ্ধিমান, ইংল্যান্ডে সফরে যেতে বাধা নেই

প্রসঙ্গত, বর্তমানে প্রায় সব ক্রিকেট খেলিয়ে দেশ ভারতের বিরুদ্ধে সিরিজ আয়োজন করতে চায় ৷ কারণ ভারতীয় দলে বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো তারকা ক্রিকেটাররা রয়েছেন ৷ যাঁদের সাহায্যে টিভি সত্ত্ব, স্পনসরশিপ এবং সিরিজ ব্র্যান্ডিংয়ের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করতে পারে আয়োজক বোর্ড ৷

নয়াদিল্লি, 18 মে : শ্রীলঙ্কায় সীমিত ওভারের ক্রিকেট হওয়াটা খুবই জরুরি বলে জানালেন বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল ৷ তিনি জানিয়েছেন, গত বছর করোনার কারণে শ্রীলঙ্কা সফর বাতিল হওয়ায় দ্বীপ রাষ্ট্রের আর্থিক ক্ষতি হয়েছে ৷ সেই ক্ষতি পূরণ করতেই এবারের এই সফর খুব জরুরি ৷

প্রসঙ্গত, গত বছর জুন মাসে করোনা সংক্রমণের কারণে শ্রীলঙ্কা সফর বাতিল হয়ে যায় ৷ এমন কি শীর্ষস্থানীয় দেশগুলির সফরও বাতিল করতে হয় ৷ আজ এক স্পোর্টস ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে অরুণ ধুমাল বলেন, ‘‘আমরা গত বছর শ্রীলঙ্কা সফর বাতিল করতে বাধ্য হয়েছিলাম ৷ তাই আমরা সেটার উপর কাজ করতে চাই ৷ তার মধ্যে আমাদের দলের ইংল্যান্ড সফরে যাওয়াটা খুবই জরুরি ৷ তার মধ্যেও হোয়াইট বল ক্রিকেটের জন্য দল তৈর করতে হবে ৷ তাই আমরা চাইছি হোয়াইট বল ক্রিকেট খেলে শ্রীলঙ্কান ক্রিকেটের জন্য কিছু করতে ৷’’

আরও পড়ুন : করোনামুক্ত ঋদ্ধিমান, ইংল্যান্ডে সফরে যেতে বাধা নেই

প্রসঙ্গত, বর্তমানে প্রায় সব ক্রিকেট খেলিয়ে দেশ ভারতের বিরুদ্ধে সিরিজ আয়োজন করতে চায় ৷ কারণ ভারতীয় দলে বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো তারকা ক্রিকেটাররা রয়েছেন ৷ যাঁদের সাহায্যে টিভি সত্ত্ব, স্পনসরশিপ এবং সিরিজ ব্র্যান্ডিংয়ের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করতে পারে আয়োজক বোর্ড ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.