ETV Bharat / sports

ICC World Cup 2023: ধরমশালায় টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত রোহিত শর্মার, প্রথম একাদশে শামি-সূর্য

India vs New Zealand Toss in ICC Cricket World Cup: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা ৷ ভারতীয় দলে দু’টি বদল করা হয়েছে আজকের ম্যাচে ৷

Image Courtesy: X
Image Courtesy: X
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 22, 2023, 1:40 PM IST

Updated : Oct 22, 2023, 2:05 PM IST

ধরমশালা, 22 অক্টোবর: বিশ্বকাপের সবচেয়ে ধারাবাহিক দুই দল মুখোমুখি ৷ যে ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত ভারত অধিনায়ক রোহিত শর্মার ৷ রাতে শিশির পড়ার কারণে বোলিং করার সিদ্ধান্ত বলে জানালেন তিনি ৷ হার্দিক পান্ডিয়ার চোট থাকায় দলে দু’টি বদল করেছে টিম ম্যানেজমেন্ট ৷ শার্দূল ঠাকুরকে বসিয়ে সূর্যকুমার যাদব এবং মহম্মদ শামিকে প্রথম একাদশে সামিল করা হয়েছে ৷ এই বিশ্বকাপে প্রথমবার ভারতের পেস ত্রীয় মহম্মদ শামি, জসপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজকে একসঙ্গে খেলতে দেখা যাবে ৷ নিউজিল্যান্ড দলে কোনও বদল করা হয়নি ৷

ধরমশালার পিচে টস জিতে টিম ম্যানেজমেন্টের আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত সকলকে অবাক করেছে ৷ বিশেষজ্ঞদের মতে, এই মাঠে দিনরাতের ম্যাচে রান তাড়া করে জেতা খুব একটা সহজ হবে না ৷ রাতে শিশির একটা বড় ফ্যাক্টর হলেও, তা শেষের দিকে ৷ কিন্তু, সন্ধ্যায় নতুন বলের স্যুইং সামলে রান তোলা যথেষ্ঠ কঠিন হতে চলেছে ৷ বিশেষত, ধরমশালার শীতল আবহাওয়ায় ফ্লাডলাইটে ট্রেন বোল্ট এবং ম্যাট হেনরির পেস ও স্যুইং সামলানো রোহিত শর্মা, শুভমন গিল এবং বিরাট কোহলিদের কাছে চ্যালেঞ্জিং হয়ে উঠবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা ৷

উল্লেখ্য, 2019 বিশ্বকাপে ইংল্যান্ডে প্রায় একই রকম আবহাওয়ায় নতুন বলে কিউয়ি বোলারদের স্যুইং সামলাতে ব্যর্থ হয় ভারতীয় টপ-অর্ডার ৷ আর তারই খেসারত সেমিফাইনাল ম্যাচ হেরে দিতে হয়েছিল বিরাট কোহলির ভারতীয় দলকে ৷ চার বছর পর ঘরের মাঠে বিশ্বকাপ ম্যাচে প্রায় একইরকম পরিস্থিতিতে টস জিতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা কতটা বুদ্ধিমানের কাজ ? সেই প্রশ্ন উঠছে ৷ উল্লেখ্য, নিউজিল্যান্ডের টপ-অর্ডার থেকে মিডল-অর্ডার ৷ সকলেই দুরন্ত ফর্মে রয়েছেন ৷ সেখানে দিনেরবেলা ধরমশালার পিচে ব্যাটিং করা অনেক সহজ বলে মনে করা হচ্ছে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: নিউজিল্যান্ড ম্যাচই ভারতের বিশ্বকাপ ভবিষ্যৎ ঠিক করবে, মত প্রাক্তন জাতীয় নির্বাচকের

অন্যদিকে, বাংলাদেশের বিরুদ্ধে সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া চোট পাওয়ায় এই ম্যাচে তিনি নেই ৷ তার জেরে দলে দু’টি বদল এনেছে টিম ম্যানেজমেন্ট ৷ পূর্বনুমান অনুযায়ী, অফ-ফর্মে থাকা শার্দূল ঠাকুরকে বসিয়েছে দল ৷ সেখানে একজন সম্পূর্ণ ব্যাটার হিসেবে সূর্যকুমার যাদব এবং কমপ্লিট বোলার হিসেবে মহম্মদ শামিকে খেলানো হয়েছে ৷ ফলে ভারতীয় দলে আজ সাত নম্বর পর্যন্ত ব্যাটিং রয়েছে ৷

ধরমশালা, 22 অক্টোবর: বিশ্বকাপের সবচেয়ে ধারাবাহিক দুই দল মুখোমুখি ৷ যে ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত ভারত অধিনায়ক রোহিত শর্মার ৷ রাতে শিশির পড়ার কারণে বোলিং করার সিদ্ধান্ত বলে জানালেন তিনি ৷ হার্দিক পান্ডিয়ার চোট থাকায় দলে দু’টি বদল করেছে টিম ম্যানেজমেন্ট ৷ শার্দূল ঠাকুরকে বসিয়ে সূর্যকুমার যাদব এবং মহম্মদ শামিকে প্রথম একাদশে সামিল করা হয়েছে ৷ এই বিশ্বকাপে প্রথমবার ভারতের পেস ত্রীয় মহম্মদ শামি, জসপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজকে একসঙ্গে খেলতে দেখা যাবে ৷ নিউজিল্যান্ড দলে কোনও বদল করা হয়নি ৷

ধরমশালার পিচে টস জিতে টিম ম্যানেজমেন্টের আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত সকলকে অবাক করেছে ৷ বিশেষজ্ঞদের মতে, এই মাঠে দিনরাতের ম্যাচে রান তাড়া করে জেতা খুব একটা সহজ হবে না ৷ রাতে শিশির একটা বড় ফ্যাক্টর হলেও, তা শেষের দিকে ৷ কিন্তু, সন্ধ্যায় নতুন বলের স্যুইং সামলে রান তোলা যথেষ্ঠ কঠিন হতে চলেছে ৷ বিশেষত, ধরমশালার শীতল আবহাওয়ায় ফ্লাডলাইটে ট্রেন বোল্ট এবং ম্যাট হেনরির পেস ও স্যুইং সামলানো রোহিত শর্মা, শুভমন গিল এবং বিরাট কোহলিদের কাছে চ্যালেঞ্জিং হয়ে উঠবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা ৷

উল্লেখ্য, 2019 বিশ্বকাপে ইংল্যান্ডে প্রায় একই রকম আবহাওয়ায় নতুন বলে কিউয়ি বোলারদের স্যুইং সামলাতে ব্যর্থ হয় ভারতীয় টপ-অর্ডার ৷ আর তারই খেসারত সেমিফাইনাল ম্যাচ হেরে দিতে হয়েছিল বিরাট কোহলির ভারতীয় দলকে ৷ চার বছর পর ঘরের মাঠে বিশ্বকাপ ম্যাচে প্রায় একইরকম পরিস্থিতিতে টস জিতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা কতটা বুদ্ধিমানের কাজ ? সেই প্রশ্ন উঠছে ৷ উল্লেখ্য, নিউজিল্যান্ডের টপ-অর্ডার থেকে মিডল-অর্ডার ৷ সকলেই দুরন্ত ফর্মে রয়েছেন ৷ সেখানে দিনেরবেলা ধরমশালার পিচে ব্যাটিং করা অনেক সহজ বলে মনে করা হচ্ছে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: নিউজিল্যান্ড ম্যাচই ভারতের বিশ্বকাপ ভবিষ্যৎ ঠিক করবে, মত প্রাক্তন জাতীয় নির্বাচকের

অন্যদিকে, বাংলাদেশের বিরুদ্ধে সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া চোট পাওয়ায় এই ম্যাচে তিনি নেই ৷ তার জেরে দলে দু’টি বদল এনেছে টিম ম্যানেজমেন্ট ৷ পূর্বনুমান অনুযায়ী, অফ-ফর্মে থাকা শার্দূল ঠাকুরকে বসিয়েছে দল ৷ সেখানে একজন সম্পূর্ণ ব্যাটার হিসেবে সূর্যকুমার যাদব এবং কমপ্লিট বোলার হিসেবে মহম্মদ শামিকে খেলানো হয়েছে ৷ ফলে ভারতীয় দলে আজ সাত নম্বর পর্যন্ত ব্যাটিং রয়েছে ৷

Last Updated : Oct 22, 2023, 2:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.