ETV Bharat / sports

ICC World Cup Semi-final: সেমিফাইনালের মহাদ্বৈরথে টস জিতে ব্যাটিং ভারতের - India vs New Zealand Toss

India vs New Zealand Toss in ICC Cricket World Cup: অন্তিমলগ্নে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ৷ বুধবার ওয়াংখেড়েয় প্রথম সেমিফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড ৷ ওয়াংখেড়ের পিচে এ দিন টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত ভারত অধিনায়ক রোহিত শর্মার ৷

Image Courtesy: ICC X
Image Courtesy: ICC X
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2023, 1:34 PM IST

Updated : Nov 15, 2023, 2:53 PM IST

মুম্বই, 15 নভেম্বর: আইসিসি ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৷ চলতি টুর্নামেন্টের অপরাজেয় ভারত ৷ আর উলটোদিকে লিগে শেষ মুহূর্তে সেমিফাইনালে প্রবেশ করা নিউজিল্যান্ড ৷ ভারতের মাটি বিশ্বকাপের ম্যাচে টসের গুরুত্ব অপরিসীম ৷ ওয়াংখেড়েতে তাই টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ স্টেডিয়ামে একসঙ্গে উপস্থিত ক্রিকেট ও ফুটবলের দুই কিংবদন্তি সচিন তেন্ডুলকর এবং ডেভিড বেকহ্যাম ৷

লক্ষ্য একটাই প্রথম ইনিংসে স্কোরবোর্ডে বড় রান তুলে প্রতিপক্ষকে চাপে ফেলে দেওয়া ৷ কিউয়ি শিবিরে, উইলিয়ামসনের মতো মহারথী এবং তরুণ রাচিন রবীন্দ্রের মতো প্রতিভা থাকলেও, নক-আউটে বড় রান তাড়া করতে হলে, তার চাপ মারাত্মক ৷ এই ওয়াংখেড়ের মাঠেই 12 বছর আগে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত দ্বিতীয়বার বিশ্বকাপ ট্রফি তুলেছিল ৷ 12 বছর পর ওয়াংখেড়েতে বিশ্বকাপ জয়ের দিকে আরও একধাপ এগনোর সুযোগ ৷

তবে, ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে ভারতের ইতিহাস ইতিবাচক নয় ৷ 36 বছর আগে অর্থাৎ, 1987 বিশ্বকাপে এই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে হারতে হয়েছিল ভারতকে ৷ কপিল দেবের নেতৃত্বাধীন ভারতের ব্যাটিং-অর্ডার সেই ম্যাচে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ৷ গ্রাহাম গুচের 115 রান ও অধিনায়ক মাইক গেটিংয়ের 56 রানের সুবাদে ব্রিটিশরা 50 ওভারে 6 উইকেট হারিয়ে 254 রান তুলেছিল ৷

কিন্তু, ভারতের ইনিংস 45.3 ওভারে 219 রানের থেমে গিয়েছিল সেদিন ৷ শ্রীকান্ত (56) ও সিধুর (55) ব্যাটিংয়ে ভারতের মন্থর ইনিংস পরে মহম্মদ আজহারউদ্দিন (64), চন্দ্রকান্ত পণ্ডিত (24) এবং কপিল দেব (30) শেষ চেষ্টা করলেও, জয় অধরা থেকে গিয়েছিল সেবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ৷

তবে, 36 বছরে পরিস্থিতি অনেক বদলেছে ৷ ভারতীয় দলের ক্রিকেট খেলার ধরণ বদলেছে ৷ বোলিং আক্রমণে বিশ্বের সেরা পেসাররা রয়েছে রোহিতের দলে ৷ রোহিত-বিরাটরাও অসাধারণ ফর্মেও রয়েছেন ৷ বিশেষত, ইনিংস ওপেনিংয়ে রোহিত এবং শুভমনের আক্রমণাত্মক শুরু ৷ যা তিন নম্বরে নামা বিরাট কোহলি বা চারে শ্রেয়স আইয়ারদের ঠান্ডা মাথায় ইনিংস এগিয়ে নিয়ে যেতে সাহায্য় করছে ৷ বাকিটা দ্বিতীয় ইনিংসে নতুন বলে পেসার এবং মাঝের ওভারে স্পিনারদের হাতে ৷ কিন্তু চার বছর আগে 2019 বিশ্বকাপের সেমিফাইনালে এই কিউয়িদের কাছেই থেমে গিয়েছিল ভারতের যাত্রা ৷ স্বাভাবিকভাবেই একথা মাথায় রেখেই ওয়াংখেড়েয় নিজেদের নিংড়ে দিতে প্রস্তুত টিম ইন্ডিয়া ৷

আরও পড়ুন:

  1. অতীত ভুলে সেমিতে ভয়ডরহীন ক্রিকেটের বার্তা ভারত অধিনায়কের
  2. 'নকআউটে যা খুশি হতে পারে', রোহিতদের প্রশংসা করেও সেমির আগে 'মাইন্ড গেমে' কিউয়ি দলনায়ক
  3. ম্যানেজমেন্টের দেওয়া দায়িত্ব দারুণভাবে পালন করছে শ্রেয়স, মত আমরে স্যরের

মুম্বই, 15 নভেম্বর: আইসিসি ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৷ চলতি টুর্নামেন্টের অপরাজেয় ভারত ৷ আর উলটোদিকে লিগে শেষ মুহূর্তে সেমিফাইনালে প্রবেশ করা নিউজিল্যান্ড ৷ ভারতের মাটি বিশ্বকাপের ম্যাচে টসের গুরুত্ব অপরিসীম ৷ ওয়াংখেড়েতে তাই টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ স্টেডিয়ামে একসঙ্গে উপস্থিত ক্রিকেট ও ফুটবলের দুই কিংবদন্তি সচিন তেন্ডুলকর এবং ডেভিড বেকহ্যাম ৷

লক্ষ্য একটাই প্রথম ইনিংসে স্কোরবোর্ডে বড় রান তুলে প্রতিপক্ষকে চাপে ফেলে দেওয়া ৷ কিউয়ি শিবিরে, উইলিয়ামসনের মতো মহারথী এবং তরুণ রাচিন রবীন্দ্রের মতো প্রতিভা থাকলেও, নক-আউটে বড় রান তাড়া করতে হলে, তার চাপ মারাত্মক ৷ এই ওয়াংখেড়ের মাঠেই 12 বছর আগে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত দ্বিতীয়বার বিশ্বকাপ ট্রফি তুলেছিল ৷ 12 বছর পর ওয়াংখেড়েতে বিশ্বকাপ জয়ের দিকে আরও একধাপ এগনোর সুযোগ ৷

তবে, ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে ভারতের ইতিহাস ইতিবাচক নয় ৷ 36 বছর আগে অর্থাৎ, 1987 বিশ্বকাপে এই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে হারতে হয়েছিল ভারতকে ৷ কপিল দেবের নেতৃত্বাধীন ভারতের ব্যাটিং-অর্ডার সেই ম্যাচে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ৷ গ্রাহাম গুচের 115 রান ও অধিনায়ক মাইক গেটিংয়ের 56 রানের সুবাদে ব্রিটিশরা 50 ওভারে 6 উইকেট হারিয়ে 254 রান তুলেছিল ৷

কিন্তু, ভারতের ইনিংস 45.3 ওভারে 219 রানের থেমে গিয়েছিল সেদিন ৷ শ্রীকান্ত (56) ও সিধুর (55) ব্যাটিংয়ে ভারতের মন্থর ইনিংস পরে মহম্মদ আজহারউদ্দিন (64), চন্দ্রকান্ত পণ্ডিত (24) এবং কপিল দেব (30) শেষ চেষ্টা করলেও, জয় অধরা থেকে গিয়েছিল সেবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ৷

তবে, 36 বছরে পরিস্থিতি অনেক বদলেছে ৷ ভারতীয় দলের ক্রিকেট খেলার ধরণ বদলেছে ৷ বোলিং আক্রমণে বিশ্বের সেরা পেসাররা রয়েছে রোহিতের দলে ৷ রোহিত-বিরাটরাও অসাধারণ ফর্মেও রয়েছেন ৷ বিশেষত, ইনিংস ওপেনিংয়ে রোহিত এবং শুভমনের আক্রমণাত্মক শুরু ৷ যা তিন নম্বরে নামা বিরাট কোহলি বা চারে শ্রেয়স আইয়ারদের ঠান্ডা মাথায় ইনিংস এগিয়ে নিয়ে যেতে সাহায্য় করছে ৷ বাকিটা দ্বিতীয় ইনিংসে নতুন বলে পেসার এবং মাঝের ওভারে স্পিনারদের হাতে ৷ কিন্তু চার বছর আগে 2019 বিশ্বকাপের সেমিফাইনালে এই কিউয়িদের কাছেই থেমে গিয়েছিল ভারতের যাত্রা ৷ স্বাভাবিকভাবেই একথা মাথায় রেখেই ওয়াংখেড়েয় নিজেদের নিংড়ে দিতে প্রস্তুত টিম ইন্ডিয়া ৷

আরও পড়ুন:

  1. অতীত ভুলে সেমিতে ভয়ডরহীন ক্রিকেটের বার্তা ভারত অধিনায়কের
  2. 'নকআউটে যা খুশি হতে পারে', রোহিতদের প্রশংসা করেও সেমির আগে 'মাইন্ড গেমে' কিউয়ি দলনায়ক
  3. ম্যানেজমেন্টের দেওয়া দায়িত্ব দারুণভাবে পালন করছে শ্রেয়স, মত আমরে স্যরের
Last Updated : Nov 15, 2023, 2:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.