মুম্বই, 15 নভেম্বর: আইসিসি ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৷ চলতি টুর্নামেন্টের অপরাজেয় ভারত ৷ আর উলটোদিকে লিগে শেষ মুহূর্তে সেমিফাইনালে প্রবেশ করা নিউজিল্যান্ড ৷ ভারতের মাটি বিশ্বকাপের ম্যাচে টসের গুরুত্ব অপরিসীম ৷ ওয়াংখেড়েতে তাই টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ স্টেডিয়ামে একসঙ্গে উপস্থিত ক্রিকেট ও ফুটবলের দুই কিংবদন্তি সচিন তেন্ডুলকর এবং ডেভিড বেকহ্যাম ৷
লক্ষ্য একটাই প্রথম ইনিংসে স্কোরবোর্ডে বড় রান তুলে প্রতিপক্ষকে চাপে ফেলে দেওয়া ৷ কিউয়ি শিবিরে, উইলিয়ামসনের মতো মহারথী এবং তরুণ রাচিন রবীন্দ্রের মতো প্রতিভা থাকলেও, নক-আউটে বড় রান তাড়া করতে হলে, তার চাপ মারাত্মক ৷ এই ওয়াংখেড়ের মাঠেই 12 বছর আগে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত দ্বিতীয়বার বিশ্বকাপ ট্রফি তুলেছিল ৷ 12 বছর পর ওয়াংখেড়েতে বিশ্বকাপ জয়ের দিকে আরও একধাপ এগনোর সুযোগ ৷
-
🚨 Toss Update from Mumbai 🚨
— BCCI (@BCCI) November 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Rohit Sharma wins the toss and #TeamIndia have elected to bat in Semi-Final 1 🙌
Follow the match ▶️ https://t.co/FnuIu53xGu#CWC23 | #MenInBlue | #INDvNZ pic.twitter.com/HZW9piWA4u
">🚨 Toss Update from Mumbai 🚨
— BCCI (@BCCI) November 15, 2023
Rohit Sharma wins the toss and #TeamIndia have elected to bat in Semi-Final 1 🙌
Follow the match ▶️ https://t.co/FnuIu53xGu#CWC23 | #MenInBlue | #INDvNZ pic.twitter.com/HZW9piWA4u🚨 Toss Update from Mumbai 🚨
— BCCI (@BCCI) November 15, 2023
Rohit Sharma wins the toss and #TeamIndia have elected to bat in Semi-Final 1 🙌
Follow the match ▶️ https://t.co/FnuIu53xGu#CWC23 | #MenInBlue | #INDvNZ pic.twitter.com/HZW9piWA4u
তবে, ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে ভারতের ইতিহাস ইতিবাচক নয় ৷ 36 বছর আগে অর্থাৎ, 1987 বিশ্বকাপে এই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে হারতে হয়েছিল ভারতকে ৷ কপিল দেবের নেতৃত্বাধীন ভারতের ব্যাটিং-অর্ডার সেই ম্যাচে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ৷ গ্রাহাম গুচের 115 রান ও অধিনায়ক মাইক গেটিংয়ের 56 রানের সুবাদে ব্রিটিশরা 50 ওভারে 6 উইকেট হারিয়ে 254 রান তুলেছিল ৷
কিন্তু, ভারতের ইনিংস 45.3 ওভারে 219 রানের থেমে গিয়েছিল সেদিন ৷ শ্রীকান্ত (56) ও সিধুর (55) ব্যাটিংয়ে ভারতের মন্থর ইনিংস পরে মহম্মদ আজহারউদ্দিন (64), চন্দ্রকান্ত পণ্ডিত (24) এবং কপিল দেব (30) শেষ চেষ্টা করলেও, জয় অধরা থেকে গিয়েছিল সেবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ৷
তবে, 36 বছরে পরিস্থিতি অনেক বদলেছে ৷ ভারতীয় দলের ক্রিকেট খেলার ধরণ বদলেছে ৷ বোলিং আক্রমণে বিশ্বের সেরা পেসাররা রয়েছে রোহিতের দলে ৷ রোহিত-বিরাটরাও অসাধারণ ফর্মেও রয়েছেন ৷ বিশেষত, ইনিংস ওপেনিংয়ে রোহিত এবং শুভমনের আক্রমণাত্মক শুরু ৷ যা তিন নম্বরে নামা বিরাট কোহলি বা চারে শ্রেয়স আইয়ারদের ঠান্ডা মাথায় ইনিংস এগিয়ে নিয়ে যেতে সাহায্য় করছে ৷ বাকিটা দ্বিতীয় ইনিংসে নতুন বলে পেসার এবং মাঝের ওভারে স্পিনারদের হাতে ৷ কিন্তু চার বছর আগে 2019 বিশ্বকাপের সেমিফাইনালে এই কিউয়িদের কাছেই থেমে গিয়েছিল ভারতের যাত্রা ৷ স্বাভাবিকভাবেই একথা মাথায় রেখেই ওয়াংখেড়েয় নিজেদের নিংড়ে দিতে প্রস্তুত টিম ইন্ডিয়া ৷
-
Stepping into Match Mode! 🙌#TeamIndia | #CWC23 | #MenInBlue | #INDvNZ pic.twitter.com/iJ5cXiPZqN
— BCCI (@BCCI) November 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Stepping into Match Mode! 🙌#TeamIndia | #CWC23 | #MenInBlue | #INDvNZ pic.twitter.com/iJ5cXiPZqN
— BCCI (@BCCI) November 15, 2023Stepping into Match Mode! 🙌#TeamIndia | #CWC23 | #MenInBlue | #INDvNZ pic.twitter.com/iJ5cXiPZqN
— BCCI (@BCCI) November 15, 2023
আরও পড়ুন: