ETV Bharat / sports

Ind vs Eng : 171 রানে এগিয়ে ভারত, চতুর্থ দিনে ভারতের ভরসা বিরাটের ব্যাট - india lead

প্রথম ইনিংসের ব্যাটিং বিপর্যয়ের পর দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াল টিম ইন্ডিয়া ৷ তৃতীয়দিনের শেষে ইংল্যান্ডের থেকে 171 রানে এগিয়ে ভারত ৷ পিচে রয়েছেন অধিনায়ক বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা ৷

Ind vs Eng
দ্বিতীয় ইনিংসে 171 রানে এগিয়ে ভারত
author img

By

Published : Sep 5, 2021, 7:54 AM IST

লন্ডন, 5 সেপ্টেম্বর: তৃতীয় টেস্টের মতো কেনিংটন ওভালে চতুর্থ টেস্টেও বেশ আগোছালভাবেই শুরু হয়েছিল ভারতীয় দলের প্রথম ইনিংস ৷ প্রথম ইনিংসে মাত্র 191 রানেই সব উইকেট হারিয়েছিল বিরাটবাহিনী ৷ তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া ৷ আর তাতে বাড়তি অক্সিজেন জোগালো রোহিত শর্মার শতরান ৷ হিটম্যানকে যোগ্যসঙ্গত দিল চেতেশ্বর পূজারার অর্ধশতরানও ৷

তৃতীয়দিনের শেষে ইংল্যান্ডের থেকে ভারত এগিয়ে 171 রানে ৷ 127 রান করে রবিনসনের বলে ক্রিশ ওকসের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন রোহিত শর্মা ৷ তবে আগের থেকে অনেকটাই ভাল পরিস্থিতিতে টিম ইন্ডিয়া ৷ অন্যদিকে 61 রান করে প্যাভিলিয়নে ফিরেছেন চেতেশ্বর পূজারা ৷ তিন উইকেট হারিয়েছে ভারত ৷ ক্রিজে রয়েছেন বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা ৷ এখন দেখার চতুর্থদিনে শেষে ইংল্যান্ডকে কত রানের লক্ষ্যমাত্রা দেয় ভারত ৷

আরও পড়ুন: ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি, হিটম্যানের ব্যাটে পাল্টা লড়াই চালাচ্ছে ভারত

বিদেশের মাটিতে প্রথম শতরান করলেও নিজের কেরিয়ারে অষ্টম শতরান পূর্ণ করেছেন রোহিত শর্মা ৷ চতুর্থ দিনে ভারতের ভরসা অধিনায়কের ব্যাট ৷ তবে এখনও এই সিরিজে বড় রান পাননি তিনি ৷ শেষ 2019 সালে শতরান করেছিলেন ৷ অন্যদিকে ইংল্যান্ডের ওলি রবিনসন 2টি এবং জেমস অ্যান্ডারসন 1টি উইকেট নিয়েছেন ৷

লন্ডন, 5 সেপ্টেম্বর: তৃতীয় টেস্টের মতো কেনিংটন ওভালে চতুর্থ টেস্টেও বেশ আগোছালভাবেই শুরু হয়েছিল ভারতীয় দলের প্রথম ইনিংস ৷ প্রথম ইনিংসে মাত্র 191 রানেই সব উইকেট হারিয়েছিল বিরাটবাহিনী ৷ তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া ৷ আর তাতে বাড়তি অক্সিজেন জোগালো রোহিত শর্মার শতরান ৷ হিটম্যানকে যোগ্যসঙ্গত দিল চেতেশ্বর পূজারার অর্ধশতরানও ৷

তৃতীয়দিনের শেষে ইংল্যান্ডের থেকে ভারত এগিয়ে 171 রানে ৷ 127 রান করে রবিনসনের বলে ক্রিশ ওকসের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন রোহিত শর্মা ৷ তবে আগের থেকে অনেকটাই ভাল পরিস্থিতিতে টিম ইন্ডিয়া ৷ অন্যদিকে 61 রান করে প্যাভিলিয়নে ফিরেছেন চেতেশ্বর পূজারা ৷ তিন উইকেট হারিয়েছে ভারত ৷ ক্রিজে রয়েছেন বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা ৷ এখন দেখার চতুর্থদিনে শেষে ইংল্যান্ডকে কত রানের লক্ষ্যমাত্রা দেয় ভারত ৷

আরও পড়ুন: ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি, হিটম্যানের ব্যাটে পাল্টা লড়াই চালাচ্ছে ভারত

বিদেশের মাটিতে প্রথম শতরান করলেও নিজের কেরিয়ারে অষ্টম শতরান পূর্ণ করেছেন রোহিত শর্মা ৷ চতুর্থ দিনে ভারতের ভরসা অধিনায়কের ব্যাট ৷ তবে এখনও এই সিরিজে বড় রান পাননি তিনি ৷ শেষ 2019 সালে শতরান করেছিলেন ৷ অন্যদিকে ইংল্যান্ডের ওলি রবিনসন 2টি এবং জেমস অ্যান্ডারসন 1টি উইকেট নিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.