ETV Bharat / bharat

পুলিশের বিরুদ্ধে ক্ষোভ ! সংসদ ভবনের সামনে নিজের গায়ে আগুন ধরালেন ব্যক্তি - SELF IMMOLATION INCIDENT

নতুন সংসদ ভবনের কাছে হঠাৎ নিজের গায়ে আগুন ধরিয়ে দেন এক ব্যক্তি ৷ উপস্থিত পুলিশ, জনতা মিলে সেই আগুন নিভিয়েছেন ৷

A person tries to self immolate himself
সংসদের সামনে গায়ে আগুন ধরালেন এক ব্যক্তি (ছবি: এএনআই ভিডিয়ো)
author img

By PTI

Published : 11 hours ago

নয়াদিল্লি, 25 ডিসেম্বর: মামলায় মামলায় জেরবার হয়ে নয়া সংসদ ভবনের সামনে নিজেকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন এক ব্যক্তি ৷ দিল্লির দমকল বাহিনী সূত্রে খবর, বুধবার দুপুরের দিকে ঘটনাটি ঘটে ৷ ঘটনাস্থলটি নতুন সংসদ ভবনের উল্টো দিকে রেলওয়ে ভবনের কাছে ৷

দমকল সূত্রে আরও জানা গিয়েছে, বেলা 3.35 মিনিটে সংসদ ভবনে এই দুর্ঘটনার খবর তাদের কাছে পৌঁছয় ৷ সঙ্গে সঙ্গে সেখানে হাজির হয় দমকল বাহিনী ৷ সংসদ ভবনের নিরাপত্তায় থাকা নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে উদ্ধার করতে ছুটে যায় ৷ রেল পুলিশ, স্থানীয় পুলিশ এবং কয়েকজন সাধারণ নাগরিক মিলে তাঁর গায়ের আগুন নেভান ৷ তড়িঘড়ি তাঁকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয় ৷

এই ঘটনা প্রসঙ্গে নয়াদিল্লির ডিসিপি দেবেশ মহলা বলেন, "জিতেন্দ্র নামের এক ব্যক্তি রেল ভবনের সামনে নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ৷ সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে দেওয়া হয় ৷ তাঁর বয়স 30-35 বছর ৷"

জিতেন্দ্রর পরিচয় প্রসঙ্গে পুলিশের উচ্চাধিকারিক বলেন, "আমরা তদন্তে জানতে পেরেছি তিনি উত্তর প্রদেশের বাঘপতের বাসিন্দা ৷ 2021 সালে তাঁর বিরুদ্ধে বাঘপতে মামলা দায়ের হয়েছিল ৷ সেই মামলা নিয়ে তিনি দুশ্চিন্তায় ছিলেন ৷ তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে ৷"

দিল্লির স্পেশাল সিপি মধুপ তিওয়ারি বলেন, "সাড়ে তিনটে নাগাদ ঘটাটি ঘটেছে ৷ রেলওয়ে ভবনের সামনে এক ব্যক্তি নিজের গায়ে আগুন লাগিয়ে দেন ৷ তিনি পার্কের দিকে ছুটতে থাকেন ৷ পুলিশ এবং কয়েকজন সাধারণ নাগরিক তাঁর গায়ের আগুন নিভিয়ে দেন ৷ তাঁকে আরএমএল হাসপাতালে পাঠানো হয় ৷ তাঁর নাম জিতেন্দ্র কুমার ৷ তিনি বাঘপতে থাকেন ৷ সেখানে তাঁর বিরুদ্ধে 3টি মামলা দায়ের হয়েছে ৷ তিনি জানিয়েছেন, বাঘপতের পুলিশ ঠিক করে মামলাগুলির তদন্ত করছেন না ৷ তিনি বিচার পাচ্ছেন না ৷ তার জেরেই এমন সিদ্ধান্ত।"

নয়াদিল্লি, 25 ডিসেম্বর: মামলায় মামলায় জেরবার হয়ে নয়া সংসদ ভবনের সামনে নিজেকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন এক ব্যক্তি ৷ দিল্লির দমকল বাহিনী সূত্রে খবর, বুধবার দুপুরের দিকে ঘটনাটি ঘটে ৷ ঘটনাস্থলটি নতুন সংসদ ভবনের উল্টো দিকে রেলওয়ে ভবনের কাছে ৷

দমকল সূত্রে আরও জানা গিয়েছে, বেলা 3.35 মিনিটে সংসদ ভবনে এই দুর্ঘটনার খবর তাদের কাছে পৌঁছয় ৷ সঙ্গে সঙ্গে সেখানে হাজির হয় দমকল বাহিনী ৷ সংসদ ভবনের নিরাপত্তায় থাকা নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে উদ্ধার করতে ছুটে যায় ৷ রেল পুলিশ, স্থানীয় পুলিশ এবং কয়েকজন সাধারণ নাগরিক মিলে তাঁর গায়ের আগুন নেভান ৷ তড়িঘড়ি তাঁকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয় ৷

এই ঘটনা প্রসঙ্গে নয়াদিল্লির ডিসিপি দেবেশ মহলা বলেন, "জিতেন্দ্র নামের এক ব্যক্তি রেল ভবনের সামনে নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ৷ সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে দেওয়া হয় ৷ তাঁর বয়স 30-35 বছর ৷"

জিতেন্দ্রর পরিচয় প্রসঙ্গে পুলিশের উচ্চাধিকারিক বলেন, "আমরা তদন্তে জানতে পেরেছি তিনি উত্তর প্রদেশের বাঘপতের বাসিন্দা ৷ 2021 সালে তাঁর বিরুদ্ধে বাঘপতে মামলা দায়ের হয়েছিল ৷ সেই মামলা নিয়ে তিনি দুশ্চিন্তায় ছিলেন ৷ তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে ৷"

দিল্লির স্পেশাল সিপি মধুপ তিওয়ারি বলেন, "সাড়ে তিনটে নাগাদ ঘটাটি ঘটেছে ৷ রেলওয়ে ভবনের সামনে এক ব্যক্তি নিজের গায়ে আগুন লাগিয়ে দেন ৷ তিনি পার্কের দিকে ছুটতে থাকেন ৷ পুলিশ এবং কয়েকজন সাধারণ নাগরিক তাঁর গায়ের আগুন নিভিয়ে দেন ৷ তাঁকে আরএমএল হাসপাতালে পাঠানো হয় ৷ তাঁর নাম জিতেন্দ্র কুমার ৷ তিনি বাঘপতে থাকেন ৷ সেখানে তাঁর বিরুদ্ধে 3টি মামলা দায়ের হয়েছে ৷ তিনি জানিয়েছেন, বাঘপতের পুলিশ ঠিক করে মামলাগুলির তদন্ত করছেন না ৷ তিনি বিচার পাচ্ছেন না ৷ তার জেরেই এমন সিদ্ধান্ত।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.