জয়পুর, 25 ডিসেম্বর: আরও একবার অবৈধ অনুপ্রবেশ রুখে দিল বিএসএফ। ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে রাজস্থানের গঙ্গানগর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল এক ব্যক্তি। তাকে থামতে বলার পরও সে থামেনি। এরপরই গুলি চালানোর সিদ্ধান্ত নেন বিএসএফের জওয়ান। তাতেই তার প্রাণ যায়।
জেলার এসপি গৌরব যাদব জানান, মঙ্গলবার রাতে এক ব্যক্তি সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল। বিএসএফের এক জওয়ান বিষয়টি বুঝতে পেরে তাকে থামতে বলেন। কিন্তু ওই ব্যক্তি থামেনি। এরপরই গুলি চালান ওই জওয়ান । সেনা সূত্রে আরও জানা গিয়েছে,আন্তর্জাতিক সীমান্তের কাছে কেশরিসিংহপুরে এই ঘটনাটি ঘটেছে। এরপরই চলে গুলি ।
ওই ব্যক্তির সঙ্গে পাকিস্তানের টাকা ছাড়াও একটি সিগারেটের প্যাকেট পাওয়া গিয়েছে । আরও কিছু সামগ্রী তার সঙ্গে ছিল বলে জানা গিয়েছে । সে সমস্ত ভালো করে পরীক্ষা করে দেখা হচ্ছে। পাশাপাশি সে কেন ভারতে আসার চেষ্টা করছিল তাও জানার চেষ্টা হচ্ছে ।
এদিকে, একদিন আগে সেনার গাড়ি পিছলে খাদে পড়ে মৃত্যু হয় কমপক্ষে 5 সেনা জওয়ানের ৷ সরকারি সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যার সময় সেনা জওয়ানদের নিয়ে একটি গাড়ি রাস্তায় পিছলে খাদের মধ্যে পড়ে যায় ৷ ওই খাদের গভীরতা 300-350 ফুট বলে হতে পারে বলে সেনা সূত্রে জানা গিয়েছে ৷ দুর্ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের ঘারোয়া এলাকায় ৷ সেনার গাড়িটি প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে বানোই এলাকায় যাচ্ছিল ৷ 5 সেনা জওয়ানের দেহ উদ্ধার হয়েছে ৷
এক পুলিশ আধিকারিক ইটিভি ভারতকে জানান, বালোনিতে এলওসি'র কাছে একটি গভীর খাদে সেনার গাড়ি পড়ে যায় ৷ তিনি বলেন, "গাড়িচালক-সহ 10 জন গুরুতর আহত হয়েছিলেন ৷ ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয় ৷ সেখান থেকে সেনাদের উদ্ধার করে নিকটস্থ আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে ৷ আহত 10 জনের মধ্যে 5 জনেরই মৃত্যু হয়েছে ৷