ETV Bharat / entertainment

বড়পর্দায় সমকামীর চরিত্রে প্রিয়াঙ্কা সরকার, হাজির ছবির লুক - PRIYANKA SARKAR

ছবির নাম 'বৃষ্টির রাত্রি' ৷ এটি সাইকোলজিক্যাল থ্রিলার ৷ প্রিয়াঙ্কা সরকারকে নামজাদা পরিচালকের ভূমিকার দেখা যাবে ৷ তাঁর বিপরীতে রয়েছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী পামেলা ৷

Bengali film Bristir Ratri
'বৃষ্টির রাত্রি' ছবিতে সমকামীর চরিত্রে প্রিয়াঙ্কা সরকার (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 25, 2024, 8:27 PM IST

কলকাতা, 25 ডিসেম্বর: সাইকোলজিক্যাল থ্রিলারে সমকামী চরিত্র নিয়ে বড়পর্দায় ফিরছেন প্রিয়াঙ্কা সরকার । আসছে পায়েল চৌধুরী পরিচালিত, জয়ন্ত মুখোপাধ্যায় প্রযোজিত ছবি 'বৃষ্টির রাত্রি' । প্রকাশ্যে এলো ছবির চরিত্রদের লুক ।

এই ছবিতেই ভীষণ জটিল এক চরিত্রে ধরা দিতে চলেছেন প্রিয়াঙ্কা । এভাবে তাঁকে দেখেনি বাঙালি দর্শক । তাঁর বিপরীতে দেখা যাবে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী পামেলাকে । ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন প্রবাসী প্রযোজক জয়ন্ত মুখোপাধ্যায়ও ।

Bengali film Bristir Ratri
সাইকোলজিক্যাল থ্রিলারে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকার (নিজস্ব ছবি)

পরিচালক পায়েল চৌধুরী বলেন, "শুধু সমপ্রেম নয়, আরও বিশদে বলতে গেলে 'বৃষ্টির রাত্রি' একটি সাইকোলজিক্যাল থ্রিলার । সমপ্রেমী সম্পর্ক এই ছবির একটা ভীষণ গুরুত্বপূর্ণ অনুঘটক, তবে কাহিনির প্রয়োজনেই এই সম্পর্ক ছবিতে দেখানো হবে আর পাঁচটা সম্পর্কের মতো করেই । প্রিয়াঙ্কা ও পামেলা দু'জনকে ভেবেই ছবির চিত্রনাট্য লিখেছিলাম । প্রিয়াঙ্কা আমার খুব প্রিয় অভিনেত্রী, শ্যুট করার জন্য মুখিয়ে রয়েছি ।"

Bengali film Bristir Ratri
প্রিয়াঙ্কা সরকার (নিজস্ব ছবি)

এই ছবির গল্পের মধ্যে ফিল্ম উইদিন ফিল্ম (ছবির মধ্যে ছবি) কনসেপ্ট নিয়ে কাজ করতে চলেছেন পরিচালক পায়েল চৌধুরী । তাঁর কাহিনির কেন্দ্রে বৃষ্টি নামের এক নামজাদা পরিচালক । নিজের মায়ের মৃত্যুর পর নতুন ছবির গল্প লেখার জন্য শহরের কোলাহল থেকে দূরে একটি ফার্ম হাউসে যায় সে । সেখানে তার পরিচয় হয় নীলেশ ও তার স্ত্রী রাত্রির সঙ্গে । নীলেশ এবং রাত্রির মধ্যে বয়সের ব্যবধান তাদের সম্পর্কের অন্যতম অন্তরায় । সেটাও বুঝতে পারে বৃষ্টি । ক্রমেই রাত্রির প্রতি আকৃষ্ট হয়ে পড়ে সে । তবে এর মধ্যেই রাত্রির জীবনের গভীর কিছু সত্যি সামনে আসে । এরপরে মোড় ঘুরবে গল্পের । পরিণতি কী? সেই গল্পই বলবে পায়েল চৌধুরীর ছবি 'বৃষ্টির রাত্রি' ।

Bengali film Bristir Ratri
জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী পামেলা (নিজস্ব ছবি)

ছবির ক্যামেরার দায়িত্ব সামলাচ্ছেন তন্ময় আচার্য ৷ সম্পাদনায় রয়েছেন অয়ন আচার্য, সঙ্গীত পরিচালনা করছেন সৌম্য সরকার । গান গেয়েছেন প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায় । খুব শীঘ্রই শুরু হতে চলেছে ছবির শ্যুটিং ।

কলকাতা, 25 ডিসেম্বর: সাইকোলজিক্যাল থ্রিলারে সমকামী চরিত্র নিয়ে বড়পর্দায় ফিরছেন প্রিয়াঙ্কা সরকার । আসছে পায়েল চৌধুরী পরিচালিত, জয়ন্ত মুখোপাধ্যায় প্রযোজিত ছবি 'বৃষ্টির রাত্রি' । প্রকাশ্যে এলো ছবির চরিত্রদের লুক ।

এই ছবিতেই ভীষণ জটিল এক চরিত্রে ধরা দিতে চলেছেন প্রিয়াঙ্কা । এভাবে তাঁকে দেখেনি বাঙালি দর্শক । তাঁর বিপরীতে দেখা যাবে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী পামেলাকে । ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন প্রবাসী প্রযোজক জয়ন্ত মুখোপাধ্যায়ও ।

Bengali film Bristir Ratri
সাইকোলজিক্যাল থ্রিলারে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকার (নিজস্ব ছবি)

পরিচালক পায়েল চৌধুরী বলেন, "শুধু সমপ্রেম নয়, আরও বিশদে বলতে গেলে 'বৃষ্টির রাত্রি' একটি সাইকোলজিক্যাল থ্রিলার । সমপ্রেমী সম্পর্ক এই ছবির একটা ভীষণ গুরুত্বপূর্ণ অনুঘটক, তবে কাহিনির প্রয়োজনেই এই সম্পর্ক ছবিতে দেখানো হবে আর পাঁচটা সম্পর্কের মতো করেই । প্রিয়াঙ্কা ও পামেলা দু'জনকে ভেবেই ছবির চিত্রনাট্য লিখেছিলাম । প্রিয়াঙ্কা আমার খুব প্রিয় অভিনেত্রী, শ্যুট করার জন্য মুখিয়ে রয়েছি ।"

Bengali film Bristir Ratri
প্রিয়াঙ্কা সরকার (নিজস্ব ছবি)

এই ছবির গল্পের মধ্যে ফিল্ম উইদিন ফিল্ম (ছবির মধ্যে ছবি) কনসেপ্ট নিয়ে কাজ করতে চলেছেন পরিচালক পায়েল চৌধুরী । তাঁর কাহিনির কেন্দ্রে বৃষ্টি নামের এক নামজাদা পরিচালক । নিজের মায়ের মৃত্যুর পর নতুন ছবির গল্প লেখার জন্য শহরের কোলাহল থেকে দূরে একটি ফার্ম হাউসে যায় সে । সেখানে তার পরিচয় হয় নীলেশ ও তার স্ত্রী রাত্রির সঙ্গে । নীলেশ এবং রাত্রির মধ্যে বয়সের ব্যবধান তাদের সম্পর্কের অন্যতম অন্তরায় । সেটাও বুঝতে পারে বৃষ্টি । ক্রমেই রাত্রির প্রতি আকৃষ্ট হয়ে পড়ে সে । তবে এর মধ্যেই রাত্রির জীবনের গভীর কিছু সত্যি সামনে আসে । এরপরে মোড় ঘুরবে গল্পের । পরিণতি কী? সেই গল্পই বলবে পায়েল চৌধুরীর ছবি 'বৃষ্টির রাত্রি' ।

Bengali film Bristir Ratri
জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী পামেলা (নিজস্ব ছবি)

ছবির ক্যামেরার দায়িত্ব সামলাচ্ছেন তন্ময় আচার্য ৷ সম্পাদনায় রয়েছেন অয়ন আচার্য, সঙ্গীত পরিচালনা করছেন সৌম্য সরকার । গান গেয়েছেন প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায় । খুব শীঘ্রই শুরু হতে চলেছে ছবির শ্যুটিং ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.