ETV Bharat / state

পার্থ-অর্পিতার 103 কোটি, নিয়োগ দুর্নীতি মামলায় বাকি কার কত সম্পত্তি; চার্জশিটে জানালো ইডি - TEACHER RECRUITMENT SCAM

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি পঞ্চম অতিরিক্ত চার্জশিট জমা দিল আদালতে ৷ সেখানে উল্লেখ করা হয়েছে কে কত লাভবান হয়েছে, কার কত সম্পত্তি ৷

recruitment scam
পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের 100 কোটির সম্পত্তির হদিশ ইডির (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 25, 2024, 7:06 PM IST

কলকাতা, 25 ডিসেম্বর: প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ ৷ তাতে কে কত লাভবান হয়েছে ! এবার আদালতে সেই তথ্য তুলে ধরল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।

ইডির তরফ থেকে জানানো হয়েছে, দুর্নীতিতে সব থেকে বেশি লাভবান হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় ৷ তাঁদের কাছ থেকে 103 কোটি 78 লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে । রাজ্যের বিভিন্ন জায়গায় তাঁদের বাগানবাড়ি পাওয়া গিয়েছে ।

recruitment scam
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (নিজস্ব ছবি)

ইডি সূত্রে খবর, এই দুর্নীতি মামলার পঞ্চম অতিরিক্ত চার্জশিট আদালতে জমা দিয়েছে ইডি । আর তাতে দুর্নীতি মামলায় কে কত লাভবান হয়েছে তার হিসাব তুলে ধরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । শুধু তাই নয়, কার কাছ থেকে কত নগদ এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, তাও চার্জশিটে উল্লেখ করা হয়েছে । ইডি চার্জশিটে দাবি করেছে, প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় এখনও পর্যন্ত দুর্নীতির পরিমাণ মোট 151 কোটি 26 লক্ষ টাকা ।

সংশ্লিষ্ট ওই চার্জশিটে বলা হয়েছে, মোট 28টি সংস্থার কথা । সেখানে কালো টাকা সাদা করা হয়েছে বলে অভিযোগ । প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মোট 58 জন অভিযুক্ত । ইডির তরফ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, অধিকাংশ লভ্যাংশ গিয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠদের কাছে । তাঁর মধ্যে রয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের নাম ৷ অর্পিতা এবং পার্থর নামেই শুধু একশো কোটি টাকার দুর্নীতি রয়েছে ।

ইডির তরফ থেকে জানানো হয়েছে, সব থেকে বেশি লাভবান পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতার 103 কোটি 78 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে । রাজ্যের বিভিন্ন জায়গায় তাঁদের বাগানবাড়ি পাওয়া গিয়েছে । সেগুলিতে তল্লাশি চালিয়েছিল ইডি ৷

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের নেমে ইডির গোয়েন্দারা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দক্ষিণ কলকাতার বাড়িতে তল্লাশি অভিযান চালান ৷ এরপরই তাঁকে গ্রেফতার করা হয় । পরে দক্ষিণ কলকাতায় তাঁর বান্ধবী অর্পিতার বাড়িতেও তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করে ইডি । গ্রেফতার করা হয় অর্পিতাকেও ৷

পাশাপাশি নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্য এবং এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা-সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয় । মূলত তদন্ত নেমে বিভিন্ন জায়গা থেকে অর্পিতা এবং পার্থ চট্টোপাধ্যায়ের একাধিক বাংলোর হদিস পায় ইডি ৷ যেগুলির বর্তমান বাজার মূল্য কয়েক কোটি টাকা ।

কলকাতা, 25 ডিসেম্বর: প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ ৷ তাতে কে কত লাভবান হয়েছে ! এবার আদালতে সেই তথ্য তুলে ধরল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।

ইডির তরফ থেকে জানানো হয়েছে, দুর্নীতিতে সব থেকে বেশি লাভবান হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় ৷ তাঁদের কাছ থেকে 103 কোটি 78 লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে । রাজ্যের বিভিন্ন জায়গায় তাঁদের বাগানবাড়ি পাওয়া গিয়েছে ।

recruitment scam
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (নিজস্ব ছবি)

ইডি সূত্রে খবর, এই দুর্নীতি মামলার পঞ্চম অতিরিক্ত চার্জশিট আদালতে জমা দিয়েছে ইডি । আর তাতে দুর্নীতি মামলায় কে কত লাভবান হয়েছে তার হিসাব তুলে ধরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । শুধু তাই নয়, কার কাছ থেকে কত নগদ এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, তাও চার্জশিটে উল্লেখ করা হয়েছে । ইডি চার্জশিটে দাবি করেছে, প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় এখনও পর্যন্ত দুর্নীতির পরিমাণ মোট 151 কোটি 26 লক্ষ টাকা ।

সংশ্লিষ্ট ওই চার্জশিটে বলা হয়েছে, মোট 28টি সংস্থার কথা । সেখানে কালো টাকা সাদা করা হয়েছে বলে অভিযোগ । প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মোট 58 জন অভিযুক্ত । ইডির তরফ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, অধিকাংশ লভ্যাংশ গিয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠদের কাছে । তাঁর মধ্যে রয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের নাম ৷ অর্পিতা এবং পার্থর নামেই শুধু একশো কোটি টাকার দুর্নীতি রয়েছে ।

ইডির তরফ থেকে জানানো হয়েছে, সব থেকে বেশি লাভবান পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতার 103 কোটি 78 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে । রাজ্যের বিভিন্ন জায়গায় তাঁদের বাগানবাড়ি পাওয়া গিয়েছে । সেগুলিতে তল্লাশি চালিয়েছিল ইডি ৷

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের নেমে ইডির গোয়েন্দারা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দক্ষিণ কলকাতার বাড়িতে তল্লাশি অভিযান চালান ৷ এরপরই তাঁকে গ্রেফতার করা হয় । পরে দক্ষিণ কলকাতায় তাঁর বান্ধবী অর্পিতার বাড়িতেও তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করে ইডি । গ্রেফতার করা হয় অর্পিতাকেও ৷

পাশাপাশি নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্য এবং এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা-সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয় । মূলত তদন্ত নেমে বিভিন্ন জায়গা থেকে অর্পিতা এবং পার্থ চট্টোপাধ্যায়ের একাধিক বাংলোর হদিস পায় ইডি ৷ যেগুলির বর্তমান বাজার মূল্য কয়েক কোটি টাকা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.