হায়দরাবাদ, 13 জানুয়ারি: প্রথাগত প্রশিক্ষণ সেভাবে কখনও নেননি ৷ কিন্তু গাড়ির প্রতি প্যাশন প্রথম থেকেই ৷ দুবাইয়ে সেই প্যাশনের জয় ৷ রবিবার 24 ঘণ্টা কার রেসিং প্রতিযোগিতায় ভারতের মুখ উজ্জ্বল করলেন দক্ষিণী তারকা ৷ তার সাফল্যে শুভেচ্ছার বন্যা নেটপাড়ায় ৷ রজনীকান্ত, কমল হাসান থেকে আর মাধবন, সামান্থা রুথ প্রভু সকলেই অজিত কুমারের সাফল্যে উচ্ছ্বসিত ৷
অনুশীলনের সময় এক মারাত্মক গাড়ি দুর্ঘটনার কবলে পরেছিলেন তামিল সুপারস্টার অজিত কুমার ৷ তবে রবিবার মিশেলিন দুবাই 24 ঘন্টার এন্ডুরেন্স রেসিং ইভেন্টে তৃতীয় স্থান অর্জন করেছেন দক্ষিণী অভিনেতা। 991 বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন অভিনেতা ৷ দুবাই ইভেন্টে 'স্পিরিট অফ দ্য রেস' পুরস্কারে ভূষিত হন অজিত কুমার। অভিনেতার সাফল্যে গর্বিত থালাইভা রজনীকান্ত ৷ তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, "অভিনন্দন আমার প্রিয় অজিত কুমার ৷ তুমি করে দেখিয়েছো ৷ ভগবান আশীর্বাদ থাকুক তোমার ওপর ৷"
Congratulations my dear #AjithKumar. You made it. God bless. Love you.#AKRacing
— Rajinikanth (@rajinikanth) January 13, 2025
Hearty congratulations #Ajith sir on the big win 💥🔥🫡 Am sure it’s just a beginning 🔥💐❤️ #AjithKumar #AjithKumarRacing #Dubai24HSeries pic.twitter.com/2DykNaWizZ
— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) January 12, 2025
Congratulations #Ajith Sir & team 👏👌🔥
— karthik subbaraj (@karthiksubbaraj) January 12, 2025
Inspiring achievement 👏👏#AjithKumarRacing #Dubai24HSeries pic.twitter.com/7IyvUSgE0u
সামান্থা রুখ প্রভু ইন্সটাগ্রাম স্টোরিতে লেখেন, "নিজের সাফল্যে কখনোই আত্মতুষ্টিতে না ভুগে ক্রমাগত আরও কঠোর পরিশ্রম করে যাওয়া জয়ের জন্য ৷ তুমি অন্যতম এক উদাহরণ।"
'জেলার' ছবির পরিচালক নেলসন দিলীপ কুমার এক্স হ্যান্ডেলে লেখেন, " তোমার জয়ের জন্য অনেক অভিনন্দন ৷ আমি নিশ্চিত এটা কেবল শুরুমাত্র ৷"
অভিনেতা কমল হাসান, "এক্সট্রা অর্ডিনারি অ্যাচিভমেন্ট ৷ রেসের ময়দানে তোমার জয় অভূতপূর্ব ৷ ভারতীয় মোটর স্পোর্টসের জগতে একটা বিশেষ মুহূর্ত ৷" অভিনেতা নাগা চৈতন্যও অজিত কুমারের সাফল্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৷
Extraordinary achievement by Team #AjithKumarRacing in their maiden race! Thrilled for my friend Ajith, who continues to push boundaries in his diverse passions. A proud and seminal moment for Indian motorsports. pic.twitter.com/DsuCJk4FFB
— Kamal Haasan (@ikamalhaasan) January 12, 2025
Ajith sir!! What a journey what a win ! ... A big cheers and congratulations for making us proud. #AjithKumarRacing #24HDubai2025 pic.twitter.com/UQqh4uGzVj
— chaitanya akkineni (@chay_akkineni) January 12, 2025
অভিনেতা আর মাধবন অজিত কুমারের সঙ্গে একটি ছবি শেয়ার করেন ৷ তিনি লেখেন, "তোমাকে নিয়ে ভীষণ গর্বিত ৷"
So so proud.. what a man. The one and only. Ajith Kumar 🫡🫡🫡👍🏻🇮🇳🇮🇳🇮🇳🇮🇳😘😘 pic.twitter.com/gSDyndHv4e
— Ranganathan Madhavan (@ActorMadhavan) January 12, 2025
Congratulations #AjithkumarRacing team #ajithsaar #AK #Thala #24HRracingDubai pic.twitter.com/G3I5fCMRhj
— venkat prabhu (@vp_offl) January 12, 2025
Big congratulations to you, AK sir, for your perseverance.
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) January 12, 2025
Proud moment, sir 👏👏 🏆 👍❤️❤️#AjithKumarRacing pic.twitter.com/YQ8HQ7sRW2
অভিনয়ের পাশাপাশি অজিত কুমার গাড়ির রেস পছন্দ করেন ৷ তাঁর নিজস্ব একটা টিম রয়েছে যার নাম 'অজিত কুমার রেসিং' ৷ 2024 সালের সেপ্টেম্বরে তিনি এই টিম তৈরি করেন ৷ অন্যদিকে, সিনেমার দিক থেকে, অজিতের আপকামিং ছবির নাম 'গুড ব্যাড আগলি' ৷ এই সিনেমা মুক্তি পাবে 2025 সালের 10 এপ্রিল ৷ পরিচালক অধিক রবিচন্দ্রন ৷