ETV Bharat / entertainment

রেসিং দুনিয়ায় উজ্জ্বল ভারতের মুখ ! অজিত কুমারের সাফল্যে গর্বিত তারকারাও - AJITH KUMAR WIN DUBAI 24H RACING

রেসিং দুনিয়ায় মুখ উজ্জ্বল ভারতের ৷ কার রেসিং ইভেন্টে অভিনেতা অজিত কুমার গর্বিত করলেন দেশকে ৷ শুভেচ্ছা তারকাদের ৷

Etv Bharat
অজিত কুমারের সাফল্যে গর্বিত তারকারাও (আইএএনএস)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 13, 2025, 12:44 PM IST

হায়দরাবাদ, 13 জানুয়ারি: প্রথাগত প্রশিক্ষণ সেভাবে কখনও নেননি ৷ কিন্তু গাড়ির প্রতি প্যাশন প্রথম থেকেই ৷ দুবাইয়ে সেই প্যাশনের জয় ৷ রবিবার 24 ঘণ্টা কার রেসিং প্রতিযোগিতায় ভারতের মুখ উজ্জ্বল করলেন দক্ষিণী তারকা ৷ তার সাফল্যে শুভেচ্ছার বন্যা নেটপাড়ায় ৷ রজনীকান্ত, কমল হাসান থেকে আর মাধবন, সামান্থা রুথ প্রভু সকলেই অজিত কুমারের সাফল্যে উচ্ছ্বসিত ৷

অনুশীলনের সময় এক মারাত্মক গাড়ি দুর্ঘটনার কবলে পরেছিলেন তামিল সুপারস্টার অজিত কুমার ৷ তবে রবিবার মিশেলিন দুবাই 24 ঘন্টার এন্ডুরেন্স রেসিং ইভেন্টে তৃতীয় স্থান অর্জন করেছেন দক্ষিণী অভিনেতা। 991 বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন অভিনেতা ৷ দুবাই ইভেন্টে 'স্পিরিট অফ দ্য রেস' পুরস্কারে ভূষিত হন অজিত কুমার। অভিনেতার সাফল্যে গর্বিত থালাইভা রজনীকান্ত ৷ তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, "অভিনন্দন আমার প্রিয় অজিত কুমার ৷ তুমি করে দেখিয়েছো ৷ ভগবান আশীর্বাদ থাকুক তোমার ওপর ৷"

সামান্থা রুখ প্রভু ইন্সটাগ্রাম স্টোরিতে লেখেন, "নিজের সাফল্যে কখনোই আত্মতুষ্টিতে না ভুগে ক্রমাগত আরও কঠোর পরিশ্রম করে যাওয়া জয়ের জন্য ৷ তুমি অন্যতম এক উদাহরণ।"

Ajith Kumar's Win at Dubai 24H Racing Event
সামান্থা রুথ প্রভুর পোস্ট (ইন্সটাগ্রাম স্টোরি)

'জেলার' ছবির পরিচালক নেলসন দিলীপ কুমার এক্স হ্যান্ডেলে লেখেন, " তোমার জয়ের জন্য অনেক অভিনন্দন ৷ আমি নিশ্চিত এটা কেবল শুরুমাত্র ৷"

অভিনেতা কমল হাসান, "এক্সট্রা অর্ডিনারি অ্যাচিভমেন্ট ৷ রেসের ময়দানে তোমার জয় অভূতপূর্ব ৷ ভারতীয় মোটর স্পোর্টসের জগতে একটা বিশেষ মুহূর্ত ৷" অভিনেতা নাগা চৈতন্যও অজিত কুমারের সাফল্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৷

অভিনেতা আর মাধবন অজিত কুমারের সঙ্গে একটি ছবি শেয়ার করেন ৷ তিনি লেখেন, "তোমাকে নিয়ে ভীষণ গর্বিত ৷"

অভিনয়ের পাশাপাশি অজিত কুমার গাড়ির রেস পছন্দ করেন ৷ তাঁর নিজস্ব একটা টিম রয়েছে যার নাম 'অজিত কুমার রেসিং' ৷ 2024 সালের সেপ্টেম্বরে তিনি এই টিম তৈরি করেন ৷ অন্যদিকে, সিনেমার দিক থেকে, অজিতের আপকামিং ছবির নাম 'গুড ব্যাড আগলি' ৷ এই সিনেমা মুক্তি পাবে 2025 সালের 10 এপ্রিল ৷ পরিচালক অধিক রবিচন্দ্রন ৷

হায়দরাবাদ, 13 জানুয়ারি: প্রথাগত প্রশিক্ষণ সেভাবে কখনও নেননি ৷ কিন্তু গাড়ির প্রতি প্যাশন প্রথম থেকেই ৷ দুবাইয়ে সেই প্যাশনের জয় ৷ রবিবার 24 ঘণ্টা কার রেসিং প্রতিযোগিতায় ভারতের মুখ উজ্জ্বল করলেন দক্ষিণী তারকা ৷ তার সাফল্যে শুভেচ্ছার বন্যা নেটপাড়ায় ৷ রজনীকান্ত, কমল হাসান থেকে আর মাধবন, সামান্থা রুথ প্রভু সকলেই অজিত কুমারের সাফল্যে উচ্ছ্বসিত ৷

অনুশীলনের সময় এক মারাত্মক গাড়ি দুর্ঘটনার কবলে পরেছিলেন তামিল সুপারস্টার অজিত কুমার ৷ তবে রবিবার মিশেলিন দুবাই 24 ঘন্টার এন্ডুরেন্স রেসিং ইভেন্টে তৃতীয় স্থান অর্জন করেছেন দক্ষিণী অভিনেতা। 991 বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন অভিনেতা ৷ দুবাই ইভেন্টে 'স্পিরিট অফ দ্য রেস' পুরস্কারে ভূষিত হন অজিত কুমার। অভিনেতার সাফল্যে গর্বিত থালাইভা রজনীকান্ত ৷ তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, "অভিনন্দন আমার প্রিয় অজিত কুমার ৷ তুমি করে দেখিয়েছো ৷ ভগবান আশীর্বাদ থাকুক তোমার ওপর ৷"

সামান্থা রুখ প্রভু ইন্সটাগ্রাম স্টোরিতে লেখেন, "নিজের সাফল্যে কখনোই আত্মতুষ্টিতে না ভুগে ক্রমাগত আরও কঠোর পরিশ্রম করে যাওয়া জয়ের জন্য ৷ তুমি অন্যতম এক উদাহরণ।"

Ajith Kumar's Win at Dubai 24H Racing Event
সামান্থা রুথ প্রভুর পোস্ট (ইন্সটাগ্রাম স্টোরি)

'জেলার' ছবির পরিচালক নেলসন দিলীপ কুমার এক্স হ্যান্ডেলে লেখেন, " তোমার জয়ের জন্য অনেক অভিনন্দন ৷ আমি নিশ্চিত এটা কেবল শুরুমাত্র ৷"

অভিনেতা কমল হাসান, "এক্সট্রা অর্ডিনারি অ্যাচিভমেন্ট ৷ রেসের ময়দানে তোমার জয় অভূতপূর্ব ৷ ভারতীয় মোটর স্পোর্টসের জগতে একটা বিশেষ মুহূর্ত ৷" অভিনেতা নাগা চৈতন্যও অজিত কুমারের সাফল্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৷

অভিনেতা আর মাধবন অজিত কুমারের সঙ্গে একটি ছবি শেয়ার করেন ৷ তিনি লেখেন, "তোমাকে নিয়ে ভীষণ গর্বিত ৷"

অভিনয়ের পাশাপাশি অজিত কুমার গাড়ির রেস পছন্দ করেন ৷ তাঁর নিজস্ব একটা টিম রয়েছে যার নাম 'অজিত কুমার রেসিং' ৷ 2024 সালের সেপ্টেম্বরে তিনি এই টিম তৈরি করেন ৷ অন্যদিকে, সিনেমার দিক থেকে, অজিতের আপকামিং ছবির নাম 'গুড ব্যাড আগলি' ৷ এই সিনেমা মুক্তি পাবে 2025 সালের 10 এপ্রিল ৷ পরিচালক অধিক রবিচন্দ্রন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.