ETV Bharat / sports

এবার জাদেজা, চোটের কারণে নেই চতুর্থ টেস্টে

শনিবার মিচেল স্টার্কের বলে চোট পেয়েছেন রবীন্দ্র জাদেজা । তাঁর বাঁ হাতের বুড়ো আঙুল সরে গেছে এবং ফ্র্যাকচার হয়েছে । ফলে 15 জানুয়ারি থেকে শুরু হতে চলা ব্রিসবেন টেস্ট থেকে ছিটকে গেলেন জাদেজা ।

জাদেজা
জাদেজা
author img

By

Published : Jan 9, 2021, 9:53 PM IST

সিডনি, 9 জানুয়ারি : ফের চোট-আঘাতের ধাক্কা ভারতীয় দলে । শনিবার মিচেল স্টার্কের বলে চোট পেয়েছেন রবীন্দ্র জাদেজা । তাঁর বাঁ হাতের বুড়ো আঙুল সরে গেছে এবং ফ্র্যাকচার হয়েছে । ফলে 15 জানুয়ারি থেকে শুরু হতে চলা ব্রিসবেন টেস্ট থেকে ছিটকে গেলেন জাদেজা ।

এদিকে ভাল খবর , ভারতীয় দলের উকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থের কনুইয়ের চোট গুরুতর নয় । ভারতীয় দলের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামতে পারেন ঋষভ ।

তৃতীয় দিনে ব্যাট করার সময় দুজনেই অস্ট্রেলিয়ান পেসারদের শর্ট বলে চোট পান । বিসিসিআইয়ের এক সিনিয়র আধিকারিক বলেন, " রবীন্দ্র জাদেজার বাঁ হাতের বুড়ো আঙুল সরে গেছে , ফ্র্যাকচারও হয়েছে , ওর পক্ষে গ্লাভস পড়ে ব্যাট করতে নামা খুবই কঠিন । "

আরও পড়ুন সিডনি টেস্টের তৃতীয় দিনে ব্যাটিং ব্যর্থতায় ডুবল ভারত

তিনি আরও বলেন , " জাদেজা কমপক্ষে 2 থেকে 3 সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যেতে পারেন । ফলে সিরিজের শেষ ম্যাচে নামতে পারবে না । তবে পন্থ ব্যাট করতে পারবে ওর চোট অতটা গুরুতর নয়। "

শনিবার ভারতীয় দলের প্রথম ধাক্কা আসে প্যাট কামিন্সের বলে ঋষভ পন্থ কনুইয়ে চোট পাওয়ার পর । আইসিসি-র সাম্প্রতিক প্লেয়িং কন্ডিশনের সংশোধন অনুযায়ী রিজার্ভ উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা ঋষভের পরিবর্তে মাঠে নামতে পারেন ।

শনিবার দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় পর্বে ব্যাট করার সময় পন্থ বাঁ হাতের কনুইয়ে চোট পেয়েছেন । তাকে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে । রিলিজে জানায় বিসিসিআই ।

আরও পড়ুন বর্ণবৈষম্য়ের শিকার বুমরা-সিরাজ !

এখানেই শেষ নয় । মিচেল স্টার্কের শর্ট বল জাদেজাকে আঘাত করে । তাঁর বাঁহাতের বুড়ো আঙুল ফেটে যায় । তাঁকে মাঠের বাইরে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় । পরে ফিল্ডিংয়ের সময় মাঠে নামেন জাদেজা । বেশ কয়েকটি বল থ্রো করেন । তবে ব্যাথা অনুভুত হওয়ায় তাকে ফের মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় । বোর্ডের তরফে রিলিজ দিয়ে জানান হয়েছে , জাদেজা বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছেন । তাঁকে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে । পরীক্ষার পর জানা যায় তাঁর বাঁহাতের বুড়ো আঙুলে ফ্র্যাকচার হয়েছে । ফরে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামতে পারবেন না রবীন্দ্র জাদেজা ।

সিডনি টেস্টের আগে অষ্ট্রেলিয়ার সফরের স্কোয়াড থেকে ছিটকে গেছিলেন একাধিক প্রথম একাদশের খেলোয়াড় । সিরিজের আগেই ছিটকে যান ঈশান্ত শর্মা , এর পর হাতের চোটে ছিটকে যান মহম্মদ শামি , কাফ মাসেলের চোটে ছিটকে যান উমেশ যাদব , কবজির চোটে ছিটকে যান লোকেশ রাহুলও । এদিকে পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরেছেন বিরাট কোহলি ।

সিডনি, 9 জানুয়ারি : ফের চোট-আঘাতের ধাক্কা ভারতীয় দলে । শনিবার মিচেল স্টার্কের বলে চোট পেয়েছেন রবীন্দ্র জাদেজা । তাঁর বাঁ হাতের বুড়ো আঙুল সরে গেছে এবং ফ্র্যাকচার হয়েছে । ফলে 15 জানুয়ারি থেকে শুরু হতে চলা ব্রিসবেন টেস্ট থেকে ছিটকে গেলেন জাদেজা ।

এদিকে ভাল খবর , ভারতীয় দলের উকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থের কনুইয়ের চোট গুরুতর নয় । ভারতীয় দলের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামতে পারেন ঋষভ ।

তৃতীয় দিনে ব্যাট করার সময় দুজনেই অস্ট্রেলিয়ান পেসারদের শর্ট বলে চোট পান । বিসিসিআইয়ের এক সিনিয়র আধিকারিক বলেন, " রবীন্দ্র জাদেজার বাঁ হাতের বুড়ো আঙুল সরে গেছে , ফ্র্যাকচারও হয়েছে , ওর পক্ষে গ্লাভস পড়ে ব্যাট করতে নামা খুবই কঠিন । "

আরও পড়ুন সিডনি টেস্টের তৃতীয় দিনে ব্যাটিং ব্যর্থতায় ডুবল ভারত

তিনি আরও বলেন , " জাদেজা কমপক্ষে 2 থেকে 3 সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যেতে পারেন । ফলে সিরিজের শেষ ম্যাচে নামতে পারবে না । তবে পন্থ ব্যাট করতে পারবে ওর চোট অতটা গুরুতর নয়। "

শনিবার ভারতীয় দলের প্রথম ধাক্কা আসে প্যাট কামিন্সের বলে ঋষভ পন্থ কনুইয়ে চোট পাওয়ার পর । আইসিসি-র সাম্প্রতিক প্লেয়িং কন্ডিশনের সংশোধন অনুযায়ী রিজার্ভ উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা ঋষভের পরিবর্তে মাঠে নামতে পারেন ।

শনিবার দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় পর্বে ব্যাট করার সময় পন্থ বাঁ হাতের কনুইয়ে চোট পেয়েছেন । তাকে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে । রিলিজে জানায় বিসিসিআই ।

আরও পড়ুন বর্ণবৈষম্য়ের শিকার বুমরা-সিরাজ !

এখানেই শেষ নয় । মিচেল স্টার্কের শর্ট বল জাদেজাকে আঘাত করে । তাঁর বাঁহাতের বুড়ো আঙুল ফেটে যায় । তাঁকে মাঠের বাইরে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় । পরে ফিল্ডিংয়ের সময় মাঠে নামেন জাদেজা । বেশ কয়েকটি বল থ্রো করেন । তবে ব্যাথা অনুভুত হওয়ায় তাকে ফের মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় । বোর্ডের তরফে রিলিজ দিয়ে জানান হয়েছে , জাদেজা বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছেন । তাঁকে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে । পরীক্ষার পর জানা যায় তাঁর বাঁহাতের বুড়ো আঙুলে ফ্র্যাকচার হয়েছে । ফরে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামতে পারবেন না রবীন্দ্র জাদেজা ।

সিডনি টেস্টের আগে অষ্ট্রেলিয়ার সফরের স্কোয়াড থেকে ছিটকে গেছিলেন একাধিক প্রথম একাদশের খেলোয়াড় । সিরিজের আগেই ছিটকে যান ঈশান্ত শর্মা , এর পর হাতের চোটে ছিটকে যান মহম্মদ শামি , কাফ মাসেলের চোটে ছিটকে যান উমেশ যাদব , কবজির চোটে ছিটকে যান লোকেশ রাহুলও । এদিকে পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরেছেন বিরাট কোহলি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.