ETV Bharat / sports

Burj Khalifa : বুর্জ খলিফায় উদ্ভাসিত বিরাটদের বিশ্বকাপ জার্সি

17 অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানে বসছে টি-20 বিশ্বকাপের আসর ৷ যার আয়োজক দেশ ভারত ৷ 24 অক্টোবর টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারত খেলবে পাকিস্তানের বিরুদ্ধে ৷ অর্থাৎ নতুন জার্সিতেই ভারত-পাক মহারণেই প্রথম মাঠে নামবে কোহলি অ্যান্ড কোং ৷

Burj Khalifa
বুর্জ খালিফায় উদ্ভাসিত বিরাটদের বিশ্বকাপ জার্সি
author img

By

Published : Oct 14, 2021, 4:23 PM IST

Updated : Oct 14, 2021, 5:09 PM IST

দুবাই, 14 অক্টোবর : আসন্ন টি-20 বিশ্বকাপে নতুন জার্সি পরে মাঠে নামবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা ৷ মঙ্গলবারই সেই জার্সি উন্মোচন করেছে বিসিসিআই ৷ বুধবার বিরাটদের সেই জার্সি ছবি লাইটের মাধ্যমে তুলে ধরা হল বুর্জ খলিফায় ৷

টিম ইন্ডিয়ার নতুন জার্সি তৈরি করা হয়েছে ভারতীয় ক্রিকেটের কোটি কোটি সমর্থকের উৎসাহ থেকে অনুপ্রাণিত হয়ে ৷ মঙ্গলবারই বিসিসিআই সোশ্যাল মিডিয়ায় নতুন এই জার্সির ছবি পোস্ট করেছে ৷ বিরাটদের নতুন এই জার্সির নাম দেওয়া হয়েছে 'বিলিয়ন চিয়ার্স জার্সি' ৷ অধিনায়ক বিরাট কোহলি, সহ-অধিনায়ক রোহিত শর্মা, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা এবং জসপ্রীত বুমরাকে ভারতীয় দলের নয়া জার্সি গায়ে দেখা গিয়েছে ৷ সেই ছবিও এদিন আলোর রশ্মিতে ফুটে উঠল বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফায় ৷ যা দেখে বিস্মিত সমর্থকরা ৷ টিম ইন্ডিয়ার কিট স্পনসর এমপিএল স্পোর্টসের তরফে এর একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে ৷

গত বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া সফরে সীমিত ওভারের সিরিজে নতুন জার্সি পরে মাঠে নেমেছিলেন কোহলিরা ৷ সেই জার্সির সঙ্গে মিল ছিল 1992 বিশ্বকাপে ভারতীয় দলের জার্সির সঙ্গে ৷ এবার টি-20 বিশ্বকাপ ফেল নতুন জার্সিতে মাঠে নামবেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা ৷ গাঢ় নীল রঙের জার্সির বডিতে শব্দ তরঙ্গের ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে ৷ বিশ্বকাপের মূলপর্বে মাঠে নামার আগে আগামী 18 ও 20 অক্টোবর এই জার্সি পরেই দু'টি প্রস্তুতি ম্যাচ খেলবেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা ৷

আরও পড়ুন : টিম ইন্ডিয়ার অন্তর্বর্তী কোচ হতে পারেন দ্রাবিড়

17 অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানে বসছে টি-20 বিশ্বকাপের আসর ৷ যার আয়োজক দেশ ভারত ৷ 24 অক্টোবর টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারত খেলবে পাকিস্তানের বিরুদ্ধে ৷ অর্থাৎ নতুন জার্সিতেই ভারত-পাক মহারণেই প্রথম মাঠে নামবে কোহলি অ্যান্ড কোং ৷

দুবাই, 14 অক্টোবর : আসন্ন টি-20 বিশ্বকাপে নতুন জার্সি পরে মাঠে নামবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা ৷ মঙ্গলবারই সেই জার্সি উন্মোচন করেছে বিসিসিআই ৷ বুধবার বিরাটদের সেই জার্সি ছবি লাইটের মাধ্যমে তুলে ধরা হল বুর্জ খলিফায় ৷

টিম ইন্ডিয়ার নতুন জার্সি তৈরি করা হয়েছে ভারতীয় ক্রিকেটের কোটি কোটি সমর্থকের উৎসাহ থেকে অনুপ্রাণিত হয়ে ৷ মঙ্গলবারই বিসিসিআই সোশ্যাল মিডিয়ায় নতুন এই জার্সির ছবি পোস্ট করেছে ৷ বিরাটদের নতুন এই জার্সির নাম দেওয়া হয়েছে 'বিলিয়ন চিয়ার্স জার্সি' ৷ অধিনায়ক বিরাট কোহলি, সহ-অধিনায়ক রোহিত শর্মা, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা এবং জসপ্রীত বুমরাকে ভারতীয় দলের নয়া জার্সি গায়ে দেখা গিয়েছে ৷ সেই ছবিও এদিন আলোর রশ্মিতে ফুটে উঠল বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফায় ৷ যা দেখে বিস্মিত সমর্থকরা ৷ টিম ইন্ডিয়ার কিট স্পনসর এমপিএল স্পোর্টসের তরফে এর একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে ৷

গত বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া সফরে সীমিত ওভারের সিরিজে নতুন জার্সি পরে মাঠে নেমেছিলেন কোহলিরা ৷ সেই জার্সির সঙ্গে মিল ছিল 1992 বিশ্বকাপে ভারতীয় দলের জার্সির সঙ্গে ৷ এবার টি-20 বিশ্বকাপ ফেল নতুন জার্সিতে মাঠে নামবেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা ৷ গাঢ় নীল রঙের জার্সির বডিতে শব্দ তরঙ্গের ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে ৷ বিশ্বকাপের মূলপর্বে মাঠে নামার আগে আগামী 18 ও 20 অক্টোবর এই জার্সি পরেই দু'টি প্রস্তুতি ম্যাচ খেলবেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা ৷

আরও পড়ুন : টিম ইন্ডিয়ার অন্তর্বর্তী কোচ হতে পারেন দ্রাবিড়

17 অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানে বসছে টি-20 বিশ্বকাপের আসর ৷ যার আয়োজক দেশ ভারত ৷ 24 অক্টোবর টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারত খেলবে পাকিস্তানের বিরুদ্ধে ৷ অর্থাৎ নতুন জার্সিতেই ভারত-পাক মহারণেই প্রথম মাঠে নামবে কোহলি অ্যান্ড কোং ৷

Last Updated : Oct 14, 2021, 5:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.