ETV Bharat / sports

IND vs SA : সুপার স্পোর্ট পার্কে ইতিহাস গড়ার দোরগোড়ায় ভারত

সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের আজ শেষদিন (IND vs SA) ৷ চতুর্থ দিনের শেষে জয়ের জন্য প্রোটিয়াদের প্রয়োজন 211 রান ৷ অন্যদিকে আর 6 উইকেট পেলেই ইতিহাস গড়বে ভারত ৷

IND vs SA
IND vs SA
author img

By

Published : Dec 30, 2021, 2:30 PM IST

Updated : Dec 30, 2021, 3:33 PM IST

সেঞ্চুরিয়ন, 30 ডিসেম্বর : সেঞ্চুরিয়ন টেস্ট জয়ের থেকে মাত্র 6 উইকেট দূরে ভারত ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টেস্টের চতুর্থ দিন হোম টিমকে জয়ের জন্য 305 রানের লক্ষ্য দেয় ভারত (IND vs SA) ৷ চতুর্থ দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত বিপক্ষের চারটি উইকেট তুলে নিয়ে ভারতকে জয়ের দিকে একধাপ এগিয়ে দেয় দলের পেসাররা ৷ দিনের শেষ বলে কেশব মহারাজকে ফিরিয়ে ব্যক্তিগত দ্বিতীয় উইকেট পান জসপ্রীত বুমরা ৷ একমাত্র ডিন এলগার ছাড়া আর কাউকেই উইকেটে দাঁড়াতে দেননি বুমরা-সিরাজরা ৷

সেঞ্চুরিয়নে ইতিহাস গড়ার হাতছানি

বিশ্বের 9টি দল সেঞ্চুরিয়নে কম করে একটি হলেও টেস্ট খেলেছে ৷ তাদের মধ্যে মাত্র দুটি টিম এই মাঠে জয়ের নজির গড়েছে ৷ অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ছাড়া সেঞ্চুরিয়নে জয়ের সৌভাগ্য হয়নি অন্য কোনও দলের ৷ এবার বিরাট কোহলির নেতৃত্বাধীন দলের কাছে রয়েছে সেই সুযোগ ৷ পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশকে পিছনে ফেলে সেঞ্চুরিয়নের দুর্গে জয় হাসিল করা এশিয়ার প্রথম দেশে পরিণত হবে ভারত ৷

আরও পড়ুন : Ross Taylor to Retire soon : ঘরোয়া মরসুম শেষেই অবসর, ঘোষণা রস টেলরের

প্রথম ইনিংসে ভারতের লিড ছিল 130 ৷ ফলে দ্বিতীয় ইনিংসে 305 রান তাড়া করতে নামে দক্ষিণ আফ্রিকা ৷ ইনিংসের শুরুতেই এইডেন মার্করামকে ফেরান মহম্মদ শামি ৷ দিন শেষে দক্ষিণ আফ্রিকার রান 4 উইকেটে 94 ৷ ভারতের হয়ে বুমরাহ 2টি উইকেট নেন ৷ আর মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ একটি করে উইকেট পান ৷ পঞ্চম দিনে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার স্কোর 4 উইকেট হারিয়ে 118 ৷ জয়ের জন্য প্রয়োজন 187 ৷ ক্রিজে রয়েছেন ডিন এলগার এবং তেম্বা বাভুমা ৷

সেঞ্চুরিয়ন, 30 ডিসেম্বর : সেঞ্চুরিয়ন টেস্ট জয়ের থেকে মাত্র 6 উইকেট দূরে ভারত ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টেস্টের চতুর্থ দিন হোম টিমকে জয়ের জন্য 305 রানের লক্ষ্য দেয় ভারত (IND vs SA) ৷ চতুর্থ দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত বিপক্ষের চারটি উইকেট তুলে নিয়ে ভারতকে জয়ের দিকে একধাপ এগিয়ে দেয় দলের পেসাররা ৷ দিনের শেষ বলে কেশব মহারাজকে ফিরিয়ে ব্যক্তিগত দ্বিতীয় উইকেট পান জসপ্রীত বুমরা ৷ একমাত্র ডিন এলগার ছাড়া আর কাউকেই উইকেটে দাঁড়াতে দেননি বুমরা-সিরাজরা ৷

সেঞ্চুরিয়নে ইতিহাস গড়ার হাতছানি

বিশ্বের 9টি দল সেঞ্চুরিয়নে কম করে একটি হলেও টেস্ট খেলেছে ৷ তাদের মধ্যে মাত্র দুটি টিম এই মাঠে জয়ের নজির গড়েছে ৷ অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ছাড়া সেঞ্চুরিয়নে জয়ের সৌভাগ্য হয়নি অন্য কোনও দলের ৷ এবার বিরাট কোহলির নেতৃত্বাধীন দলের কাছে রয়েছে সেই সুযোগ ৷ পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশকে পিছনে ফেলে সেঞ্চুরিয়নের দুর্গে জয় হাসিল করা এশিয়ার প্রথম দেশে পরিণত হবে ভারত ৷

আরও পড়ুন : Ross Taylor to Retire soon : ঘরোয়া মরসুম শেষেই অবসর, ঘোষণা রস টেলরের

প্রথম ইনিংসে ভারতের লিড ছিল 130 ৷ ফলে দ্বিতীয় ইনিংসে 305 রান তাড়া করতে নামে দক্ষিণ আফ্রিকা ৷ ইনিংসের শুরুতেই এইডেন মার্করামকে ফেরান মহম্মদ শামি ৷ দিন শেষে দক্ষিণ আফ্রিকার রান 4 উইকেটে 94 ৷ ভারতের হয়ে বুমরাহ 2টি উইকেট নেন ৷ আর মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ একটি করে উইকেট পান ৷ পঞ্চম দিনে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার স্কোর 4 উইকেট হারিয়ে 118 ৷ জয়ের জন্য প্রয়োজন 187 ৷ ক্রিজে রয়েছেন ডিন এলগার এবং তেম্বা বাভুমা ৷

Last Updated : Dec 30, 2021, 3:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.