ETV Bharat / sports

ICC World Cup 2023: বিশ্বকাপ সফরে জয়ের হ্যাটট্রিক কিউয়িদের, চোট পেয়ে মাঠ ছাড়লেন উইলিয়ামসন

বাংলাদেশকে হারিয়ে 8 উইকেটে জয়ে তুলে নিল ব্ল্যাক কাপসরা ৷ কেন উইলিয়ামসনের 78 এবং ড্যারিল মিচেলের 89 রানের সৌজন্য় এদিন 43 বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় তারা ৷

ICC World Cup 2023
বাংলাদেশের বিরুদ্ধে জয়ে তুলে নিল ব্ল্যাক কাপসরা
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 13, 2023, 10:21 PM IST

Updated : Oct 13, 2023, 10:34 PM IST

চেন্নাই, 13 অক্টোবর: কামব্যাকের দিনেই নায়ক হয়ে উঠলেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ বাংলাদেশের বিরুদ্ধে 8 উইকেটে ম্যাচ জিতে নিয়ে বিশ্বকাপ সফরে জয়ের হ্যাটট্রিক করল নিউজিল্যান্ড ৷ বাংলাদেশের 245 রানের জবাবে ব্যাট করতে নেমে 43 বল বাকি থাকতেই শুক্রবার জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ব্ল্যাক কাপসরা ৷ এর আগে ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে বড় জয় তুলে নিয়েছিল তারা ৷ ব্যতিক্রম হল না বাংলা টাইগারদের বিরুদ্ধেও ৷

রাচিন রবীন্দ্র এদিন শুরুতেই মাঠ ছাড়লেও ডেভন কনওয়েকে সঙ্গে নিয়ে ম্যাচের হাল ধরেন কেন উইলিয়ামসন ৷ গতদিনের ফর্ম এদিনও বজায় রাখলেন কনওয়ে ৷ 59 বলে তিনি এদিন উপহার দেন 45 রানের ইনিংস ৷ তবে চোট থেকে ফিরে কেন এদিন আবারও প্রমাণ করলেন নিজেকে ৷ 107 বলে 8টি চার এবং 1টি ছয় দিয়ে তিনি সাজান তাঁর 78 রানের ইনিংস ৷ তবে নিউজিল্যান্ডের জন্য় জয় এলেও একটি খারাপ খবরও রয়েছে ৷ হাতে চোট পেয়ে এদিনও মাঠের বাইরে চলে যেতে হল কেন উইলিয়ামসনকে ৷ সবে মাত্র চোট সারিয়ে দলে ফিরেছিলেন তিনি ৷ প্রথম ম্যাচেই আবারও চোটের জেরে ব্যাটিংয়ের মাঝেই ইনিংসে ইতি টানতে হল তাঁকে ৷

তাতে অবশ্য় জয় তুলে নিতে কোনও অসুবিধা হয়নি কিউয়িদের ৷ মাত্র 67 বলে 89 রানের দুধর্ষ ইনিংস খেলে দলকে জয়ের সরণিতে পৌঁছে দেন ড্যারিল মিচেল ৷ বাংলাদেশের বোলিংয়ের কথা বলতে এদিনও কেউই তেমন নজর কাড়তে পারলেন না ৷ শাকিব নিজেও 10 ওভারে খরচ করলেন 54 রান ৷ নিলেন মাত্র 1টি উইকেট ৷ অন্যদিকে মুস্তাফিজুরের শিকার এক ৷

আরও পড়ুন: কিউয়ি পেসারদের গতিতে দিশাহারা বাংলাদেশের ত্রাতা সেই মুশফিকুর-শাকিবরাই

শুক্রবার টসে জিতে প্রথম বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল নিউজিল্যান্ড ৷ লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট এবং ম্যাট হেনরির বোলিং দাপট 245 রানেই থমকে যায় বাংলাদেশের ইনিংস ৷ দলের হয়ে সর্বোচ্চ 66 রান করেছিলেন মুশফিকুর রহিম ৷

চেন্নাই, 13 অক্টোবর: কামব্যাকের দিনেই নায়ক হয়ে উঠলেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ বাংলাদেশের বিরুদ্ধে 8 উইকেটে ম্যাচ জিতে নিয়ে বিশ্বকাপ সফরে জয়ের হ্যাটট্রিক করল নিউজিল্যান্ড ৷ বাংলাদেশের 245 রানের জবাবে ব্যাট করতে নেমে 43 বল বাকি থাকতেই শুক্রবার জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ব্ল্যাক কাপসরা ৷ এর আগে ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে বড় জয় তুলে নিয়েছিল তারা ৷ ব্যতিক্রম হল না বাংলা টাইগারদের বিরুদ্ধেও ৷

রাচিন রবীন্দ্র এদিন শুরুতেই মাঠ ছাড়লেও ডেভন কনওয়েকে সঙ্গে নিয়ে ম্যাচের হাল ধরেন কেন উইলিয়ামসন ৷ গতদিনের ফর্ম এদিনও বজায় রাখলেন কনওয়ে ৷ 59 বলে তিনি এদিন উপহার দেন 45 রানের ইনিংস ৷ তবে চোট থেকে ফিরে কেন এদিন আবারও প্রমাণ করলেন নিজেকে ৷ 107 বলে 8টি চার এবং 1টি ছয় দিয়ে তিনি সাজান তাঁর 78 রানের ইনিংস ৷ তবে নিউজিল্যান্ডের জন্য় জয় এলেও একটি খারাপ খবরও রয়েছে ৷ হাতে চোট পেয়ে এদিনও মাঠের বাইরে চলে যেতে হল কেন উইলিয়ামসনকে ৷ সবে মাত্র চোট সারিয়ে দলে ফিরেছিলেন তিনি ৷ প্রথম ম্যাচেই আবারও চোটের জেরে ব্যাটিংয়ের মাঝেই ইনিংসে ইতি টানতে হল তাঁকে ৷

তাতে অবশ্য় জয় তুলে নিতে কোনও অসুবিধা হয়নি কিউয়িদের ৷ মাত্র 67 বলে 89 রানের দুধর্ষ ইনিংস খেলে দলকে জয়ের সরণিতে পৌঁছে দেন ড্যারিল মিচেল ৷ বাংলাদেশের বোলিংয়ের কথা বলতে এদিনও কেউই তেমন নজর কাড়তে পারলেন না ৷ শাকিব নিজেও 10 ওভারে খরচ করলেন 54 রান ৷ নিলেন মাত্র 1টি উইকেট ৷ অন্যদিকে মুস্তাফিজুরের শিকার এক ৷

আরও পড়ুন: কিউয়ি পেসারদের গতিতে দিশাহারা বাংলাদেশের ত্রাতা সেই মুশফিকুর-শাকিবরাই

শুক্রবার টসে জিতে প্রথম বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল নিউজিল্যান্ড ৷ লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট এবং ম্যাট হেনরির বোলিং দাপট 245 রানেই থমকে যায় বাংলাদেশের ইনিংস ৷ দলের হয়ে সর্বোচ্চ 66 রান করেছিলেন মুশফিকুর রহিম ৷

Last Updated : Oct 13, 2023, 10:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.