ETV Bharat / sports

India vs South Africa : বৃষ্টিতে পণ্ড ম্যাচ, ড্র ভারত-দঃ আফ্রিকা টি-20 সিরিজ

author img

By

Published : Jun 19, 2022, 10:54 PM IST

চারটি ম্যাচের পর ভারত ও দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল 2-2 (India vs South Africa)৷ কিন্তু রবিবার অবিরাম বৃষ্টির কারণে খেলা শুরু হতে 50 মিনিট দেরি হয় ৷ খেলা শুরু হওয়ার আগেই বৃষ্টি নামে ৷

india south africa match draw
ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচ ড্র

বেঙ্গালুরু, 19 জুন : সিরিজ জয়ের স্বপ্নে বাধা হয়ে দাড়ালেন বরুণ দেব । বেঙ্গালুরুতে বৃষ্টির জেরে বাতিল হয়ে গেল ভারত-দক্ষিণ আফ্রিকার পঞ্চম টি-20 ম্যাচ (Fifth T20 IND VS S AFRICA Called Off Due to Rain Series Shared)। ফলস্বরূপ 2-2 হয়ে অমীমাংসিতভাবে শেষ হল পাঁচ ম্যাচের এই সিরিজ । ফলে দুই দলের মধ্যে ভাগ হল ট্রফি । খেলার শুরু থেকেই বৃষ্টি নিয়ে আশঙ্কা ছিল । আর সেই আশঙ্কাই সত্যি হয়ে গেল । বৃষ্টির জন্যই খেলা কিছুটা সময় দেরিতে শুরু হয় । ঠিক হয়, 19 ওভারের ম্যাচ হবে দুই দলের মধ্যে । সেই অনুযায়ী খেলাও শুরু হয়েছিল । 3 ওভার 3 বল খেলা হয় । কিন্তু ফের টানা বৃষ্টি পণ্ড করে দেয় খেলা । তবুও ক্ষীণ আশা ছিল । কিন্তু পরিস্থিতি বিচার করে খেলা বাতিলের সিদ্ধান্ত নেন আম্পায়াররা ।

সিরিজ নির্ণায়ক ম্যাচেও টস ভাগ্য খুলল না ঋষভ পন্থের । ফের টসে হারেন পন্থ । টানা পাঁচ ম্যাচে পাঁচবারই টসে হারেন ভারত অধিনায়ক ঋষভ পন্থ । যা সত্যিই বিরল । শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা চোটের জন্য খেলতে পারেননি । তাই নেতৃত্বের ব্যাটন ওঠে কেশব মহারাজের হাতে । তবে দক্ষিণ আফ্রিকার ভাগ্য বদলায়নি । টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান কেশব মহারাজ । এরপরেই শুরু হয় বৃষ্টি । 3 ওভার 3 বল খেলে 28 রানে 2 উইকেট হারায় ভারত । 7 বলে 15 রানের ইনিংস খেলে প্যাভেলিয়নে ফেরত যান ঈশান কিষান । লুঙ্গি এনগিডির স্লোয়ার বলে বোল্ড হন ফর্মে থাকা এই ব্যাটার ।

আরও পড়ুন : India vs South Africa : ঘরের মাঠে 'প্রোটিয়া বধ'-এর লক্ষ্যে বেঙ্গালুরুতে নামছে পন্থ অ্যান্ড কোং

পরের ওভার বল করতে এসে ফের অপর ওপেনারকে ফেরান । ঋতুরাজ গায়কোয়াড 12 বলে 10 রান করে প্রিটোরিয়াসের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি । উইকেটে ছিলেন অধিনায়ক ঋষভ পন্থ ও শ্রেয়াস আইয়ার । তাঁদের ব্যাট করার মাঝেই বৃষ্টি নামে ।
অথচ বেঙ্গালুরুতে জিততে পারলে নজির গড়ার সুযোগ ছিল ভারতের সামনে । অবিশ্বাস্য হলেও সত্যিই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়ার সুযোগ ছিল ভারতীয় দলের ।

আসলে, ভারত এখনও ঘরের মাঠে স্প্রিংবকদের বিরুদ্ধে টি-20 সিরিজ জিততে পারেনি । এর আগে দক্ষিণ আফ্রিকা ভারতে দুইবার টি-20 সিরিজ খেলতে আসলেও সিরিজ জিততে পারেনি মেন ইন ব্লু । এমন পরিস্থিতিতে ঋষভ পন্থের সামনে ইতিহাস গড়ার সুযোগ থাকলেও বৃষ্টিই ভেস্তে দিল সব ।

2015 সালে ভারত প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টি-20 সিরিজ খেলেছিল । সেই সময়ে, এমএস ধোনির নেতৃত্বে, টিম ইন্ডিয়া 3 ম্যাচের সিরিজে 2-0 ব্যবধানে পরাজিত হয়েছিল । তারপর 2019 সালে ভারতে দুই দেশের মধ্যে তিন ম্যাচের টি-20 সিরিজের আয়োজন করা হয় । বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল সেই সিরিজ 1-1 ড্র করেছিল ।

আরও পড়ুন : India vs South Africa : ডিকে'র ব্যাটে ভাঙল ধোনির রেকর্ড, রাজকোটে সিরিজে সমতা ফেরাল ভারত

ভারতে দক্ষিণ আফ্রিকার টি-20 সিরিজ -

2016 : তিন ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকার 2-0 ব্যবধানে জয়

2019 : তিন ম্যাচের সিরিজ 1-1 এ ড্র

2022 : 2-2 ড্র

আরও পড়ুন : India vs South Africa : চহাল-হর্ষলের দাপট, সাগরপাড়ে অক্সিজেন পেলেন 'অধিনায়ক' পন্থ

বেঙ্গালুরু, 19 জুন : সিরিজ জয়ের স্বপ্নে বাধা হয়ে দাড়ালেন বরুণ দেব । বেঙ্গালুরুতে বৃষ্টির জেরে বাতিল হয়ে গেল ভারত-দক্ষিণ আফ্রিকার পঞ্চম টি-20 ম্যাচ (Fifth T20 IND VS S AFRICA Called Off Due to Rain Series Shared)। ফলস্বরূপ 2-2 হয়ে অমীমাংসিতভাবে শেষ হল পাঁচ ম্যাচের এই সিরিজ । ফলে দুই দলের মধ্যে ভাগ হল ট্রফি । খেলার শুরু থেকেই বৃষ্টি নিয়ে আশঙ্কা ছিল । আর সেই আশঙ্কাই সত্যি হয়ে গেল । বৃষ্টির জন্যই খেলা কিছুটা সময় দেরিতে শুরু হয় । ঠিক হয়, 19 ওভারের ম্যাচ হবে দুই দলের মধ্যে । সেই অনুযায়ী খেলাও শুরু হয়েছিল । 3 ওভার 3 বল খেলা হয় । কিন্তু ফের টানা বৃষ্টি পণ্ড করে দেয় খেলা । তবুও ক্ষীণ আশা ছিল । কিন্তু পরিস্থিতি বিচার করে খেলা বাতিলের সিদ্ধান্ত নেন আম্পায়াররা ।

সিরিজ নির্ণায়ক ম্যাচেও টস ভাগ্য খুলল না ঋষভ পন্থের । ফের টসে হারেন পন্থ । টানা পাঁচ ম্যাচে পাঁচবারই টসে হারেন ভারত অধিনায়ক ঋষভ পন্থ । যা সত্যিই বিরল । শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা চোটের জন্য খেলতে পারেননি । তাই নেতৃত্বের ব্যাটন ওঠে কেশব মহারাজের হাতে । তবে দক্ষিণ আফ্রিকার ভাগ্য বদলায়নি । টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান কেশব মহারাজ । এরপরেই শুরু হয় বৃষ্টি । 3 ওভার 3 বল খেলে 28 রানে 2 উইকেট হারায় ভারত । 7 বলে 15 রানের ইনিংস খেলে প্যাভেলিয়নে ফেরত যান ঈশান কিষান । লুঙ্গি এনগিডির স্লোয়ার বলে বোল্ড হন ফর্মে থাকা এই ব্যাটার ।

আরও পড়ুন : India vs South Africa : ঘরের মাঠে 'প্রোটিয়া বধ'-এর লক্ষ্যে বেঙ্গালুরুতে নামছে পন্থ অ্যান্ড কোং

পরের ওভার বল করতে এসে ফের অপর ওপেনারকে ফেরান । ঋতুরাজ গায়কোয়াড 12 বলে 10 রান করে প্রিটোরিয়াসের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি । উইকেটে ছিলেন অধিনায়ক ঋষভ পন্থ ও শ্রেয়াস আইয়ার । তাঁদের ব্যাট করার মাঝেই বৃষ্টি নামে ।
অথচ বেঙ্গালুরুতে জিততে পারলে নজির গড়ার সুযোগ ছিল ভারতের সামনে । অবিশ্বাস্য হলেও সত্যিই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়ার সুযোগ ছিল ভারতীয় দলের ।

আসলে, ভারত এখনও ঘরের মাঠে স্প্রিংবকদের বিরুদ্ধে টি-20 সিরিজ জিততে পারেনি । এর আগে দক্ষিণ আফ্রিকা ভারতে দুইবার টি-20 সিরিজ খেলতে আসলেও সিরিজ জিততে পারেনি মেন ইন ব্লু । এমন পরিস্থিতিতে ঋষভ পন্থের সামনে ইতিহাস গড়ার সুযোগ থাকলেও বৃষ্টিই ভেস্তে দিল সব ।

2015 সালে ভারত প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টি-20 সিরিজ খেলেছিল । সেই সময়ে, এমএস ধোনির নেতৃত্বে, টিম ইন্ডিয়া 3 ম্যাচের সিরিজে 2-0 ব্যবধানে পরাজিত হয়েছিল । তারপর 2019 সালে ভারতে দুই দেশের মধ্যে তিন ম্যাচের টি-20 সিরিজের আয়োজন করা হয় । বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল সেই সিরিজ 1-1 ড্র করেছিল ।

আরও পড়ুন : India vs South Africa : ডিকে'র ব্যাটে ভাঙল ধোনির রেকর্ড, রাজকোটে সিরিজে সমতা ফেরাল ভারত

ভারতে দক্ষিণ আফ্রিকার টি-20 সিরিজ -

2016 : তিন ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকার 2-0 ব্যবধানে জয়

2019 : তিন ম্যাচের সিরিজ 1-1 এ ড্র

2022 : 2-2 ড্র

আরও পড়ুন : India vs South Africa : চহাল-হর্ষলের দাপট, সাগরপাড়ে অক্সিজেন পেলেন 'অধিনায়ক' পন্থ

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.