দিল্লি, ১৫ মার্চ : স্পট ফিক্সিং কাণ্ডে শ্রীসন্থর উপর থেকে আজীবন নির্বাসন তুলে নিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি, BCCI-র ডিসিপ্লিনারি কমিটিকে আগামী তিনমাসের মধ্যে শ্রীসন্থের নির্বাসনের মাত্রা বিবেচনা করার নির্দেশ দিল শীর্ষ আদালত।
বিচারপতি অশোক ভূষণ ও কে এম জোসেপ নির্দেশ দেন, শাস্তির মাত্রার জন্য BCCI-র ডিসিপ্লিনারি কমিটির সামনে শ্রীসন্থকে কথা বলার সুযোগ দেওয়া উচিত। যদিও এই রায়ের ফলে শ্রীসন্থের বিরুদ্ধে চলা ফৌজদারি মামলার উপর কোনও প্রভাব পড়বে না।
রায়ের পর শ্রীসন্থ বলেন, "প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি। দলে নির্বাচিত হবে কি না তা নির্বাসন ওঠার উপর নির্ভর করবে। নতুন জীবন পেয়েছি। মনে করব, এই সময়টা আমার চোট ছিল। লিয়েন্ডার পেজ় ৪০ বছরের পরেও গ্র্যান্ডস্ল্যাম খেলছেন। আশিস নেহরা ৩৮ বছরে খেলেছেন। আমার বয়স তো ৩৬ বছর। আমার মধ্যে এখনও ৪-৫ বছরের ক্রিকেট বেঁচে রয়েছে।"