ETV Bharat / sports

"৪-৫ বছর ক্রিকেট রয়েছে," আজীবন নির্বাসন ওঠার পর বললেন শ্রীসন্থ - Supreme Court Cancels Life Ban On S Sreesanth

"৪-৫ বছরের ক্রিকেট রয়েছে" আজীবন নির্বাসন ওঠার পর মন্তব্য শ্রীসান্থের

শ্রীসান্থ
author img

By

Published : Mar 15, 2019, 12:07 PM IST

দিল্লি, ১৫ মার্চ : স্পট ফিক্সিং কাণ্ডে শ্রীসন্থর উপর থেকে আজীবন নির্বাসন তুলে নিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি, BCCI-র ডিসিপ্লিনারি কমিটিকে আগামী তিনমাসের মধ্যে শ্রীসন্থের নির্বাসনের মাত্রা বিবেচনা করার নির্দেশ দিল শীর্ষ আদালত।

বিচারপতি অশোক ভূষণ ও কে এম জোসেপ নির্দেশ দেন, শাস্তির মাত্রার জন্য BCCI-র ডিসিপ্লিনারি কমিটির সামনে শ্রীসন্থকে কথা বলার সুযোগ দেওয়া উচিত। যদিও এই রায়ের ফলে শ্রীসন্থের বিরুদ্ধে চলা ফৌজদারি মামলার উপর কোনও প্রভাব পড়বে না।

রায়ের পর শ্রীসন্থ বলেন, "প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি। দলে নির্বাচিত হবে কি না তা নির্বাসন ওঠার উপর নির্ভর করবে। নতুন জীবন পেয়েছি। মনে করব, এই সময়টা আমার চোট ছিল। লিয়েন্ডার পেজ় ৪০ বছরের পরেও গ্র্যান্ডস্ল্যাম খেলছেন। আশিস নেহরা ৩৮ বছরে খেলেছেন। আমার বয়স তো ৩৬ বছর। আমার মধ্যে এখনও ৪-৫ বছরের ক্রিকেট বেঁচে রয়েছে।"

দিল্লি, ১৫ মার্চ : স্পট ফিক্সিং কাণ্ডে শ্রীসন্থর উপর থেকে আজীবন নির্বাসন তুলে নিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি, BCCI-র ডিসিপ্লিনারি কমিটিকে আগামী তিনমাসের মধ্যে শ্রীসন্থের নির্বাসনের মাত্রা বিবেচনা করার নির্দেশ দিল শীর্ষ আদালত।

বিচারপতি অশোক ভূষণ ও কে এম জোসেপ নির্দেশ দেন, শাস্তির মাত্রার জন্য BCCI-র ডিসিপ্লিনারি কমিটির সামনে শ্রীসন্থকে কথা বলার সুযোগ দেওয়া উচিত। যদিও এই রায়ের ফলে শ্রীসন্থের বিরুদ্ধে চলা ফৌজদারি মামলার উপর কোনও প্রভাব পড়বে না।

রায়ের পর শ্রীসন্থ বলেন, "প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি। দলে নির্বাচিত হবে কি না তা নির্বাসন ওঠার উপর নির্ভর করবে। নতুন জীবন পেয়েছি। মনে করব, এই সময়টা আমার চোট ছিল। লিয়েন্ডার পেজ় ৪০ বছরের পরেও গ্র্যান্ডস্ল্যাম খেলছেন। আশিস নেহরা ৩৮ বছরে খেলেছেন। আমার বয়স তো ৩৬ বছর। আমার মধ্যে এখনও ৪-৫ বছরের ক্রিকেট বেঁচে রয়েছে।"

Mumbai, Mar 15 (ANI): Around six people were killed and several others were injured after part of a foot over bridge collapsed near Chhatrapati Shivaji Maharaj Terminus (CSMT) railway station in Mumbai on Thursday. The bridge connects to one of the Mumbai's biggest local stations, Chhatrapati Shivaji Terminus, which was the site of a militant attack in 2008, and is used by thousands of commuters on regular basis. Speaking to ANI, Structural Expert, Ravi Mandrekar said, "Why did they wait after audit for two years? The corrosion has grown disproportionately in two years. They should have done the repair work within 2-3 months even without approval because life is more important than files and procedures. The basic mistake was that work was not carried out after audit was passed. Welding failed so the beam gave up and slab fell down. This can have been avoided as this required a minor repair."

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.