পুণে (মহারাষ্ট্র), 22 মার্চ : মঙ্গলবার থেকে পুণেতে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড একদিনের সিরিজ় ৷ তিন ম্যাচের এই সিরিজ়ে ভারতীয় দলের প্রথম পছন্দের দুই ওপেনার রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান ৷ সোমবার ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন অধিনায়ক বিরাট কোহলি ৷ সেই সঙ্গে এও স্পষ্ট করে দিলেন ওয়ান’ডে সিরিজ়ে ভারতের ওপেনার হিসেবে মাঠে দেখা যাবে রোহিত এবং ধাওয়ানকে ৷ যেখানে কোহলি জানিয়েছেন, ‘‘ওপেনিং বাছাই নিয়ে যদি বলা হয়, তবে শিখর এবং রোহিতই ব্যাট হাতে ওপেন করতে নামবেন ৷ গত কয়েক বছর ধরে ওঁরা দু’জন ভারতের হয়ে অসাধারণ পারফরমেন্স করেছে ৷’’
প্রসঙ্গত, ভারত অধিনায়ককে প্রশ্ন করা হয়, শেষ টি-20’র মতো আবারও, তাঁকে রোহিতের সঙ্গে ওয়ান’ডে সিরিজ়ে ওপেন করতে দেখা যাবে কি না? তাঁর উত্তরে বিরাট কোহলি বলেন, ‘‘এটার কোনও মানে নেই যে, ভবিষ্যতেই আমি ওপেন করব ৷ সূর্য যেভাবে পারফর্ম করেছিল, সেখানে ওকে দলে জায়গা করে দিতে আমি যা কিছু করতে পারি ৷’’ কোহলির এই বক্তব্যেই স্পষ্ট, সূর্যকুমার যাদবকে প্রথম একাদশে জায়গা করে দিতেই তিনি ওপেন করার সিদ্ধান্ত নিয়েছিলেন ৷ সেই সঙ্গে শেষ টি-20 ম্যাচে ভারত একজন অতিরিক্ত বোলার খেলিয়েছিল ৷
আরও পড়ুন : স্লো ওভার রেট, 40 শতাংশ ম্যাচ ফি কাটা হল বিরাটদের
মোটের উপর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান’ডেতে ভারতের হয়ে ওপেন করতে নামবেন রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান ৷ অন্যদিকে, প্রথম ওয়ান’ডে-তেই ভারতের জার্সিতে অভিষেক হতে পারে সূর্যকুমার যাদবের ৷ ফলে পুণের ময়দানে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বৈরথ জমাজমাট হতে চলেছে বলেই মনে করছেন ক্রিকেট বিশেযজ্ঞরা ৷