পুণে, 27 মার্চ : প্রসিদ্ধ কৃষ্ণায় মজেছেন সুনীল গাভাসকর ৷ আর তাই ডানহাতি কর্নাটকীকে ভারতীয় টেস্ট দলে নেওয়ার পক্ষে সওয়াল করলেন সানি ৷ তাঁর কথায়, ভারতীয় নির্বাচকমণ্ডলী প্রসিদ্ধ কৃষ্ণাকে লাল বলের ক্রিকেটেও সুযোগ দিক ৷ প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান’ডে ম্যাচে অভিষেকের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন প্রসিদ্ধ কৃষ্ণা ৷ যে দুই ম্যাচে ধারাবাহিকভাবে সফল হয়েছেন তিনি ৷
প্রসঙ্গত, 2019 এবং 2020 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন ডান হাতি মিডিয়াম পেসার প্রসিদ্ধ কৃষ্ণা ৷ তার পর সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্মেন্সের সুবাদে ভারতীয় দলে জায়গা পান এবং সেখান থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই অভিষেক ৷ আর অভিষেকেই 4 উইকেট নিয়ে ইংল্যান্ড টপ অর্ডারে ভাঙন ধরান তিনি ৷ এমন কি দ্বিতীয় ওয়ান’ডে-তে যখন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা একপেশে ভাবে খেলছিলেন, তখন প্রসিদ্ধ কৃষ্ণার দুর্দান্ত বোলিংয়ে কিছুটা হলেও ম্যাচে ফিরেছিল ভারত ৷ যেখানে ইংল্যান্ডের স্ট্যান্ডবাই অধিনায়ক জস বাটলারকে অসাধারণ ইয়র্কারে বোল্ড করে দেন প্রসিদ্ধ ৷ যদিও তাঁর সেই পারফর্মেন্সের পরেও ভারত 6 উইকেটে ম্যাচ হারে ৷
তবে, প্রসিদ্ধ কৃষ্ণার নতুন বলে অসাধারণ নিয়ন্ত্রণ এবং পুরনো বলে ইয়র্কার করার ক্ষমতা দেখে মুগ্ধ হয়েছেন সুনীল গাভাসকর ৷ আর তাই তাঁকে টেস্ট দলের সদস্য করার দাবি জানিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ তিনি বলেন, ‘‘আমি যেটা বলতে চাইছি, ওর ওই অসাধারণ সিম আপ ডেলিভারিগুলো অসাধারণ ৷ আর ও এমন একজন যাকে লাল বলের ক্রিকেটের জন্য ভারতীয় নির্বাচন কমিটি গুরুত্ব দিয়ে ভেবে দেখতে পারেন ৷’’ সম্প্রচারকারী চ্যানেলের হয়ে ধারাভাষ্য দেওয়ার সময় একথা বলেন তিনি ৷
আরও পড়ুন : 3 নম্বরে বিরাট মাইলফলক স্পর্শ কোহলির
এ প্রসঙ্গে সুনীল গাভাসকর জসপ্রীত বুমরার উদাহরণ দেন ৷ বলেন, ‘‘ঠিক যেমন জসপ্রীত বুমরা ৷ প্রথমে টি-20 এবং ওয়ান’ডে ক্রিকেটে ৷ আর এখন টেস্টেও ভারতের অন্যতম সেরা বোলার তিনি ৷ ঠিক তেমনি প্রসিদ্ধ কৃষ্ণার সিম আপ ডেলিভারিগুলি অসাধারণ ৷ যা লাল বলের ক্রিকেটেও খুবই ভালো প্রভাব ফেলবে ৷’’