কলকাতা, 16 ফেব্রুয়ারি : ভারতের মাটিতে ভারতীয় দলকে হারানো সহজ নয় ৷ একটা ম্যাচে সেটা হতে পারে ৷ ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে ভারতীয় দলের পারফর্মেন্স নিয়ে এমনই মন্তব্য করলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ আজ ডোনা গঙ্গোপাধ্যায়ের দীক্ষামঞ্জরীর সরস্বতী পুজোয় এসে একথা বলেন মহারাজ ৷ আর তেমনই রাজকীয় ভঙ্গিমায় সৌরভের ঘোষণা, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারতীয় দল ৷
দ্বিতীয়বার হার্টের অস্ত্রোপচারের পর আজ প্রথমবার সরস্বতী পুজোয় জনসমক্ষে এলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ জানালেন, পুরোপুরি সুস্থ আছেন তিনি এবং কাজকর্মও শুরু করেছেন ৷ এমনকী আহমেদাবাদে ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্টে মোতেরা স্টেডিয়ামে উপস্থিত থাকবেন বিসিসিআই সভাপতি ৷ সেই টেস্ট আবার দিনরাতের ৷ এটি ভারতের মাটিতে দ্বিতীয় দিনরাতের টেস্ট ৷ সেই সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে মহারাজ জানালেন, ভারত অবশ্যই ইংল্যান্ডে টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলবে ৷
আরও পড়ুন : ডোনার সরস্বতী আরাধনায় সৌরভ ছড়ালেন "দাদা"
আজ ডোনা গঙ্গোপাধ্যায়ের দীক্ষামঞ্জরীর সরস্বতী পুজোয় উপস্থিত হন তিনি ৷ সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ‘‘ঘরের মাঠে ভারতকে হারানো সহজ নয় ৷ সেটা একটা ম্যাচে হতে পারে ৷ তবে, সবসময় নয় ৷ আর এই টেস্ট সিরিজ জিতে ভারতীয় দল অবশ্যই টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলবে ৷’’
আগামী 18 ফেব্রুয়ারি আইপিএল 14-র মেগা অকশন ৷ সেই নিয়ে সৌরভ জানান, অকশন অকশনের মতো হবে ৷ তবে, তিনি সেখানে থাকছেন না ৷