ETV Bharat / sports

পারথ টেস্ট জিততে ভারতের চাই 7 উইকেট, অজিদের দরকার 522 - IND VS AUS 1ST TEST

শতরানে জাত চেনালেন যশস্বী জয়সওয়াল ৷ পারথে রানে ফিরলেন বিরাট কোহলিও ৷ বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে রানের পাহাড় গড়ল ভারত ৷

India vs Australia 1st Test Day 3
অজিদের সামনে রানের পাহাড় গড়ল ভারত (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 24, 2024, 2:51 PM IST

Updated : Nov 24, 2024, 3:46 PM IST

পারথ, 24 নভেম্বর: দ্বিতীয় দিনের ছন্দ তৃতীয় দিনে না-পেলেও অজিদের সামনে রানের পাহাড় গড়ার কাজটা করে ফেলল ভারত ৷ দিনের শুরুতেই কেএল রাহুল ফিরলেও ছন্দে ছিলেন যশস্বী জয়সওয়াল ৷ তাঁর ব্যাটে এল 297 বলে 161 রানের ‘বিরাট’ ইনিংস ৷ বাকি কাজটা করলেন কোহলি ৷ প্রথম ইনিংসে 5 রানে ফেরার পর হারানো ছন্দ খুঁজে পেলেন রানমেশিন ৷ দ্বিতীয় ইনিংসে ভারত ডিক্লেয়ার করল 487 রানে ৷ অজিদের সামনে পারথ টেস্ট জিততে লক্ষ্যমাত্রা 534 রান ৷

বিরাট রান তাড়া করতে নেমে 12 রানেই তিন উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া ৷ ফলে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট জিততে ভারতের দরকার মাত্র 7টি উইকেট ৷ অজিদের করতে হবে 522 রান ৷

রাহুল ক্রিজ ছাড়ার পর নিজের ইনিংস দীর্ঘায়িত করতে পারেননি দেবদূত পাড্ডিকল ৷ 71 বলে 25 রান করে ফেরেন তিনি ৷ জয়সওয়াল ফেরার পর এদিন ঋষভ পন্থ ও বিরাট কোহলির সামনে বড় ইনিংস খেলার সুযোগ ছিল ৷ কোহলি ‘বিরাট’ ইনিংস খেললেও ব্যর্থ পন্থ ৷ 1 রান করেই ড্রেসিংরুমে ফিরতে হয় স্টাম্পার-ব্যাটারকে ৷ ব্যর্থ ধ্রুব জুরেলও ৷

ফলে রাহুল-যশস্বী শো’য়ের পর ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল কোহলির কাঁধে ৷ 143 বলে বিরাটের 100 রানের ইনিংস সাজানো 8টি চার ও 2টি ছয়ে ৷ ধ্রুপদী শটে ব্যাটিং শুরু করা কোহলি সেঞ্চুরির দিকে পৌঁছলেন বাজবল ঢঙে ৷ অস্ট্রেলিয়ার মাটিতে বিরাটের সপ্তম টেস্ট শতরানের পরই ইনিংস ডিক্লেয়ার করে দেন অধিনায়ক জসপ্রীত বুমরা ৷

আরও পড়ুন

পারথ, 24 নভেম্বর: দ্বিতীয় দিনের ছন্দ তৃতীয় দিনে না-পেলেও অজিদের সামনে রানের পাহাড় গড়ার কাজটা করে ফেলল ভারত ৷ দিনের শুরুতেই কেএল রাহুল ফিরলেও ছন্দে ছিলেন যশস্বী জয়সওয়াল ৷ তাঁর ব্যাটে এল 297 বলে 161 রানের ‘বিরাট’ ইনিংস ৷ বাকি কাজটা করলেন কোহলি ৷ প্রথম ইনিংসে 5 রানে ফেরার পর হারানো ছন্দ খুঁজে পেলেন রানমেশিন ৷ দ্বিতীয় ইনিংসে ভারত ডিক্লেয়ার করল 487 রানে ৷ অজিদের সামনে পারথ টেস্ট জিততে লক্ষ্যমাত্রা 534 রান ৷

বিরাট রান তাড়া করতে নেমে 12 রানেই তিন উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া ৷ ফলে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট জিততে ভারতের দরকার মাত্র 7টি উইকেট ৷ অজিদের করতে হবে 522 রান ৷

রাহুল ক্রিজ ছাড়ার পর নিজের ইনিংস দীর্ঘায়িত করতে পারেননি দেবদূত পাড্ডিকল ৷ 71 বলে 25 রান করে ফেরেন তিনি ৷ জয়সওয়াল ফেরার পর এদিন ঋষভ পন্থ ও বিরাট কোহলির সামনে বড় ইনিংস খেলার সুযোগ ছিল ৷ কোহলি ‘বিরাট’ ইনিংস খেললেও ব্যর্থ পন্থ ৷ 1 রান করেই ড্রেসিংরুমে ফিরতে হয় স্টাম্পার-ব্যাটারকে ৷ ব্যর্থ ধ্রুব জুরেলও ৷

ফলে রাহুল-যশস্বী শো’য়ের পর ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল কোহলির কাঁধে ৷ 143 বলে বিরাটের 100 রানের ইনিংস সাজানো 8টি চার ও 2টি ছয়ে ৷ ধ্রুপদী শটে ব্যাটিং শুরু করা কোহলি সেঞ্চুরির দিকে পৌঁছলেন বাজবল ঢঙে ৷ অস্ট্রেলিয়ার মাটিতে বিরাটের সপ্তম টেস্ট শতরানের পরই ইনিংস ডিক্লেয়ার করে দেন অধিনায়ক জসপ্রীত বুমরা ৷

আরও পড়ুন

Last Updated : Nov 24, 2024, 3:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.