ETV Bharat / state

হাড়োয়ায় ভোট পরবর্তী হিংসা ! পরাজিত বিজেপি প্রার্থীর চাষের জমিতে তাণ্ডব, অভিযুক্ত তৃণমূল - POST POLL VIOLENCE IN HAROA

অভিযোগ, হাড়োয়ার পরাজিত বিজেপি প্রার্থীর ট্রাক্টর ও শ‍্যালো মেশিনে ভাঙচুর করা হয় ৷ ঘটনায় কাঠগড়ায় তোলা হয়েছে তৃণমূলকে ৷ অভিযোগ অস্বীকার স্থানীয় শাসকদলের নেতৃত্বের ৷

Post poll violence in Haroa
হাড়োয়ায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 24, 2024, 3:07 PM IST

Updated : Nov 24, 2024, 5:28 PM IST

হাড়োয়া, 24 নভেম্বর: উপনির্বাচন শেষ হতেই ভোট পরবর্তী হিংসার অভিযোগ সামনে আসছে । অভিযোগ, উত্তর 24 পরগনার হাড়োয়ায় রাতের অন্ধকারে বিজেপি প্রার্থীর চাষের জমিতে দুষ্কৃতীরা হামলা চালায় । কেটে দেওয়া হয় পাঁচ বিঘা জমির কলমের আমগাছ । ট্রাক্টর এবং শ্যালো মেশিনেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ । পরাজিত বিজেপি প্রার্থী বিমল দাস হাড়োয়া থানায় ঘটনা নিয়ে অভিযোগ দায়ের করেছেন ।

শনিবার রাজ্যের ছয় বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষিত হয়েছে । হাড়োয়া কেন্দ্রের বিজেপি প্রার্থী ছিলেন বিমল দাস । উপনির্বাচনে তিনি পরাজিত হয়েছেন । স্থানীয় সদরপুর গ্রামে তাঁর পাঁচ বিঘা চাষের জমি রয়েছে । সেখানে ছোট ছোট কলমের আমের চারা বসানো ছিল ।

পরাজিত বিজেপি প্রার্থীর চাষের জমিতে তাণ্ডব (ইটিভি ভারত)

অভিযোগ, ভোট গণনা শেষ হওয়ার পরেই রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তাঁর চাষের জমির সমস্ত আমগাছ কেটে দিয়েছে । ওই জমির মধ্যেই গাছে জল দেওয়ার জন্য তাঁর একটি শ্যালো মেশিন ছিল । পাশেই ছিল একটি ট্রাক্টর রাখা । দুষ্কৃতীরা ওই ট্রাক্টর এবং শ্যালো মেশিনও ভাঙচুর করেছে বলে অভিযোগ ।

Post poll violence in Haroa
চাষের জমিতে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ (নিজস্ব ছবি)

গোটা ঘটনায় শাসকদলের দিকেই আঙুল তুলেছেন বিজেপির পরাজিত প্রার্থী বিমল দাস । তিনি বলেন, "ভোটে হেরে যাওয়ার পরেই তৃণমূল কর্মীরা প্রতিশোধ নেওয়া শুরু করেছেন । মাঠে আমি কলমের আম বাগান করেছি । তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমার জমির সমস্ত চারা আমগাছ কেটে দিয়েছে । শাসকদল হাড়োয়ায় বিজেপি কর্মীদের উপর যে হিংসা শুরু করেছে, তাতে আমি প্রার্থী হয়েও ছাড় পাচ্ছি না । সাধারণ কর্মীদের উপর হামলা হবে, সে আশঙ্কাও করছি । দুষ্কৃতীদের বিরুদ্ধে আমি থানায় অভিযোগ দায়ের করেছি । জানি না আদেও বিচার হবে কি না ।"

Post poll violence in Haroa
বিজেপি প্রার্থীর ট্রাক্টরে ভাঙচুরের অভিযোগ (নিজস্ব ছবি)

এ দিকে, ভোট পরবর্তী হিংসার অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব । এই বিষয়ে তৃণমূল নেতা সুরেশ মণ্ডল দাবি করেছেন, "বিজেপি প্রার্থীর মাঠের গাছ কাটার সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নন । আমাদের দলের কর্মী সমর্থকেরা হিংসায় বিশ্বাস করেন না । ঘটনাটি আসলে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই হয়েছে । গেরুয়া শিবির আমাদের দলকে কালিমালিপ্ত করতে মিথ্যা অভিযোগ তুলে বাজার গরম করতে চাইছে ।"

Post poll violence in Haroa
বিজেপি প্রার্থীর চাষের জমি ক্ষতিগ্রস্ত (নিজস্ব ছবি)

অন‍্যদিকে, বিজেপি প্রার্থীর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে হাড়োয়া থানার পুলিশ ।

হাড়োয়া, 24 নভেম্বর: উপনির্বাচন শেষ হতেই ভোট পরবর্তী হিংসার অভিযোগ সামনে আসছে । অভিযোগ, উত্তর 24 পরগনার হাড়োয়ায় রাতের অন্ধকারে বিজেপি প্রার্থীর চাষের জমিতে দুষ্কৃতীরা হামলা চালায় । কেটে দেওয়া হয় পাঁচ বিঘা জমির কলমের আমগাছ । ট্রাক্টর এবং শ্যালো মেশিনেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ । পরাজিত বিজেপি প্রার্থী বিমল দাস হাড়োয়া থানায় ঘটনা নিয়ে অভিযোগ দায়ের করেছেন ।

শনিবার রাজ্যের ছয় বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষিত হয়েছে । হাড়োয়া কেন্দ্রের বিজেপি প্রার্থী ছিলেন বিমল দাস । উপনির্বাচনে তিনি পরাজিত হয়েছেন । স্থানীয় সদরপুর গ্রামে তাঁর পাঁচ বিঘা চাষের জমি রয়েছে । সেখানে ছোট ছোট কলমের আমের চারা বসানো ছিল ।

পরাজিত বিজেপি প্রার্থীর চাষের জমিতে তাণ্ডব (ইটিভি ভারত)

অভিযোগ, ভোট গণনা শেষ হওয়ার পরেই রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তাঁর চাষের জমির সমস্ত আমগাছ কেটে দিয়েছে । ওই জমির মধ্যেই গাছে জল দেওয়ার জন্য তাঁর একটি শ্যালো মেশিন ছিল । পাশেই ছিল একটি ট্রাক্টর রাখা । দুষ্কৃতীরা ওই ট্রাক্টর এবং শ্যালো মেশিনও ভাঙচুর করেছে বলে অভিযোগ ।

Post poll violence in Haroa
চাষের জমিতে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ (নিজস্ব ছবি)

গোটা ঘটনায় শাসকদলের দিকেই আঙুল তুলেছেন বিজেপির পরাজিত প্রার্থী বিমল দাস । তিনি বলেন, "ভোটে হেরে যাওয়ার পরেই তৃণমূল কর্মীরা প্রতিশোধ নেওয়া শুরু করেছেন । মাঠে আমি কলমের আম বাগান করেছি । তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমার জমির সমস্ত চারা আমগাছ কেটে দিয়েছে । শাসকদল হাড়োয়ায় বিজেপি কর্মীদের উপর যে হিংসা শুরু করেছে, তাতে আমি প্রার্থী হয়েও ছাড় পাচ্ছি না । সাধারণ কর্মীদের উপর হামলা হবে, সে আশঙ্কাও করছি । দুষ্কৃতীদের বিরুদ্ধে আমি থানায় অভিযোগ দায়ের করেছি । জানি না আদেও বিচার হবে কি না ।"

Post poll violence in Haroa
বিজেপি প্রার্থীর ট্রাক্টরে ভাঙচুরের অভিযোগ (নিজস্ব ছবি)

এ দিকে, ভোট পরবর্তী হিংসার অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব । এই বিষয়ে তৃণমূল নেতা সুরেশ মণ্ডল দাবি করেছেন, "বিজেপি প্রার্থীর মাঠের গাছ কাটার সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নন । আমাদের দলের কর্মী সমর্থকেরা হিংসায় বিশ্বাস করেন না । ঘটনাটি আসলে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই হয়েছে । গেরুয়া শিবির আমাদের দলকে কালিমালিপ্ত করতে মিথ্যা অভিযোগ তুলে বাজার গরম করতে চাইছে ।"

Post poll violence in Haroa
বিজেপি প্রার্থীর চাষের জমি ক্ষতিগ্রস্ত (নিজস্ব ছবি)

অন‍্যদিকে, বিজেপি প্রার্থীর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে হাড়োয়া থানার পুলিশ ।

Last Updated : Nov 24, 2024, 5:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.