ETV Bharat / sports

বাংলার দুই বোলার পেলেন 16 কোটি ! অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসারকে নিল কলকাতা - LIVE UPDATES IPL MEGA AUCTION

IPL 2025 Mega Auction
IPL 2025 মেগা নিলাম (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 24, 2024, 3:19 PM IST

Updated : Nov 25, 2024, 8:00 PM IST

নিলামের প্রথম দিনেই একের পর এক চমক ৷ আইপিএলের যাবতীয় ইতিহাস ভেঙে 27 কোটিতে বিক্রি হয়েছেন ঋষভ পন্থ ৷ আইপিএলজয়ী শ্রেয়স আইয়ারের দাম উঠেছে 26.75 কোটি টাকা ৷ ভেঙ্কটেশ আইয়ারকে কিনতে 23.75 কোটি টাকা খরচ করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স ৷ অন্যদিকে দলই পাননি তিনবার আইপিএলে কমলা টুপি জেতা ডেভিড ওয়ার্নার ৷ এবার IPL 2025 মেগা নিলামের দ্বিতীয় দিনে কী চমক রয়েছে ?

জেদ্দায় বসেছে আইপিএল 2025 নিলামের আসর ৷ ইতিমধ্যেই আইপিএল 2025-এর উদ্বোধন ও ফাইনালের দিন জানিয়ে দিয়েছে বোর্ড ৷ শুধু তাই নয়, নজিরবিহীনভাবে আগামী তিনবছরের তারিখও জানিয়ে দেওয়া হয়েছে ৷ আগামী বছর মার্চে শুরু হবে আইপিএল ৷ 25 মে অনুষ্টিত হবে ফাইনাল ৷

LIVE FEED

7:56 PM, 25 Nov 2024 (IST)

মিচেল স্যান্টনারকে কিনল মুম্বই

2 কোটি টাকা দিয়ে কিউয়ি স্পিনার মিচেল স্যান্টনারকে কিনল মুম্বই ইন্ডিয়ান্স।

7:25 PM, 25 Nov 2024 (IST)

দল পেলেন না স্টিভ স্মিথ

আইপিএলে 103টি ম্যাচ খেলা অভিজ্ঞ এই অজি ব্যাটার শেষবার ভারতীয় ইন্ডিয়ান প্রিমিয়র লিগে খেলেছিলেন 2021 সালে ৷ এবার তাঁর নূন্যতম দাম ছিল 2 কোটি টাকা ৷ কিন্তু কোনও দলই তাঁকে কিনতে আগ্রহ দেখাল না ৷

7:06 PM, 25 Nov 2024 (IST)

উনাদকটকে নিল হায়দরাবাদ, দল পেলেন না উমেশ

জয়দেব উনাদকটকে 1 কোটি টাকা দিয়ে নিল সানরাইজার্স হায়দরাবাদ ৷ তবে দল পেলেন না উমেশ যাদব ৷

6:45 PM, 25 Nov 2024 (IST)

অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসারকে নিল কলকাতা

অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার স্পেন্সার জনসনকে 2 কোটি 80 লক্ষ টাকায় কিনল কলকাতা নাইট রাইডার্স ৷ 28 বছরের এই অজি জোরে বোলার দেশের 2টি ওয়ান ডে এবং 8টি টি-20 ম্যাচ খেলেছে ৷ পাঁচটি আইপিএল ম্যাচ খেলার অভিজ্ঞতাও রয়েছে জনসনের ৷

6:35 PM, 25 Nov 2024 (IST)

একই দলে বাংলার দুই ক্রিকেটার আকাশ ও শাহবাজ

আকাশ দীপের পর শাহবাজ আহমেদকে কিনল লখনউ সুপার জায়ান্ট ৷ 2 কোটি 40 লক্ষ টাকায় বাংলার এই বাঁ-হাতি অল-রাউন্ডারকে নিল সঞ্জীব গোয়েঙ্কার দল ৷ এর আগে 8 কোটি টাকায় আকাশ দীপকে কেনে লখনউ ৷

6:25 PM, 25 Nov 2024 (IST)

ফের কলকাতায় মণীশ পাণ্ডে

মণীশ পাণ্ডেকে ফের দলে নিল কেকেআর ৷ নূন্যতম দাম 75 লক্ষ টাকায় ডানহাতি এই ব্যাটারকে কিনল কিং খানের দল ৷ এর আগে 2014 থেকে 2016 পর্যন্ত নাইটদের হয়ে খেলেছেন মণীশ ৷ পরের পাঁচ বছর সানরাইজার্স হায়দরাবাদে খেলার পর গত তিন বছর লখনউ সুপারজায়েন্টের হয়ে খেলেছিলেন তিনি ৷

6:01 PM, 25 Nov 2024 (IST)

শুভম দুবেকে নিল রাজস্থান রয়্যালস

30 বছরের বাঁ-হাতি ব্যাটরকে 80 লক্ষ টাকায় কিনল রাজস্থা রয়্যালস ৷ গত বছরই রয়্যালসই তাঁকে 5 কোটি 80 লক্ষ টাকা দিয়ে কিনেছিল ৷ মাত্র 4টি আইপিএল ম্যাচ খেলা শুভমকে রিলিজ করে নিলামে ফের কিনল রাজস্থান ৷

4:51 PM, 25 Nov 2024 (IST)

দল পেলেন না আদিল রশিদ

  • দল পেলেন না আদিল রশিদ, কেশব মহারাজ ৷

4:48 PM, 25 Nov 2024 (IST)

মুম্বইয়ে ঘাজানফার...

  • আল্লাহ ঘাজানফারকে নিয়ে দড়ি টানাটানি কেকেআর ও মুম্বই ইন্ডিয়ান্সের ৷ শেষ পর্যন্ত 4.80 কোটি আরব সাগরের পাড়ে গেলেন আফগান বোলার ৷

4:48 PM, 25 Nov 2024 (IST)

  • 6.50 কোটিতে রাজস্থানে গেলেন তুষার দেশপাণ্ডে ৷

4:47 PM, 25 Nov 2024 (IST)

  • দল পেলেন না মুজিব উর-রহমান, সাই হোপ, অ্যালেক্স ক্যারি, শ্রীকর ভরত ৷

4:38 PM, 25 Nov 2024 (IST)

এলএসজি’তে আকাশদীপ...

  • 8 কোটি টাকা দিয়ে বাংলার আরেক বোলারকে কিনে নিলেন সঞ্জীব গোয়েঙ্কার লখনউ ৷ সুপার জায়ান্টসে গেলেন আকাশ দীপ ৷
IPL Mega Auction 2025
লখনউয়ে আকাশদীপ (ইটিভি ভারত)

4:37 PM, 25 Nov 2024 (IST)

মুম্বইয়ে চাহার...

  • 9.25 কোটি টাকা দিয়ে দীপক চাহারকে কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স ৷

4:32 PM, 25 Nov 2024 (IST)

দিল্লিতে মুকেশ কুমার...

  • 8 কোটি টাকা দিয়ে বাংলার পেসারকে কিনে নিল দিল্লি ক্যাপিটালস ৷
IPL Mega Auction 2025
সৌরভের দিল্লিতে মুকেশ (ইটিভি ভারত)

4:31 PM, 25 Nov 2024 (IST)

ভুবনেশ্বর গেলেন বেঙ্গালুরুতে...

  • আরসিবি’তে গেলেন ভুবনেশ্বর কুমার ৷ দর উঠল 10.75 কোটি ৷

4:05 PM, 25 Nov 2024 (IST)

  • 1 কোটি টাকা বেস প্রাইজে রায়ান রিকেলটনকে কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স ৷

4:05 PM, 25 Nov 2024 (IST)

  • 2.60 কোটি টাকায় পঞ্জাব কিংসে গেলেন জোস ইংলিশ ৷

3:59 PM, 25 Nov 2024 (IST)

রাজস্থানে নীতীশ রানা...

  • 4.20 কোটি ! প্রাক্তন নাইট অধিনায়ককে দলে নিল রাজস্থান রয়্যালস ৷

3:51 PM, 25 Nov 2024 (IST)

RCB-তে গেলেন পান্ডিয়া...

  • 5.75 কোটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ক্রুণাল পান্ডিয়া ৷

3:50 PM, 25 Nov 2024 (IST)

পঞ্জাবে জানসেন...

  • 7 কোটি টাকা দিয়ে মার্কো জানসেনকে কিনল পঞ্জাব কিংস ৷

3:45 PM, 25 Nov 2024 (IST)

শক্তি বাড়ল চেন্নাইয়ের...

  • 3.40 কোটিতে চেন্নাই সুপার কিংসে গেলেন স্য়াম কুরান ৷

3:43 PM, 25 Nov 2024 (IST)

আনসোল্ড রাহানে-পৃথ্বী

  • দল পেলেন না অজিঙ্ক রাহানে, ময়াঙ্ক আগরওয়াল ৷
  • কোনও ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখাল না পৃথ্বী শ’কে নিয়েও ৷

3:42 PM, 25 Nov 2024 (IST)

গুজরাতে সুন্দর...

  • 3.20 কোটি টাকায় গুজরাত টাইটান্সে গেলেন ওয়াশিংটন সুন্দর ৷

3:40 PM, 25 Nov 2024 (IST)

  • 2 কোটি টাকায় দিল্লি ক্যাপিটালসে যোগ দিলেন ফ্যাফ দু’প্লেসি ৷

3:34 PM, 25 Nov 2024 (IST)

কেকেআরে রভমান...

  • জামাইকান অল-রাউন্ডার রভমান পাওয়ালকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স ৷ ক্যারিবিয়ান ক্রিকেটারের দাম উঠল 1.5 কোটি ৷

3:33 PM, 25 Nov 2024 (IST)

  • দল পেলেন না প্রাক্তন গ্লেন ফিলিপস ৷

3:32 PM, 25 Nov 2024 (IST)

  • দল পেলেন না প্রাক্তন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন ৷

3:29 PM, 25 Nov 2024 (IST)

মুম্বই ইন্ডিয়ান্সে কারা গেলেন ?

  1. ট্রেন্ট বোল্ট - 12.50 কোটি টাকা
  2. নমন ধীর - 5.25 কোটি
  3. রবিন মিঞ্জ - 65 লাখ
  4. কর্ণ শর্মা - 50 লাখ

2:54 PM, 25 Nov 2024 (IST)

রবিবার কারা গেল লখনউ সুপার জায়ান্টসে ?

  1. ঋষভ পন্থ- 27 কোটি টাকা
  2. ডেভিড মিলার - 7.5 কোটি টাকা
  3. এইডেন মার্করাম - 2 কোটি
  4. মিচেল মার্শ - 3.40 কোটি
  5. আব্দুল সামাদ - 4.20 কোটি টাকা
  6. আরিয়ান জুয়াল - 30 লাখ

1:55 PM, 25 Nov 2024 (IST)

কাদের নিল চেন্নাই সুপার কিংস ?

  1. ডেভন কনওয়ে - 6.25 কোটি টাকা
  2. রাহুল ত্রিপাঠি - 3.40 কোটি
  3. রাচিন রবীন্দ্র - 4 কোটি
  4. রবিচন্দ্রন অশ্বিন - 9.75 কোটি
  5. খলিল আহমেদ - 4.80 কোটি
  6. নূর আহমেদ - 10 কোটি টাকা
  7. বিজয় শঙ্কর - 1.20 কোটি টাকা

12:46 PM, 25 Nov 2024 (IST)

প্রথমদিন কাদের নিল গুজরাত টাইটান্স ?

  1. কাগিসো রাবাদা - 10.75 কোটি টাকা
  2. জোস বাটলার - 15.75 কোটি টাকা
  3. মহম্মদ সিরাজ - 12.25 কোটি টাকা
  4. প্রসিদ্ধ কৃষ্ণ - 9.50 কোটি
  5. নিশান্ত সিন্ধু - 30 লাখ
  6. মহিপাল লোমরর - 1.70 কোটি টাকা
  7. কুমার কুশাগরা - 65 লাখ
  8. অনুজ রাওয়াত - 30 লাখ
  9. মানব সুথার - 30 লাখ

12:39 PM, 25 Nov 2024 (IST)

একনজরে দিল্লি ক্যাপিটালসের দল...

  1. কেএল রাহুল - 14 কোটি টাকা
  2. হ্যারি ব্রুক - 6.25 কোটি
  3. জেক ফ্রেজার-ম্যাকগার্ক - 9 কোটি
  4. টি নটরাজন - 10.75 কোটি
  5. করুণ নায়ার - 50 লক্ষ
  6. সমীর রিজভি - 95 লাখ
  7. আশুতোষ শর্মা - 3.80 কোটি
  8. মোহিত শর্মা - 2.20 কোটি

11:01 AM, 25 Nov 2024 (IST)

প্রথমদিন কাদের কিনল সানরাইরার্স হায়দরাবাদ ?

  1. মহম্মদ শামি - 10 কোটি টাকা
  2. হর্ষল প্যাটেল - 8 কোটি টাকা
  3. ঈশান কিষাণ - 11.25 কোটি টাকা
  4. অ্যাডাম জাম্পা - 2.40 কোটি টাকা
  5. অথর্ব তাইদে - 30 লক্ষ
  6. অভিনব মনোহর - 3.20 কোটি
  7. সিমরনজিৎ সিং - 1.50 কোটি টাকা

10:50 AM, 25 Nov 2024 (IST)

রবিবার কেমন হল রয়্যালসের দল ?

  1. জোফরা আর্চার - 12.50 কোটি টাকা
  2. মহেশ থিকশানা - 4.40 কোটি
  3. ওয়ানিন্দু হাসরাঙ্গা - 5.25 কোটি
  4. আকাশ মাধওয়াল - 1.20 কোটি টাকা
  5. কার্তিকেয় সিং - 30 লক্ষ

10:29 AM, 25 Nov 2024 (IST)

রবিবার কাদের কিনল পঞ্জাব কিংস ?

  1. শ্রেয়স আইয়ার - 26.75 কোটি টাকা
  2. আর্শদীপ সিং – 18 কোটি টাকা (RTM)
  3. যুজবেন্দ্র চাহাল - 18 কোটি টাকা
  4. মার্নাস স্টয়নিস - 11 কোটি টাকা
  5. গ্লেন ম্যাক্সওয়েল - 4.20 কোটি
  6. রাহুল চাহার - 3.20 কোটি
  7. নেহাল ওয়াধেরা - 4.20 কোটি
  8. হারপ্রীত ব্রার - 1.50 কোটি টাকা
  9. বিষ্ণু বিনোদ - 95 লাখ
  10. বিজয় কুমার বৈশ্য - 1.80 কোটি টাকা
  11. যশ ঠাকুর - 1.60 কোটি টাকা

10:18 AM, 25 Nov 2024 (IST)

দল পেলেন না যারা...

  1. দেবদূত পাড্ডিকল
  2. ডেভিড ওয়ার্নার
  3. জনি বেয়ারস্টো
  4. ওয়াকার সালামখেল
  5. আনমোলপ্রীত সিং (আনক্যাপড)
  6. যশ ধুল
  7. উৎকর্ষ সিং
  8. উপেন্দ্র যাদব
  9. লাভনিথ সিসোদিয়া
  10. কার্তিক ত্যাগী
  11. পীযূষ চাওলা

10:05 AM, 25 Nov 2024 (IST)

একের পর এক চমক...

  • নিলামের প্রথম দিনেই একের পর এক চমক ৷ 27 কোটিতে বিক্রি হয়েছেন ঋষভ পন্থ ৷ আইপিএলজয়ী শ্রেয়স আইয়ারের দাম উঠেছে 26.75 কোটি টাকা ৷ ভেঙ্কটেশ আইয়ারকে কিনতে 23.75 কোটি টাকা খরচ করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স ৷ অন্যদিকে দলই পাননি তিনবার আইপিএলে কমলা টুপি জেতা ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টোরা ৷

9:12 AM, 25 Nov 2024 (IST)

কী বললেন নাইট কর্তা ?

  • নিলামের পর কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর বলেন, ‘‘নিলাম এভাবেই হয় ৷ দিনের শেষে ও আমাদের পছন্দের প্লেয়ার ৷ আগে থেকেই আমরা ওকে নেওয়ার বিষয়ে একমত ছিলাম ৷ আমরা চ্যাম্পিয়ন টিমের কোর সদস্যদের চাইছিলাম ৷ আমাদের চেষ্টা ছিল ছ’জন খেলোয়াড়কে ধরে রাখা এবং গত বছরের দল থেকে 2-3 জন খেলোয়াড়কে দলে ফিরিয়ে আনা ৷ আমরা গতবারের চ্যাম্পিয়ন, 2021 সালেও ফাইনালে গিয়েছিলাম । দু’দলেই ও (ভেঙ্কটেশ) অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিল । রিটেন না-করায় ও স্পষ্টভাবে আমাদের জানিয়েছিল, ওকে না-নিলে কষ্ট পাবে ৷ আমরা ওকে কষ্ট দিতে চাই না ৷’’

8:56 AM, 25 Nov 2024 (IST)

নিলামে আইয়ারকে নিতে তৈরি ছিল KKR

গতবার আইপিএল জিতেছিল কেকেআর ৷ দলকে ট্রফি জেতানোর ক্ষেত্রে বিশেষ ভূমিকা ছিল আইয়ারের । 15 ম্যাচে করেছিলেন 370 রান । 158 স্ট্রাইক রেটে করেছিলেন 4টি অর্ধ-শতরানও ৷ সেমি-ফাইনালে করেছিলেন 28 বলে 51 ৷ ফাইনালে তাঁর ব্যাট থেকে এসেছিল 26 বলে 56 রানের ইনিংস ৷ সেই খেলোয়াড়কে রিটেন না-করা হলেও নিলামে দলে নেওয়া হবে সেটা আগে থেকেই ঠিক করে রেখেছিল কেকেআর ম্যানেজমেন্ট ।

8:55 AM, 25 Nov 2024 (IST)

অবিশ্বাস্য দামে ভেঙ্কটেশকে কেন কিনল KKR ?

51 কোটি টাকা পার্সে নিয়ে নিলামে নামা কেকেআর মধ্যপ্রদেশের অল-রাউন্ডারকে দলে নিতেই পার্সের অর্ধেক টাকা খালি করে দিয়েছে ৷ পরিসংখ্যান বলছে, দেশের জার্সিতে এখনও দাগ কাটতে পারেননি ভেঙ্কি ৷ কলকাতার হয়ে ব্যাট হাতে নজর কাড়লেও বোলার হিসেবে আইয়ারকে ব্যবহারই করেনি কেকেআর ম্যানেজমেন্ট ৷ এখনও পর্যন্ত 50টি আইপিএল ম্যাচ খেলেছেন তিনি ৷ বল করেছেন মাত্র ন’টি ইনিংসে ৷ 13.3 ওভার হাত ঘুরিয়ে সংগ্রহ মাত্র 3 উইকেট, দিয়েছেন 143 রান ৷

9:05 PM, 24 Nov 2024 (IST)

কলকাতায় অনরিখ নরখে

6.50 কোটি টাকায় অনরিখ নরখেকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স

7:57 PM, 24 Nov 2024 (IST)

সানরাইজার্সে কিষাণ...

  • 11.25 কোটি টাকায় সানরাইজার্স হায়দরাবাদে গেলেন ঈশান কিষাণ ৷

7:47 PM, 24 Nov 2024 (IST)

আরসিবিতে সল্ট...

  • 11.50 কোটিতে বেঙ্গালুরুতে গেলেন ফিল সল্ট ৷

7:39 PM, 24 Nov 2024 (IST)

কলকাতায় কুইন্টন...

  • 3.60 কোটি টাকা দিয়ে কুইন্টন ডি’ককে কিনল কলকাতা নাইট রাইডার্স ৷

7:24 PM, 24 Nov 2024 (IST)

আরসিবি’তে ম্যাড ম্যাক্স...

  • আরসিবি’তেই ফিরলেন গ্লেন ম্যাক্সওয়েল ৷ ম্যাড ম্যাক্সের দর উঠল 4.20 কোটি টাকা ৷

7:17 PM, 24 Nov 2024 (IST)

LSG-তে মার্শ...

  • 3.40 কোটি টাকায় মিচেল মার্শ গেলেন লখনউ সুপার জায়ান্টসে ৷

7:16 PM, 24 Nov 2024 (IST)

পঞ্জাবে স্টয়নিস...

  • 11 কোটি টাকায় অজি অল-রাউন্ডার মার্কাস স্টয়নিসকে দলে নিল পঞ্জাব কিংস ৷

7:15 PM, 24 Nov 2024 (IST)

ভারতের জার্সিতে 2022 সালের শুরুর দিকে শেষ টি-20 ম্যাচ খেলেছেন ৷ ভেঙ্কটেশ আইয়ারের 9টি ম্যাচে সংগ্রহ 133 রান ৷ পেসার অল-রাউন্ডার উইকেট নিয়েছেন 5টি ৷ তাঁকে পেতে পার্সের প্রায় অর্ধেক টাকা খরচ করে দিল কলকাতা নাইট রাইডার্স ৷

7:04 PM, 24 Nov 2024 (IST)

কলকাতায় ভেঙ্কটেশ...

  • নিলামে প্রথম খেলোয়াড় কিনল কেকেআর ৷ ভেঙ্কটেশ আইয়ার টিমে এলেন 23.75 কোটিতে ৷
IPL Auction
আইয়ারকে পেতে অর্ধেক পার্স খালি করল KKR (ইটিভি ভারত)

7:02 PM, 24 Nov 2024 (IST)

9.75 কোটি টাকায় সুপার কিংসে গেলেন রবিচন্দ্রন অশ্বিন ৷

7:01 PM, 24 Nov 2024 (IST)

  • 3.40 কোটি টাকায় চেন্নাইতে গেলেন রাহুল ত্রিপাঠী ৷

7:00 PM, 24 Nov 2024 (IST)

  • 4 কোটি টাকায় চেন্নাই সুপার কিংসে গেলেন রাচিন রবীন্দ্র ৷

6:50 PM, 24 Nov 2024 (IST)

হায়দরাবাদে হর্ষল...

  • 8 কোটি টাকা দর পেলেন হর্ষল পটেল ৷ RTM করে তাঁকে দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ ৷

6:49 PM, 24 Nov 2024 (IST)

দিল্লিতে ম্যাকগার্ক...

  • 9 কোটি টাকা দর পেলেন জেক ফ্রেসার-ম্যাকগার্ক ৷ RTM করে তাঁকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস ৷

6:43 PM, 24 Nov 2024 (IST)

অবিক্রিত ওয়ার্নার...

অবিক্রিত ডেভিড ওয়ার্নার ৷ বিশ্বজয়ী ক্রিকেটারকে কিনতে আগ্রহী নয় কোনও ফ্র্যাঞ্চাইজি ৷

6:38 PM, 24 Nov 2024 (IST)

প্রথম খেলোয়াড় কিনল CSK...

  • 6.25 কোটিতে কিউয়ি ব্যাটার ডেভন কনওয়েকে কিনল চেন্নাই সুুপার কিংস ৷

6:37 PM, 24 Nov 2024 (IST)

লখনউয়ে মার্করাম...

  • 2 কোটি টাকার বেস প্রাইজে এইডেন মার্করামকে কিনল এলএসজি ৷

6:31 PM, 24 Nov 2024 (IST)

দিল্লিতে ব্রুক...

  • 6.25 কোটি টাকায় দিল্লি ক্যাপিটালসে গেলেন হ্যারি ব্রুক ৷

6:29 PM, 24 Nov 2024 (IST)

অবিক্রিত পাড্ডিকল...

  • বর্ডার-গাভাসকর ট্রফিতে খেলছেন ৷ সেই দেবদূত পাড্ডিকলে কেউই আগ্রহ দেখালেন না ৷ অবিক্রিতই রইলেন টিম ইন্ডিয়ার ব্যাটার ৷

6:19 PM, 24 Nov 2024 (IST)

  • এখনও কাউকে কিনতে পারেনি কেকেআর ৷ মহম্মদ শামি, শ্রেয়স আইয়ারের জন্য ঝাঁপিয়েও দলে নিতে পারেনি কলকাতা ৷

6:02 PM, 24 Nov 2024 (IST)

  • রবিবার নিলামের প্রথম বিডেই আর্শদীপ সিংকে আরটিএম কার্ডে 18 কোটি টাকায় রিটেন করেছে পঞ্জাব কিংস ৷ আইপিএলের ইতিহাসে ভারতীয় বোলার হিসেবে সর্বোচ্চ দর পেলেন তিনি ৷

6:01 PM, 24 Nov 2024 (IST)

  • ভারতীয় স্পিনার হিসেবে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দাম পেলেন যুজবেন্দ্র চহাল ৷ তাঁকে 18 কোটি টাকায় কিনেছে পঞ্জাব ৷

5:25 PM, 24 Nov 2024 (IST)

দিল্লিতে গেলেন রাহুল...

14 কোটি টাকায় কেএল রাহুলকে কিনল দিল্লি ক্যাপিটালস ৷

IPL Auction
দিল্লিতে গেলেন কেএল (ইটিভি ভারত)

5:17 PM, 24 Nov 2024 (IST)

লিভিংস্টোনকে কিনল RCB

  • প্রথম খেলোয়াড়কে কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ 8.75 কোটিতে লিয়াম লিভিস্টোনকে নিল আরসিবি ৷

5:12 PM, 24 Nov 2024 (IST)

গুজরাতে সিরাজ...

  • 12.25 কোটি টাকায় মহম্মদ সিরাজকে কিনে নিল গুজরাত টাইটান্স ৷

5:08 PM, 24 Nov 2024 (IST)

পঞ্জাবে গেলেন চহাল...

  • 18 কোটি টাকায় যুজবেন্দ্র চহালকে কিনে নিল প্রীতি জিন্টার পঞ্জাব কিংস ৷

4:58 PM, 24 Nov 2024 (IST)

হায়দরাবাদে শামি...

  • মহম্মদ শামির জন্য ঝাঁপিয়েছিল কলকাতা নাইট রাইডার্স । যদিও বাংলার তারকা ক্রিকেটারকে 10 কোটি টাকায় দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ ৷
IPL Mega Auction 2025
হায়দরাবাদে শামি (ইটিভি ভারত)

4:34 PM, 24 Nov 2024 (IST)

আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দর পেলেন ঋষভ....

  • 27 কোটি টাকা ৷ শ্রেয়সের রেকর্ড ভেঙে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দর পেলেন ঋষভ পন্থ ৷ স্টাম্পার-ব্যাটার গেলেন লখনউ সুপার জায়ান্টসে ৷
IPL Mega Auction 2025
শ্রেয়সকে ছাপিয়ে গেলেন ঋষভ (ইটিভি ভারত)

4:33 PM, 24 Nov 2024 (IST)

নিলামে ঋষভ...

  • জাতীয় দলের স্টাম্পার-ব্যাটারকে নিয়ে দড়ি টানাটানি হায়দরাবাদ-লখনউয়ের ৷

4:29 PM, 24 Nov 2024 (IST)

দিল্লিতে স্টার্ক...

  • 11.75 কোটি টাকায় দিল্লি ক্যাপিটালসে মিচেল স্টার্ক ৷

4:25 PM, 24 Nov 2024 (IST)

নিলামে উঠলেন গতবারের সবচেয়ে দামী খেলোয়াড়...

গতবার আইপিএলে সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছিলেন তিনি ৷ আট বছর পর ভারতীয় টি-20 লিগে ফিরে সবচেয়ে দামি খেলোয়াড়ের তকমা জিতে নিয়েছিলেন মিচেল স্টার্ক ৷ 24 কোটি 75 লক্ষ টাকায় তাঁকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স ৷ এবার নিলামে উঠলেন তিনি ৷

4:22 PM, 24 Nov 2024 (IST)

গুজরাতে বাটলার...

  • 15.75 কোটি টাকায় গুজরাত টাইটান্সে গেলেন জোস বাটলার ৷

4:22 PM, 24 Nov 2024 (IST)

রিটনশনে কত খরচ করেছে কেকেআর ?

  • কলকাতা নাইট রাইডার্স সর্বাধিক 6 ক্রিকেটারকেই রেখে দিয়েছে ৷ তারমধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছেন রিঙ্কু সিং (13 কোটি টাকা) ৷ 55 লক্ষে নাইটদের একের পর এক ম্যাচ জেতানো রিঙ্কুকে কেকেআর দিচ্ছে 13 কোটি টাকা ৷ অর্থাৎ গতবারের চেয়ে 12 কোটি 45 লক্ষ টাকা বেশি বেতন পারেন তিনি ৷ এছাড়াও সুনীল নারিন (12 কোটি), আন্দ্রে রাসেল (12 কোটি), বরুণ চক্রবর্তীকে (12 কোটি) ধরে রেখেছে টিম ইন্ডিয়া । পাশাপাশি হর্ষিত রানা (4 কোটি) এবং রমনদীপ সিংকেও (4 কোটি) রেখে দিয়েছে নাইটরা ।

4:04 PM, 24 Nov 2024 (IST)

আইপিএলের সবচেয়ে দামী খেলোয়াড় শ্রেয়স...

  • শ্রেয়স আইয়ারের নেতৃত্বেই 2024 আইপিএল শিরোপা ঘরে তুলেছিল পার্পল ব্রিগেড ৷ ব্যাট হাতেও বড় ভূমিকা ছিল জাতীয় দলের ব্যাটারের ৷ আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দর পেলেন তিনি ৷ 26.75 কোটি টাকায় তাঁকে দলে নিল পঞ্জাব কিংস ৷
IPL Auction
আইপিএলের সবচেয়ে দামী খেলোয়াড় শ্রেয়স (ইটিভি ভারত)

4:02 PM, 24 Nov 2024 (IST)

  • আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিং, হর্ষিত রানা, রমনদীপ সিং ও বরুণ চক্রবর্তী ৷ সর্বাধিক 6 ক্রিকেটারকেই রেখে দিয়েছে পার্পল ব্রিগেড ৷ কিন্তু তালিকায় নেই দলকে ট্রফি দেওয়া শ্রেয়স আইয়ার ৷ আইপিএলের অন্যতম সেরা ব্যাটার ও অধিনায়ককে কেন রিটেন করেনি কেকেআর ৷

3:58 PM, 24 Nov 2024 (IST)

গুজরাতে রাবাদা...

  • কাগিসো রাবাদা বিক্রি হলেন 10.75 কোটি টাকায় ৷ প্রোটিয়া পেসারকে দলে নিল গুজরাত টাইটান্স ৷

3:48 PM, 24 Nov 2024 (IST)

পঞ্জাব কিংসেই রইলেন আর্শদীপ...

  • 18 কোটি টাকায় আর্শদীপ সিং’কে কিনে নিল পঞ্জাব কিংস ৷ রাইট টু ম্যাচে পেসারকে দলে রাখল প্রীতি জিন্টার দল ৷

3:47 PM, 24 Nov 2024 (IST)

  • নিলাম শুরু হল আর্শদীপ সিং’কে দিয়ে ৷ নাম তুললেন বিসিসিআই সচিব জয় শাহ ৷

3:39 PM, 24 Nov 2024 (IST)

শুরু হয়ে গেল আইপিএল 2025 মেগা নিলাম

3:32 PM, 24 Nov 2024 (IST)

কার পার্সে কত টাকা রয়েছে ?

  • টিম ও টাকার অঙ্ক
  • আরটিএম (RTM) কার্ড
মুম্বই ইন্ডিয়ান্স ₹ 45 কোটি1 (1 আনক্যাপড)
চেন্নাই সুপার কিংস ₹55 কোটি1 (1 আনক্যাপড/1 ক্যাপড)
কলকাতা নাইট রাইডার্স ₹51 কোটি0
দিল্লি ক্যাপিটালস ₹73 কোটি2 (1 আনক্যাপড/2 ক্যাপড)
গুজরাট টাইটানস ₹69 কোটি1 (1 ক্যাপড)
লখনউ সুপার জায়ান্টস ₹69 কোটি1 (1 ক্যাপড)
পাঞ্জাব কিংস ₹ 110.5 কোটি4 (4 ক্যাপড)
রাজস্থান রয়্যালস ₹ 41 কোটি0
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ₹ 83 কোটি3 (1 আনক্যাপড/3 ক্যাপড)
সানরাইজার্স হায়দ্রাবাদ ₹ 45 কোটি1 (1 আনক্যাপড)

3:27 PM, 24 Nov 2024 (IST)

ভাগ্য নির্ধারণ পন্থ-রাহুলের...

  • আইপিএল 2025 নিলামে সাত ভারতীয় তারকা মার্কি সেটে রয়েছেন । এই 7 খেলোয়াড় হলেন ঋষভ পন্থ, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল এবং আর্শদীপ সিং ।

3:24 PM, 24 Nov 2024 (IST)

নিলামে উঠবে 13 বছরের বৈভব...

  • ঋষভ পন্ত, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, আর্শদীপ সিং... 24-25 নভেম্বর একাধিক তারকার ভাগ্য নির্ধারণ ৷ ‘মেন ইন ব্লু’কে বিশ্বকাপ দেওয়া ক্রিকেটারদের পাশাপাশি নিলামে উঠবে 13 বছর বয়সি দেশের অনূর্ধ্ব-19 ক্রিকেটার বৈভব সূর্যবংশীও ৷

3:20 PM, 24 Nov 2024 (IST)

204টি স্লটের জন্য দু'দিনের মেগা নিলাম...

  • প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি সর্বাধিক 25 জন করে ক্রিকেটার স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে পারবে ৷ সেক্ষেত্রে রিটেনড প্লেয়ারদের তালিকা বাদ দিলে সবক'টি ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে 204টি স্লটের জন্য দু'দিনের মেগা নিলাম চলবে সৌদির জেদ্দা শহরে ৷

3:16 PM, 24 Nov 2024 (IST)

577 খেলোয়াড়ের ভাগ্য নির্ধারণ...

প্রাথমিকভাবে জানা গিয়েছিল, 1574 জন ক্রিকেটারের মধ্যে 1165 জন ভারতীয় ক্রিকেটার ও 409 জন বিদেশি ক্রিকেটারের ভাগ্য নির্ধারিত হবে ওই দু'দিনে ৷ তবে বিসিসিআই 1574 জন খেলোয়াড়ের প্রাথমিক তালিকা ছাঁটাই করে 574-এ নামিয়ে এনেছে ৷ যার মধ্যে 366 জন ভারতীয় এবং 208 জন বিদেশি । 48 জন ক্যাপড ভারতীয় এবং 193 জন ক্যাপড বিদেশি খেলোয়াড় । যদিও পরে 3 খেলোয়াড়কে ওই তালিকায় সামিল করা হয়েছে ৷ ফলে খেলোয়াড়ের সংখ্যাটা 577 ৷

3:14 PM, 24 Nov 2024 (IST)

জেদ্দার আবাদি আল জোহার এরিনায় নিলাম...

  • দু’দিন ব্য়াপী এবার আইপিএলের নিলাম প্রাথমিকভাবে হওয়ার কথা ছিল রিয়াধে ৷ যদিও সৌদিতেই নয়া ভেন্যু খুঁজে নিয়েছে বোর্ড ৷ নিলামের জন্য নথিভুক্ত হয়েছেন 1574 জন ক্রিকেটার ৷ জেদ্দার আবাদি আল জোহার এরিনায় বসবে নিলামে উঠবেন বিশ্বের নামীদামি ক্রিকেটাররা ৷

নিলামের প্রথম দিনেই একের পর এক চমক ৷ আইপিএলের যাবতীয় ইতিহাস ভেঙে 27 কোটিতে বিক্রি হয়েছেন ঋষভ পন্থ ৷ আইপিএলজয়ী শ্রেয়স আইয়ারের দাম উঠেছে 26.75 কোটি টাকা ৷ ভেঙ্কটেশ আইয়ারকে কিনতে 23.75 কোটি টাকা খরচ করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স ৷ অন্যদিকে দলই পাননি তিনবার আইপিএলে কমলা টুপি জেতা ডেভিড ওয়ার্নার ৷ এবার IPL 2025 মেগা নিলামের দ্বিতীয় দিনে কী চমক রয়েছে ?

জেদ্দায় বসেছে আইপিএল 2025 নিলামের আসর ৷ ইতিমধ্যেই আইপিএল 2025-এর উদ্বোধন ও ফাইনালের দিন জানিয়ে দিয়েছে বোর্ড ৷ শুধু তাই নয়, নজিরবিহীনভাবে আগামী তিনবছরের তারিখও জানিয়ে দেওয়া হয়েছে ৷ আগামী বছর মার্চে শুরু হবে আইপিএল ৷ 25 মে অনুষ্টিত হবে ফাইনাল ৷

LIVE FEED

7:56 PM, 25 Nov 2024 (IST)

মিচেল স্যান্টনারকে কিনল মুম্বই

2 কোটি টাকা দিয়ে কিউয়ি স্পিনার মিচেল স্যান্টনারকে কিনল মুম্বই ইন্ডিয়ান্স।

7:25 PM, 25 Nov 2024 (IST)

দল পেলেন না স্টিভ স্মিথ

আইপিএলে 103টি ম্যাচ খেলা অভিজ্ঞ এই অজি ব্যাটার শেষবার ভারতীয় ইন্ডিয়ান প্রিমিয়র লিগে খেলেছিলেন 2021 সালে ৷ এবার তাঁর নূন্যতম দাম ছিল 2 কোটি টাকা ৷ কিন্তু কোনও দলই তাঁকে কিনতে আগ্রহ দেখাল না ৷

7:06 PM, 25 Nov 2024 (IST)

উনাদকটকে নিল হায়দরাবাদ, দল পেলেন না উমেশ

জয়দেব উনাদকটকে 1 কোটি টাকা দিয়ে নিল সানরাইজার্স হায়দরাবাদ ৷ তবে দল পেলেন না উমেশ যাদব ৷

6:45 PM, 25 Nov 2024 (IST)

অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসারকে নিল কলকাতা

অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার স্পেন্সার জনসনকে 2 কোটি 80 লক্ষ টাকায় কিনল কলকাতা নাইট রাইডার্স ৷ 28 বছরের এই অজি জোরে বোলার দেশের 2টি ওয়ান ডে এবং 8টি টি-20 ম্যাচ খেলেছে ৷ পাঁচটি আইপিএল ম্যাচ খেলার অভিজ্ঞতাও রয়েছে জনসনের ৷

6:35 PM, 25 Nov 2024 (IST)

একই দলে বাংলার দুই ক্রিকেটার আকাশ ও শাহবাজ

আকাশ দীপের পর শাহবাজ আহমেদকে কিনল লখনউ সুপার জায়ান্ট ৷ 2 কোটি 40 লক্ষ টাকায় বাংলার এই বাঁ-হাতি অল-রাউন্ডারকে নিল সঞ্জীব গোয়েঙ্কার দল ৷ এর আগে 8 কোটি টাকায় আকাশ দীপকে কেনে লখনউ ৷

6:25 PM, 25 Nov 2024 (IST)

ফের কলকাতায় মণীশ পাণ্ডে

মণীশ পাণ্ডেকে ফের দলে নিল কেকেআর ৷ নূন্যতম দাম 75 লক্ষ টাকায় ডানহাতি এই ব্যাটারকে কিনল কিং খানের দল ৷ এর আগে 2014 থেকে 2016 পর্যন্ত নাইটদের হয়ে খেলেছেন মণীশ ৷ পরের পাঁচ বছর সানরাইজার্স হায়দরাবাদে খেলার পর গত তিন বছর লখনউ সুপারজায়েন্টের হয়ে খেলেছিলেন তিনি ৷

6:01 PM, 25 Nov 2024 (IST)

শুভম দুবেকে নিল রাজস্থান রয়্যালস

30 বছরের বাঁ-হাতি ব্যাটরকে 80 লক্ষ টাকায় কিনল রাজস্থা রয়্যালস ৷ গত বছরই রয়্যালসই তাঁকে 5 কোটি 80 লক্ষ টাকা দিয়ে কিনেছিল ৷ মাত্র 4টি আইপিএল ম্যাচ খেলা শুভমকে রিলিজ করে নিলামে ফের কিনল রাজস্থান ৷

4:51 PM, 25 Nov 2024 (IST)

দল পেলেন না আদিল রশিদ

  • দল পেলেন না আদিল রশিদ, কেশব মহারাজ ৷

4:48 PM, 25 Nov 2024 (IST)

মুম্বইয়ে ঘাজানফার...

  • আল্লাহ ঘাজানফারকে নিয়ে দড়ি টানাটানি কেকেআর ও মুম্বই ইন্ডিয়ান্সের ৷ শেষ পর্যন্ত 4.80 কোটি আরব সাগরের পাড়ে গেলেন আফগান বোলার ৷

4:48 PM, 25 Nov 2024 (IST)

  • 6.50 কোটিতে রাজস্থানে গেলেন তুষার দেশপাণ্ডে ৷

4:47 PM, 25 Nov 2024 (IST)

  • দল পেলেন না মুজিব উর-রহমান, সাই হোপ, অ্যালেক্স ক্যারি, শ্রীকর ভরত ৷

4:38 PM, 25 Nov 2024 (IST)

এলএসজি’তে আকাশদীপ...

  • 8 কোটি টাকা দিয়ে বাংলার আরেক বোলারকে কিনে নিলেন সঞ্জীব গোয়েঙ্কার লখনউ ৷ সুপার জায়ান্টসে গেলেন আকাশ দীপ ৷
IPL Mega Auction 2025
লখনউয়ে আকাশদীপ (ইটিভি ভারত)

4:37 PM, 25 Nov 2024 (IST)

মুম্বইয়ে চাহার...

  • 9.25 কোটি টাকা দিয়ে দীপক চাহারকে কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স ৷

4:32 PM, 25 Nov 2024 (IST)

দিল্লিতে মুকেশ কুমার...

  • 8 কোটি টাকা দিয়ে বাংলার পেসারকে কিনে নিল দিল্লি ক্যাপিটালস ৷
IPL Mega Auction 2025
সৌরভের দিল্লিতে মুকেশ (ইটিভি ভারত)

4:31 PM, 25 Nov 2024 (IST)

ভুবনেশ্বর গেলেন বেঙ্গালুরুতে...

  • আরসিবি’তে গেলেন ভুবনেশ্বর কুমার ৷ দর উঠল 10.75 কোটি ৷

4:05 PM, 25 Nov 2024 (IST)

  • 1 কোটি টাকা বেস প্রাইজে রায়ান রিকেলটনকে কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স ৷

4:05 PM, 25 Nov 2024 (IST)

  • 2.60 কোটি টাকায় পঞ্জাব কিংসে গেলেন জোস ইংলিশ ৷

3:59 PM, 25 Nov 2024 (IST)

রাজস্থানে নীতীশ রানা...

  • 4.20 কোটি ! প্রাক্তন নাইট অধিনায়ককে দলে নিল রাজস্থান রয়্যালস ৷

3:51 PM, 25 Nov 2024 (IST)

RCB-তে গেলেন পান্ডিয়া...

  • 5.75 কোটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ক্রুণাল পান্ডিয়া ৷

3:50 PM, 25 Nov 2024 (IST)

পঞ্জাবে জানসেন...

  • 7 কোটি টাকা দিয়ে মার্কো জানসেনকে কিনল পঞ্জাব কিংস ৷

3:45 PM, 25 Nov 2024 (IST)

শক্তি বাড়ল চেন্নাইয়ের...

  • 3.40 কোটিতে চেন্নাই সুপার কিংসে গেলেন স্য়াম কুরান ৷

3:43 PM, 25 Nov 2024 (IST)

আনসোল্ড রাহানে-পৃথ্বী

  • দল পেলেন না অজিঙ্ক রাহানে, ময়াঙ্ক আগরওয়াল ৷
  • কোনও ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখাল না পৃথ্বী শ’কে নিয়েও ৷

3:42 PM, 25 Nov 2024 (IST)

গুজরাতে সুন্দর...

  • 3.20 কোটি টাকায় গুজরাত টাইটান্সে গেলেন ওয়াশিংটন সুন্দর ৷

3:40 PM, 25 Nov 2024 (IST)

  • 2 কোটি টাকায় দিল্লি ক্যাপিটালসে যোগ দিলেন ফ্যাফ দু’প্লেসি ৷

3:34 PM, 25 Nov 2024 (IST)

কেকেআরে রভমান...

  • জামাইকান অল-রাউন্ডার রভমান পাওয়ালকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স ৷ ক্যারিবিয়ান ক্রিকেটারের দাম উঠল 1.5 কোটি ৷

3:33 PM, 25 Nov 2024 (IST)

  • দল পেলেন না প্রাক্তন গ্লেন ফিলিপস ৷

3:32 PM, 25 Nov 2024 (IST)

  • দল পেলেন না প্রাক্তন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন ৷

3:29 PM, 25 Nov 2024 (IST)

মুম্বই ইন্ডিয়ান্সে কারা গেলেন ?

  1. ট্রেন্ট বোল্ট - 12.50 কোটি টাকা
  2. নমন ধীর - 5.25 কোটি
  3. রবিন মিঞ্জ - 65 লাখ
  4. কর্ণ শর্মা - 50 লাখ

2:54 PM, 25 Nov 2024 (IST)

রবিবার কারা গেল লখনউ সুপার জায়ান্টসে ?

  1. ঋষভ পন্থ- 27 কোটি টাকা
  2. ডেভিড মিলার - 7.5 কোটি টাকা
  3. এইডেন মার্করাম - 2 কোটি
  4. মিচেল মার্শ - 3.40 কোটি
  5. আব্দুল সামাদ - 4.20 কোটি টাকা
  6. আরিয়ান জুয়াল - 30 লাখ

1:55 PM, 25 Nov 2024 (IST)

কাদের নিল চেন্নাই সুপার কিংস ?

  1. ডেভন কনওয়ে - 6.25 কোটি টাকা
  2. রাহুল ত্রিপাঠি - 3.40 কোটি
  3. রাচিন রবীন্দ্র - 4 কোটি
  4. রবিচন্দ্রন অশ্বিন - 9.75 কোটি
  5. খলিল আহমেদ - 4.80 কোটি
  6. নূর আহমেদ - 10 কোটি টাকা
  7. বিজয় শঙ্কর - 1.20 কোটি টাকা

12:46 PM, 25 Nov 2024 (IST)

প্রথমদিন কাদের নিল গুজরাত টাইটান্স ?

  1. কাগিসো রাবাদা - 10.75 কোটি টাকা
  2. জোস বাটলার - 15.75 কোটি টাকা
  3. মহম্মদ সিরাজ - 12.25 কোটি টাকা
  4. প্রসিদ্ধ কৃষ্ণ - 9.50 কোটি
  5. নিশান্ত সিন্ধু - 30 লাখ
  6. মহিপাল লোমরর - 1.70 কোটি টাকা
  7. কুমার কুশাগরা - 65 লাখ
  8. অনুজ রাওয়াত - 30 লাখ
  9. মানব সুথার - 30 লাখ

12:39 PM, 25 Nov 2024 (IST)

একনজরে দিল্লি ক্যাপিটালসের দল...

  1. কেএল রাহুল - 14 কোটি টাকা
  2. হ্যারি ব্রুক - 6.25 কোটি
  3. জেক ফ্রেজার-ম্যাকগার্ক - 9 কোটি
  4. টি নটরাজন - 10.75 কোটি
  5. করুণ নায়ার - 50 লক্ষ
  6. সমীর রিজভি - 95 লাখ
  7. আশুতোষ শর্মা - 3.80 কোটি
  8. মোহিত শর্মা - 2.20 কোটি

11:01 AM, 25 Nov 2024 (IST)

প্রথমদিন কাদের কিনল সানরাইরার্স হায়দরাবাদ ?

  1. মহম্মদ শামি - 10 কোটি টাকা
  2. হর্ষল প্যাটেল - 8 কোটি টাকা
  3. ঈশান কিষাণ - 11.25 কোটি টাকা
  4. অ্যাডাম জাম্পা - 2.40 কোটি টাকা
  5. অথর্ব তাইদে - 30 লক্ষ
  6. অভিনব মনোহর - 3.20 কোটি
  7. সিমরনজিৎ সিং - 1.50 কোটি টাকা

10:50 AM, 25 Nov 2024 (IST)

রবিবার কেমন হল রয়্যালসের দল ?

  1. জোফরা আর্চার - 12.50 কোটি টাকা
  2. মহেশ থিকশানা - 4.40 কোটি
  3. ওয়ানিন্দু হাসরাঙ্গা - 5.25 কোটি
  4. আকাশ মাধওয়াল - 1.20 কোটি টাকা
  5. কার্তিকেয় সিং - 30 লক্ষ

10:29 AM, 25 Nov 2024 (IST)

রবিবার কাদের কিনল পঞ্জাব কিংস ?

  1. শ্রেয়স আইয়ার - 26.75 কোটি টাকা
  2. আর্শদীপ সিং – 18 কোটি টাকা (RTM)
  3. যুজবেন্দ্র চাহাল - 18 কোটি টাকা
  4. মার্নাস স্টয়নিস - 11 কোটি টাকা
  5. গ্লেন ম্যাক্সওয়েল - 4.20 কোটি
  6. রাহুল চাহার - 3.20 কোটি
  7. নেহাল ওয়াধেরা - 4.20 কোটি
  8. হারপ্রীত ব্রার - 1.50 কোটি টাকা
  9. বিষ্ণু বিনোদ - 95 লাখ
  10. বিজয় কুমার বৈশ্য - 1.80 কোটি টাকা
  11. যশ ঠাকুর - 1.60 কোটি টাকা

10:18 AM, 25 Nov 2024 (IST)

দল পেলেন না যারা...

  1. দেবদূত পাড্ডিকল
  2. ডেভিড ওয়ার্নার
  3. জনি বেয়ারস্টো
  4. ওয়াকার সালামখেল
  5. আনমোলপ্রীত সিং (আনক্যাপড)
  6. যশ ধুল
  7. উৎকর্ষ সিং
  8. উপেন্দ্র যাদব
  9. লাভনিথ সিসোদিয়া
  10. কার্তিক ত্যাগী
  11. পীযূষ চাওলা

10:05 AM, 25 Nov 2024 (IST)

একের পর এক চমক...

  • নিলামের প্রথম দিনেই একের পর এক চমক ৷ 27 কোটিতে বিক্রি হয়েছেন ঋষভ পন্থ ৷ আইপিএলজয়ী শ্রেয়স আইয়ারের দাম উঠেছে 26.75 কোটি টাকা ৷ ভেঙ্কটেশ আইয়ারকে কিনতে 23.75 কোটি টাকা খরচ করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স ৷ অন্যদিকে দলই পাননি তিনবার আইপিএলে কমলা টুপি জেতা ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টোরা ৷

9:12 AM, 25 Nov 2024 (IST)

কী বললেন নাইট কর্তা ?

  • নিলামের পর কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর বলেন, ‘‘নিলাম এভাবেই হয় ৷ দিনের শেষে ও আমাদের পছন্দের প্লেয়ার ৷ আগে থেকেই আমরা ওকে নেওয়ার বিষয়ে একমত ছিলাম ৷ আমরা চ্যাম্পিয়ন টিমের কোর সদস্যদের চাইছিলাম ৷ আমাদের চেষ্টা ছিল ছ’জন খেলোয়াড়কে ধরে রাখা এবং গত বছরের দল থেকে 2-3 জন খেলোয়াড়কে দলে ফিরিয়ে আনা ৷ আমরা গতবারের চ্যাম্পিয়ন, 2021 সালেও ফাইনালে গিয়েছিলাম । দু’দলেই ও (ভেঙ্কটেশ) অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিল । রিটেন না-করায় ও স্পষ্টভাবে আমাদের জানিয়েছিল, ওকে না-নিলে কষ্ট পাবে ৷ আমরা ওকে কষ্ট দিতে চাই না ৷’’

8:56 AM, 25 Nov 2024 (IST)

নিলামে আইয়ারকে নিতে তৈরি ছিল KKR

গতবার আইপিএল জিতেছিল কেকেআর ৷ দলকে ট্রফি জেতানোর ক্ষেত্রে বিশেষ ভূমিকা ছিল আইয়ারের । 15 ম্যাচে করেছিলেন 370 রান । 158 স্ট্রাইক রেটে করেছিলেন 4টি অর্ধ-শতরানও ৷ সেমি-ফাইনালে করেছিলেন 28 বলে 51 ৷ ফাইনালে তাঁর ব্যাট থেকে এসেছিল 26 বলে 56 রানের ইনিংস ৷ সেই খেলোয়াড়কে রিটেন না-করা হলেও নিলামে দলে নেওয়া হবে সেটা আগে থেকেই ঠিক করে রেখেছিল কেকেআর ম্যানেজমেন্ট ।

8:55 AM, 25 Nov 2024 (IST)

অবিশ্বাস্য দামে ভেঙ্কটেশকে কেন কিনল KKR ?

51 কোটি টাকা পার্সে নিয়ে নিলামে নামা কেকেআর মধ্যপ্রদেশের অল-রাউন্ডারকে দলে নিতেই পার্সের অর্ধেক টাকা খালি করে দিয়েছে ৷ পরিসংখ্যান বলছে, দেশের জার্সিতে এখনও দাগ কাটতে পারেননি ভেঙ্কি ৷ কলকাতার হয়ে ব্যাট হাতে নজর কাড়লেও বোলার হিসেবে আইয়ারকে ব্যবহারই করেনি কেকেআর ম্যানেজমেন্ট ৷ এখনও পর্যন্ত 50টি আইপিএল ম্যাচ খেলেছেন তিনি ৷ বল করেছেন মাত্র ন’টি ইনিংসে ৷ 13.3 ওভার হাত ঘুরিয়ে সংগ্রহ মাত্র 3 উইকেট, দিয়েছেন 143 রান ৷

9:05 PM, 24 Nov 2024 (IST)

কলকাতায় অনরিখ নরখে

6.50 কোটি টাকায় অনরিখ নরখেকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স

7:57 PM, 24 Nov 2024 (IST)

সানরাইজার্সে কিষাণ...

  • 11.25 কোটি টাকায় সানরাইজার্স হায়দরাবাদে গেলেন ঈশান কিষাণ ৷

7:47 PM, 24 Nov 2024 (IST)

আরসিবিতে সল্ট...

  • 11.50 কোটিতে বেঙ্গালুরুতে গেলেন ফিল সল্ট ৷

7:39 PM, 24 Nov 2024 (IST)

কলকাতায় কুইন্টন...

  • 3.60 কোটি টাকা দিয়ে কুইন্টন ডি’ককে কিনল কলকাতা নাইট রাইডার্স ৷

7:24 PM, 24 Nov 2024 (IST)

আরসিবি’তে ম্যাড ম্যাক্স...

  • আরসিবি’তেই ফিরলেন গ্লেন ম্যাক্সওয়েল ৷ ম্যাড ম্যাক্সের দর উঠল 4.20 কোটি টাকা ৷

7:17 PM, 24 Nov 2024 (IST)

LSG-তে মার্শ...

  • 3.40 কোটি টাকায় মিচেল মার্শ গেলেন লখনউ সুপার জায়ান্টসে ৷

7:16 PM, 24 Nov 2024 (IST)

পঞ্জাবে স্টয়নিস...

  • 11 কোটি টাকায় অজি অল-রাউন্ডার মার্কাস স্টয়নিসকে দলে নিল পঞ্জাব কিংস ৷

7:15 PM, 24 Nov 2024 (IST)

ভারতের জার্সিতে 2022 সালের শুরুর দিকে শেষ টি-20 ম্যাচ খেলেছেন ৷ ভেঙ্কটেশ আইয়ারের 9টি ম্যাচে সংগ্রহ 133 রান ৷ পেসার অল-রাউন্ডার উইকেট নিয়েছেন 5টি ৷ তাঁকে পেতে পার্সের প্রায় অর্ধেক টাকা খরচ করে দিল কলকাতা নাইট রাইডার্স ৷

7:04 PM, 24 Nov 2024 (IST)

কলকাতায় ভেঙ্কটেশ...

  • নিলামে প্রথম খেলোয়াড় কিনল কেকেআর ৷ ভেঙ্কটেশ আইয়ার টিমে এলেন 23.75 কোটিতে ৷
IPL Auction
আইয়ারকে পেতে অর্ধেক পার্স খালি করল KKR (ইটিভি ভারত)

7:02 PM, 24 Nov 2024 (IST)

9.75 কোটি টাকায় সুপার কিংসে গেলেন রবিচন্দ্রন অশ্বিন ৷

7:01 PM, 24 Nov 2024 (IST)

  • 3.40 কোটি টাকায় চেন্নাইতে গেলেন রাহুল ত্রিপাঠী ৷

7:00 PM, 24 Nov 2024 (IST)

  • 4 কোটি টাকায় চেন্নাই সুপার কিংসে গেলেন রাচিন রবীন্দ্র ৷

6:50 PM, 24 Nov 2024 (IST)

হায়দরাবাদে হর্ষল...

  • 8 কোটি টাকা দর পেলেন হর্ষল পটেল ৷ RTM করে তাঁকে দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ ৷

6:49 PM, 24 Nov 2024 (IST)

দিল্লিতে ম্যাকগার্ক...

  • 9 কোটি টাকা দর পেলেন জেক ফ্রেসার-ম্যাকগার্ক ৷ RTM করে তাঁকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস ৷

6:43 PM, 24 Nov 2024 (IST)

অবিক্রিত ওয়ার্নার...

অবিক্রিত ডেভিড ওয়ার্নার ৷ বিশ্বজয়ী ক্রিকেটারকে কিনতে আগ্রহী নয় কোনও ফ্র্যাঞ্চাইজি ৷

6:38 PM, 24 Nov 2024 (IST)

প্রথম খেলোয়াড় কিনল CSK...

  • 6.25 কোটিতে কিউয়ি ব্যাটার ডেভন কনওয়েকে কিনল চেন্নাই সুুপার কিংস ৷

6:37 PM, 24 Nov 2024 (IST)

লখনউয়ে মার্করাম...

  • 2 কোটি টাকার বেস প্রাইজে এইডেন মার্করামকে কিনল এলএসজি ৷

6:31 PM, 24 Nov 2024 (IST)

দিল্লিতে ব্রুক...

  • 6.25 কোটি টাকায় দিল্লি ক্যাপিটালসে গেলেন হ্যারি ব্রুক ৷

6:29 PM, 24 Nov 2024 (IST)

অবিক্রিত পাড্ডিকল...

  • বর্ডার-গাভাসকর ট্রফিতে খেলছেন ৷ সেই দেবদূত পাড্ডিকলে কেউই আগ্রহ দেখালেন না ৷ অবিক্রিতই রইলেন টিম ইন্ডিয়ার ব্যাটার ৷

6:19 PM, 24 Nov 2024 (IST)

  • এখনও কাউকে কিনতে পারেনি কেকেআর ৷ মহম্মদ শামি, শ্রেয়স আইয়ারের জন্য ঝাঁপিয়েও দলে নিতে পারেনি কলকাতা ৷

6:02 PM, 24 Nov 2024 (IST)

  • রবিবার নিলামের প্রথম বিডেই আর্শদীপ সিংকে আরটিএম কার্ডে 18 কোটি টাকায় রিটেন করেছে পঞ্জাব কিংস ৷ আইপিএলের ইতিহাসে ভারতীয় বোলার হিসেবে সর্বোচ্চ দর পেলেন তিনি ৷

6:01 PM, 24 Nov 2024 (IST)

  • ভারতীয় স্পিনার হিসেবে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দাম পেলেন যুজবেন্দ্র চহাল ৷ তাঁকে 18 কোটি টাকায় কিনেছে পঞ্জাব ৷

5:25 PM, 24 Nov 2024 (IST)

দিল্লিতে গেলেন রাহুল...

14 কোটি টাকায় কেএল রাহুলকে কিনল দিল্লি ক্যাপিটালস ৷

IPL Auction
দিল্লিতে গেলেন কেএল (ইটিভি ভারত)

5:17 PM, 24 Nov 2024 (IST)

লিভিংস্টোনকে কিনল RCB

  • প্রথম খেলোয়াড়কে কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ 8.75 কোটিতে লিয়াম লিভিস্টোনকে নিল আরসিবি ৷

5:12 PM, 24 Nov 2024 (IST)

গুজরাতে সিরাজ...

  • 12.25 কোটি টাকায় মহম্মদ সিরাজকে কিনে নিল গুজরাত টাইটান্স ৷

5:08 PM, 24 Nov 2024 (IST)

পঞ্জাবে গেলেন চহাল...

  • 18 কোটি টাকায় যুজবেন্দ্র চহালকে কিনে নিল প্রীতি জিন্টার পঞ্জাব কিংস ৷

4:58 PM, 24 Nov 2024 (IST)

হায়দরাবাদে শামি...

  • মহম্মদ শামির জন্য ঝাঁপিয়েছিল কলকাতা নাইট রাইডার্স । যদিও বাংলার তারকা ক্রিকেটারকে 10 কোটি টাকায় দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ ৷
IPL Mega Auction 2025
হায়দরাবাদে শামি (ইটিভি ভারত)

4:34 PM, 24 Nov 2024 (IST)

আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দর পেলেন ঋষভ....

  • 27 কোটি টাকা ৷ শ্রেয়সের রেকর্ড ভেঙে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দর পেলেন ঋষভ পন্থ ৷ স্টাম্পার-ব্যাটার গেলেন লখনউ সুপার জায়ান্টসে ৷
IPL Mega Auction 2025
শ্রেয়সকে ছাপিয়ে গেলেন ঋষভ (ইটিভি ভারত)

4:33 PM, 24 Nov 2024 (IST)

নিলামে ঋষভ...

  • জাতীয় দলের স্টাম্পার-ব্যাটারকে নিয়ে দড়ি টানাটানি হায়দরাবাদ-লখনউয়ের ৷

4:29 PM, 24 Nov 2024 (IST)

দিল্লিতে স্টার্ক...

  • 11.75 কোটি টাকায় দিল্লি ক্যাপিটালসে মিচেল স্টার্ক ৷

4:25 PM, 24 Nov 2024 (IST)

নিলামে উঠলেন গতবারের সবচেয়ে দামী খেলোয়াড়...

গতবার আইপিএলে সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছিলেন তিনি ৷ আট বছর পর ভারতীয় টি-20 লিগে ফিরে সবচেয়ে দামি খেলোয়াড়ের তকমা জিতে নিয়েছিলেন মিচেল স্টার্ক ৷ 24 কোটি 75 লক্ষ টাকায় তাঁকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স ৷ এবার নিলামে উঠলেন তিনি ৷

4:22 PM, 24 Nov 2024 (IST)

গুজরাতে বাটলার...

  • 15.75 কোটি টাকায় গুজরাত টাইটান্সে গেলেন জোস বাটলার ৷

4:22 PM, 24 Nov 2024 (IST)

রিটনশনে কত খরচ করেছে কেকেআর ?

  • কলকাতা নাইট রাইডার্স সর্বাধিক 6 ক্রিকেটারকেই রেখে দিয়েছে ৷ তারমধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছেন রিঙ্কু সিং (13 কোটি টাকা) ৷ 55 লক্ষে নাইটদের একের পর এক ম্যাচ জেতানো রিঙ্কুকে কেকেআর দিচ্ছে 13 কোটি টাকা ৷ অর্থাৎ গতবারের চেয়ে 12 কোটি 45 লক্ষ টাকা বেশি বেতন পারেন তিনি ৷ এছাড়াও সুনীল নারিন (12 কোটি), আন্দ্রে রাসেল (12 কোটি), বরুণ চক্রবর্তীকে (12 কোটি) ধরে রেখেছে টিম ইন্ডিয়া । পাশাপাশি হর্ষিত রানা (4 কোটি) এবং রমনদীপ সিংকেও (4 কোটি) রেখে দিয়েছে নাইটরা ।

4:04 PM, 24 Nov 2024 (IST)

আইপিএলের সবচেয়ে দামী খেলোয়াড় শ্রেয়স...

  • শ্রেয়স আইয়ারের নেতৃত্বেই 2024 আইপিএল শিরোপা ঘরে তুলেছিল পার্পল ব্রিগেড ৷ ব্যাট হাতেও বড় ভূমিকা ছিল জাতীয় দলের ব্যাটারের ৷ আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দর পেলেন তিনি ৷ 26.75 কোটি টাকায় তাঁকে দলে নিল পঞ্জাব কিংস ৷
IPL Auction
আইপিএলের সবচেয়ে দামী খেলোয়াড় শ্রেয়স (ইটিভি ভারত)

4:02 PM, 24 Nov 2024 (IST)

  • আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিং, হর্ষিত রানা, রমনদীপ সিং ও বরুণ চক্রবর্তী ৷ সর্বাধিক 6 ক্রিকেটারকেই রেখে দিয়েছে পার্পল ব্রিগেড ৷ কিন্তু তালিকায় নেই দলকে ট্রফি দেওয়া শ্রেয়স আইয়ার ৷ আইপিএলের অন্যতম সেরা ব্যাটার ও অধিনায়ককে কেন রিটেন করেনি কেকেআর ৷

3:58 PM, 24 Nov 2024 (IST)

গুজরাতে রাবাদা...

  • কাগিসো রাবাদা বিক্রি হলেন 10.75 কোটি টাকায় ৷ প্রোটিয়া পেসারকে দলে নিল গুজরাত টাইটান্স ৷

3:48 PM, 24 Nov 2024 (IST)

পঞ্জাব কিংসেই রইলেন আর্শদীপ...

  • 18 কোটি টাকায় আর্শদীপ সিং’কে কিনে নিল পঞ্জাব কিংস ৷ রাইট টু ম্যাচে পেসারকে দলে রাখল প্রীতি জিন্টার দল ৷

3:47 PM, 24 Nov 2024 (IST)

  • নিলাম শুরু হল আর্শদীপ সিং’কে দিয়ে ৷ নাম তুললেন বিসিসিআই সচিব জয় শাহ ৷

3:39 PM, 24 Nov 2024 (IST)

শুরু হয়ে গেল আইপিএল 2025 মেগা নিলাম

3:32 PM, 24 Nov 2024 (IST)

কার পার্সে কত টাকা রয়েছে ?

  • টিম ও টাকার অঙ্ক
  • আরটিএম (RTM) কার্ড
মুম্বই ইন্ডিয়ান্স ₹ 45 কোটি1 (1 আনক্যাপড)
চেন্নাই সুপার কিংস ₹55 কোটি1 (1 আনক্যাপড/1 ক্যাপড)
কলকাতা নাইট রাইডার্স ₹51 কোটি0
দিল্লি ক্যাপিটালস ₹73 কোটি2 (1 আনক্যাপড/2 ক্যাপড)
গুজরাট টাইটানস ₹69 কোটি1 (1 ক্যাপড)
লখনউ সুপার জায়ান্টস ₹69 কোটি1 (1 ক্যাপড)
পাঞ্জাব কিংস ₹ 110.5 কোটি4 (4 ক্যাপড)
রাজস্থান রয়্যালস ₹ 41 কোটি0
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ₹ 83 কোটি3 (1 আনক্যাপড/3 ক্যাপড)
সানরাইজার্স হায়দ্রাবাদ ₹ 45 কোটি1 (1 আনক্যাপড)

3:27 PM, 24 Nov 2024 (IST)

ভাগ্য নির্ধারণ পন্থ-রাহুলের...

  • আইপিএল 2025 নিলামে সাত ভারতীয় তারকা মার্কি সেটে রয়েছেন । এই 7 খেলোয়াড় হলেন ঋষভ পন্থ, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল এবং আর্শদীপ সিং ।

3:24 PM, 24 Nov 2024 (IST)

নিলামে উঠবে 13 বছরের বৈভব...

  • ঋষভ পন্ত, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, আর্শদীপ সিং... 24-25 নভেম্বর একাধিক তারকার ভাগ্য নির্ধারণ ৷ ‘মেন ইন ব্লু’কে বিশ্বকাপ দেওয়া ক্রিকেটারদের পাশাপাশি নিলামে উঠবে 13 বছর বয়সি দেশের অনূর্ধ্ব-19 ক্রিকেটার বৈভব সূর্যবংশীও ৷

3:20 PM, 24 Nov 2024 (IST)

204টি স্লটের জন্য দু'দিনের মেগা নিলাম...

  • প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি সর্বাধিক 25 জন করে ক্রিকেটার স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে পারবে ৷ সেক্ষেত্রে রিটেনড প্লেয়ারদের তালিকা বাদ দিলে সবক'টি ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে 204টি স্লটের জন্য দু'দিনের মেগা নিলাম চলবে সৌদির জেদ্দা শহরে ৷

3:16 PM, 24 Nov 2024 (IST)

577 খেলোয়াড়ের ভাগ্য নির্ধারণ...

প্রাথমিকভাবে জানা গিয়েছিল, 1574 জন ক্রিকেটারের মধ্যে 1165 জন ভারতীয় ক্রিকেটার ও 409 জন বিদেশি ক্রিকেটারের ভাগ্য নির্ধারিত হবে ওই দু'দিনে ৷ তবে বিসিসিআই 1574 জন খেলোয়াড়ের প্রাথমিক তালিকা ছাঁটাই করে 574-এ নামিয়ে এনেছে ৷ যার মধ্যে 366 জন ভারতীয় এবং 208 জন বিদেশি । 48 জন ক্যাপড ভারতীয় এবং 193 জন ক্যাপড বিদেশি খেলোয়াড় । যদিও পরে 3 খেলোয়াড়কে ওই তালিকায় সামিল করা হয়েছে ৷ ফলে খেলোয়াড়ের সংখ্যাটা 577 ৷

3:14 PM, 24 Nov 2024 (IST)

জেদ্দার আবাদি আল জোহার এরিনায় নিলাম...

  • দু’দিন ব্য়াপী এবার আইপিএলের নিলাম প্রাথমিকভাবে হওয়ার কথা ছিল রিয়াধে ৷ যদিও সৌদিতেই নয়া ভেন্যু খুঁজে নিয়েছে বোর্ড ৷ নিলামের জন্য নথিভুক্ত হয়েছেন 1574 জন ক্রিকেটার ৷ জেদ্দার আবাদি আল জোহার এরিনায় বসবে নিলামে উঠবেন বিশ্বের নামীদামি ক্রিকেটাররা ৷
Last Updated : Nov 25, 2024, 8:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.