ETV Bharat / sports

27 কোটি ! শ্রেয়সকে ছাপিয়ে গেলেন ঋষভ, রেকর্ড দরে লখনউ’য়ে পন্থ

IPL 2025 Mega Auction
IPL 2025 মেগা নিলাম (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : 3 hours ago

Updated : 4 minutes ago

জেদ্দায় রবিবার ও সোমবার বসছে আইপিএল 2025 নিলামের আসর ৷ ইতিমধ্যেই আইপিএলের উদ্বোধন ও ফাইনালের দিন জানিয়ে দিয়েছে বোর্ড ৷ শুধু তাই নয়, নজিরবিহীনভাবে আগামী তিনবছরের তারিখও জানিয়ে দেওয়া হয়েছে ৷ আগামী বছর মার্চে শুরু হবে আইপিএল ৷ 25 মে অনুষ্টিত হবে ফাইনাল ৷

LIVE FEED

6:19 PM, 24 Nov 2024 (IST)

  • এখনও কাউকে কিনতে পারেনি কেকেআর ৷ মহম্মদ শামি, শ্রেয়স আইয়ারের জন্য ঝাঁপিয়েও দলে নিতে পারেনি কলকাতা ৷

6:02 PM, 24 Nov 2024 (IST)

  • রবিবার নিলামের প্রথম বিডেই আর্শদীপ সিংকে আরটিএম কার্ডে 18 কোটি টাকায় রিটেন করেছে পঞ্জাব কিংস ৷ আইপিএলের ইতিহাসে ভারতীয় বোলার হিসেবে সর্বোচ্চ দর পেলেন তিনি ৷

6:01 PM, 24 Nov 2024 (IST)

  • ভারতীয় স্পিনার হিসেবে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দাম পেলেন যুজবেন্দ্র চহাল ৷ তাঁকে 18 কোটি টাকায় কিনেছে পঞ্জাব ৷

5:25 PM, 24 Nov 2024 (IST)

দিল্লিতে গেলেন রাহুল

14 কোটি টাকায় কেএল রাহুলকে কিনল দিল্লি ক্যাপিটালস ৷

5:17 PM, 24 Nov 2024 (IST)

লিভিংস্টোনকে কিনল RCB

  • প্রথম খেলোয়াড়কে কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ 8.75 কোটিতে লিয়াম লিভিস্টোনকে নিল আরসিবি ৷

5:12 PM, 24 Nov 2024 (IST)

গুজরাতে সিরাজ...

  • 12.25 কোটি টাকায় মহম্মদ সিরাজকে কিনে নিল গুজরাত টাইটান্স ৷

5:08 PM, 24 Nov 2024 (IST)

পঞ্জাবে গেলেন চহাল...

  • 18 কোটি টাকায় যুজবেন্দ্র চহালকে কিনে নিল প্রীতি জিন্টার পঞ্জাব কিংস ৷

4:58 PM, 24 Nov 2024 (IST)

হায়দরাবাদে শামি...

  • মহম্মদ শামির জন্য ঝাঁপিয়েছিল কলকাতা নাইট রাইডার্স । যদিও বাংলার তারকা ক্রিকেটারকে 10 কোটি টাকায় দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ ৷
IPL Mega Auction 2025
হায়দরাবাদে শামি (ইটিভি ভারত)

4:34 PM, 24 Nov 2024 (IST)

আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দর পেলেন ঋষভ....

  • 27 কোটি টাকা ৷ শ্রেয়সের রেকর্ড ভেঙে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দর পেলেন ঋষভ পন্থ ৷ স্টাম্পার-ব্যাটার গেলেন লখনউ সুপার জায়ান্টসে ৷
IPL Mega Auction 2025
শ্রেয়সকে ছাপিয়ে গেলেন ঋষভ (ইটিভি ভারত)

4:33 PM, 24 Nov 2024 (IST)

নিলামে ঋষভ...

  • জাতীয় দলের স্টাম্পার-ব্যাটারকে নিয়ে দড়ি টানাটানি হায়দরাবাদ-লখনউয়ের ৷

4:29 PM, 24 Nov 2024 (IST)

দিল্লিতে স্টার্ক...

  • 11.75 কোটি টাকায় দিল্লি ক্যাপিটালসে মিচেল স্টার্ক ৷

4:25 PM, 24 Nov 2024 (IST)

নিলামে উঠলেন গতবারের সবচেয়ে দামী খেলোয়াড়...

গতবার আইপিএলে সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছিলেন তিনি ৷ আট বছর পর ভারতীয় টি-20 লিগে ফিরে সবচেয়ে দামি খেলোয়াড়ের তকমা জিতে নিয়েছিলেন মিচেল স্টার্ক ৷ 24 কোটি 75 লক্ষ টাকায় তাঁকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স ৷ এবার নিলামে উঠলেন তিনি ৷

4:22 PM, 24 Nov 2024 (IST)

গুজরাতে বাটলার...

  • 15.75 কোটি টাকায় গুজরাত টাইটান্সে গেলেন জোস বাটলার ৷

4:22 PM, 24 Nov 2024 (IST)

রিটনশনে কত খরচ করেছে কেকেআর ?

  • কলকাতা নাইট রাইডার্স সর্বাধিক 6 ক্রিকেটারকেই রেখে দিয়েছে ৷ তারমধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছেন রিঙ্কু সিং (13 কোটি টাকা) ৷ 55 লক্ষে নাইটদের একের পর এক ম্যাচ জেতানো রিঙ্কুকে কেকেআর দিচ্ছে 13 কোটি টাকা ৷ অর্থাৎ গতবারের চেয়ে 12 কোটি 45 লক্ষ টাকা বেশি বেতন পারেন তিনি ৷ এছাড়াও সুনীল নারিন (12 কোটি), আন্দ্রে রাসেল (12 কোটি), বরুণ চক্রবর্তীকে (12 কোটি) ধরে রেখেছে টিম ইন্ডিয়া । পাশাপাশি হর্ষিত রানা (4 কোটি) এবং রমনদীপ সিংকেও (4 কোটি) রেখে দিয়েছে নাইটরা ।

4:04 PM, 24 Nov 2024 (IST)

আইপিএলের সবচেয়ে দামী খেলোয়াড় শ্রেয়স...

  • শ্রেয়স আইয়ারের নেতৃত্বেই 2024 আইপিএল শিরোপা ঘরে তুলেছিল পার্পল ব্রিগেড ৷ ব্যাট হাতেও বড় ভূমিকা ছিল জাতীয় দলের ব্যাটারের ৷ আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দর পেলেন তিনি ৷ 26.75 কোটি টাকায় তাঁকে দলে নিল পঞ্জাব কিংস ৷
IPL Auction
আইপিএলের সবচেয়ে দামী খেলোয়াড় শ্রেয়স (ইটিভি ভারত)

4:02 PM, 24 Nov 2024 (IST)

  • আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিং, হর্ষিত রানা, রমনদীপ সিং ও বরুণ চক্রবর্তী ৷ সর্বাধিক 6 ক্রিকেটারকেই রেখে দিয়েছে পার্পল ব্রিগেড ৷ কিন্তু তালিকায় নেই দলকে ট্রফি দেওয়া শ্রেয়স আইয়ার ৷ আইপিএলের অন্যতম সেরা ব্যাটার ও অধিনায়ককে কেন রিটেন করেনি কেকেআর ৷

3:58 PM, 24 Nov 2024 (IST)

গুজরাতে রাবাদা...

  • কাগিসো রাবাদা বিক্রি হলেন 10.75 কোটি টাকায় ৷ প্রোটিয়া পেসারকে দলে নিল গুজরাত টাইটান্স ৷

3:48 PM, 24 Nov 2024 (IST)

পঞ্জাব কিংসেই রইলেন আর্শদীপ...

  • 18 কোটি টাকায় আর্শদীপ সিং’কে কিনে নিল পঞ্জাব কিংস ৷ রাইট টু ম্যাচে পেসারকে দলে রাখল প্রীতি জিন্টার দল ৷

3:47 PM, 24 Nov 2024 (IST)

  • নিলাম শুরু হল আর্শদীপ সিং’কে দিয়ে ৷ নাম তুললেন বিসিসিআই সচিব জয় শাহ ৷

3:39 PM, 24 Nov 2024 (IST)

শুরু হয়ে গেল আইপিএল 2025 মেগা নিলাম

3:32 PM, 24 Nov 2024 (IST)

কার পার্সে কত টাকা রয়েছে ?

  • টিম ও টাকার অঙ্ক
  • আরটিএম (RTM) কার্ড
মুম্বই ইন্ডিয়ান্স ₹ 45 কোটি1 (1 আনক্যাপড)
চেন্নাই সুপার কিংস ₹55 কোটি1 (1 আনক্যাপড/1 ক্যাপড)
কলকাতা নাইট রাইডার্স ₹51 কোটি0
দিল্লি ক্যাপিটালস ₹73 কোটি2 (1 আনক্যাপড/2 ক্যাপড)
গুজরাট টাইটানস ₹69 কোটি1 (1 ক্যাপড)
লখনউ সুপার জায়ান্টস ₹69 কোটি1 (1 ক্যাপড)
পাঞ্জাব কিংস ₹ 110.5 কোটি4 (4 ক্যাপড)
রাজস্থান রয়্যালস ₹ 41 কোটি0
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ₹ 83 কোটি3 (1 আনক্যাপড/3 ক্যাপড)
সানরাইজার্স হায়দ্রাবাদ ₹ 45 কোটি1 (1 আনক্যাপড)

3:27 PM, 24 Nov 2024 (IST)

ভাগ্য নির্ধারণ পন্থ-রাহুলের...

  • আইপিএল 2025 নিলামে সাত ভারতীয় তারকা মার্কি সেটে রয়েছেন । এই 7 খেলোয়াড় হলেন ঋষভ পন্থ, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল এবং আর্শদীপ সিং ।

3:24 PM, 24 Nov 2024 (IST)

নিলামে উঠবে 13 বছরের বৈভব...

  • ঋষভ পন্ত, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, আর্শদীপ সিং... 24-25 নভেম্বর একাধিক তারকার ভাগ্য নির্ধারণ ৷ ‘মেন ইন ব্লু’কে বিশ্বকাপ দেওয়া ক্রিকেটারদের পাশাপাশি নিলামে উঠবে 13 বছর বয়সি দেশের অনূর্ধ্ব-19 ক্রিকেটার বৈভব সূর্যবংশীও ৷

3:20 PM, 24 Nov 2024 (IST)

204টি স্লটের জন্য দু'দিনের মেগা নিলাম...

  • প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি সর্বাধিক 25 জন করে ক্রিকেটার স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে পারবে ৷ সেক্ষেত্রে রিটেনড প্লেয়ারদের তালিকা বাদ দিলে সবক'টি ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে 204টি স্লটের জন্য দু'দিনের মেগা নিলাম চলবে সৌদির জেদ্দা শহরে ৷

3:16 PM, 24 Nov 2024 (IST)

574 খেলোয়াড়ের ভাগ্য নির্ধারণ...

  • প্রাথমিকভাবে জানা গিয়েছিল, 1574 জন ক্রিকেটারের মধ্যে 1165 জন ভারতীয় ক্রিকেটার ও 409 জন বিদেশি ক্রিকেটারের ভাগ্য নির্ধারিত হবে ওই দু'দিনে ৷ তবে বিসিসিআই 1574 জন খেলোয়াড়ের প্রাথমিক তালিকা ছাঁটাই করে 574-এ নামিয়ে এনেছে ৷ যার মধ্যে 366 জন ভারতীয় এবং 208 জন বিদেশি । 48 জন ক্যাপড ভারতীয় এবং 193 জন ক্যাপড বিদেশি খেলোয়াড় । যদিও পরে 3 খেলোয়াড়কে ওই তালিকায় সামিল করা হয়েছে ৷ ফলে খেলোয়াড়ের সংখ্যাটা 574 ৷

3:14 PM, 24 Nov 2024 (IST)

জেদ্দার আবাদি আল জোহার এরিনায় নিলাম...

  • দু’দিন ব্য়াপী এবার আইপিএলের নিলাম প্রাথমিকভাবে হওয়ার কথা ছিল রিয়াধে ৷ যদিও সৌদিতেই নয়া ভেন্যু খুঁজে নিয়েছে বোর্ড ৷ নিলামের জন্য নথিভুক্ত হয়েছেন 1574 জন ক্রিকেটার ৷ জেদ্দার আবাদি আল জোহার এরিনায় বসবে নিলামে উঠবেন বিশ্বের নামীদামি ক্রিকেটাররা ৷

জেদ্দায় রবিবার ও সোমবার বসছে আইপিএল 2025 নিলামের আসর ৷ ইতিমধ্যেই আইপিএলের উদ্বোধন ও ফাইনালের দিন জানিয়ে দিয়েছে বোর্ড ৷ শুধু তাই নয়, নজিরবিহীনভাবে আগামী তিনবছরের তারিখও জানিয়ে দেওয়া হয়েছে ৷ আগামী বছর মার্চে শুরু হবে আইপিএল ৷ 25 মে অনুষ্টিত হবে ফাইনাল ৷

LIVE FEED

6:19 PM, 24 Nov 2024 (IST)

  • এখনও কাউকে কিনতে পারেনি কেকেআর ৷ মহম্মদ শামি, শ্রেয়স আইয়ারের জন্য ঝাঁপিয়েও দলে নিতে পারেনি কলকাতা ৷

6:02 PM, 24 Nov 2024 (IST)

  • রবিবার নিলামের প্রথম বিডেই আর্শদীপ সিংকে আরটিএম কার্ডে 18 কোটি টাকায় রিটেন করেছে পঞ্জাব কিংস ৷ আইপিএলের ইতিহাসে ভারতীয় বোলার হিসেবে সর্বোচ্চ দর পেলেন তিনি ৷

6:01 PM, 24 Nov 2024 (IST)

  • ভারতীয় স্পিনার হিসেবে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দাম পেলেন যুজবেন্দ্র চহাল ৷ তাঁকে 18 কোটি টাকায় কিনেছে পঞ্জাব ৷

5:25 PM, 24 Nov 2024 (IST)

দিল্লিতে গেলেন রাহুল

14 কোটি টাকায় কেএল রাহুলকে কিনল দিল্লি ক্যাপিটালস ৷

5:17 PM, 24 Nov 2024 (IST)

লিভিংস্টোনকে কিনল RCB

  • প্রথম খেলোয়াড়কে কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ 8.75 কোটিতে লিয়াম লিভিস্টোনকে নিল আরসিবি ৷

5:12 PM, 24 Nov 2024 (IST)

গুজরাতে সিরাজ...

  • 12.25 কোটি টাকায় মহম্মদ সিরাজকে কিনে নিল গুজরাত টাইটান্স ৷

5:08 PM, 24 Nov 2024 (IST)

পঞ্জাবে গেলেন চহাল...

  • 18 কোটি টাকায় যুজবেন্দ্র চহালকে কিনে নিল প্রীতি জিন্টার পঞ্জাব কিংস ৷

4:58 PM, 24 Nov 2024 (IST)

হায়দরাবাদে শামি...

  • মহম্মদ শামির জন্য ঝাঁপিয়েছিল কলকাতা নাইট রাইডার্স । যদিও বাংলার তারকা ক্রিকেটারকে 10 কোটি টাকায় দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ ৷
IPL Mega Auction 2025
হায়দরাবাদে শামি (ইটিভি ভারত)

4:34 PM, 24 Nov 2024 (IST)

আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দর পেলেন ঋষভ....

  • 27 কোটি টাকা ৷ শ্রেয়সের রেকর্ড ভেঙে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দর পেলেন ঋষভ পন্থ ৷ স্টাম্পার-ব্যাটার গেলেন লখনউ সুপার জায়ান্টসে ৷
IPL Mega Auction 2025
শ্রেয়সকে ছাপিয়ে গেলেন ঋষভ (ইটিভি ভারত)

4:33 PM, 24 Nov 2024 (IST)

নিলামে ঋষভ...

  • জাতীয় দলের স্টাম্পার-ব্যাটারকে নিয়ে দড়ি টানাটানি হায়দরাবাদ-লখনউয়ের ৷

4:29 PM, 24 Nov 2024 (IST)

দিল্লিতে স্টার্ক...

  • 11.75 কোটি টাকায় দিল্লি ক্যাপিটালসে মিচেল স্টার্ক ৷

4:25 PM, 24 Nov 2024 (IST)

নিলামে উঠলেন গতবারের সবচেয়ে দামী খেলোয়াড়...

গতবার আইপিএলে সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছিলেন তিনি ৷ আট বছর পর ভারতীয় টি-20 লিগে ফিরে সবচেয়ে দামি খেলোয়াড়ের তকমা জিতে নিয়েছিলেন মিচেল স্টার্ক ৷ 24 কোটি 75 লক্ষ টাকায় তাঁকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স ৷ এবার নিলামে উঠলেন তিনি ৷

4:22 PM, 24 Nov 2024 (IST)

গুজরাতে বাটলার...

  • 15.75 কোটি টাকায় গুজরাত টাইটান্সে গেলেন জোস বাটলার ৷

4:22 PM, 24 Nov 2024 (IST)

রিটনশনে কত খরচ করেছে কেকেআর ?

  • কলকাতা নাইট রাইডার্স সর্বাধিক 6 ক্রিকেটারকেই রেখে দিয়েছে ৷ তারমধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছেন রিঙ্কু সিং (13 কোটি টাকা) ৷ 55 লক্ষে নাইটদের একের পর এক ম্যাচ জেতানো রিঙ্কুকে কেকেআর দিচ্ছে 13 কোটি টাকা ৷ অর্থাৎ গতবারের চেয়ে 12 কোটি 45 লক্ষ টাকা বেশি বেতন পারেন তিনি ৷ এছাড়াও সুনীল নারিন (12 কোটি), আন্দ্রে রাসেল (12 কোটি), বরুণ চক্রবর্তীকে (12 কোটি) ধরে রেখেছে টিম ইন্ডিয়া । পাশাপাশি হর্ষিত রানা (4 কোটি) এবং রমনদীপ সিংকেও (4 কোটি) রেখে দিয়েছে নাইটরা ।

4:04 PM, 24 Nov 2024 (IST)

আইপিএলের সবচেয়ে দামী খেলোয়াড় শ্রেয়স...

  • শ্রেয়স আইয়ারের নেতৃত্বেই 2024 আইপিএল শিরোপা ঘরে তুলেছিল পার্পল ব্রিগেড ৷ ব্যাট হাতেও বড় ভূমিকা ছিল জাতীয় দলের ব্যাটারের ৷ আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দর পেলেন তিনি ৷ 26.75 কোটি টাকায় তাঁকে দলে নিল পঞ্জাব কিংস ৷
IPL Auction
আইপিএলের সবচেয়ে দামী খেলোয়াড় শ্রেয়স (ইটিভি ভারত)

4:02 PM, 24 Nov 2024 (IST)

  • আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিং, হর্ষিত রানা, রমনদীপ সিং ও বরুণ চক্রবর্তী ৷ সর্বাধিক 6 ক্রিকেটারকেই রেখে দিয়েছে পার্পল ব্রিগেড ৷ কিন্তু তালিকায় নেই দলকে ট্রফি দেওয়া শ্রেয়স আইয়ার ৷ আইপিএলের অন্যতম সেরা ব্যাটার ও অধিনায়ককে কেন রিটেন করেনি কেকেআর ৷

3:58 PM, 24 Nov 2024 (IST)

গুজরাতে রাবাদা...

  • কাগিসো রাবাদা বিক্রি হলেন 10.75 কোটি টাকায় ৷ প্রোটিয়া পেসারকে দলে নিল গুজরাত টাইটান্স ৷

3:48 PM, 24 Nov 2024 (IST)

পঞ্জাব কিংসেই রইলেন আর্শদীপ...

  • 18 কোটি টাকায় আর্শদীপ সিং’কে কিনে নিল পঞ্জাব কিংস ৷ রাইট টু ম্যাচে পেসারকে দলে রাখল প্রীতি জিন্টার দল ৷

3:47 PM, 24 Nov 2024 (IST)

  • নিলাম শুরু হল আর্শদীপ সিং’কে দিয়ে ৷ নাম তুললেন বিসিসিআই সচিব জয় শাহ ৷

3:39 PM, 24 Nov 2024 (IST)

শুরু হয়ে গেল আইপিএল 2025 মেগা নিলাম

3:32 PM, 24 Nov 2024 (IST)

কার পার্সে কত টাকা রয়েছে ?

  • টিম ও টাকার অঙ্ক
  • আরটিএম (RTM) কার্ড
মুম্বই ইন্ডিয়ান্স ₹ 45 কোটি1 (1 আনক্যাপড)
চেন্নাই সুপার কিংস ₹55 কোটি1 (1 আনক্যাপড/1 ক্যাপড)
কলকাতা নাইট রাইডার্স ₹51 কোটি0
দিল্লি ক্যাপিটালস ₹73 কোটি2 (1 আনক্যাপড/2 ক্যাপড)
গুজরাট টাইটানস ₹69 কোটি1 (1 ক্যাপড)
লখনউ সুপার জায়ান্টস ₹69 কোটি1 (1 ক্যাপড)
পাঞ্জাব কিংস ₹ 110.5 কোটি4 (4 ক্যাপড)
রাজস্থান রয়্যালস ₹ 41 কোটি0
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ₹ 83 কোটি3 (1 আনক্যাপড/3 ক্যাপড)
সানরাইজার্স হায়দ্রাবাদ ₹ 45 কোটি1 (1 আনক্যাপড)

3:27 PM, 24 Nov 2024 (IST)

ভাগ্য নির্ধারণ পন্থ-রাহুলের...

  • আইপিএল 2025 নিলামে সাত ভারতীয় তারকা মার্কি সেটে রয়েছেন । এই 7 খেলোয়াড় হলেন ঋষভ পন্থ, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল এবং আর্শদীপ সিং ।

3:24 PM, 24 Nov 2024 (IST)

নিলামে উঠবে 13 বছরের বৈভব...

  • ঋষভ পন্ত, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, আর্শদীপ সিং... 24-25 নভেম্বর একাধিক তারকার ভাগ্য নির্ধারণ ৷ ‘মেন ইন ব্লু’কে বিশ্বকাপ দেওয়া ক্রিকেটারদের পাশাপাশি নিলামে উঠবে 13 বছর বয়সি দেশের অনূর্ধ্ব-19 ক্রিকেটার বৈভব সূর্যবংশীও ৷

3:20 PM, 24 Nov 2024 (IST)

204টি স্লটের জন্য দু'দিনের মেগা নিলাম...

  • প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি সর্বাধিক 25 জন করে ক্রিকেটার স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে পারবে ৷ সেক্ষেত্রে রিটেনড প্লেয়ারদের তালিকা বাদ দিলে সবক'টি ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে 204টি স্লটের জন্য দু'দিনের মেগা নিলাম চলবে সৌদির জেদ্দা শহরে ৷

3:16 PM, 24 Nov 2024 (IST)

574 খেলোয়াড়ের ভাগ্য নির্ধারণ...

  • প্রাথমিকভাবে জানা গিয়েছিল, 1574 জন ক্রিকেটারের মধ্যে 1165 জন ভারতীয় ক্রিকেটার ও 409 জন বিদেশি ক্রিকেটারের ভাগ্য নির্ধারিত হবে ওই দু'দিনে ৷ তবে বিসিসিআই 1574 জন খেলোয়াড়ের প্রাথমিক তালিকা ছাঁটাই করে 574-এ নামিয়ে এনেছে ৷ যার মধ্যে 366 জন ভারতীয় এবং 208 জন বিদেশি । 48 জন ক্যাপড ভারতীয় এবং 193 জন ক্যাপড বিদেশি খেলোয়াড় । যদিও পরে 3 খেলোয়াড়কে ওই তালিকায় সামিল করা হয়েছে ৷ ফলে খেলোয়াড়ের সংখ্যাটা 574 ৷

3:14 PM, 24 Nov 2024 (IST)

জেদ্দার আবাদি আল জোহার এরিনায় নিলাম...

  • দু’দিন ব্য়াপী এবার আইপিএলের নিলাম প্রাথমিকভাবে হওয়ার কথা ছিল রিয়াধে ৷ যদিও সৌদিতেই নয়া ভেন্যু খুঁজে নিয়েছে বোর্ড ৷ নিলামের জন্য নথিভুক্ত হয়েছেন 1574 জন ক্রিকেটার ৷ জেদ্দার আবাদি আল জোহার এরিনায় বসবে নিলামে উঠবেন বিশ্বের নামীদামি ক্রিকেটাররা ৷
Last Updated : 4 minutes ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.