ETV Bharat / bharat

60 বছরে প্রথমবার! বিরোধী দলনেতা পাচ্ছে না মহারাষ্ট্র বিধানসভা - MAHARASHTRA ASSEMBLY

বিরোধী কোনও দলই প্রধান বিরোধী দলের তকমা পাওয়ার জন্য দরকারি 29টি আসনও পায়নি ৷ আর তাই 6 দশক বাদে প্রধান বিরোধী দলনেতা ছাড়াই চলবে বিধানসভা।

MAHARASHTRA ASSEMBLY
বিরোধী দলনেতা থাকছে না মহারাষ্ট্র বিধানসভায় (প্রতীকী চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 24, 2024, 3:12 PM IST

মুম্বই, 24 নভেম্বর: বিধানসভা নির্বাচনে মহাযুতি'র রেকর্ড জয়ের পাশাপাশি আরও একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে মহারাষ্ট্র ৷ এনডিএ জোটের ফলাফলের জের এতটাই প্রবল যে বিধানসভায় কোনও বিরোধী দলই প্রধান বিরোধীদলের তকমা পাচ্ছে না ৷ গত ছয় দশকের মধ্যে প্রথমবার বিরোধী দলনেতা ছাড়াই রাজ্য বিধানসভা চলবে ৷

বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি 288টি বিধানসভা আসনের মধ্যে 230টি আসনেই জিতেছে। আর ক্ষমতাসীন জোটের ঝড়ে কার্যত লন্ডভন্ড অবস্থা বিরোধী জোটের ৷ অবস্থা এমনই যে বিরোধী কোনও দলই প্রধান বিরোধী দলের তকমা পাওয়ার জন্য ন্যূনতম 29টি আসনও পায়নি ৷ রাজ্য বিধানসভা আইনে বিরোধী দলের নেতাদের বেতন এবং ভাতাগুলির বিধান অনুসারে, একটি দলকে প্রধান বিরোধী দলের তকমা অর্জনের জন্য সামগ্রিক আসনের ন্যূনতম 10 শতাংশ আসন পেতে হয় ৷

নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, বিরোধী এমভিএ-র অংশ শিবসেনা (ইউবিটি) বিরোধী জোটের মধ্যে সর্বোচ্চ 20টি আসন জিতেছে ৷ বিরোধী দলনেতার জন্য প্রয়োজনীয় সংখ্যার চেয়ে নয়টি আসন কম আছে তাদের। কংগ্রেস 16টি আসনে জিতেছে এবং শরদ পাওয়ারের এনসিপি (এসপি) পেয়েছে মাত্র 10টি আসন।

শনিবার রাতে 288টি আসনের সম্পূর্ণ ফলাফল ঘোষণা হয়েছে মহারাষ্ট্রে ৷ সেখানে দেখা গিয়েছে, বিজেপি 149টি আসনের মধ্যে 132টি আসনে জয়লাভ করেছে। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবসেনা 57টি আসনে জয়ী হয়েছে। মহাযুতির তৃতীয় শরিক অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি 41টি আসনে জিতেছে।

আর এই ফলাফলের পরই স্পষ্ট হয়েছে, 60 বছরের মধ্যে প্রথমবার মহারাষ্ট্র বিধানসভায় কোনও বিরোধী দলনেতা থাকছেন না। রাজ্য বিধানসভার প্রাক্তন প্রধান সচিব অনন্ত কালসে বলেন, "কংগ্রেস, শিবসেনা (ইউবিটি) এবং এনসিপি (এসপি)-এর বিরোধী দলনেতা পাওয়ার আর কোনও সুযোগ নেই ৷ জোটের দলগুলির সম্মিলিত শক্তি দ্বারা কেউ বিরোধী দলনেতা হতে পারেন না ৷" অন্যদিকে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, অজিত পাওয়ার সকলেই তাঁদের নিজ নিজ বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হয়েছেন ৷ এখন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন সে দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল ৷

মুম্বই, 24 নভেম্বর: বিধানসভা নির্বাচনে মহাযুতি'র রেকর্ড জয়ের পাশাপাশি আরও একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে মহারাষ্ট্র ৷ এনডিএ জোটের ফলাফলের জের এতটাই প্রবল যে বিধানসভায় কোনও বিরোধী দলই প্রধান বিরোধীদলের তকমা পাচ্ছে না ৷ গত ছয় দশকের মধ্যে প্রথমবার বিরোধী দলনেতা ছাড়াই রাজ্য বিধানসভা চলবে ৷

বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি 288টি বিধানসভা আসনের মধ্যে 230টি আসনেই জিতেছে। আর ক্ষমতাসীন জোটের ঝড়ে কার্যত লন্ডভন্ড অবস্থা বিরোধী জোটের ৷ অবস্থা এমনই যে বিরোধী কোনও দলই প্রধান বিরোধী দলের তকমা পাওয়ার জন্য ন্যূনতম 29টি আসনও পায়নি ৷ রাজ্য বিধানসভা আইনে বিরোধী দলের নেতাদের বেতন এবং ভাতাগুলির বিধান অনুসারে, একটি দলকে প্রধান বিরোধী দলের তকমা অর্জনের জন্য সামগ্রিক আসনের ন্যূনতম 10 শতাংশ আসন পেতে হয় ৷

নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, বিরোধী এমভিএ-র অংশ শিবসেনা (ইউবিটি) বিরোধী জোটের মধ্যে সর্বোচ্চ 20টি আসন জিতেছে ৷ বিরোধী দলনেতার জন্য প্রয়োজনীয় সংখ্যার চেয়ে নয়টি আসন কম আছে তাদের। কংগ্রেস 16টি আসনে জিতেছে এবং শরদ পাওয়ারের এনসিপি (এসপি) পেয়েছে মাত্র 10টি আসন।

শনিবার রাতে 288টি আসনের সম্পূর্ণ ফলাফল ঘোষণা হয়েছে মহারাষ্ট্রে ৷ সেখানে দেখা গিয়েছে, বিজেপি 149টি আসনের মধ্যে 132টি আসনে জয়লাভ করেছে। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবসেনা 57টি আসনে জয়ী হয়েছে। মহাযুতির তৃতীয় শরিক অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি 41টি আসনে জিতেছে।

আর এই ফলাফলের পরই স্পষ্ট হয়েছে, 60 বছরের মধ্যে প্রথমবার মহারাষ্ট্র বিধানসভায় কোনও বিরোধী দলনেতা থাকছেন না। রাজ্য বিধানসভার প্রাক্তন প্রধান সচিব অনন্ত কালসে বলেন, "কংগ্রেস, শিবসেনা (ইউবিটি) এবং এনসিপি (এসপি)-এর বিরোধী দলনেতা পাওয়ার আর কোনও সুযোগ নেই ৷ জোটের দলগুলির সম্মিলিত শক্তি দ্বারা কেউ বিরোধী দলনেতা হতে পারেন না ৷" অন্যদিকে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, অজিত পাওয়ার সকলেই তাঁদের নিজ নিজ বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হয়েছেন ৷ এখন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন সে দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.