ETV Bharat / sports

কেন বল করছেন না হার্দিক? ম্যাচ শেষে কারণ জানালেন বিরাট - টিম ম্যানেজ়মেন্ট

পিঠের অস্ত্রোপচারের পর হার্দিকের শরীরের উপর যাতে চাপ না পরে, তাই তাঁকে দিয়ে সব ম্যাচে বল না করানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের পর সাক্ষাৎকারে জানালেন বিরাট কোহলি ৷

for-workload-mangement-of-hardik-pandya-team-managment-decide-to-give-him-ball-says-virat-kohli
কেন বল করছেন না হার্দিক? ম্যাচ শেষে কারণ জানালেন বিরাট কোহলি
author img

By

Published : Mar 27, 2021, 2:30 PM IST

পুণে, 27 মার্চ : হার্দিক পান্ডিয়া টি-20তে নতুন বলে বল করছেন ৷ শুধু বলই করছেন না, নিয়মিত উইকেটও পাচ্ছেন ৷ কিন্তু, ইংল্যান্ডের ওয়ান ডে সিরিজ়ে তাঁকে বল দিচ্ছেন না বিরাট কোহলি ৷ আবার সেই সময়, যখন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা একের পর এক বল বাইন্ডারির ওপারে পাঠাচ্ছেন ৷ কিন্তু, কেন কেন হার্দিককে দিয়ে বল করানো হচ্ছে না, তা ম্যাচ শেষে খোলসা করলেন বিরাট কোহলি ৷ জানালেন, সামনের বড় টুর্নামেন্ট এবং ইংল্যান্ড সফরকে মাথায় রেখেই হার্দিক পান্ডিয়ার ওর্য়াক লোড নিয়ন্ত্রণ করা হচ্ছে ৷

দ্বিতীয় ওয়ান’ডে ম্যাচে ভারতীয় বোলাররা চূড়ান্তভাবে ব্যর্থ ৷ আর এই পরিস্থিতিতে হার্দিক পান্ডিয়াকে দিয়ে বল না করানোয় ক্ষোভপ্রকাশ করেছেন সুনীল গাভাস্কর, ভি ভি এস লক্ষ্মণরা ৷ তবে, কেন এই সিদ্ধান্ত তা স্পষ্ট করলেন ভারত অধিনায়ক ৷ কোহলি জানালেন, পিঠের অস্ত্রোপচারের পর হার্দিকের শরীরের উপর যাতে চাপ না পরে তাই এই সিদ্ধান্ত ৷ এ নিয়ে ম্যাচ শেষে সাক্ষাৎকারে বিরাট কোহলি বলেন, ‘‘আমরা তাঁর শরীরের দিকে নজর দিচ্ছি ৷ বুঝতে হবে কোথায় আমরা তাঁর প্রতিভাকে কাজে লাগাবো ৷ টি-20 ম্য়াচে আমরা তাঁকে দিয়ে বল করিয়েছি ৷ কিন্তু, ওয়ান’ডে ম্যাচে হার্দিকের উপর থেকে চাপ কমানোর চেষ্টা করা হচ্ছে ৷’’

আরও পড়ুন : কোভিড আক্রান্ত সচিন

কিন্তু, এর পরেই প্রশ্ন আসে, দল যখন হারছে তখন কেন এই সিদ্ধান্ত ম্যানেজমেন্টের ? এ নিয়ে বিরাট বলেন, ‘‘আমাদের এর পর ইংল্যান্ডে টেস্ট ক্রিকেট খেলতে হবে ৷ তাই হার্দিককে ফিট রাখার প্রয়োজন ৷’’ কোহলির এই বক্তব্য থেকে স্পষ্ট, জুলাই মাস থেকে ইংল্যান্ডে শুরু হতে চলা টেস্ট সিরিজ়ে ভারতীয় দলে ফিরতে চলেছে ন হার্দিক পান্ডিয়া ৷ প্রসঙ্গত, 2019’র অক্টোবর মাসে হার্দিক পান্ডিয়ার পিঠে অস্ত্রোপচার হয় ৷ যার ফলে দীর্ঘদিন ক্রিকেট মাঠ থেকে বাইরে থাকতে হয়েছে তাঁকে ৷ তবে, ক্রিকেট মাঠে ফিরলেও, পিঠের অস্ত্রোপচারের পর হার্দিককে অলরাউন্ডার হিসেবে কাজে লাগাতে পারেনি ভারতীয় দল ৷

পুণে, 27 মার্চ : হার্দিক পান্ডিয়া টি-20তে নতুন বলে বল করছেন ৷ শুধু বলই করছেন না, নিয়মিত উইকেটও পাচ্ছেন ৷ কিন্তু, ইংল্যান্ডের ওয়ান ডে সিরিজ়ে তাঁকে বল দিচ্ছেন না বিরাট কোহলি ৷ আবার সেই সময়, যখন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা একের পর এক বল বাইন্ডারির ওপারে পাঠাচ্ছেন ৷ কিন্তু, কেন কেন হার্দিককে দিয়ে বল করানো হচ্ছে না, তা ম্যাচ শেষে খোলসা করলেন বিরাট কোহলি ৷ জানালেন, সামনের বড় টুর্নামেন্ট এবং ইংল্যান্ড সফরকে মাথায় রেখেই হার্দিক পান্ডিয়ার ওর্য়াক লোড নিয়ন্ত্রণ করা হচ্ছে ৷

দ্বিতীয় ওয়ান’ডে ম্যাচে ভারতীয় বোলাররা চূড়ান্তভাবে ব্যর্থ ৷ আর এই পরিস্থিতিতে হার্দিক পান্ডিয়াকে দিয়ে বল না করানোয় ক্ষোভপ্রকাশ করেছেন সুনীল গাভাস্কর, ভি ভি এস লক্ষ্মণরা ৷ তবে, কেন এই সিদ্ধান্ত তা স্পষ্ট করলেন ভারত অধিনায়ক ৷ কোহলি জানালেন, পিঠের অস্ত্রোপচারের পর হার্দিকের শরীরের উপর যাতে চাপ না পরে তাই এই সিদ্ধান্ত ৷ এ নিয়ে ম্যাচ শেষে সাক্ষাৎকারে বিরাট কোহলি বলেন, ‘‘আমরা তাঁর শরীরের দিকে নজর দিচ্ছি ৷ বুঝতে হবে কোথায় আমরা তাঁর প্রতিভাকে কাজে লাগাবো ৷ টি-20 ম্য়াচে আমরা তাঁকে দিয়ে বল করিয়েছি ৷ কিন্তু, ওয়ান’ডে ম্যাচে হার্দিকের উপর থেকে চাপ কমানোর চেষ্টা করা হচ্ছে ৷’’

আরও পড়ুন : কোভিড আক্রান্ত সচিন

কিন্তু, এর পরেই প্রশ্ন আসে, দল যখন হারছে তখন কেন এই সিদ্ধান্ত ম্যানেজমেন্টের ? এ নিয়ে বিরাট বলেন, ‘‘আমাদের এর পর ইংল্যান্ডে টেস্ট ক্রিকেট খেলতে হবে ৷ তাই হার্দিককে ফিট রাখার প্রয়োজন ৷’’ কোহলির এই বক্তব্য থেকে স্পষ্ট, জুলাই মাস থেকে ইংল্যান্ডে শুরু হতে চলা টেস্ট সিরিজ়ে ভারতীয় দলে ফিরতে চলেছে ন হার্দিক পান্ডিয়া ৷ প্রসঙ্গত, 2019’র অক্টোবর মাসে হার্দিক পান্ডিয়ার পিঠে অস্ত্রোপচার হয় ৷ যার ফলে দীর্ঘদিন ক্রিকেট মাঠ থেকে বাইরে থাকতে হয়েছে তাঁকে ৷ তবে, ক্রিকেট মাঠে ফিরলেও, পিঠের অস্ত্রোপচারের পর হার্দিককে অলরাউন্ডার হিসেবে কাজে লাগাতে পারেনি ভারতীয় দল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.