ETV Bharat / sports

Venkatesh Prasad on Team India: 'অতি সাধারণ মানের ক্রিকেট', ভারতীয় দল নিয়ে আক্ষেপ প্রাক্তন পেসারের গলায় - Rahul Dravid

Venkatesh Prasad Disappointed with Team India: ভারতীয় ক্রিকেটের পারফরম্যান্স অত্যন্ত সাধারণ মানের ৷ এমনই বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন ভারতীয় সিমার এবং বোলিং কোচ ভেঙ্কটেশ প্রসাদ ৷ নিজের দাবির স্বপক্ষে সীমিত ওভারের ক্রিকেটে 'মেন ইন ব্লু'র সাম্প্রতিক পারফরম্য়ান্সের কথা তুলে ধরেন তিনি ৷

Venkatesh Prasad on Team India
ভারতীয় দল নিয়ে আক্ষেপ প্রাক্তন পেসারের গলায়
author img

By

Published : Jul 30, 2023, 9:54 PM IST

নয়াদিল্লি, 30 জুলাই: টেস্ট ক্রিকেটকে সরিয়ে রেখে বাকি দুই ফরম্যাটে ভারতীয় দল অতি সাধারণ বলে মনে করেন ভেঙ্কটেশ প্রসাদ ৷ শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের পারফরম্যান্স দেখার পর সোশাল মিডিয়ায় রীতিমতো বিরক্তি প্রকাশ করলেন প্রাক্তন পেসার ৷ তিনি আফসোস করেছেন যে, টাকা, ক্ষমতা এবং অন্যান্য সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও মাঝারি মানের ক্রিকেট উদযাপন করা হচ্ছে ভারতে ৷ আর সেই কারণেই 2021 ও 2022 টি-20 বিশ্বকাপে ভারতকে লজ্জার হারের মুখোমুখি হতে হয়েছে বলে মনে করেন ভেঙ্কটেশ প্রসাদ ৷

প্রাক্তন ভারতীয় পেসার লিখেছেন, ‘‘ভারতীয় দলকে খুব সাধারণ মানের ক্রিকেট খেলতে দেখলাম ৷ না সেখানে ছিল ইংল্যান্ডের মতো ‘উত্তেজক’ ক্রিকেট, না ছিল অস্ট্রেলিয়ার মতো ‘বিধ্বংসী’ মনোভাব ৷ টেস্ট ক্রিকেটকে একদিকে সরিয়ে রাখলে ভারত ওয়ান ডে এবং টি-20 ক্রিকেটে খুবই সাধারণ মানের দল ৷ তারা চ্যাম্পিয়ন দলের ধারেকাছে নেই ৷’’ উল্লেখ্য ভেঙ্কটেশ প্রসাদ ধোনির নেতৃত্বে 2007 টি-20 এবং 2011 বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের বোলিং কোচ ছিলেন ৷

ভারতীয় দলের সাম্প্রতিক কয়েকটি ব্যর্থতার প্রসঙ্গ তুলে ধরেন ভেঙ্কটেশ প্রসাদ ৷ তিনি লিখেছেন, ‘‘বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে হার, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার কাছেও হারতে হয়েছে ৷ এমনকী শেষ টি-20 বিশ্বকাপেও খারাপ পারফরম্যান্স ৷ প্রত্যেকটা দল জয়ের জন্য খেলতে নামে এবং ভারতও সেটাই করে ৷ কিন্তু, মাঠে তাঁদের খেলার ধরন ও আচরণ বিগত কিছু সময় ধরে লাগাতার খারাপ ফলাফলের অন্যতম কারণ ৷’’

আরও পড়ুন: এনসিএ’তে থাকা সিনিয়র প্লেয়ারদের নিয়ে নিশ্চিত নয় দল, ভয়ংকর দাবি রাহুলের

তবে, শুধু 2021 বা 2022 সাল নয় ৷ 2020 সালের আগেও ভারতীয় দল একাধিক আইসিসি টুর্নামেন্টে ব্যর্থ হয়েছে ৷ দ্বিপাক্ষিক সিরিজ জিতলেও আইসিসি টুর্নামেন্টে গিয়ে ব্যর্থ হয়েই ফিরতে হয়েছে ৷ সেই সময় বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল মাঠে আগ্রাসী ক্রিকেট খেলতে পছন্দ করত ৷ তা সত্ত্বেও, 2018 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারতে হয়েছিল ভারতকে ৷ আর 2019 বিশ্বকাপে ভারতীয় টপ-অর্ডারের ব্যর্থতায় সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিল ভারতীয় দল ৷ কিন্তু, রোহিত শর্মার নেতৃত্বে ক্রিকেটের সীমিত ফরম্যাটে সেই আগ্রাসনের নামমাত্র দেখা যায়নি বলে বারংবার অভিযোগ উঠেছে ৷

নয়াদিল্লি, 30 জুলাই: টেস্ট ক্রিকেটকে সরিয়ে রেখে বাকি দুই ফরম্যাটে ভারতীয় দল অতি সাধারণ বলে মনে করেন ভেঙ্কটেশ প্রসাদ ৷ শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের পারফরম্যান্স দেখার পর সোশাল মিডিয়ায় রীতিমতো বিরক্তি প্রকাশ করলেন প্রাক্তন পেসার ৷ তিনি আফসোস করেছেন যে, টাকা, ক্ষমতা এবং অন্যান্য সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও মাঝারি মানের ক্রিকেট উদযাপন করা হচ্ছে ভারতে ৷ আর সেই কারণেই 2021 ও 2022 টি-20 বিশ্বকাপে ভারতকে লজ্জার হারের মুখোমুখি হতে হয়েছে বলে মনে করেন ভেঙ্কটেশ প্রসাদ ৷

প্রাক্তন ভারতীয় পেসার লিখেছেন, ‘‘ভারতীয় দলকে খুব সাধারণ মানের ক্রিকেট খেলতে দেখলাম ৷ না সেখানে ছিল ইংল্যান্ডের মতো ‘উত্তেজক’ ক্রিকেট, না ছিল অস্ট্রেলিয়ার মতো ‘বিধ্বংসী’ মনোভাব ৷ টেস্ট ক্রিকেটকে একদিকে সরিয়ে রাখলে ভারত ওয়ান ডে এবং টি-20 ক্রিকেটে খুবই সাধারণ মানের দল ৷ তারা চ্যাম্পিয়ন দলের ধারেকাছে নেই ৷’’ উল্লেখ্য ভেঙ্কটেশ প্রসাদ ধোনির নেতৃত্বে 2007 টি-20 এবং 2011 বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের বোলিং কোচ ছিলেন ৷

ভারতীয় দলের সাম্প্রতিক কয়েকটি ব্যর্থতার প্রসঙ্গ তুলে ধরেন ভেঙ্কটেশ প্রসাদ ৷ তিনি লিখেছেন, ‘‘বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে হার, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার কাছেও হারতে হয়েছে ৷ এমনকী শেষ টি-20 বিশ্বকাপেও খারাপ পারফরম্যান্স ৷ প্রত্যেকটা দল জয়ের জন্য খেলতে নামে এবং ভারতও সেটাই করে ৷ কিন্তু, মাঠে তাঁদের খেলার ধরন ও আচরণ বিগত কিছু সময় ধরে লাগাতার খারাপ ফলাফলের অন্যতম কারণ ৷’’

আরও পড়ুন: এনসিএ’তে থাকা সিনিয়র প্লেয়ারদের নিয়ে নিশ্চিত নয় দল, ভয়ংকর দাবি রাহুলের

তবে, শুধু 2021 বা 2022 সাল নয় ৷ 2020 সালের আগেও ভারতীয় দল একাধিক আইসিসি টুর্নামেন্টে ব্যর্থ হয়েছে ৷ দ্বিপাক্ষিক সিরিজ জিতলেও আইসিসি টুর্নামেন্টে গিয়ে ব্যর্থ হয়েই ফিরতে হয়েছে ৷ সেই সময় বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল মাঠে আগ্রাসী ক্রিকেট খেলতে পছন্দ করত ৷ তা সত্ত্বেও, 2018 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারতে হয়েছিল ভারতকে ৷ আর 2019 বিশ্বকাপে ভারতীয় টপ-অর্ডারের ব্যর্থতায় সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিল ভারতীয় দল ৷ কিন্তু, রোহিত শর্মার নেতৃত্বে ক্রিকেটের সীমিত ফরম্যাটে সেই আগ্রাসনের নামমাত্র দেখা যায়নি বলে বারংবার অভিযোগ উঠেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.