সিডনি, 6 জানুয়ারি: শুরু করেছিলেন বিশেষজ্ঞ টি-20 ব্যাটার হিসেবে ৷ কিন্তু, ওয়ান-ডে ও টেস্ট ক্রিকেটেও সমানভাবে সফল বাঁ-হাতি অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ৷ যদিও, শনিবারের পর তাঁর নামের পাশে 'প্রাক্তন' শব্দটা জুড়ে গেল ৷ কিন্তু ডেভিড ওয়ার্নার 'দ্য এন্টারটেনার' সবসময় ক্রিকেটপ্রেমীদের মনে রয়ে যাবেন ৷ আর সেটাই চান ডেভি ৷ ঘরের মাঠ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে কেরিয়ারের শেষ টেস্ট খেললেন এবং জিতলেনও ৷ তবে, ডেভিড ওয়ার্নার একজন 'উত্তেজনাপূর্ণ' ও 'বিনোদন'-এর পাত্র ৷ এভাবেই তিনি ক্রিকেট অনুরাগীদের মনে থাকতে চান ৷
শনিবার ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলের ধারাভাষ্যকার ওয়ার্নারকে প্রশ্ন করেন, "আপনি কীভাবে নিজেকে মনে রাখতে পছন্দ করবেন?" জবাবে ওয়ার্নার জানান, "উত্তেজক, বিনোদনমূলক এবং আশা করি যেভাবে আমি খেলেছি, তাতে সকলের মুখে হাসি ফোটাতে পেরেছি ৷" ওয়ার্নার জানিয়েছেন, এদিন সকালে মাঠে নামার আগে নিজের ছোট মেয়েকে নিয়ে স্থানীয় কফি শপে গিয়েছিলেন ৷ সেখান থেকে কফি কিনে গাড়িতে করে স্টেডিয়ামে এসেছেন ৷ আর এটাই তাঁর অবসরের পরের জীবনের একটা অঙ্গ হতে চলেছে ৷
পরবর্তীতে অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ৷ সেখানে তিনি থাকবেন না, 12 বছরের ক্রিকেট কেরিয়ার শেষে সেই মুহূর্তটা সম্পূর্ণ অন্যরকম হবে বলে জানিয়েছেন ওয়ার্নার ৷ তাঁর কথায়, "ওটা খুবই আবেগপূর্ণ একটা মুহূর্ত হতে চলেছে ৷ যেখানে দলের বাকিদের দেখব মাঠে নেমে দেশের হয়ে খেলতে ৷ কিন্তু, আমি সেখানে থাকতে পারব না ৷" তবে, তিনি না-থাকলেও অস্ট্রেলিয়ান ক্রিকেট আগামী দিনে উন্নতির শিখরেই থাকবে ৷ এমনটাই মনে করেন ডেভিড ওয়ার্নার ৷ কারণ, বর্তমানে অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি, অনেক নতুন প্রতিভা অস্ট্রেলিয়া দলে রয়েছে ৷ তিনি বিশ্বাস করেন, সেই সব তরুণ প্রতিভারা ভবিষ্যতে অস্ট্রেলিয়ান ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে ৷
আর একজন সফল ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারার পিছনে নিজের শিক্ষাকে কৃতিত্ব দিয়েছেন ওয়ার্নার ৷ তিনি জানান, পরিবারে তিনি যে শিক্ষা পেয়েছেন, তা তাঁকে ক্রিকেটে সফল হতে সাহায্য করেছে ৷ আর ডেভিড ওয়ার্নারের বড় দাদা স্টিভ ওয়ার্নার, বরাবর তাঁর আদর্শ ৷ দাদাকে দেখে অনুপ্রাণিত হয়ে, তাঁর দেখানো পথে সারা জীবন চলেছেন ৷ আর এবার বেশি করে পরিবারকে নিয়ে থাকবেন বলে জানিয়েছেন প্রাক্তন বাঁ-হাতি অজি ওপেনার ৷
আরও পড়ুন: